Spoken English

Spoken English Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Spoken English, Digital creator, Dhaka.

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
02/07/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।
আল্লাহ পুরুষ ও নারীর মধ্যে বিপরীত আকর্ষণ দিয়েই পাঠিয়েছেন..!❤

02/07/2024

✪ Go on – চালিয়ে যাওয়া।
✪ Look at – তাকানো।
✪ Look for – খোঁজা।
✪ Look down – ঘৃণা করা।
✪ Look on – মনে করা।
✪ Cheer up – উৎসাহিত করা।
✪ Carry on – চালিয়ে যাওয়া।
✪ Carry out – পালন করা।
✪ Call off – বাতিল করা/প্রত্যাহার করা।
✪ Get into – ঢোকা/মিশে যাওয়া।
✪ Get on – চলা।
✪ Get up – উঠা/তৈরী করা।
✪ Give in – মেনে নেওয়া।
✪ Go off – বিচ্ছিন্ন হওয়া।
✪ Turn on – চালু করা।
✪ Turn off – বন্ধ করা।
✪ Turn over – উল্টানো।
✪ Turn up – হাজির হওয়া।
✪ Stand by – পাশে দাঁড়ানো
✪ Stand for – বোঝানো।
✪ Stand Off – দূরে থাকা।
✪ Act for – পক্ষে কাজ করা।
✪ Break down – ভেঙ্গে পড়া।
✪ Break in – শিক্ষা পাওয়া।
✪ Look over – পরীক্ষা করা।
✪ Break out – প্রার্দুভাব ঘটা।
✪ Break up – শেষ হওয়া।
✪ Call in – ডেকে আনা।
✪ Call out – ডেকে পাঠানো।
✪ Call up – স্বরণ করা।
✪ Drop out – বাদ পড়া।
✪ Get away – পালানো।
✪ Get down – নামা/মনোযোগ দেয়া।
✪ Go after – অনুসরণ করা।
✪ Live by – জীবন ধারণ করা।
✪ Live on – খেয়ে বেঁচে থাকা।
✪ Make up of – গঠিত হওয়া।
✪ Take off – উড্ডয়ন করা/খুলে ফেলা।
✪ See off – বিদায় জানানো।
✪ Put on – পরিধান করা।
✪ Show off – লোক দেখানো।
✪ Dress up – পোশাক পরিধান করা।
✪ Come of – জন্মগ্রহণ করা।
✪ Break away – এক স্থান হতে অন্য স্থানে সড়িয়ে নেওয়া।
✪ Fall down – পড়ে যাওয়া।
✪ Bear with – সহ্য করা।
✪ Set up – স্থাপন করা।
✪ Run after – ধাওয়া করা।
✪ Bank on – বিশ্বাস করা।
✪ Cut off – বিচ্ছিন্ন করা।
✪ Come away – খুলে ফেলা।
✪ Come on – শুরু করা।
✪ Come at – আক্রমন করা।
✪ Call for – চাওয়া।
✪ Carry away – মুগ্ধ করা।
✪ Carry off – জয় করা।

✅ পড়া শেষে Done লিখতে ভুলবেন না।

28/06/2024

Don’t দিয়ে সুন্দর বাক্য গঠন।
1. Don’t pinch - খামছি দিয়ো না
2. Don’t nip me - আমাকে চিমটি দিয়ো না
3. Don’t tickle - সুড়সুড়ি দিবে না
4. Don’t annoy – বিরক্ত করো না
5. Don’t spit here – এখানে থুথু ফেলো না
6. Don’t crack fingers - আঙ্গুল ফুটিয়ো না
7. Don’t bother - বিরক্ত করো না
8. Don’t be panic – আতংকিত হয়ো না
9. Don't climb – আরোহন করো না
10. Don’t be disappointed- হতাশ হয়ো না
11. Don’t worry- চিন্তা করো না
12. Don’t waste your time- তোমার সময় নষ্ট করো না
13. Don't shut your eyes- তোমার চোঁখ বন্ধ করো না
14.Don't ask - জিজ্ঞেস করো না।
15.Don't cry - কেঁদো না।
16.Don't talk -কথা বলো না।
17.Don't be sad -কষ্ট পেয়ো না।
18.Don't give up- হাল ছেড়ো না।
19.Don't be angry- রাগ করো না।
20.Don't lie to me - আমাকে মিথ্যা বলো না
21.Don't come again- আর এসো না
22. Don't lose heart - হতাশ হয়ো না
23.Don't oppose him - তার বিরোধিতা করো না
24.Don't let me down - আমাকে হতাশ করবেন না
25.Don't eat too much - বেশি খেয়ো না
26. Don't listen to her - তার কথা শুনো না
27.Don't eat like a pig - রাক্ষসের মত খেয়ো না
28. Don't shut your eyes - চোখ বন্ধ করো না
29.Don't talk like that - এভাবে কথা বলো না
30.Don't worry about it - এটা নিয়ে দুশ্চিন্তা করো না।
31.Don't be disappointed - নিরাশ হয়ো না
32.Don't ask me for money - আমার কাছে টাকা চাইবে না।
33.Don't lose your temper - মাথা গরম করো না
34.Don't tell anyone this - এটা কাউকে বলো না -
35.Don't add too much salt - অতিরিক্ত লবন দিও না।
36.Don't forget your stuff - জিনিস পত্রের কথা ভুলে যেওনা।
37.Don't make fun of people - মানুষকে নিয়ে মজা করো না।
38.Don't look at me that way - ওভাবে আমার দিকে তাকাবে না।
39.Don't look down on others - কাউকে ছোট করো না।
40. Don’t stand -দাঁড়াবে না

28/06/2024

🍂ইংরেজি শর্ট ডায়ালগ....

▪️ Start please ----শুরু করুন

▪️ Anything else? ----আর কিছু

▪️ No more ---আর না

▪️ Not a bit ---একটু ও না

▪️ Not the least -----একদম না

▪️ Not at all ---মোটেও না

▪️ Don't Forget -----ভুলো না

▪️ Don't move ----নড়ো না

▪️ Never ----কখনই নয়

▪️ Don't break it ----এটা ভেঙ্গোনা

▪️ Stop here ---এখানে থামো

▪️ Now stop ---এখন থামো

▪️ Too much ----অনেক হয়েছে

▪️ It's not like that ----তা নয়

▪️ We are satisfied ----আমরা সন্তুষ্ট

▪️ I'm Content ---আমি পরিতৃপ্ত

▪️ Take care of it ---এটার যত্ন নাও

▪️ Take care of you ----নিজের যত্ন নাও

▪️ Let's go for tea ---চল চা খাই

▪️ Go downstairs ---নিচে যাও

▪️ Get down ---( গাড়ি থেকে) নামো

▪️ See you Tomorrow ----কাল দেখা হবে

▪️ So what ----তাতে কি?

___________________________________

✅পড়া শেষে Done লিখতে ভুলবেন না। ধন্যবাদ🌼

23/06/2024

🪁 𝗔𝗺𝗮𝘇𝗶𝗻𝗴. (আমেজিং) – বিস্ময়কর।
🪁 𝗔𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗶𝗮𝗹. (আর্টিফিশাল) – কৃত্রিম।
🪁 𝗔𝘁𝘁𝗲𝗻𝘁𝗶𝘃𝗲. (এটেনটিভ) – মনোযোগী।
🪁 𝗕𝗿𝗶𝗹𝗹𝗶𝗮𝗻𝘁. (ব্রিলিয়ান্ট) – মেধাবী।
🪁 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗲𝗻𝘁. (কমপিটেন্ট) – দক্ষ।
🪁 𝗣𝗿𝗲𝘁𝘁𝘆. (প্রিটি) – মনোরম, আকর্ষণীয়।
🪁 𝗣𝗿𝗼𝗳𝗶𝗰𝗶𝗲𝗻𝘁. (প্রোফিশেন্ট) – দক্ষ, যোগ্য।
🪁 𝗥𝗲𝗹𝗶𝗮𝗯𝗹𝗲. (রিলাইএবল) – বিশ্বাসযোগ্য।
🪁 𝗖𝗼𝗻𝗳𝗶𝗱𝗲𝗻𝘁. (কনফিডেন্ট) – আত্মবিশ্বাসী।
🪁 𝗖𝗼𝗿𝗱𝗶𝗮𝗹. (কর্ডিয়াল) – আন্তরিক।
🪁 𝗖𝗼𝘂𝗿𝗮𝗴𝗲𝗼𝘂𝘀. (কারেজাস) – সাহসী।
🪁 𝗦𝗶𝗹𝗹𝘆. (সিলি) – নির্বোধ, হাবাগোবা।
🪁 𝗔𝘄𝗳𝘂𝗹. (অফুল) – ভয়াবহ।
🪁 𝗦𝗺𝗮𝗿𝘁. (স্মার্ট) – চটপটে, দক্ষ, বুদ্ধিমান।
🪁 𝗦𝘁𝗲𝗮𝗱𝘆. (স্টিডি) – দৃঢ়ভাবে।
🪁 𝗜𝗺𝗮𝗴𝗶𝗻𝗮𝘁𝗶𝘃𝗲. (ইম্যাজিনেটিভ) – কল্পণামূলক।
🪁 𝗣𝗮𝘁𝗶𝗲𝗻𝘁. (প্যাসেন্ট)- ধৈর্যশীল।
🪁 𝗜𝗺𝗽𝗮𝘁𝗶𝗲𝗻𝘁. (ইমপ্যাশেন্ট) – অধৈর্য।
🪁 𝗜𝗺𝗽𝗿𝗲𝘀𝘀𝗶𝘃𝗲. (ইমপ্রেসিভ) – হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক।
🪁 𝗗𝗲𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱. (ডিপ্রেসড) – হতাশাগ্রস্থ।
🪁 𝗗𝗲𝘃𝗼𝘁𝗲𝗱. (ডিভোটেড) – অনুরক্ত।
🪁 𝗗𝗲𝘅𝘁𝗲𝗿𝗼𝘂𝘀. (ডেক্সটেরাওয়াস) – চতুর।
🪁 𝗘𝗳𝗳𝗶𝗰𝗶𝗲𝗻𝘁. (এফিশিয়েন্ট) – দক্ষ।
🪁 𝗙𝘂𝘀𝘀𝘆. (ফাসি) – ব্যস্ততাপূর্ণ।
🪁 𝗚𝗲𝗻𝗲𝗿𝗼𝘂𝘀. (জেনারাস) – উদার, দানশীল।
🪁 𝗚𝗲𝗻𝘁𝗹𝗲. (জেন্টাল) – ভদ্র।
🪁 𝗚𝗹𝗼𝗼𝗺𝘆. (গ্লুমি) – হতাশ, বিষন্ন।
🪁 𝗞𝗲𝗲𝗻. (কীণ) – প্রখর, ধারালো।
🪁 𝗞𝗶𝗻𝗱. (কাইন্ড) – দয়ালু।
🪁 𝗟𝗼𝘃𝗲𝗹𝘆. (লাভলি) – মনোরম।
🪁 𝗠𝗼𝗱𝗲𝘀𝘁. (মডেস্ট) – বিনয়ী

23/06/2024

As - কারন, যেহেতু
Say- ধরা যাক
So - অতএব , সুতরাং
Who - কে, যে, কাকে
And - এবং ,ও
But - কিন্তু, তথাপি
That - যে , যা, যাতে, ফলে
Even - এমনকি
At first - প্রথমত
Often - প্রায়ই , মাঝে মাঝে
More - আরো , অধিকতর
Which - যেটি , যা
As if - যেন
Although - যদিও, যাতে , সত্বেও
While - যখন
Similarly - অনুরূপভাবে, একইভাবে
Therefore - অতএব , সুতরাং
So that - যাতে , যেন
First of all - প্রথমত
Rather - বরং, চেয়ে
Such as - তেমনই
However – যাইহোক
Indeed – প্রকৃতপক্ষে
Whereas – যেহেতু
Usually - সাধারনত
Only – শুধু, কেবল, একমাত্র
Firstly - প্রথমত
Finally - পরিশেষে
Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
But also - এমনি , এটিও
As well as – এবং, ও, পাশাপাশি
Furthermore - অধিকন্তু
Regrettably - দুঃখজনকভাবে ।
in fact – আসলে
Hence - অত:পর/সুতরাং
Such as - যথা/যেমন
Notably – লক্ষণীয়ভাবে
Consequently – অতএব
On the whole – মোটামুটি
Either - দুয়ের যে কোন একটি
Neither - দুয়ের কোনটি নয়
In any event - যাহাই ঘটুক না কেন
Additionally - অতিরিক্ত আরো
In this regard – এ বিষয়ে
As a matter of fact -বাস্তবিকপক্ষে/
প্রকৃতপক্ষে
Including - সেই সঙ্গে
Nonetheless - তবু
Nevertheless - তথাপি , তবুও , তারপরও
Lest - পাছে ভয় হয়
Whether - কি ...না , যদি
Comparatively - অপেক্ষাকৃত
To be honest - সত্যি বলতে
Come what may - যাই ঘটুক না কেন
If you do care - যদি আপনি চান
Next to nothing - না বললেও চলে
As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।As far as I’m concerned - আমার জানা মতে ।
Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
On the other hand - অন্যদিকে ।
In this connection - এ বিষয়ে ।
In addition - অধিকন্তু, মোটের উপর
Infact - প্রকৃতপক্ষে
To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
To sum up - সংক্ষেপে বলতে গেলে
Though - যদিও, সত্বেও
Incidentally - ঘটনাক্রমে
Then - তারপর ,তখন
Than - চেয়ে , থেকে
For a while - কিছুক্ষণের জন্য
In order to - উদ্দেশ্যে, জন্যে
Suddenly - হঠাৎ

16/06/2024

★Day নিয়ে ইংরেজিতে যতো কথাঃ
☆Today - আজ
☆Yesterday → গতকাল ।
☆Tomorrow → আগামীকাল ।
✰Day after tomorrow → আগামী পরশু ।
✰Day before yesterday → গত পরশু ।
✰Every few days → কয়েক দিন পরপর।
✰Every other day → একদিন পরপর
✰Every two days → দুইদিন পরপর।
✰Every third day → তিনদিন পরপর ।
✰Day break → প্রভাত ।
Educative School (এডুকেটিভ স্কুল)
✰One day or other → কোনো না কোনো একদিন ।
✰Previous day → পূর্ব দিন
✰Next day → পরের দিন ।
✰By Day → দিনে বেলা।
✰Only the other day → এইতো সেই দিন ।
✰The very day → সেই দিনেই ।
✰Gala day → উৎসবের দিন ।
✰Hectic day → ব্যস্ত দিন।
✰Rag day → সমাপনী দিন ।
✰Memorable day → স্মরণীয় দিন ।
✰Carry the day → জয়লাভ করা ।
✰Day off -→ ছুটির দিন ।
✰The Other Day → সেদিন ।
✰The Very Day – সেই দিনেই ।
✰Next To Next Friday → আগামী শুক্রবারের পরের শুক্রবার
✰Day to day → দিনদিন ।
✰Day Care → দিবাকালীন তত্ত্বাবধান ।
✰Day Time → দিনের বেলা ।
✰To This Day → আজ পর্যন্ত।
✰Last night → গত রাত
✰Tonight → অদ্য রজনীতে ।
✰Tomorrow night → আগামীকাল রাত ।
✰In the morning → সকালে ।
✰In the afternoon → বিকালে ।
✰In the evening → সন্ধ্যায় ।
✰Yesterday morning → গতকাল সকাল ।
✰Yesterday afternoon → গতকাল বিকেলে ।
✰Yesterday evening → গতকাল সন্ধ্যায়
✰This morning → আজ সকালে ।
✰This afternoon → আজ বিকেলে ।
✰This evening → আজ সন্ধ্যা বেলাতে ।
✰Tomorrow morning → আগামীকাল সকাল ।
✰Tomorrow afternoon → আগামীকাল বিকাল ।
✰Tomorrow evening → আগামীকাল সন্ধ্যা ।
✰In ten days → দশ দিনের মধ্যে ।
✰The previous day → আগের দিন ।
✰The previous month → পূর্ববর্তী মাস।
✰The previous year → পূর্ববর্তী বছর ।
✰On Monday → সোমবারে ।
✰One of those days → সেই দঃখ ।
✰Night after next → কালকে রাতের পরের

12/06/2024

★ 𝐀𝐦𝐚𝐳𝐢𝐧𝐠 𝐰𝐨𝐫𝐝, 𝐧𝐞𝐰 𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧.
✪ আমি ইংরেজি শিখি → 𝐈 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজি শিখছি → 𝐈 𝐚𝐦 𝐥𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজি শিখেছি → 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐥𝐞𝐚𝐫𝐧𝐞𝐝 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡
✪ আমি ইংরেজি শিখতে পারি→𝐈 𝐜𝐚𝐧 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡
✪ আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম →𝐈 𝐚𝐦 𝐚𝐛𝐥𝐞 𝐭𝐨 𝐬𝐩𝐞𝐚𝐤 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজি না শিখে পারিনা→ 𝐈 𝐜𝐚𝐧𝐧𝐨𝐭 𝐛𝐮𝐭 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজি না শিখে পারলাম না→ 𝐈 𝐜𝐨𝐮𝐥𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐮𝐭 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡
✪ আমার ইংরেজি শেখার কথা→𝐈 𝐚𝐦 𝐬𝐮𝐩𝐩𝐨𝐬𝐞𝐝 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমার ইংরেজি শেখা দরকার→𝐈 𝐧𝐞𝐞𝐝 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমার ইংরেজি শেখা উচিত →𝐈 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমার বরং ইংরেজি শেখাই উচিত →𝐈 𝐡𝐚𝐝 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত →𝐈 𝐚𝐦 𝐮𝐬𝐞𝐝 𝐭𝐨 𝐭𝐚𝐥𝐤 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমাকে ইংরেজি শিখতে হয় → 𝐈 𝐚𝐦 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি খুব কমই ইংরেজি শিখি → 𝐈 𝐚𝐦 𝐡𝐚𝐫𝐝𝐥𝐲 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে → 𝐈 𝐚𝐦 𝐥𝐢𝐤𝐞𝐥𝐲 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমাকে ইংরেজি শিখতে হবে→ 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.

✅ পড়া শেষে Done লিখতে ভুলবেন না। পেজে নতুন হলে Follow করে দাও

‼️সর্বোচ্চ মূল্যছাড় ‼️
মাত্র ১ সপ্তাহে ইংরেজি শিখুন ঘড়ে বসে। তবে না করে অফারে ভর্তি হয়ে যাও।

আর মাত্র কিছুক্ষণ বাকি, আজকেই শেষ দিন🔥 শুধু আজ রাত ১২টা পর্যন্ত 😱 1250 টাকার কোর্স এখন 890 টাকায়!
📌ভর্তি হওয়ার লিংক :
👉 https://tinyurl.com/English890

😲 "ঘরে বসে Spoken English Course" এখন পাচ্ছেন মাত্র 890 টাকায়। তাহলে দেরি কীসের এখুনি রেজিষ্ট্রেশন করুন উপরে দেওয়া লিংক থেকে🔥

✅ ভর্তির নিয়মাবলীঃ (Lite Facebook ব্যবহার থেকে বিরত থাকুন)
১. Facebook Apps থেকে কোর্স লিংকটিতে ক্লিক করুন।
২. এরপর -কোর্সটি কিনুন" বাটনে ক্লিক করুন।
৩. শুরু করুন " বাটনে ক্লিক করুন।
৪.এরপর আপনার মোবাইল নাম্বার দিন।
৫.এরপর আপনার মোবাইল নাম্বারে ৪ ডিজিট এর কোড আসবে ওটা বসান।
[এরপর আপনার নাম চাওয়া হলে নাম দিয়ে এগিয়ে যান ]
৬.পেমেন্ট অপশনে ক্লিক করে বিকাশ/নগদ সিলেক্ট করুন।
৭.পরবর্তী নির্দেশনা অনুযায়ী এগিয়ে যান।
কোর্সে ভর্তি হতে পারবেন।

বিঃদ্রঃ কোর্স কেনার সময় ফেসবুক লাইট থেকে বিরত থাকুন, অবশ্যই ফেসবুক এ্যাপস থেকে কোর্স কিনবেন। 🔥

07/06/2024

As - কারন, যেহেতু
Say- ধরা যাক
So - অতএব , সুতরাং
Who - কে, যে, কাকে
And - এবং ,ও
But - কিন্তু, তথাপি
That - যে , যা, যাতে, ফলে
Even - এমনকি
At first - প্রথমত
Often - প্রায়ই , মাঝে মাঝে
More - আরো , অধিকতর
Which - যেটি , যা
As if - যেন
Although - যদিও, যাতে , সত্বেও
While - যখন
Similarly - অনুরূপভাবে, একইভাবে
Therefore - অতএব , সুতরাং
So that - যাতে , যেন
First of all - প্রথমত
Rather - বরং, চেয়ে
Such as - তেমনই
However – যাইহোক
Indeed – প্রকৃতপক্ষে
Whereas – যেহেতু
Usually - সাধারনত
Only – শুধু, কেবল, একমাত্র
Firstly - প্রথমত
Finally - পরিশেষে
Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
But also - এমনি , এটিও
As well as – এবং, ও, পাশাপাশি
Furthermore - অধিকন্তু
Regrettably - দুঃখজনকভাবে ।
in fact – আসলে
Hence - অত:পর/সুতরাং
Such as - যথা/যেমন
Notably – লক্ষণীয়ভাবে
Consequently – অতএব
On the whole – মোটামুটি
Either - দুয়ের যে কোন একটি
Neither - দুয়ের কোনটি নয়
In any event - যাহাই ঘটুক না কেন
Additionally - অতিরিক্ত আরো
In this regard – এ বিষয়ে
As a matter of fact -বাস্তবিকপক্ষে/
প্রকৃতপক্ষে
Including - সেই সঙ্গে
Nonetheless - তবু
Nevertheless - তথাপি , তবুও , তারপরও
Lest - পাছে ভয় হয়
Whether - কি ...না , যদি
Comparatively - অপেক্ষাকৃত
To be honest - সত্যি বলতে
Come what may - যাই ঘটুক না কেন
If you do care - যদি আপনি চান
Next to nothing - না বললেও চলে
As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।As far as I’m concerned - আমার জানা মতে ।
Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
On the other hand - অন্যদিকে ।
In this connection - এ বিষয়ে ।
In addition - অধিকন্তু, মোটের উপর
Infact - প্রকৃতপক্ষে
To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
To sum up - সংক্ষেপে বলতে গেলে
Though - যদিও, সত্বেও
Incidentally - ঘটনাক্রমে
Then - তারপর ,তখন
Than - চেয়ে , থেকে
For a while - কিছুক্ষণের জন্য
In order to - উদ্দেশ্যে, জন্যে

01/06/2024

🪁 𝗔𝗺𝗮𝘇𝗶𝗻𝗴. (আমেজিং) – বিস্ময়কর।
🪁 𝗔𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗶𝗮𝗹. (আর্টিফিশাল) – কৃত্রিম।
🪁 𝗔𝘁𝘁𝗲𝗻𝘁𝗶𝘃𝗲. (এটেনটিভ) – মনোযোগী।
🪁 𝗕𝗿𝗶𝗹𝗹𝗶𝗮𝗻𝘁. (ব্রিলিয়ান্ট) – মেধাবী।
🪁 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗲𝗻𝘁. (কমপিটেন্ট) – দক্ষ।
🪁 𝗣𝗿𝗲𝘁𝘁𝘆. (প্রিটি) – মনোরম, আকর্ষণীয়।
🪁 𝗣𝗿𝗼𝗳𝗶𝗰𝗶𝗲𝗻𝘁. (প্রোফিশেন্ট) – দক্ষ, যোগ্য।
🪁 𝗥𝗲𝗹𝗶𝗮𝗯𝗹𝗲. (রিলাইএবল) – বিশ্বাসযোগ্য।
🪁 𝗖𝗼𝗻𝗳𝗶𝗱𝗲𝗻𝘁. (কনফিডেন্ট) – আত্মবিশ্বাসী।
🪁 𝗖𝗼𝗿𝗱𝗶𝗮𝗹. (কর্ডিয়াল) – আন্তরিক।
🪁 𝗖𝗼𝘂𝗿𝗮𝗴𝗲𝗼𝘂𝘀. (কারেজাস) – সাহসী।
🪁 𝗦𝗶𝗹𝗹𝘆. (সিলি) – নির্বোধ, হাবাগোবা।
🪁 𝗔𝘄𝗳𝘂𝗹. (অফুল) – ভয়াবহ।
🪁 𝗦𝗺𝗮𝗿𝘁. (স্মার্ট) – চটপটে, দক্ষ, বুদ্ধিমান।
🪁 𝗦𝘁𝗲𝗮𝗱𝘆. (স্টিডি) – দৃঢ়ভাবে।
🪁 𝗜𝗺𝗮𝗴𝗶𝗻𝗮𝘁𝗶𝘃𝗲. (ইম্যাজিনেটিভ) – কল্পণামূলক।
🪁 𝗣𝗮𝘁𝗶𝗲𝗻𝘁. (প্যাসেন্ট)- ধৈর্যশীল।
🪁 𝗜𝗺𝗽𝗮𝘁𝗶𝗲𝗻𝘁. (ইমপ্যাশেন্ট) – অধৈর্য।
🪁 𝗜𝗺𝗽𝗿𝗲𝘀𝘀𝗶𝘃𝗲. (ইমপ্রেসিভ) – হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক।
🪁 𝗗𝗲𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱. (ডিপ্রেসড) – হতাশাগ্রস্থ।
🪁 𝗗𝗲𝘃𝗼𝘁𝗲𝗱. (ডিভোটেড) – অনুরক্ত।
🪁 𝗗𝗲𝘅𝘁𝗲𝗿𝗼𝘂𝘀. (ডেক্সটেরাওয়াস) – চতুর।
🪁 𝗘𝗳𝗳𝗶𝗰𝗶𝗲𝗻𝘁. (এফিশিয়েন্ট) – দক্ষ।
🪁 𝗙𝘂𝘀𝘀𝘆. (ফাসি) – ব্যস্ততাপূর্ণ।
🪁 𝗚𝗲𝗻𝗲𝗿𝗼𝘂𝘀. (জেনারাস) – উদার, দানশীল।
🪁 𝗚𝗲𝗻𝘁𝗹𝗲. (জেন্টাল) – ভদ্র।
🪁 𝗚𝗹𝗼𝗼𝗺𝘆. (গ্লুমি) – হতাশ, বিষন্ন।
🪁 𝗞𝗲𝗲𝗻. (কীণ) – প্রখর, ধারালো।
🪁 𝗞𝗶𝗻𝗱. (কাইন্ড) – দয়ালু।
🪁 𝗟𝗼𝘃𝗲𝗹𝘆. (লাভলি) – মনোরম।
🪁 𝗠𝗼𝗱𝗲𝘀𝘁. (মডেস্ট) – বিনয়ী, নম্র।
🪁 𝗠𝗶𝘀𝗲𝗿𝗮𝗯𝗹𝗲. (মিজারেবল) – দুদর্শাগ্রস্থ।

01/06/2024

★How much ?= কত?
★As/How much =যত
★How much money ? = কত টাকা ?
★As/How much money =যত টাকা
★How much land ?= কত টুকু জমি?
★As/How much land = যত টুকু জমি
★How long ? =কত ক্ষন?
★As/ How long =যত ক্ষন
★for how long ?=কত ক্ষন যাবৎ?
★As/ for how long =যত ক্ষন যাবৎ
★How far ?= কত দূর?
★As/ How far=যত দূর
★How many ? =কয়টি ?
★As/ How many =যে কয়টি
★How many times= কয় বেলা?
★As/ How many days=যত বেলা
★How many members ?= কয় জন সদস্য?
★As/ How many members =যত জন সদস্য
★How many houses ?= কয় টি বাড়ি?
★As/ How many houses=যত টি বাড়ি
★How many people ? =কয় জন লোক?
★As/ How many people =যত জন লোক
★For how many days ?= কতদিন যাবৎ ?
★For as/ How many days=যতদিন যাবৎ
★With whom ? = কার সাথে?
★With whom =যার সাথে
★For whom ?= কার জন্য ?
★For whom =যার জন্য
★To whom ? = কার কাছে ?
★To whom =যার কাছে
★Against whom ? = কার বিরুদ্ধে ?
★Against whom =যার বিরুদ্ধে
★Under whom ? =কার অধীন ?
★Under whom=যার অধীন
★From Whom ?=কার কাছ থেকে?
★From Whom=যার কাছ থেকে
★like whom?= কার মত?
★like whom=যার মত

✅ পড়া শেষে Done লিখতে ভুলবেন না।

কিছু ⇨A few. কিছু কম ⇨A little. কিছু মনে করনা ⇨ Never mind. কেন নয়? ⇨ Why not? চিন্তা করনা ⇨ Don't worry. চেষ্টা করে দেখ...
17/03/2024

কিছু ⇨A few.
কিছু কম ⇨A little.
কিছু মনে করনা ⇨ Never mind.
কেন নয়? ⇨ Why not?
চিন্তা করনা ⇨ Don't worry.
চেষ্টা করে দেখ ⇨ Take a chance.
ঠিক আছে ⇨Okay.
তাই নাকি ⇨Really?
তাড়াতাড়ি⇨Hurry!
থাম! ⇨Stop!
ধন্যবাদ⇨Thank you.
নির্বোধ ⇨Nonsense.
নিশ্চয়ই ⇨Of course.
পরে দেখা হবে ⇨ See you later.
ফোন কর ⇨Call me.
বল আমাকে ⇨Tell me.
বাচাও ⇨ Help!
এখন বিদায় হও। ⇨ Be off now.
এখানে কি হচ্ছে?> What's going on here?
অল্প একটু ⇨ Just a little.
অসাধারন, খুব ভাল ⇨Excellent.
আপনাকেও ধন্যবাদ ⇨ You're welcome.
আমাকে বলুন ⇨ Please tell me.
আমি জানিনা ⇨I don't know.
আমি দুঃখিত ⇨ I'm sorry.
আমি ভয় করিনা ⇨ I don't care.
আর কিছুই নয় ⇨Nothing else.
আর কিছু? ⇨ Anything else?
কোনরকম ⇨ So far, so good
দেখা হবে ⇨See you around
আমার অনুমান. ⇨ I guess..

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spoken English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spoken English:

Share