Azizul101

Azizul101 আসসালামু আলাইকুম। আমার পেইজটা কে সবাই সাপোর্ট করুন। (+যে তার মালিক কে চিনলো না,সে পৃথিবীতে কিছুই চিনলো না+) আল্লাহ তায়ালা সব কিছুর মালিক।
(11)

রিকশা মার্কায় ভোট দিন।
08/07/2025

রিকশা মার্কায় ভোট দিন।

নিষিদ্ধ আ. লীগ নেতা ও একাধিক মামলার আসামিদের নিয়ে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো.হারুনুর রশীদ...
05/07/2025

নিষিদ্ধ আ. লীগ নেতা ও একাধিক মামলার আসামিদের নিয়ে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো.হারুনুর রশীদ। বৃহস্পতিবার সদর উপজেলার চরবাগডাঙায় বিগ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন।

এসময় মঞ্চের সামনের সারিতে হারুনের বাম দিকে বসে চা পান করতে দেখা যায় চরবাগডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একাধিক মামলার আসামি ওমর আলী ও সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম, কৃষক লীগ নেতা এনামুল হক কে।

এমপি'র ভূমিকা: উন্নয়ন নাকি আইন প্রণয়ন? এক বিভ্রান্তির দুষ্টচক্র!বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এমপি (সংসদ সদস্য) সম্প...
02/07/2025

এমপি'র ভূমিকা: উন্নয়ন নাকি আইন প্রণয়ন? এক বিভ্রান্তির দুষ্টচক্র!

বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এমপি (সংসদ সদস্য) সম্পর্কে একটি বদ্ধমূল ধারণা হলো, তাঁরা বুঝি স্থানীয় উন্নয়নের মূল কাণ্ডারি। অথচ, এমপির মূল কাজ কিন্তু উন্নয়ন করা নয়, আইন প্রণয়ন করা! আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক গভীর ক্ষত এটি, যা এমপির আসল ভূমিকাকে আড়াল করে রেখেছে।

প্রকৃতপক্ষে, স্থানীয় উন্নয়নের মূল দায়িত্বে রয়েছেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিরা। এছাড়াও, জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ আমলারা তাঁদের নিজ নিজ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এমপির কাজ হলো জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করা এবং দেশের জন্য প্রয়োজনীয় আইন তৈরি করা। প্রতি অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি এসেছে যাতে কোনো অঞ্চলের মানুষ বঞ্চিত না হয় এবং সকলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। এমপির মূল ভিত্তি হওয়া উচিত আইন প্রণয়নের যোগ্যতা, কেবল উন্নয়ন প্রতিশ্রুতি নয়।

গণতন্ত্রের সংকট ও সমাধানের অগ্রাধিকার

বর্তমানে আমাদের সরকার ব্যবস্থার মূল সমস্যাগুলো চিহ্নিত করা অত্যন্ত জরুরি। আশা করি, আমরা সবাই এক বাক্যে স্বীকার করব যে, আমাদের মূল সমস্যা হলো স্বৈরাচারী প্রবণতা। এর পরেই আসে নির্বাচনী দুর্নীতির মতো গুরুতর সব সমস্যা। আমাদের অগ্রাধিকারের তালিকায় এই মুখ্য বিষয়গুলোই সবার আগে থাকা উচিত।

আমাদের চলমান নির্বাচনী পদ্ধতি যে এসব সমস্যার সমাধানে দুর্বল, তা তো বারবার প্রমাণিত। ফ্যাসিবাদমুক্তির জন্য যে রক্ত ঝরেছে, তার দাগ এখনো দগদগে। তাই, আমাদের জুলাই অভ্যুত্থানের মূল সফলতা হবে ফ্যাসিবাদ যেন আর কখনোই কায়েম না হয় তা নিশ্চিত করা। নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিলে, তা নিঃসন্দেহে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণিত করবে।

পিআর পদ্ধতি: বাংলাদেশের বর্তমান সংকটের সর্বোত্তম সমাধান?

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জরুরি প্রয়োজন পূরণে যে নির্বাচনী পদ্ধতি সর্বাপেক্ষা উত্তম, সেটাই আমাদের একমাত্র সমাধান। অগ্রাধিকার তালিকার নিচে থাকা কোনো বিষয় যদি কোনো কারণে সেই পদ্ধতির মাধ্যমে পূরণ নাও হয়, তবুও এর বিপরীত কিছু চিন্তা করার অবকাশ নেই।

তাই, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপাপটে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিঃসন্দেহে সবচেয়ে উৎকৃষ্ট সমাধান। এটি নিশ্চিত করতে পারে যে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং কোনো একক গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত হবে না, যা গণতন্ত্রকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার জন্য অপরিহার্য।

দিবা স্বপ্ন দেখতেছে।
02/07/2025

দিবা স্বপ্ন দেখতেছে।

সহমত না হয়ে পারলামই না। এমন গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য রিজভি সাহেব কে ধন্যবাদ।
30/06/2025

সহমত না হয়ে পারলামই না। এমন গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য রিজভি সাহেব কে ধন্যবাদ।

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি 'বিসিএস' পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন ! বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব,...
29/06/2025

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি 'বিসিএস' পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন !
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”
ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে।
পাশ করেই বিসিএস পরীক্ষা দিল এবং প্রচণ্ড পরিশ্রমের ফল হিসেবে প্রথম হল (১০ম বিসিএস পরীক্ষা)।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলে চাকরিতে যোগদান করলো না।
পরবর্তীতে ১২তম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবার ভাইভাতে উপস্থিত!
ভাইভা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এই ছেলে ১০ম বিসিএস পরীক্ষায় প্রথম মেধাস্থানে ছিল।
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন,
“জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”
উত্তরে নাজিম উদ্দিন জানালেন,
আগেরবার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন,
তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেন নি।
তারপর, বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন?”
উত্তরে নাজিম উদ্দিন যা জানালেন তাতে বোর্ড কর্তাদের চক্ষু চড়কগাছ!
নাজিম উদ্দিনের সরল উত্তর, “আসলে আমি একটু যাচাই করে দেখলাম, আমার সেই মেধা আর প্রস্তুতি ঠিক আছে কিনা”।
নাজিম উদ্দিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সি‌স্টেমস বিভাগের প্রফেসর নাজিম উদ্দিন ভূঁইয়া, এফসিএমএ।
তিনি দ্বিতীয় বারেও বিসিএস পরীক্ষায় প্রথম হন।
কিন্তু যোগদান করেননি, পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন।
বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন, কিন্তু তিনি নিজেকে মহাজ্ঞানী ভেবে যাকে-তাকে তুচ্ছতাচ্ছিল্য করেননি।
কারণ, তিনি জানতেন, “যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি বিনয়ী।

জনগনের সাথে এটা কেমন মশকরা।উনি লন্ডনে পালিয়ে গেছেন ১ বছর হলো।  আর এখন তার দেশ ত্যাগে নি'ষে'ধাজ্ঞা  দেওয়া হলো।😁😁😁😁
27/06/2025

জনগনের সাথে এটা কেমন মশকরা।উনি লন্ডনে পালিয়ে গেছেন ১ বছর হলো। আর এখন তার দেশ ত্যাগে নি'ষে'ধাজ্ঞা দেওয়া হলো।😁😁😁😁

জু'মা মোবারক।
27/06/2025

জু'মা মোবারক।

😁😁😁😁😭😭😭🥴🥴🥴
26/06/2025

😁😁😁😁😭😭😭🥴🥴🥴

হাসিনা অনেক গরীবস ছিল 😎
26/06/2025

হাসিনা অনেক গরীবস ছিল 😎

Address

Dhaka
Dhaka
2010

Alerts

Be the first to know and let us send you an email when Azizul101 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azizul101:

Share