No Politics in BUET

No Politics in BUET Land of Living

শহীদ আবরার ফাহাদ ভাই এর হত্যাকারী, ফাঁসির সাজাপ্রাপ্ত কনডেম সেলে থাকা আসামী 'জেমি' জেল থেকে পালিয়া যাওয়া এবং সেই ঘটনা প্...
24/02/2025

শহীদ আবরার ফাহাদ ভাই এর হত্যাকারী, ফাঁসির সাজাপ্রাপ্ত কনডেম সেলে থাকা আসামী 'জেমি' জেল থেকে পালিয়া যাওয়া এবং সেই ঘটনা প্রায় ছয়মাস গোপন রাখার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বুয়েট শিক্ষার্থীরা।

মিছিল শেষে, ঢাবি টিএসসি মোড়ে প্রেস ব্রিফিং এ তারা দাবী করেন, "পলাতক আসামীকে গ্রেফতার, পলায়নের সাথে জড়িত ব্যক্তিবর্গের বিচার এবং শহীদ আবরার ভাই এর হত্যায় জড়িত সকলের শাস্তি অতিদ্রুত কার্যকর করতে হবে।"

পলাতক আসামীর পরিচয়:
"মুনতাসির আল জেমি"
পিতা- আব্দুল মজিদ
মাতা- জোসনা বেগম
ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ

18/02/2025

কুয়েট প্রশাসনকে বুয়েট শিক্ষার্থীদের হুংকার

18/02/2025

কুয়েটে আজকে ছাত্রদলের ন্যাক্কারজনক হ|মল|র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিং করে বুয়েটের শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন ১৯ ব্যাচের দুই ছাত্র- আরাফাত সাকিব ও আবু ওবায়দা মায়াজ।

তাদের বক্তব্যের অংশবিশেষ তুলে ধরা হলো-
"বাংলাদেশকে আরেকটি নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হতে আমরা দিবো না। হাজারো শহীদের রক্তস্নাত এই ফ্যাসিস্টমুক্ত স্বাধীনদেশে ফ্যাসিস্টদের পুরনো পদচারণা আমরা মেনে নিবো না।
ইতোপূর্বে বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেমন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলো, ছাত্রদলের বর্তমান সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধেও বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান অনঢ় এবং সুদৃঢ়।
আমরা কুয়েট প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যেয়ে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবেন না, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কর্মসূচী গ্রহণ করবে।"


সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারে ভারত বিশ্বে প্রথম...
03/12/2024

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারে ভারত বিশ্বে প্রথম...

29/10/2024

SHAPA(শাপা) means-

S= Sheikh
H= Hasina
A= Abar(আবার)
P= Phire(ফিরে)
A= Asbe(আসবে)

ও আচ্ছা, ফিরে আসবে নিয়মতান্ত্রিক উপায়ে!!

কেউ আবার এই পোস্টের সাথে ভুয়েত কে মিলাইতে যাইয়েন না, ভুয়েত এ Sha-Pa মানে-

Sha- Sharbojonin(সার্বজনীন)
Pa- Paloniyo(পালনীয়)
!!

if u know, u know!!
🙂🙃...

বুয়েটের এই ছাত্রলীগ সন্ত্রাসীর শাস্তি নিশ্চিত করতে হবে।পোস্টটি প্রচার করুন এবং তাকে আইনের আওতায় আনতে সাহায্য করুন।
25/10/2024

বুয়েটের এই ছাত্রলীগ সন্ত্রাসীর শাস্তি নিশ্চিত করতে হবে।
পোস্টটি প্রচার করুন এবং তাকে আইনের আওতায় আনতে সাহায্য করুন।

25/10/2024

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল ছাত্রলীগ নেতাকর্মীরা ধানমন্ডি ২৭ এ ঝটিকা মিছিল করেছে আজ।

সিকৃবিতে ছাত্রলীগ কায়দায় শিক্ষার্থীদের হামলা করলো 'ছাত্রদল'।তবে কি ছাত্রদল হয়ে ফিরে এলো ছাত্রলীগ, নাকি ছাত্রদল বুঝাতে চা...
25/10/2024

সিকৃবিতে ছাত্রলীগ কায়দায় শিক্ষার্থীদের হামলা করলো 'ছাত্রদল'।

তবে কি ছাত্রদল হয়ে ফিরে এলো ছাত্রলীগ, নাকি ছাত্রদল বুঝাতে চাইছে যে দল-লীগ একই সাপের দুটি বিষধর দাঁত?

24/10/2024

মুজিব পরিবারের কোনো সদস্যের নামে ক্যাম্পাসে কোনো হল থাকা যাবে না

বুয়েট ছাএলীগের ৬ ইমামকে কমেন্টবক্সে ট্যাগ করুন।
23/10/2024

বুয়েট ছাএলীগের ৬ ইমামকে কমেন্টবক্সে ট্যাগ করুন।

WE WON ABRAR BHAI!বাংলাদেশ সরকার "সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়া...
23/10/2024

WE WON ABRAR BHAI!

বাংলাদেশ সরকার "সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন "বাংলাদেশ ছাত্রলীগ"-কে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং উক্ত আইনের তফসিল-২ এ "বাংলাদেশ ছাত্রলীগ" নামক ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করেছে। এবং এই ঘোষণা অবিলম্বে কার্যকর হবে।

খু*ন, নি*র্যা*ত*ন, গণরুম কেন্দ্রিক নি*পী*ড়*ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধ*র্ষ*ণ, যৌন নি*পী*ড়*নসহ এমন কোনো অপকর্ম নেই যাতে ছাত্রলীগ সাংগঠনিক ভাবে জড়িত ছিল না। এসম্পর্কিত তথ্য প্রমাণ সকলের কাছেই রয়েছে এবং বিভিন্ন সময়ে পাপেট আদালতেও তাদের অপরাধ প্রমাণিত হয়েছে।

দেশজুড়ে জুলাই বিপ্লব চলাকালীন ছাত্রলীগের হায়েনারা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের উপর বেপরোয়া সশস্ত্র আক্রমণ চালিয়ে হাজার হাজার মুক্তিকামী মানুষকে হত্যা করেছে, আহত করেছে। শহীদের মিছিল আজও বন্ধ হয়নি। মানুষরূপী শয়তান গুলোর হাত থেকে নিষ্পাপ শিহুও রেহাই পায়নি।

বাংলাদেশ সরকারের নিকট যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে ০৫ আগস্ট ২০২৪ তারিখ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকান্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সাথে জড়িত রয়েছে।

এসব কারণে বাংলাদেশ সরকার কর্তৃক ছাত্রলীগ আজ হতে একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। যেকোনো মাধ্যম, এমনকি অনলাইনেও ছাত্রলীগকে সমর্থন দেওয়া বা ছাত্রলীগের কাজকে এনডোরসড করাও দেশীয় আইনে নিষিদ্ধ একটা স*ন্ত্রা*সী সংগঠনকে বৈধতা প্রদানের কাজ করা, যেটা স্পষ্টতই মারাত্বক অপরাধ হিসেবে গণ্য হবে।

এই যুগোপযোগী সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর কোনো নিরপরাধ মানুষের প্রাণ না ঝরুক লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বলি হয়ে। আর কোনো মায়ের কোল খালি না হোক। চিরশান্তিতে থাকুক আবরার, বিশ্বজিৎ সহ সকল আত্মারা।

- অহর্নিশ ১৯


দীর্ঘদিন ধারাবাহিকভাবে অত্যাচার নির্যাতনের পর চূড়ান্ত সীমা অতিক্রম করে ২০১৯ সালে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ক...
21/10/2024

দীর্ঘদিন ধারাবাহিকভাবে অত্যাচার নির্যাতনের পর চূড়ান্ত সীমা অতিক্রম করে ২০১৯ সালে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগ, সেই দীর্ঘদিনের অত্যাচার নির্যাতনকারী আবরার ফাহাদের হত্যাকারীদের পূর্বসূরি এবং সমসাময়িক অন্য হলের ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কি কেউ নেই!?

Address

BUET
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when No Politics in BUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share