Muhammad Tamim Hossain

Muhammad Tamim Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhammad Tamim Hossain, Digital creator, Dhaka.

29/10/2024

ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ 🤔😳❗️❗️❓❓
প্রথমত sorry Sir আপনার ভিডিও থেকে short করে ভিডিও না নেয়া
But video was very helpful thanks sir




“দুধ নষ্ট হলে দই হয়ে যায়। দই দুধের চেয়েও মূল্যবান।✅ যদি এটি আরও খারাপ হয় তবে এটি পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে ...
21/10/2024

“দুধ নষ্ট হলে দই হয়ে যায়। দই দুধের চেয়েও মূল্যবান।✅

যদি এটি আরও খারাপ হয় তবে এটি পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনির বেশি মূল্যবান। ✅

এবং যদি আঙ্গুরের রস টক হয়ে যায়, তবে এটি ওয়াইনে পরিণত হয়, যা আঙ্গুরের রসের চেয়েও বেশি দামী। ✅

আপনি খারাপ নন কারণ আপনি ভুল করেছেন। ভুলগুলি এমন অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসাবে আরও মূল্যবান করে তোলে। ✅

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ত্রুটি করেছিলেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে পরিচালিত করেছিল। ✅

আলেকজান্ডার ফ্লেমিং-এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে পরিচালিত করেছিল।🔰
আপনার ভুলগুলি আপনাকে হতাশ হতে দেবেন না। এটা নিখুঁত করে তোলে যে অনুশীলন নয়. আমরা যে ভুলগুলি থেকে শিখি তা নিখুঁত করে তোলে!”♻️

I learned❤️
17/10/2024

I learned❤️

📌 ছাত্রজীবনে ব্যবসা শুরুর ৫টি সুবিধা!✅ ১. আপনি তখন নির্ভারছাত্রজীবনে আপনার ওপর পারিবারিক আর্থিক প্রত্যাশা তেমন থাকে না। ...
15/10/2024

📌 ছাত্রজীবনে ব্যবসা শুরুর ৫টি সুবিধা!


✅ ১. আপনি তখন নির্ভার

ছাত্রজীবনে আপনার ওপর পারিবারিক আর্থিক প্রত্যাশা তেমন থাকে না। বিয়ের আগ পর্যন্ত ঐভাবে নিয়মিত পরিবারের ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। ফলে, ছাত্রজীবনে ব্যবসা শুরু করলে আপনি সেই ব্যবসা অনেকদূর এগিয়ে নিতে পারবেন, re-invest করতে পারবেন।

পরিবারের দায়িত্ব পাবার পর বা বিয়ের পর নতুন করে ব্যবসা শুরু করলে এই সুযোগ পাবেন না।

✅ ২. ব্যর্থ হলেও বিকল্প রাস্তা তখনো খোলা

ছাত্রজীবনে ব্যবসা করে ব্যর্থ হতে পারেন। সেখান থেকে শিখে আরো ইমপ্রুভ করতে পারবেন। কয়েক মাস ব্যবসা করার পর যদি মনে হয় 'আমাকে দিয়ে ব্যবসা হবে না', তাহলে আপনার তখনো রাস্তা খোলা।

বেশিরভাগ মানুষ ব্যর্থ হবার পর ব্যবসা শুরু করে। ফলে, তাদের পূর্ব-ব্যর্থতার প্রভাব ব্যবসায় পড়ে। এটার জন্য ব্যবসা দায়ি না না, বরং আপনি চাপে পড়ে ব্যবসা শুরু করায় নতুন আইডিয়া নিয়ে ভালোভাবে কাজ করতে পারেননি।

✅ ৩. খুব সামান্য থেকেই শুরু করতে পারবেন

পড়ালেখা শেষে কিছু করতে গেলে দেখবেন এমনিতেই সামাজিক চাপ শুরু হবে। নানান জায়গা থেকে শুনবেন- "চাকরি করছো? কী করছো?"

তখন চাইলেও ছোটোখাটো ব্যবসা দিয়ে শুরু করতে পারবেন না।

কিন্তু, ছাত্রজীবনে 'কী করছো?' এই প্রশ্ন এতোটা প্রাসঙ্গিক না। ফলে, আপনি খুব ছোট্ট থেকে ব্যবসা শুরু করতে পারবেন।

✅ ৪. বেশিরভাগ প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছাত্রজীবনে ব্যবসা শুরু করেন

আপনি বর্তমান বিশ্বের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দিকে তাকালে দেখবেন তাদের প্রায় সবাই ছাত্রজীবনে ব্যবসা শুরু করেন। পড়ালেখা শেষে নিজেদের ব্যবসায় ফুলটাইম সময় দেন। এটা থেকেই বুঝা যায় ছাত্রজীবন হলো ব্যবসা শুরুর সেরা সময়। মার্ক জাকারবার্গ, বিল গেটস থেকে শুরু করে বাংলাদেশের আয়মান সাদিক; এরকম অসংখ্য উদাহরণ আছে।

✅ ৫. স্বপ্নের পেছনে ছুটতে পারবেন

অনেকেই বলে 'আমি চাকরি করবো না'। তাদের জন্য সবচেয়ে উপযোগী হলো ছাত্রজীবনে এই স্বপ্নপূরণের চেষ্টা করা। তাহলে দেখা যাবে পড়ালেখা শেষ হবার সাথে সাথে তারা নিজের ব্যবসায় পুরো সময় দিবে; এমনকি অন্যদেরকে চাকরি দিতে পারবে।

এরকম স্বপ্নপূরণের জন্য ছাত্রজীবনে ব্যবসা শুরু করলে যেভাবে নেটওয়ার্ক তৈরি করা যায়, সেটা সময় গেলে কষ্টকর হয়ে উঠে।

"To my fav person..Always take care of yourself, always remember that I love you so much, always remember that I always ...
22/05/2024

"To my fav person..

Always take care of yourself, always remember that I love you so much, always remember that I always choose u, maybe we fight sometimes but i don't want to leave you..

I love you. 💗✨ কথানদী 🌸

04/05/2024

last 30 sec ' hits different vibes

Address

Dhaka

Telephone

+8801950976928

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Tamim Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Tamim Hossain:

Share