
12/06/2024
পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের দরিদ্র মাহবুবুল হোসেনের ছেলে, শারীরিকভাবে স্বাভাবিক চলাফেরায় অক্ষম মোঃ আব্দুল্লাহর জন্য Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে 'দেশরত্ন শেখ হাসিনার ভালবাসার উপহার' হিসেবে একটি হুইল চেয়ার স্থানীয় টিপিবি সদস্যদের মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে।
মানবিক সহায়তায় টিপিবি'র অন্যতম সক্রিয় সদস্য, আমার অর্ধাঙ্গিনী Israt Bari Trina ♥
দারুণ ভালোলাগার বিষয়, স্থানীয় টিপিবি সদস্য লালন (হলুদ টি-শার্ট) নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে অন্যের কষ্ট লাঘবে ছুটে বেড়ায়, পরার্থে সহায়তা চায়। নিশ্চয়ই স্রষ্টা তাকে এই অসামান্য প্রচেষ্টার উত্তম প্রতিদান দেবেন।