Yashfique On The Go

Yashfique On The Go Shah Yashfique Bhuian Vlogs and Social Work Page!

16/04/2025

Wo sang e giran Jo hayal hai
Raste say hata kar dum lain gay
Hum rahewafa k rehru hain
Manzil pe hi Jakar dum lain gay
Yeh bat ayan hai dunia pr
Hum phool bhi hain talwar bhi hain
Ya bazam e Jahan mehkain gay
Ya khoon main naha kar dum lain gay
Arbab e hukumat say keh do

অসহায় কুরআনের হাফেজা বোনকে সাহায্য করুন।কুরআনের হাফেজা বোনের লিভার ক্যান্সারের চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন!লিভার ক্যান...
15/04/2025

অসহায়
কুরআনের হাফেজা বোনকে সাহায্য করুন।কুরআনের হাফেজা বোনের লিভার
ক্যান্সারের চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন!লিভার ক্যান্সারে আক্রান্ত
কুরআনের হাফেজা বোনের জন সকলে এগিয়ে আসবেন!
আমাদের এক
দ্বীনি ভাইয়ের স্ত্রী, যিনি একজন কোরআনে হাফেজা, ভয়াবহ লিভার ক্যান্সারে
আক্রান্ত প্রায় দু বছর যাবৎ। দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য ভারতের চেন্নাই ও
পাঞ্জাবে বিভিন্ন চিকিৎসা করানো হয়েছে। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি, বরং
ক্যান্সার এখন দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেছে।

এই
দীর্ঘ চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে আমাদের এই ভাই তার সব সঞ্চয় শেষ করে
ফেলেছেন। আট লক্ষ টাকার বেশি খরচ হয়ে গেছে, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা
করেছেন স্ত্রীকে বাঁচানোর জন্য। শশুর গরিব, মসজিদের মোয়াজ্জিন। চার মেয়েকে
নিয়ে স্বল্প আয়ে কোনো রকমে চলছে তার শশুড়ের সংসার।

এদিকে
এই ভাই ছিলেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। কিন্তু অসুস্থ স্ত্রীকে নিয়ে
দৌড়াদৌড়ির কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এক সন্তান ও অসুস্থ স্ত্রীসহ
পরে যান আরো মুসিবতে। তার বাবা নেই যে কিছুটা সাপোর্ট দিবে, তার যখন ৭ বছর
বয়স তখন তার বাবা মারা যান।


পর্যন্ত প্রায় ৯ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। শেষমেষ এখন ডাক্তার বলেছেন
একটা রেডিও থেরাপি দিতে হবে। ভারতের ভিসা বন্ধ। তাই মালয়েশিয়া যেতে হবে।
বিশাল পরিমাণ একটা খরচ, যা বহন করার সাধ্য নেই তার। আল্লাহর অশেষ রহমতে
কোনো এক ভাই এগিয়ে এসেছেন, তিনি বলেছেন থেরাপির টাকা জোগাড় করতে, বাকি
যাতায়াত, হাসপাতালসহ যত আনুসাঙ্গিক খরচ আছে সব তিনি বহন করবেন ইনশাআল্লাহ।

থেরাপির
জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা লাগবে। ৪০ হাজার আলহামদুলিল্লাহ সেই ভাই
ম্যানেজ করে ফেলেছেন। এখন আরো ১ লক্ষ ৪০ হাজার টাকা হলেই হবে ইনশাআল্লাহ।
কিন্তু আপনাদের সকলের সহযোগিতা ছাড়া তার পক্ষে এটা অসম্ভব।

বর্তমানে
বেঁচে থাকার শেষ আশার আলো হচ্ছে মাত্র একটি রেডিও থেরাপি। আমাদের সম্মিলিত
চেষ্টার উসিলায় হয়তো আল্লাহ একজন মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিবেন।
একজন স্বামী তার ভালোবাসার প্রিয়তমাকে হারাবেন না।

ভাইয়েরা,
আমরা যদি সবাই মিলে একটু করে সাহায্য করি, তাহলে একজন কোরআনে হাফেজা হয়তো
বেঁচে যেতে পারে। রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি
কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দেবেন” (মুসলিম)

আসুন, আমরা যার যা সামর্থ্য আছে, তা দিয়ে সাহায্যের হাত বাড়াই।
আপনাদের পাঠানো টাকা সদাকাহ ফান্ড এর মাধ্যমে পৌঁছে যাবে ইন শা আল্লাহ!

জিম্মাদার আমি শাহ ইয়াসফিক ভূইয়া

01822994925(Bkash/Nagad/Rocket/Upay)

IBBL
20502040204560110
Jatrabari Branch

Shah Yashfique Bhuian

Ref:Hafeza

ভূমি জরিপ প্রশিক্ষনে ভর্তি হতে চাইলে আজই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন- 01601-735157কোর্স শেষে Land Survey Institute এর অধীন...
15/04/2025

ভূমি জরিপ প্রশিক্ষনে ভর্তি হতে চাইলে আজই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন- 01601-735157

কোর্স শেষে Land Survey Institute এর অধীনে সার্টিফিকেট দেয়া হবে ইনশাআল্লাহ
কিছুদিন পর আসতে যাচ্ছে আমীনশীপ কোর্স ইনশাআল্লাহ

তো আর দেরী কেন? ভর্তি হয়ে নিজের অভিজ্ঞতা, দক্ষতা এবং সার্টিফিকেটের ঝুলি বাড়িয়ে নিন। জীবনে অনেক কাজে আসবে ইনশাআল্লাহ

এইটার টিল গ্রিন কালারেরটা শেষমেশ পছন্দ করলাম আলহামদুলিল্লাহ। কিছুদিন পরেই সামর্থ্য হলেই নিবো ইনশাআল্লাহ। لا حول ولا قوه ...
14/04/2025

এইটার টিল গ্রিন কালারেরটা শেষমেশ পছন্দ করলাম আলহামদুলিল্লাহ। কিছুদিন পরেই সামর্থ্য হলেই নিবো ইনশাআল্লাহ।

لا حول ولا قوه الا بالله
وما توفيق الا بالله

২৫০সিসির বেল্ট ড্রিভেন ওয়াটার কুলড ক্রুজ বাইক

৪৪৮৫০০ টাকা মাত্র। পানির দামে ২৫০ সিসির চপার ক্রুজার সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ।
১৫০ সিসির বাইক এখনো সাড়ে ৭লাখ টাকায় বিক্রি হচ্ছে। সেই তুলনায় পানির দাম ারকি। মানুষরে ভাইঙ্গা কইতে হয়।

কমেন্টে ওয়েবসাইটে ঘুড়িয়ে ঘুড়িয়ে সব দিক থেকে দেখার লিংক থাকবে ইনশাআল্লাহ

Single Clylinder Water Cooled 249cc Engine
Bore*Stroke 72*61.2mm
Power24.81 BHP, 25.5kw/9800rpm
Torque 20.5 NM/7000rpm

Length*Width*Height 2210*805*1075mm
Wheelbase 1470mm
Ground Clearence 150mm
Curb Weight: 165kg
Fuel Capacity 13.5L

Colors Teal Green/NebulaBlack/Bordeaux Red
Mileage 30 kmpl
Drive Belt

Brake Front 300mm single disc. 4 piston Caliper J.Juan
Brake Rear 220mm Single Disc, Single Piston Caliper, Duel Channel ABS with traction control

Suspension
Front 37mm Telescopic Fork
Rear Swingarm/Twin Shocks

Front Tire 130/90 R16
Rear Tire 150/80 R16
Tyre type Tubeless

14/04/2025

CFMOTO BANGLADESH এর শোরুমে ২৫০ সিসির চপার ক্রুজার বেল্ট ড্রিভেন বাইক

لا حول ولا قوه الا بالله
وما توفيق الا بالله

২৫০সিসির বেল্ট ড্রিভেন ওয়াটার কুলড ক্রুজ বাইক

৪৪৮৫০০ টাকা মাত্র। পানির দামে ২৫০ সিসির চপার ক্রুজার সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ।
১৫০ সিসির বাইক এখনো সাড়ে ৭লাখ টাকায় বিক্রি হচ্ছে। সেই তুলনায় পানির দাম ারকি। মানুষরে ভাইঙ্গা কইতে হয়।

কমেন্টে ওয়েবসাইটে ঘুড়িয়ে ঘুড়িয়ে সব দিক থেকে দেখার লিংক থাকবে ইনশাআল্লাহ

Single Clylinder Water Cooled 249cc Engine
Bore*Stroke 72*61.2mm
Power24.81 BHP, 25.5kw/9800rpm
Torque 20.5 NM/7000rpm

Length*Width*Height 2210*805*1075mm
Wheelbase 1470mm
Ground Clearence 150mm
Curb Weight: 165kg
Fuel Capacity 13.5L

Colors Teal Green/NebulaBlack/Bordeaux Red
Mileage 30 kmpl
Drive Belt

Brake Front 300mm single disc. 4 piston Caliper J.Juan
Brake Rear 220mm Single Disc, Single Piston Caliper, Duel Channel ABS with traction control

Suspension
Front 37mm Telescopic Fork
Rear Swingarm/Twin Shocks

Front Tire 130/90 R16
Rear Tire 150/80 R16
Tyre type Tubeless

14/04/2025

লেখক : গাজী আল্লামা মুহাম্মদ ইকবাল

মুজে কুফা ওয়ালো, মুসাফির না সামজো,
মে আয়া নেহি হু, বুলায়া গায়া হু ॥

কে মেহমা বানাকার, ছাতায়া গায়া হু
মে রো-ইয়া নেহি হু, রুলায়া গায়া হু ॥

খোদা জানে কেসি, হে ইয়ে মেজবানি
বাহাত্তর পি-আসু, কাহে বান্দ্ পানি ,
মুকাদ্দার মে হ‍্যায় হাউজে কাউছার কা পিনা
মে পিয়াসা নেহি হু পিলায়া গায়া হু ।।

ঝুকা থা যো সারবার, গাহে খোদা মে
ওয়াহি ছের কালাম হো, গায়া কারবালা মে ,
শাহাদাত কি মঞ্জিল, কো পায়া হ‍্যায় মেনে
মে মুরদা নেহি হু, জিলায়া গায়া হু ।।

لا حول ولا قوه الا بالله

ছিলাম CFMOTO BANGLADESH এর মিরপুর শোরুমেভাল্লাগসে ২টা পছন্দ হইসে অনেকইনশাআল্লাহ শীঘ্রই মটরসাইকেলের সিন্ডিকেট ভাঙবে ইনশাআ...
14/04/2025

ছিলাম CFMOTO BANGLADESH এর মিরপুর শোরুমে
ভাল্লাগসে
২টা পছন্দ হইসে অনেক
ইনশাআল্লাহ শীঘ্রই

মটরসাইকেলের সিন্ডিকেট ভাঙবে ইনশাআল্লাহ। সরাসরি ইউরোপ থেকে আসতেসে বাইক CFMOTO_Official এর আন্ডারে। পানির দামে বলা যায় ৩০০ সিসি বাইক। 300SR সাড়ে ৫ লাখসাদা কালো দুইটা রং।

২৫০ সিসি ক্রজার ৪,৪৮০০০ টাকা, লাালটা। মে মাসে বিক্রি শুরু হবে ইনশাআল্লাহ।
আমি এইটা নিবো ইনশাআল্লাহ। পুরা চপার বাইকের ফিল। বেল্ট ড্রাইভ

সুন্দর সুন্দর সব বাইক মাশাআল্লাহ। সুবহানাল্লাহ।
لا حول ولا قوه الا بالله
وما توفيق الا بالله

14/04/2025

জরুরী ব্লাড লাগবে আজকের মধ্যেই
রক্তের গ্রুপ:B negative
রোগীর রক্তশূন্যতা
ইসলামী হসপিটাল, রায়েরবাগ, ঢাকা +880 1969-168317

Address

Anowara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yashfique On The Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share