JamilAhmmed

JamilAhmmed ◥꧁অন্যের দোষের সমুদ্রে সাঁতার না কেটে, নিজের ভিতরে মুক্ত চাষ করাই উত্তম ꧂◤

ফিরে পেতে চাই শৈশবটা...রাস্তার ধারে হাঁটছিলাম—চেনা শহর, অচেনা ব্যস্ততা।মনে হচ্ছিল, এই শহরের প্রতিটা ইট-পাথর যেন আমাকে কে...
06/05/2025

ফিরে পেতে চাই শৈশবটা...

রাস্তার ধারে হাঁটছিলাম—চেনা শহর, অচেনা ব্যস্ততা।
মনে হচ্ছিল, এই শহরের প্রতিটা ইট-পাথর যেন আমাকে কেবল বড় করে তুলেছে, কিন্তু ছোট করে তুলতে পারেনি আর একটুও। ছোট হতে ইচ্ছে করছিল খুব... খুব বেশি।

হঠাৎ পাশেই দাঁড়াল এক রিকশাওয়ালা।
চোখে ক্লান্তি, তবু ঠোঁটে এক অদ্ভুত শান্ত হাসি।

— মামা, কোথায় যাবেন? চলেন, নামিয়ে দেই।

আমি একটু হেসে বললাম,
— চলো, আমাকে নামিয়ে দাও।

রিকশায় উঠে বসলাম। শহরের কোলাহল পেছনে ফেলে সামনে এগোতে থাকলো আমাদের দু’জনের চাকা—একজন জানে গন্তব্য, আর অন্যজন খুঁজছে তার হারানো গন্তব্য।

অনেক দূর যাওয়ার পর হঠাৎ রিকশাওয়ালা জিজ্ঞেস করল,
— মামা, বলেন নাই তো কোথায় নামাবো?

আমি একটু চুপ করে থাকলাম। তারপর ধীরে বললাম,
— সেই জায়গায় নামিয়ে দিও, যেখানে আমি আমার ছোটবেলাকে খুঁজে পাবো।

সে থমকে গেলো।
— মানে?

আমি চোখ বন্ধ করে যেন নিজেকে হারিয়ে ফেললাম মনে মনে—
— যেখানে গেলে আমি আবার হতে পারি সাত-আট বছরের একটা পিচ্চি। হাতে পট্টি বাঁধা একটা ক্রিকেট ব্যাট, মুখে ঝাল মুড়ির স্বাদ। যেখানে বিকেলে মাঠে ছুটে যেতাম শুধু আনন্দ পেতে—not to win. যেখানে মা একটা কলা আর বিস্কুট দিয়ে বলতো, ‘তাড়াতাড়ি আসিস।’ স্কুলের টিফিনে ভাগ করে খাওয়া শিঙাড়া, বন্ধুরা মিলে লুকিয়ে দেখা সিনেমা পোস্টার, আর রাত্রে টিভির সামনে চোখ কচলে ঘুমানোর লড়াই... ওইখানে আমাকে নামিয়ে দিও ভাই।”

রিকশাওয়ালা গভীরভাবে আমার দিকে তাকাল। তারপর ধীরে বলল,
— “মামা, তাহলে আমিও যাব আজ সেদিকে। আজ আপনার কাছ থেকে ভাড়া নিব না। আজ আমরা একসাথে ফিরবো—ছোটবেলায়।”

শহর তখনও ছুটছে, মানুষ ছুটছে...
কিন্তু আমি আর সেই রিকশাওয়ালা ছুটছিলাম এক ভিন্ন পথে—সময়ের গলি ধরে, স্মৃতির মোড়ে মোড়ে, শৈশবের অলিগলি ঘুরে...

হয়তো কারও কাছে এটা শুধুই একটা গল্প,
কিন্তু যারা হারানো শৈশবের গন্ধ পায় বিকেলের হাওয়ায়, তারা জানে—শৈশব কখনো মরে না।
ওটা রিকশার মতো—ঠিক একদিন এসে দাঁড়ায় পাশে, জিজ্ঞেস করে...
মামা, কোথায় যাবেন?

✍️ লেখা: জামিল আহম্মেদ

অনেক দিন ধরে নিজেকে খুঁজছি,কবে যে হারিয়ে গেলাম, আজও খুঁজে পাই না নিজেকে।— জামিল আহম্মেদ
25/04/2025

অনেক দিন ধরে নিজেকে খুঁজছি,
কবে যে হারিয়ে গেলাম, আজও খুঁজে পাই না নিজেকে।

— জামিল আহম্মেদ

শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে—চারদিনের গরিবের রাজকীয় ঘোরাঘুরি!ভাইরে, সবসময় কি আর দামি রিসোর্টে গিয়ে ঘুরা যায়? না ...
11/04/2025

শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে—চারদিনের গরিবের রাজকীয় ঘোরাঘুরি!

ভাইরে, সবসময় কি আর দামি রিসোর্টে গিয়ে ঘুরা যায়? না গিয়ে একবার এই জায়গাটায় ঘুরে আসেন। রাজশাহী গেলে একটা গ্রাম আছে—নাম চরখিদিরপুর।
বিদ্যুৎ নেই ⚡, মোবাইলের নেটওয়ার্ক নাই 📵, অটো-রিকশা কিচ্ছু নাই। রাতে হারিকেনের আলো 🪔, যাতায়াতে গরুর গাড়ি 🐂—বুঝতেই পারছেন, নব্বইয়ের দশকে টাইম ট্রাভেল করার মতো ফিল পাবেন ⏳।

থাকার ব্যবস্থা? গেরস্তের মাটির দোচালা ঘরে রাত কাটাবেন 🏡।
সকালে উঠে তাজা গরুর দুধ, নিজ হাতে দোহন করে দিবে—হট গ্লাসে নিয়ে খাবেন 🥛।
নাস্তা? কালাই রুটি আর ধনেপাতা ভর্তা—একেবারে দেশি, খাঁটি আর জিভে জল আনা 😋!

আর সব চেয়ে বড় কথা, কৃত্রিমতা নাই। চারদিকে শুধু প্রকৃতি 🌾 আর সাদামাটা জীবনের সরল সৌন্দর্য 🍃।

যান্ত্রিক জীবনের স্ট্রেস থেকে পালিয়ে একেবারে শান্তির খোঁজে গেলে—এইটেই বেস্ট প্লেস 🧘‍♂️
রাজশাহী শহর থেকে ট্রলারে পদ্মানদী পার হয়ে ভারতঘেঁষা এই গ্রামে পৌঁছাতে পারবেন খুব সহজেই ⛵।

কম খরচে 💸 অনেক বেশির আনন্দ পেতে চাইলে একবার ঘুরে আসুন।
আমার মতো যারা একটু অন্যরকম ঘোরাঘুরি খুঁজেন, তাদের জন্য একদম পারফেক্ট স্পট!

✍️ লিখেছেন: জামিল আহম্মেদ
#ভ্রমণ #প্রকৃতি #স্মৃতিময়_গ্রাম #সাদামাটা_জীবনের_সৌন্দর্য JamilAhmmed Jamil Ahmmed

সত্য ধর্ম সেই, যা মানবতাকে শ্রদ্ধা করে, আর সৃষ্টিকর্তার আসল উপাসনা হলো মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।— জামিল আহম্মেদ
02/04/2025

সত্য ধর্ম সেই, যা মানবতাকে শ্রদ্ধা করে, আর সৃষ্টিকর্তার আসল উপাসনা হলো মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।

— জামিল আহম্মেদ

24/03/2025

একটা ছোট্ট উপহার হাতে নিয়ে 🎁 যখন নিজের সন্তানের মুখের হাসি দেখি 😊, তখন হঠাৎ বোঝা যায়—বাবা কাকে বলে… কত ঈদ চলে গেছে, ভাবিনি বাবা কীভাবে আমাদের মুখে হাসি ফুটিয়েছে… আজ নিজে বাবা হয়ে বুঝলাম, সন্তানের জন্য নিজের সব ইচ্ছা কবর দিতে হয় 💔… বাবা, কখনো বলা হয়নি—ভালোবাসি তোমায় ❤️… তোমার ঋণ কোনোদিন শোধ হবে না…🕊️
— জামিল আহম্মেদ

21/03/2025

হারিয়ে গিয়েও যে ফিরে আসে, আসলে সে-ই সত্য পথের খোঁজ পায়। —জামিল আহম্মেদ

21/03/2025

আত্মীয়তা শুধু রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের বন্ধনও বটে। যে আত্মীয় তোমার সুখে হাসে, দুঃখে পাশে দাঁড়ায় — সেই-ই প্রকৃত আত্মীয়। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন আত্মীয়তার বন্ধন অটুট রাখার, কারণ যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার রিজিক সংকুচিত হয়। তাই আসো, এই পবিত্র শুক্রবারে প্রতিজ্ঞা করি — হিংসা, অহংকার নয়, ভালোবাসা আর ক্ষমার হাত বাড়িয়ে দেই আমাদের আত্মীয়দের দিকে। একদিন সময় ফুরিয়ে যাবে, তখন শুধু রয়ে যাবে সম্পর্কের স্মৃতি। আল্লাহ আমাদের সবাইকে সম্পর্কের মর্যাদা বুঝে চলার তাওফিক দিন।

— Jamil Ahmmed

 #আলহামদুলিল্লাহ 🌿জীবনের পথে কিছু কিছু শুরু দেরিতে হয়... তবে দেরিতে শুরু মানেই শেষ হয়ে যাওয়া নয়।আজ হাতে পেলাম "Child...
20/03/2025

#আলহামদুলিল্লাহ 🌿
জীবনের পথে কিছু কিছু শুরু দেরিতে হয়... তবে দেরিতে শুরু মানেই শেষ হয়ে যাওয়া নয়।
আজ হাতে পেলাম "Child Healthcare & Treatment Orientation Course" -এর সনদ 📜। হয়তো অনেকের কাছে এটা সামান্য... কিন্তু আমার জন্য বড় একটা শুরু।

এই পথের শুরুটা একেবারেই প্রথম…
ভবিষ্যতে ইনশাআল্লাহ, ধাপে ধাপে আরও শিখবো, নিজেকে তৈরি করবো।
স্বপ্ন দেখি—একদিন মানুষের সেবা করবো, চিকিৎসা সেবার একজন অংশীদার হবো।

হয়তো এখন আড়ালে কেউ হাসছে... কেউ ভাবছে, "এতে কী হয়েছে?"
কিন্তু সময়ের সাথে প্রমাণ হবে—আসলেই শুরুটা এখান থেকেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যদি হায়াতে রাখেন,
ভবিষ্যতে বড় কিছু করার আশায় এগিয়ে যাচ্ছি… ইনশাআল্লাহ। 🌸

সবাই দোয়া রাখবেন—ছোট এই শুরু যেন একদিন বড় স্বপ্ন পূরণে পৌঁছে যায়। ❤️

✍️ Jamil Ahmmed

🌿


















#আলহামদুলিল্লাহ
#নতুন_শুরু
#স্বপ্নপূরণ
#মেডিকেল_জার্নি
#শিশুস্বাস্থ্য
#চিকিৎসাসেবা
#লক্ষ্য
#অনুপ্রেরণা
#বাংলাদেশ
#সফলতা
#শিক্ষা
#জীবন

19/03/2025

ভিতরটা পবিত্র না হলে বাহিরের সাজ স্রেফ মায়া — আত্মার জয়ই প্রকৃত জয় ✨

— জামিল আহম্মেদ 🌿

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when JamilAhmmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JamilAhmmed:

Share