সেরকম

সেরকম Serokom

06/08/2025

আজকে নতুন আয়কর আইনজীবীদের পোস্ট দেখে মনে হচ্ছে দেশে আয়কর পরিশোধকারী'র চেয়ে আয়কর আইনজীবী বেশি। 🤣🤣

05/08/2025

আমাকে ঠকানোর সহজ ৫টি উপায়:
১. প্রথমে আমাকে দিয়ে ... See more

03/08/2025

মানুষ মূলত গোল!
পৃথিবী মূলত একা!!

27/07/2025

সময়মত ছাত্রলীগে ঢুকলে এখন শিবিরের বড় নেতা থাকতাম 🥲

24/07/2025

৩০০ ফিটে ইজিবাইক ছিনতাই | পুলিশ জনতার হাতে আটক ছিনতাইকারী!

আমার ছাত্রী সবেমাত্র ক্লাস ওয়ান 🙂
18/07/2025

আমার ছাত্রী সবেমাত্র ক্লাস ওয়ান 🙂

অনেকেই দেখছি AI দিয়ে 'প্রম্পট লিখে' নিজের পুরোনো ফটো রিস্টোর করে ফেলতে পারছে। ব্যাপারটা বেশ দারুণ! 🙃
14/07/2025

অনেকেই দেখছি AI দিয়ে 'প্রম্পট লিখে' নিজের পুরোনো ফটো রিস্টোর করে ফেলতে পারছে। ব্যাপারটা বেশ দারুণ! 🙃

12/07/2025

আগে ভাবতাম আমি একাই বোধহয় নিজের পায়ে নিজে কু-ড়াল মেরে ডাউনফল ডেকে আনি, পরে বিম্পিকে দেখলাম এখন ভাল্লাগতাসে। 😌

22/06/2025

হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান!

বাংলাদেশের বাস মালিক শ্রমিক সমিতি: কালকে থেকেই বাস ভাড়া ডাবল 😅

প্লেন জার্নির ক্ষেত্রে বোয়িং ৭৮৭ আমার প্রথম পছন্দ। কারণ এটা প্লেনের নতুন মডেলগুলোর একটা। একটা কনফিডেন্ট কাজ করে যে এটা...
15/06/2025

প্লেন জার্নির ক্ষেত্রে বোয়িং ৭৮৭ আমার প্রথম পছন্দ। কারণ এটা প্লেনের নতুন মডেলগুলোর একটা। একটা কনফিডেন্ট কাজ করে যে এটাতে দুর্ঘটনার সম্ভাবনা কম। এমনকি আমার নেক্সট ফ্লাইটের টিকেটও ৭৮৭ এ করে রেখেছি।

আগের মডেলগুলোতে যত ভুল, সব সমাধান করে এটা বানানো হয়েছে। সকল আধুনিক প্রযুক্তি এতে যুক্ত করা হয়েছে।

বোয়িং কি? এয়ার ইন্ডিয়া কি?

বোয়িং হলো প্লেন নির্মানকারী কোম্পানী।

আমাদের দেশের যে বাসগুলো আছে। যেমন গ্রীণ লাইন, সোহাগ পরিবহন। এরা কিন্তু বাস বানায় না। বিদেশী বিভিন্ন কোম্পানী থেকে বাস কিনে এনে নিজেদের লোগো লাগিয়ে রাস্তায় চালায়।

তেমনি বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানী বোয়িং থেকে প্লেন কিনে এনে নিজেদের নাম লোগো বসিয়ে চালায়। এয়ার ইন্ডিয়া হলো একটা এয়ারলাইন্স কোম্পানী। যার মালিক ইন্ডিয়ার টাটা গ্রুপ।

পৃথিবীতে দুইটা বড় প্লেন নির্মান কোম্পানী আছে। একটা হলো বোয়িং। অন‍্যটা এয়ারবাস।

বোয়িং আমেরিকার। আর এয়ারবাস হলো ইউরোপের কোম্পানী।

বোয়িং এর বড় ও আধুনিক প্লেন হলো 787 মডেলের এই প্লেন। যেটা গতকাল এক্সিডেন্ট করেছে।

এই প্লেনে দারুন একটা ফিচার আছে। বাইরে থেকে রোদ এলে কষ্ট করে জানালার কপাট আটকাতে হয় না। সুইচে চাপ দিলে পুরো গ্লাসটাই কালো হয়ে অন্ধকার যায়। আবার অন‍্য সুইচে চাপ দিলে সাদা।

এই প্লেনে ৩০০ যাত্রী ধরে।

আমাদের বিমান বাংলাদেশের বহরে ৬টা ৭৮৭ মডেলের প্লেন আছে। একেকটা প্লেনের দাম প্রায় আড়াই হাজার কোটি টাকা।

এমন না যে, আজকে টাকা দিলাম, কালকেই প্লেন হাজির। অর্ডার করলে কয়েক বছর লাগে বানিয়ে ডেলিভারি দিতে।

বিশ্বের গরীব এয়ারলাইন্সগুলো নতুন প্লেন কিনতে না পেরে অন‍্য এয়ারলাইন্স থেকে ১৫ বছর - ২০ বছর পুরোনো প্লেন কিনে নিয়ে আসে। রং করে নতুন করে চালায়।

অনেকে আবার অন‍্য এয়ারলাইন্স থেকে ভাড়া এনে চালায়।

আমাদের বেসরকারি একটা এয়ারলাইন্স, যে প্লেনে ২শ যাত্রী ধরে, সে প্লেনের সিটগুলো বাদ দিয়ে ৩০০ সিট লাগায়। বুঝেন অবস্থা। মোটামুটি লোকাল বাস।

একটা মজার বিষয় হলো, পৃথিবীর কোন প্লেনেই ১৩ নাম্বার সিট নেই। আনলাকি থার্টিন, তাই ১২ এর পর ১৪ নং সিট।

প্লেনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ বাহন। প্লেন খুব কম এক্সিডেন্ট হয়। কিন্তু এক্সিডেন্ট হলে সব শেষ।

আমাদের বিমান বাংলাদেশ ১৯৭২ সালের ৪ জানুয়ারী যাত্রা শুরু করে। ১৯৮৪ সালে এফ ২৭-৬০০ মডেলের একটি প্লেন পতেঙ্গা থেকে ঢাকায় ল‍্যান্ড করার সময় পানিতে বিধ্বস্ত হয়ে প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রোকসানা সহ ৪৯ জন মারা যায়।

ইউএস বাংলা ২০১৮ সালে নেপালে ক্র‍্যাশ করে ৫১ জন মারা গিয়েছিল।

এই গোল চিহ্নিত ফ্লাটে ছিলেন  খুব সম্ভবত ইরানের রেভলুশনারি গার্ডের প্রধান। তাকে প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে টার্গে...
13/06/2025

এই গোল চিহ্নিত ফ্লাটে ছিলেন খুব সম্ভবত ইরানের রেভলুশনারি গার্ডের প্রধান। তাকে প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে টার্গেট করে তাকে হ /ত তা করা হয়েছে।কোনো প্রকার হেরফের হয়নি। না অন্যকোনো ফ্ল্যাটে আঘাত হেনেছিল, না আঘাত ২ হাজার কিলো দূরত্ব দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল। কতটা নিখুঁত প্রযুক্তি চিন্তা করেছেন।
আপনি আমি কেউই কিন্তু নিরাপদ না। নিরাপদ হতে পারেন নাই ইরানের আর্মির সিজিএস (সেনাপ্রধানের পরের সর্বোচ্চ পদ)। এর আগে এক নিমিষে হিজবুল্লাহর কমান্ডদের ধ্বংস করে ফেলেছিল। শুনে মনে হবে জাদু যে আপনি বহু দূরে বসে কেবল বললেন হও। আর সাথে সাথে হয়ে গেলো উদ্দেশ্য সাধন। জি, পেজার হামলার কথা বলছি।
এই সবকিছু একদিনে হয় নাই। বহুদিন ধরে বাহিনীর কোন কোন সদস্য সত্যিকার অর্থে কার্যকর, তাদের চিন্তা কেমন, কোথায় থাকে, কীভাবে তাদের আক্রমণ করা হবে এই সব তথ্য সংগ্রহ করে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে।
মেধা, প্রযুক্তি, তথ্য আর স্ট্র্যাটেজির এই অপূর্ব সম্মিলিন দেখে আমাদেরকেও মাথা নাড়িয়ে বলতে হয় যে সত্যিই অপূর্ব।

যোগ্যতা এই লড়াইয়ে সমকক্ষ হবার কোন প্রচেষ্টা আমাদের আছে কি? নাকি আশা করছি পাগলামি, সমালোচনা আর নিজেদের মাঝে ঝগড়া করতে করতে আমরা জিতে যাবো?

Courtesy: মোহাইমিন পাটোয়ারী

Address

Middle Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when সেরকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category