
01/05/2024
বাংলাদেশ প্রেস ফটো কনটেষ্ট ২০২৪
বাংলাদেশ প্রেস ফটো কনটেষ্ট সেই সকল সাহসী নারী ও পুরুষের কীর্তিগাঁথাকে উদপযাপন করে যারা সম্মুখ সারির যোদ্ধা হয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করেন। দেশের শীর্ষস্থানীয় পেশাদার আলোকচিত্রীদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী দ্বারা গত এক বছরে আলোকচিত্র সাংবাদিকতা এবং তথ্যমূলক আলোকচিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ কাজগুলো নির্ধারণের মাধ্যমে এই স্বীকৃতি আলোকচিত্রীদের কাজের শ্রেষ্ঠতাকে জনসম্মুখে তুলে ধরে।
নির্বাচিত ছবিগুলো নিয়ে ২০২৪ সালের জুন মাসে ঢাকায় একটি প্রদর্শনীর পরিকল্পনা গৃহীত হয়েছে। একইসাথে প্রদর্শনীটি বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে ভার্চুয়াল মাধ্যমেও আয়োজিত হবে। বিজয়ী ছবিগুলোর পাশাপাশি নির্বাচিত ৩০টি ছবি এই প্রদর্শনীতে স্থান পাবে।
এই কন্টেষ্টে ছবি জমা দিতে নীচের লিংকে দেয়া নিয়মাবলী অনুসরণ করুন
We use cookies to personalise your account, to provide social media features, to analyse traffic, and so you can stay logged in. For more information, see our cookie policy.