
10/03/2025
আর পারতেছিনা, মেনে নিতে😭ফেসবুকের নিউজফিড জুড়ে শুধু ধর্ষন আর ধর্ষন। কেন এতো ধর্ষন বেড়ে গেল??কেন ধর্ষকের শাস্তি জনসম্মুখে দেওয়া হচ্ছে না?? ধর্ষকরা তো ধর্ষন করে আইন নিজের হাতে নিয়ে মেরেও ফেলতেছে তাহলে কেন আমাদের হাতে আইন নিতে দিচ্ছে না?কেন ধর্ষককে সাথে সাথে মৃত্যু দিচ্ছে না??
কেন কেন কেন????????????
ইসলামে ব্যাভিচারী এবং ধর্ষণকারীকে জনসম্মুখে শাস্তির বিধান রাখা হয়েছে। আর এর শাস্তি হলো ১০০ বেত্রাঘাত অথবা পাথর মেরে হত্যা করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেছেন, ‘তাদের শাস্তি দিতে যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় এবং মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
ধর্ষণ বা ব্যাভিচারকারীকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে যাতে মানুষ এই শাস্তি স্বচক্ষে দেখতে পায়। প্রকাশ্য শাস্তি দেখলে মানুষের মধ্যে ভয় ঢুকবে এবং এ ধরনের কাজ থেকে নিজেকে নিবৃত রাখতে সচেষ্ট থাকবে।