Durbeen TV

Durbeen TV Durbeen TV is Bangladesh’s first fully photo & video-based news portal where every reporter is a Mojo journalist.

All stories are captured & created on mobile, bringing news direct from the field.

30/10/2025
30/10/2025
30/10/2025
30/10/2025

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সেনাপ্রধানের বক্তব্যের মূল বিষয়:

উভয় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ডিভিশন ও কোরের কমান্ডারগণ উপস্থিত ছিলেন। গতকাল, ২৯ অক্টোবর, এসিএন্ডএস-এ রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

#সেনাপ্রধান #ওয়াকারউজজামান #সেনাবাহিনী #আর্টিলারি #এয়ারডিফেন্স #প্রশিক্ষণ াংলা

30/10/2025

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ একপেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই।"

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনি এখতিয়ার নিয়ে প্রশ্ন: মির্জা ফখরুল বলেন, যেকোনো আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই সনদে আইনি ভিত্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই।

গণভোট প্রসঙ্গে: তিনি জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনকে অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেন। প্রয়োজনে এই বিষয়ে তাঁরা প্রধান উপদেষ্টার কাছে যাবেন বলেও জানান।

দফা পরিবর্তন ও প্রতারণার অভিযোগ: বিএনপি মহাসচিব অভিযোগ করেন, যেসব দফায় সবাই সম্মত হয়েছিল, তার মধ্যে কিছু দফাকে অগোচরেই পরিবর্তন করা হয়েছে। তিনি মনে করেন, ২৭০ দিনের মধ্যে প্রস্তাবনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত।

কমিশনের কার্যক্রম: মির্জা ফখরুলের মতে, দীর্ঘ এক বছর ধরে সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা।

#মির্জা_ফখরুল #বিএনপি #জুলাই_সনদ #ঐকমত্য_কমিশন #অন্তর্বর্তী_সরকার #গণভোট াংলা

30/10/2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ হওয়া সত্ত্বেও তাদের রাজনীতি থেকে দূরে রাখার প্রবণতা একটি বিপজ্জনক সংকেত তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে এবং ব্যর্থতার দায়ভার রাজনীতিকদেরই বহন করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

জনগণের সচেতনতা: ডা. তাসনিম জারা বলেন, তৃণমূলের মানুষ নিজের অধিকার ও ন্যায়বিচার সম্পর্কে সচেতন এবং তারা ভালোভাবেই বুঝতে পারে কোথায় তাদের বঞ্চিত করা হচ্ছে।

পরিবর্তনের আকাঙ্ক্ষা: তিনি উল্লেখ করেন, চাকরির জন্য ঘুষ, ন্যায়বিচারের জন্য বছরের পর বছর ঘোরা এবং নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার কারণে সাধারণ মানুষের পরিবারে হতাশা, ক্ষোভ ও বঞ্চনা জমা হয়েছে, যা তাদের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করেছে।

অর্থনৈতিক বৈষম্য: দেশের অসম অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠার পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের যোগসাজশ কাজ করেছে বলে তিনি মনে করিয়ে দেন।

তরুণদের গুরুত্ব: তিনি তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, দেশের মোট জনসংখ্যার বড় অংশই ২৫ বছরের নিচে। এই বিশাল প্রজন্ম দেশ নিয়ে ভাবছে; তাদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা রাষ্ট্র ও রাজনীতিবিদদের অন্যতম দায়িত্ব।

#তাসনিম_জারা #এনসিপি #তরুণ_সমাজ #রাজনীতি #রাজনৈতিক_ব্যর্থতা #পরিবর্তন াংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি ভালো না এবং ফেব্রুয়...
30/10/2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি ভালো না এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তিনি হুঁশিয়ারি দেন যে, যদি তা না হয় এবং দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায়, তবে তার দায়ভার প্রধান উপদেষ্টাকে নিতে হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর অন্যান্য বক্তব্য:

সংস্কার কমিশন: সংস্কার কমিশনের সুপারিশমালার খসড়া অবিলম্বে প্রকাশ্যে আনার দাবি জানান।

গণভোট বিতর্ক: গণভোট আগে হবে কি না, তা নিয়ে বিএনপি ও জামায়াতের বিতর্ককে 'কুতর্ক' হিসেবে উল্লেখ করে তিনি নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান।

বিএনপি'র প্রতি আহ্বান: বিএনপিকে 'না' ভোটের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্যদিয়ে। নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না।"

জামায়াতের প্রতি আহ্বান: তিনি জামায়াতের প্রতি আপার হাউজের পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) নিয়ে নিম্নকক্ষে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানান।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি: আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করে তিনি বিএনপিকে তাদের নির্বাচনে না আনার অনুরোধ করেন।

#নাসীরুদ্দীনপাটওয়ারী #এনসিপি #নির্বাচন #প্রধানউপদেষ্টা #গৃহযুদ্ধ #জুলাইসনদ

30/10/2025

Address

Nikunja-2, Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Durbeen TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durbeen TV:

Share