News Update Bd

News Update Bd All Kind Of Update News Will Post Here.


I Am A Journalist, I Work With News Update Bd.

News Update Bd Is The Latest Or Update News Provider News Organization . All Kind Of Breaking News, Update News, Latest News Every Time Published Here .

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ সাম্প্রতিক সময়ে ভুয়া খবর (ফেক নিউজ) ছড়িয়ে সাধারণ...
20/06/2025

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ

সাম্প্রতিক সময়ে ভুয়া খবর (ফেক নিউজ) ছড়িয়ে সাধারণ মানুষের কাছে হামলা বা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।গত ৫ ই জুন ২০২৫ ঢাকাস্থ চিটাগাং হাইওয়ে রোডের কাঁচপুর ব্রিজের ঢাল সংলগ্নের (রিভারভিউ) একটি আবাসিক হোটেলের অনৈতিক কাজের তথ্য সংগ্রহ কে কেন্দ্র করে।বিশেষ সূত্রে জানা যায় যে হোটেলের অনৈতিক কাজের তথ্য সংগ্রহ করতে গেলে অপরাধী চক্র নিজেদের অপরাধকে আড়াল করার জন্য তথ্য সংগ্রহকারী সংবাদকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক একটি মিথ্যা অভিযোগ দায়ের করে এবং এলাকায় একাধিক ব্যক্তি ও গোষ্ঠী এমন প্রতারণার এবং হয়রানের শিকার হয়েছেন বলে জানা গেছে । বিষয়টি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাকে মৌখিকভাবে একাধিকবার অবগত করা হয় । অভিযোগ অনুযায়ী, প্রতারক চক্র প্রথমে একটি মিথ্যা বা বিকৃত তথ্য তৈরি করে অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর ভুক্তভোগীকে ফোন বা মেসেজের মাধ্যমে জানানো হয়, তার বিরুদ্ধে ‘সংবেদনশীল’ খবর প্রকাশিত হয়েছে বা হতে যাচ্ছে। ভয় দেখানো হয় যে, তার বিরুদ্ধে হামলা বা ফৌজদারি মামলা দায়ের করা হবে।এরপর চক্রের সদস্যরা ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে বলে, তারা চাইলে খবরটি সরিয়ে দিতে বা ‘উচ্চপর্যায়ে ম্যানেজ’ করতে পারে।এক ভুক্তভোগীর ভাষ্য:আমার নামে একটি মিথ্যা পোস্ট শেয়ার করে বলা হয়েছিল, আমি একটি হামলার সঙ্গে জড়িত। পরে অচেনা এক ব্যক্তি ফোন করে বলে, যদি টাকা না দেই, তাহলে খবরটি ছড়িয়ে পড়বে এবং আমার বিরুদ্ধে মামলা হবে।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এই ধরনের প্রতারণা ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির আওতায় গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। ইতিমধ্যে পুলিশের সাইবার ক্রাইম সহ বেশ কয়েকটি আইন প্রয়োগকারি ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে এবং জনগণকে এসব ঘটনার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আবাসিক হোটেলের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্থাপতিতাবৃত্তির এক হোটেলে  সাংবাদিকের নামে মিথ্যা অভিযোগনিজস্ব প্রতিব...
14/06/2025

আবাসিক হোটেলের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্থা

পতিতাবৃত্তির এক হোটেলে সাংবাদিকের নামে মিথ্যা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

পতিতাবৃত্তির অভিযোগে এক হোটেলে সাংবাদিকরা গেলে তাদের নামে উল্টা ডাকাতির লিখিত মিথ্যা অভিযোগ দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানায় রিভিউ হোটেলের ম্যানেজার সহ একটি অসাধু চক্র। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় নারায়ণগঞ্জের চিটাগাং রোড কাঁচপুর ব্রিজের ঢালে।
প্রত্যক্ষদর্শীদের মতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমল থেকে এখন পর্যন্ত পূর্বে
( সাজেদা হাসপাতাল )যা বর্তমানে রিভারভিউ নামকরণ দিয়ে নিচে খাবার হোটেল,উপরে অবৈধ ব্যবসা,বর্তমানে নাম দিয়েছে আবাসিক হোটেল,নেই কোন সাইনবোর্ড, এই অবৈধ ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে যেমন :ভিজিটিং কালারিং কার্ড।আবাসিক হোটেল এবং শুধু নাম্বার রাস্তাঘাটে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে পৌঁছে দেয়, বিশ্বস্ত সূত্রে জানা যায় এই প্রতিষ্ঠানের মালিক আশুলিয়া মাছের আড়তের ব্যবসা পরিচালনা করেন, হোটেলের মালিক ভাড়া দিয়েছেন আবাসিক হোটেল হিসেবে, হোটেল পরিচালনা করেন মো:জাহিদ মিয়া ও মো:শরিফুল ইসলাম, এবং পার্টনার হিসেবে আরো অনেকেই জড়িত রয়েছেন,স্থানীয় সূত্রে আরও জানা যায় পূর্বে ডিবি পুলিশ এই হোটেলের দেহ ব্যবসা নারীসহ হোটেল পরিচালক কারীদের কয়েকবার গ্রেফতার করে আইনের আওতায় এনেও বন্ধ করতে পারেনি এই অনৈতিক দেহ ব্যবসা,এই হোটেলে থাকা দালালেরা বিভিন্ন সময় বিভিন্ন সুকৌশলে হোটেলের আশপাশ থেকে পথযাত্রীদের অনৈতিক কাজের জন্য আহ্বান করে থাকে,এলাকাবাসীর দাবি এই রকমের একটি অনৈতিক অসামাজিক কার্যকলাপ এটি বন্ধ হওয়া উচিত,এবং এই অনৈতিক অপকর্মের সাথে জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও জানান তারা,গত বৃহস্পতিবার ৫ জুন সন্ধ্যা সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্টেশনের চিটাগাং রোড কাঁচপুর ব্রিজের ঢালের পাশে রিভিউ নামে এক আবাসিক হোটেলে প্রতিদিন পতিতাদের দিয়ে অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। এরকম একটি অভিযোগ এলাকা বাসির মাধ্যমে সাংবাদিকদের কাছে আসে এবং তার পরিপ্রেক্ষিতে সিআইএন টিভি ২৪ এর জেলা প্রতিনিধি ও দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার,হোটেলের পাশে থাকা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এলাকার কয়েকজন সাংবাদিকদের সমন্বয়ে হোটেলের সামনে তথ্য নেওয়ার জন্য যায়।

স্থানীয়রা আরো জানান এই হোটেলে যাতে অনৈতিক কার্যক্রম না চলে তার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করে। আর প্রমাণস্বরূপ হোটেল এলাকার অভিযোগকারীদের গোপনে ধারণ করা পতিতাবৃত্তির কিছু ভিডিও ক্লিপ সাংবাদিকদেরকে দেখায়। এতে দেখা যায় এখানে পতিতাবৃত্তি চলছে রমরমা ভাবে। এতে স্থানীয়রা ক্ষুব্ধ। আর স্থানীয়রা এরকম খারাপ কাজ যাতে না হয়, তার জন্য সাংবাদিক ও প্রশাসনকে বিষয়গুলো জানায়।
স্থানীয়রা জানান, হোটেলটি ঢাকা থেকে কুমিল্লা মুখী কাঁচপুর ব্রিজের ঢালে চিটাগাং রোডের পাশে অবস্থিত।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে,আদৌ ওখানে এই নামের কোন হোটেল এবং অনৈতিক কার্যকলাপ হয় কিনা এটি ছায়া তদন্তের জন্য এই হোটেলের সামনে কিছু সাংবাদিক গিয়ে পরিদর্শন করে তাৎক্ষণিক দূর থেকে চলে আসে, পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ এবং হোটেল থেকে সুবিধাভোগী একটি চক্র উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করে,যেটাকে বলা হয় চোরের মায়ের বড় গলা।
এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাকে বিষয়টি মৌখিকভাবে বিস্তারিত অবগত করে।এবং প্রচলিত আইনের ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিবকে বিষয়টি অবগত করেন

ইতিমধ্যে গতকাল হাইকোর্ট থেকে একটি পরিপত্র জারি করা হয়। সেখানে বলা হয়েছে সাংবাদিকরা যে কোনো জায়গায় তথ্য প্রমাণের ভিত্তিতে যেতে পারবে। এতে কারো কোনো কিছু বলার থাকবে না।

এবং আরো জানা গেছে যে উক্ত রিভিউ হোটেলের ম্যানেজার মো.তৌয়বুর রহমান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সোর্স ইকবাল হোসেন (৩৫) কে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
যেটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্দেশ্য প্রবন। (পুলিশের সোর্স) সাংবাদিকরা জানায়,পুলিশের সোর্স ইকবাল গত ছয় মাস যাবত পুলিশের সোর্স হিসাবে কাজ করেন না। বর্তমানে তিনি পল্লী টিভির একজন সাংবাদিক হিসাবে প্রায় পাঁচ মাস যাবত কর্মরত আছেন।

ভুক্তভোগী পুলিশের সোর্স সাংবাদিক ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, আমরা সেদিন ছায়া তদন্তের জন্য সেই আবাসিক হোটেলে যাই। আবাসিক হোটেলের কোনো ব্যক্তির সাথে আমাদের ফোনে অথবা সরাসরি কোন কথা হয়নি,যেহেতু আমরা ছায়া তদন্তের জন্য গিয়েছি, প্রাথমিক ধাপ যাচাই-বাছাই করনের পরে তাদের জিজ্ঞাসাবাদের সময় অবশ্যই আমরা থানা পুলিশকে অফিসিয়াল এসাইনমেন্ট সহ এখানে তথ্য সংগ্রহ করব

অথচ আমাদেরকে ,উদ্দেশ্য প্রবণভাবে অপরাধীরা নিজেদের অপরাধকে আড়াল করার জন্য একটি অসাধু চক্রের সমন্বয়ে নীল নকশা তৈরি করে এটি আমাদের পেশাগত সততা ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত হানে। আর আমাদের এই বিষয়গুলো এক পর্যায় নারায়ণগঞ্জের এসপি এস এম শফিউল্লাহ শফি সাহেবকে অবগত করা হয়। এবং পুরো বিষয়টির তথ্য রেকর্ড প্রমাণ সহ সংগ্রহ করা হয়
স্থানীয় ও সাংবাদিকরা জানান এখানে আওয়ামী লীগের আমল থেকে এখন পর্যন্ত অবৈধ কাজ চলে আসছে।আর এটি দেখভাল করে প্রভাবশালী একটি মহল আর নামধারী কিছু কথিত সাংবাদিক।এরা তাদেরকে উপঢৌকন পাঠিয়ে দিয়ে এই অবৈধ কার্য পরিচালনা করে। যাতে এই কাজ কেউ বাধা দিতে না পারে এবং একটি মহল ইকবাল (৩৫)কে শুরু থেকেই বিভিন্ন রকমের হামলা মামলার ভয় দেখিয়ে মানসিক মানিপুলেশন করে আসছে,যাতে তাদের এই অনৈতিক অপকর্মের বিরুদ্ধে কেউ রিপোর্ট অথবা মুখ খুলতে না পারে। নিঃসন্দেহে এ ধরনের অনৈতিক কাজ এটি সামাজিক অবক্ষয়,যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাই অচিরেই এটি বন্ধ হওয়া জরুরি। এবং এই ধরনের অনৈতিক কার্যকলাপ এর সাথে জড়িতদের প্রত্যেকেই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এটাই এলাকাবাসীর জোর দাবি।

ডঃ মোহাম্মদ ইউনুস তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, জনগণ তাকে ন্যূনতম পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় .
14/06/2025

ডঃ মোহাম্মদ ইউনুস তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, জনগণ তাকে ন্যূনতম পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় .

03/12/2023

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম।

সবার আগে সর্বশেষ নিউজ পেতে আমাদের সাথেই থাকুন ।🕹
03/12/2023

সবার আগে সর্বশেষ নিউজ পেতে আমাদের সাথেই থাকুন ।🕹

24/10/2023
20/10/2023

সীমাহীন যানজটে ভোগান্তি। অতিষ্ঠ নগর জীবন।

04/10/2023

সাকুরা পরিবহন এর পদ্মা পাড়ির ভিডিও।

Address

Purana Palton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when News Update Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Update Bd:

Share

আমাদের পরিচিতি

আমাদের স্লোগানঃ পণ্য কিনুন , আয় করুন ।