Sadman's Dairy

Sadman's Dairy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sadman's Dairy, Social Media Agency, Dhaka.

কলেজ মডেল টেস্ট দিবো না উদ্ভাসে মডেল টেস্ট দিবো এই প্রশ্নটা খুবই কমপ্লিকেটেড এবং ট্রিকি৷ তবে বেশিরভাগ কলেজেই মডেল টেস্টট...
05/05/2024

কলেজ মডেল টেস্ট দিবো না উদ্ভাসে মডেল টেস্ট দিবো এই প্রশ্নটা খুবই কমপ্লিকেটেড এবং ট্রিকি৷

তবে বেশিরভাগ কলেজেই মডেল টেস্টটা বাধ্যতামূলকভাবে দিতেই হয়৷

অপরদিকে উদ্ভাসের মডেল টেস্টগুলো ঔচ্ছিক৷ তাই চিন্তা করার সময় পুরো বিষয়টা ভালোভাবে আরেকটু বিবেচনায় আনা উচিৎ৷

এই ধরনের পরিস্থিতিতে তিন ধরনের স্টুডেন্ট বের হয়ে আসে৷ আমি তিন ধরনের স্টুডেন্টকে তিন ধরনের ভিন্ন উপদেশ দিব:-

১) যদি তুমি এই ধরনের স্টুডেন্ট হও যে তোমার সিলেবাস শেষ, প্রস্তুতি ও মুটামুটি ভালো, শেষ মুহূর্তে নিজেকে ঝালাই করে নিতে চাও তবে তুমি উদ্ভাস কেন যতগুলা পারো মডেল টেস্ট দাও সমস্যা নাই৷

কারন Practice makes a man perfect.

২) তুমি যদি এই ক্যাটাগরীর স্টুডেন্ট হও যে তোমার এখনো সিলেবাসই শেষ হয় নাই পড়াশুনার অনেকখানি বাকি আবার কলেজেও প্যারা দিতেছে তবে এভোয়েড উদ্ভাস৷

অনলাইনে মেলা ওয়ানশট ক্লাস আছে, ফ্রি এক্সাম ব্যাচ ও আছে নিজেকে ঝালাই করার মতন৷

Go for those.....

৩) লাস্টের ক্যাটাগরির স্টুডেন্টরা উপরের দুই ক্যাটাগরির স্টুডেন্টদের চেয়ে আলাদা৷ এদের প্রায় ৭০-৮০% সিলেবাস শেষ৷ কলেজ পরীক্ষা গুলোতে নাম্বার ও পায় মুটামুটি৷

তবুও এরা দ্বিধাদ্বন্দ্বে থাকে৷ তারা দুইজায়গায় মুখ দিবে! নাকি একজায়গায় ফোকাস সেন্ট্রালাইজড করবে!

যদি তুমি এই ক্যাটাগরির স্টুডেন্ট হও তবে তোমার উদ্দেশ্যে বলছি:-

তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানেনা! তোমার যদি মনে হয় যে আমি বাসায় পড়ে ভালোমতন সবকিছু কভার দিতে পারবো তবে তোমাকে ওয়েলকাম৷

আবার তুমি যদি ভাবো কম্পিটিটিভ দুনিয়ায় গিয়ে নিজেকে যাচাই করবা তবে তোমাকে আরেকটু থামতে বলবো৷

কারন এই ধরনের কোচিং সেন্টারগুলোতে সাধারনত খুবই মেধাবী ধরনের স্টুডেন্ট আসে নিজেদের মেধার কসরত প্রদর্শন করতে৷

তুমি যদি মিডিয়াম মানের একজন স্টুডেন্ট হও তবে দু-একটা পরীক্ষা খারাপ হলে তোমার মনোবল ও টুটে যেতে পারে৷

পরীক্ষার সময় মনোবল ওয়ান অফ দ্যা মেজর ফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করে৷ তাই শুধু শুধু নিজেকে নিজেই বাঁশ দেয়ার মানে নাই৷ তোমার জন্য ভালো হবে কলেজ মডেল টেস্টেই ফোকাস করা৷

কিন্তু তোমার যদি আসলেই ভুল থেকে শিক্ষা নেয়ার মানসিকতা থাকে, প্যারেন্টস যদি সাপোর্টিভ হয় তবে আমি বলবো যে ভাগ্যটাকে একটু চেষ্টা করেই দেখো.....

সর্বশেষ, একটাই কথা তাহল প্রতিটা মানুষের সাইকোলজি, বায়োলজি আলাদা৷ একজন মানুষ হিসেবে কোনটা তোমার জন্য সর্বোত্তম এট

একটু থামুন৷ পোস্টটা দেখতে দেখতে নিজের ব্রেইনে একটু জোর খাটান ও নিচের প্রশ্নগুলোর জবাব দেন:-১) আমরা কেন অনেক বেশি রিসোর্স...
30/04/2024

একটু থামুন৷ পোস্টটা দেখতে দেখতে নিজের ব্রেইনে একটু জোর খাটান ও নিচের প্রশ্নগুলোর জবাব দেন:-

১) আমরা কেন অনেক বেশি রিসোর্স, জনসংখ্যা থাকার পরেও পশ্চিমাদের চেয়ে পিছিয়ে??

২) কেন আমাদের দেশ থেকে বড় কোনো উদ্যোক্তা, আবিষ্কারক, গবেষক কিংবা রিসার্চার বের হয় না?

৩) কেন আমাদের দেশের ভার্সিটিগুলো ওয়ার্ল্ড ভার্সিটিগুলোর রেংকিং এ প্রতিবেশী অন্য দেশগুলার তুলনায় পিছিয়ে?

যদিও আমাদের এডমিশন সিস্টেম ও এডমিশন টেস্ট অন্য যেকোনো দেশের তুলনায় কঠিন!

৪) কেন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে অপরাধ-অন্যায় দুর্নীতি ও অরাজকতা বেশি?

যেখানে পশ্চিমা দেশগুলো ধর্মনিরপেক্ষ ও ধর্মহীন হলেও সেখানে সুশাসন বিদ্যমান৷

৫) কেন বাংলাদেশ থেকে প্রায় সমস্ত কৃতী শিক্ষার্থী বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যায়?

৬) কেন প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষায় এ+ না পাওয়া কিংবা পাবলিক ভার্সিটিতে চান্স না পাওয়ার কারনে আত্মহত্যা করছে??

৭) কেন বর্তমানে পিয়ার আর প্যারেন্টাল প্রেশার এত বেশি যা স্টুডেন্টদের ডিপ্রেশনে ফেলে দেয়?

৮) সর্বোপরী, বর্তমানের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যে কোনো দেশের তুলনায় কেন বাংলাদেশীরা ওভারঅলভাবে পিছিয়ে?

প্রশ্নগুলোর উত্তর খোজার চেষ্টা করুন৷ নিজের মতন করে ভাবুন৷ ততক্ষন আল্লাহ হাফেজ.....................

22/04/2024

Address

Dhaka

Telephone

+8801989707346

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadman's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadman's Dairy:

Share