G News Online

G News Online আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইনা।আমি যে কাজ করি তার ভুল হতেই পরে। কিন্তু আপনার চোখ আমাকে সুধ্রে দিতে পরে

08/06/2025
31/05/2025

ড. ইউনূসকে প্রতিনিয়ত অপমান করছেন কিছু নেতা।
দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই। ‘চুপ্পু চাচ্চু’ এখনও প্রেসিডেন্ট পদে বহাল। ওয়াকার স্যার ও তাঁর সহযোগীরাই আছেন ক্ষমতায়।

ড. ইউনূস কি হার মানার মানুষ? তিনি কি এত অপমানের পরও সব কিছু মেনে নেবেন? চুপ থাকবেন?

একজন নেতা এক টক শো-তে বলেছেন, “ড. ইউনূস যদি ক্ষমতা থেকে যান, সারা দেশে গ্রামীণ ব্যাংকের কোনো শাখার একটি ইটও খুঁজে পাওয়া যাবে না।”

কেউ বলছেন—ড. ইউনূস আদম ব্যবসায়ী, জাপানে গেছেন আদম পাচারের জন্য।
কেউ বলছেন—ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ক্ষমতা ছাড়তেই চাননি। “তিনি কীভাবে এ ক্ষমতা ছেড়ে দেবেন?”

এই কথাগুলো কি ড. ইউনূসকে আঘাত করে না? তিনি কি সহজে মেনে নেবেন?

জামায়াত জানে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে।
এনসিপি জানে, নির্বাচনের পর বিএনপি-আওয়ামী লীগ এক হয়ে তাদের ‘আলুর ভর্তা’ বানাবে।
সেনাবাহিনী, পুলিশ জানে—তাদের অনেক কর্মকর্তা বিপদে পড়তে পারেন।

ড. ইউনূস যদি নির্বাচন দিয়ে সরে দাঁড়ান, তবুও তিনি কি নিরাপদ থাকবেন?
এই বিষয়গুলো কি ড. ইউনূসের টিম তাকে বলে না?
ড. ইউনূস কি কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা ছাড়া এগোচ্ছেন?

ড. ইউনূস কি তারেক রহমানের হুমকি হালকাভাবে নেবেন?
যদি ড. ইউনূস তারেক রহমানকে এভাবে হুমকি দিতেন, তারেক রহমান কি সেটা সহ্য করতেন?

আমার মনে হয়, দেশ এক বড় সংকটের দিকে যাচ্ছে—এমন একটি সংকট, যা কেউ এখন কল্পনাও করতে পারছেন না।

ড. ইউনূস হয়তো চাচ্ছেন, আপনারা আরও বলুন, আরও অপমান করুন।
কিন্তু তাঁর হারানোর কিছু নেই—বয়সের যে জায়গায় তিনি আছেন, মৃত্যু তাঁর জন্য খুব দূরের কিছু নয়।
তবে তিনি হার মেনে মরবেন না। পরাজয় মেনে নেবেন না।
তিনি এমন কিছু একটা করে যাবেন, যা হয়তো যারা আজ তাঁকে নিয়ে উল্টাপাল্টা বলছেন—তাদের জন্য ভালো হবে না।

ড. ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়। তিনি এক আন্তর্জাতিক খেলা খেলবেন। প্রস্তুত থাকুন।

হয়তো তিনি নির্বাচন দেবেন। হয়তো আপনারা পাশও করবেন। কিন্তু… ক্ষমতায় যেতে পারবেন না। আমি বলছি “হয়তো।”

এভাবে নোংরামিতে না গিয়ে, তারেক রহমান যদি নিজেই কথা বলতেন, সবাইকে থামিয়ে দিতেন—তবে পারতেন পরিস্থিতি সামাল দিতে।
কিন্তু অনেক দেরি হয়ে গেছে।
ভুল পথে হাঁটছেন সবাই, ভুল কথাই বলছেন সবাই।

তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন —এটা নিয়েও হাসি-তামাশা চলছে।বড় ভুল হচ্ছে কোথাও।

ড. ইউনূসের নাটক শেখ হাসিনা বুঝতে পারেননি—তাই আজ তিনি নিজেই এক কঠিন সংকটে।

আমার কথাগুলো হালকাভাবে না নিলে, অন্তত একটি রাজনৈতিক দলের উপকার হতে পারে।
#বাংলাদেশ

28/04/2025

মেজর সিনহা হত্যা মামলার আসামী ওসি প্রদীপ এবং এস আই লেয়াকত এর মৃত্যুদণ্ড বহাল!আগামী ৭ দিনের মধ্যে কার্যকর করা হবে।
আলহামদুলিল্লাহ

28/04/2025

ভোটকে কেন্দ্র করে আনকোরা-নামসর্বস্ব রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশের ইতিহাসে খুব স্বাভাবিক ঘটনা। এবার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে ব্যাপক, প্রাণক্ষয়ী ও রক্তাক্ত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানেও নির্বাচন সামনে রেখে তৈরি হচ্ছে নতুন নতুন সব দল।

28/04/2025

মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে মিল ঘর থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ....

30/11/2024

Address

Dhaka

Telephone

+8801816756529

Website

Alerts

Be the first to know and let us send you an email when G News Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share