15/04/2025
অসহায়
কুরআনের হাফেজা বোনকে সাহায্য করুন।কুরআনের হাফেজা বোনের লিভার
ক্যান্সারের চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন!লিভার ক্যান্সারে আক্রান্ত
কুরআনের হাফেজা বোনের জন সকলে এগিয়ে আসবেন!
আমাদের এক
দ্বীনি ভাইয়ের স্ত্রী, যিনি একজন কোরআনে হাফেজা, ভয়াবহ লিভার ক্যান্সারে
আক্রান্ত প্রায় দু বছর যাবৎ। দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য ভারতের চেন্নাই ও
পাঞ্জাবে বিভিন্ন চিকিৎসা করানো হয়েছে। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি, বরং
ক্যান্সার এখন দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেছে।
এই
দীর্ঘ চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে আমাদের এই ভাই তার সব সঞ্চয় শেষ করে
ফেলেছেন। আট লক্ষ টাকার বেশি খরচ হয়ে গেছে, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা
করেছেন স্ত্রীকে বাঁচানোর জন্য। শশুর গরিব, মসজিদের মোয়াজ্জিন। চার মেয়েকে
নিয়ে স্বল্প আয়ে কোনো রকমে চলছে তার শশুড়ের সংসার।
এদিকে
এই ভাই ছিলেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। কিন্তু অসুস্থ স্ত্রীকে নিয়ে
দৌড়াদৌড়ির কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এক সন্তান ও অসুস্থ স্ত্রীসহ
পরে যান আরো মুসিবতে। তার বাবা নেই যে কিছুটা সাপোর্ট দিবে, তার যখন ৭ বছর
বয়স তখন তার বাবা মারা যান।
এ
পর্যন্ত প্রায় ৯ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। শেষমেষ এখন ডাক্তার বলেছেন
একটা রেডিও থেরাপি দিতে হবে। ভারতের ভিসা বন্ধ। তাই মালয়েশিয়া যেতে হবে।
বিশাল পরিমাণ একটা খরচ, যা বহন করার সাধ্য নেই তার। আল্লাহর অশেষ রহমতে
কোনো এক ভাই এগিয়ে এসেছেন, তিনি বলেছেন থেরাপির টাকা জোগাড় করতে, বাকি
যাতায়াত, হাসপাতালসহ যত আনুসাঙ্গিক খরচ আছে সব তিনি বহন করবেন ইনশাআল্লাহ।
থেরাপির
জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা লাগবে। ৪০ হাজার আলহামদুলিল্লাহ সেই ভাই
ম্যানেজ করে ফেলেছেন। এখন আরো ১ লক্ষ ৪০ হাজার টাকা হলেই হবে ইনশাআল্লাহ।
কিন্তু আপনাদের সকলের সহযোগিতা ছাড়া তার পক্ষে এটা অসম্ভব।
বর্তমানে
বেঁচে থাকার শেষ আশার আলো হচ্ছে মাত্র একটি রেডিও থেরাপি। আমাদের সম্মিলিত
চেষ্টার উসিলায় হয়তো আল্লাহ একজন মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিবেন।
একজন স্বামী তার ভালোবাসার প্রিয়তমাকে হারাবেন না।
ভাইয়েরা,
আমরা যদি সবাই মিলে একটু করে সাহায্য করি, তাহলে একজন কোরআনে হাফেজা হয়তো
বেঁচে যেতে পারে। রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি
কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দেবেন” (মুসলিম)
আসুন, আমরা যার যা সামর্থ্য আছে, তা দিয়ে সাহায্যের হাত বাড়াই।
আপনাদের পাঠানো টাকা সদাকাহ ফান্ড এর মাধ্যমে পৌঁছে যাবে ইন শা আল্লাহ!
জিম্মাদার আমি শাহ ইয়াসফিক ভূইয়া
01822994925(Bkash/Nagad/Rocket/Upay)
IBBL
20502040204560110
Jatrabari Branch
Shah Yashfique Bhuian
Ref:Hafeza