20/07/2025
অধ্যাপক চোদার টাইম নাই
- সাইয়েদ জামিল
গোরু-ছাগল-হাঁস-মুরগি এবং কুকুর,
আমার শ্রদ্ধা জানবেন।
শ্রদ্ধা জানবেন গাছপালা, কীট-পতঙ্গ,
ছোটো-ছোটো লাল-কালো পিঁপড়ে সকল
আর উঁচু-নিচু বুকঅলা প্রভূত নারী।
শ্রদ্ধা জানবেন ঘোড়া-গাধা, পাইক-পেয়াদা
এবং প্রাজ্ঞ কবি। আপনারা আমার শিক্ষক;
প্রণতি জানাই। আর ইত্যবসরে ব’লে
রাখি, বিশ্ববিদ্যালয়ের দিকে মুখ ক’রে
মুতি আমি। আমার টাইম নাই খোঁপে-আটকা
অধ্যাপক চোদার। আমি জানি, অধ্যাপকেরা
শিক্ষকের ভূমিকায় অভিনয় করা কলোনিয়াল খাটাশ।