08/08/2025
মিটফোর্ডের পর গাজিপুর, কবে থামবে এই নির্মমতা..?
অ*স্ত্র ও হামলার ধরণ একই। দলটাও সেইম। যাকে মারা হচ্ছে তার নাম আনোয়ার, পেশায় সাংবাদিক। তার বন্ধু আরেক সাংবাদিক তুহিনকে সন্ধ্যায় জ*বাই করে হ*ত্যা করা হয়েছে। দুজনই স্থানীয় এক বিএনপি নেতার চাঁদাবাজী নিয়ে নিউজ করেছিলেন।
অথচ অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন সাংবাদিকরা নাকি বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। এই কি সেই স্বাধীনতা?
যেখানে নিউজ করার কারণে প্রকাশ্যে সাংবাদিকদের জ*বাই করা হচ্ছে।
এই নির্মমতার হোক পরাজয়!