15/07/2025
ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা নাটক ‘নিয়তির খেলা’ এবং ‘মাটির মেয়ে’র আলোচিত অভিনেত্রী শায়লা সাথী প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানালেন তার সংগ্রাম, ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা। নাটকের মাধ্যমে নারীদের বাস্তব সংগ্রামের গল্প তুলে ধরাই তার অভিনয়ের মূল প্রেরণা।
শায়লা সাথী বলেন, “আমার অভিনয়ের বেশির ভাগ কাজই দর্শকের ভালোবাসায় ভরা। ‘মাটির মেয়ে’ নাটকটি আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। এটি সাধারণ নারীদের সংগ্রামের গল্প বলে। নিজের পায়ে দাঁড়াতে নারীদের যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। আমি নারীকেন্দ্রিক গল্পে কাজ করতে বেশি ভালোবাসি।”
তবে তার পথ সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা পড়ার সময় থেকেই পরিবার ও সমাজের নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। “আমার পরিবারের কেউ শুরুতেই চাইনি আমি অভিনয় করি। একসময় প্রায় দেড় মাস আমার মা-বাবা আমার সঙ্গে কথা বলতেন না,” জানালেন শায়লা। পরে ক্রমে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, অভিনয়ের মধ্য দিয়ে তিনি কোনো ভুল পথে হাঁটছেন না।
নিজের কাজ নিয়ে সমালোচনা সম্পর্কে শায়লা বলেন, “আমার পরিবার এখন আমার সবচেয়ে বড় সমালোচক। তারা চায় আমি এমন গল্পে কাজ করি যা সমাজের কাজে লাগে, যেখানে অশ্লীলতা থাকে না। আমি সেই মান বজায় রেখে কাজ করার চেষ্টা করি।”
শায়লা নিজেকে মেইনস্ট্রিম নাটকের বাইরে অন্য এক ঘরানার শিল্পী হিসেবে দেখে থাকলেও সেখান থেকে দূরে সরে যাওয়ার পক্ষে নন। তিনি বলেন, “যারা আমাকে ইউটিউবার বলে ছোট করে, তাদের কথা শোনার সময় ছিল। এখন মনে হয়, আমার যোগ্যতা থাকলে সবাই একদিন আমাকে গ্রহণ করবে। আমি নিজের মতো করে কাজ করছি।”
ব্যক্তিগত সংগ্রামের কথা বলতেই তিনি জানান, “আমি শৈশব থেকে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে অনেক বাধা পেরোতে হয়েছে। তবু আমি হাল ছাড়িনি। আমার জীবন যুদ্ধক্ষেত্রের মতো, বেঁচে থাকার জন্য প্রতিদিন লড়াই করতে হয়।”
সাক্ষাৎকারে শায়লা ভবিষ্যতে আরও বড় পর্দায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি বলেন, “ভালো একজন অভিনয়শিল্পী হতে চাই। সিনিয়রদের সঙ্গে কাজ করতে চাই, শিখতে চাই এবং নারীদের হয়ে কথা বলতে চাই।”
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে শায়লা জানান, “আমি এখনও বিয়ে করিনি। বিয়ে অবশ্যই করব, কিন্তু কাদের সঙ্গে করব, তা ভাবতে অনেক সময় ভয় পাই। আপাতত কাজের দিকে মনোযোগ দিতে চাই।”
শায়লা সাথীর সংগ্রাম ও সফলতার গল্প অনেক নারীর জন্য অনুপ্রেরণার উৎস। তার বিশ্বাস, “মেয়েকে এই লাইনে ছেড়ে দিলে মেয়ে নষ্ট হয়ে যাবে। সবাইকে নিজের ইচ্ছা ও স্বপ্ন পূরণের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।”
#শায়লাসাথী #নিয়তিরখেলা #মাটিরমেয়ে #নারীশক্তি #বাংলাদেশিনাটক #প্রথমআলো #বাংলাদেশিনির্মাণ #মহিলা_অভিনেত্রী #বাংলাদেশ