12/12/2025
৫০তম বিসিএস - সময় হাতে মাত্র ১ মাস- ৩টি বই পড়ুন-৪৫ মার্কস নিশ্চিত কমন পাবেন।
৫০তম বিসিএস প্রিলি পাশ করার প্রথম টার্নিং পয়েন্ট কম্পিউটার অংশের -১৫ মার্কস। ধরেন পরীক্ষায় বাংলা, ইংলিশ বা গণিত অংশ অনেক জটিল হয়েছে , সেখানে আপনি কম্পিউটার পার্টটা স্ট্রং জোন করলে ব্যালেন্স করতে পারবেন, প্রিলি পাশ করা সহজ হবে অন্যথায় প্রিলিতেই ছিটকে পড়বেন।
সমস্যা হচ্ছে ইদানিং কম্পিউটার পার্ট থেকেও এডভান্স লেভেলের প্রশ্ন হচ্ছে, যেমন আমরা যদি দেখিঃ 👉 নিচের ১৫টি প্রশ্ন — ২০২৫ সালের পরীক্ষাগুলো থেকে:
1️⃣ Blockchain প্রযুক্তি মূলত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? (OG-2025)
2️⃣ Fintech-এ Robo-Advisor-এর মূল কাজ কী? (OC-2025)
3️⃣ Deepfake বলতে কী বোঝায়? (RC-2025)
4️⃣ LLM চালানোর জন্য কোন হার্ডওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ? (47th BCS)
5️⃣ Next Generation Sequencing (NGS) কী ধরনের প্রযুক্তি? (2025)
6️⃣ Space Tourism Mission Data বিশ্লেষণে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? (RC-2025)
7️⃣ প্রথম Quantum Internet টেস্ট করেছে কোন কোম্পানি? (OG-2025)
8️⃣ নিচের কোনটি Data Visualization Tool নয়? (OC-2025)
9️⃣ iWork Suite-এর Word Processing Application-এর নাম কী? (OC-2025)
🔟 Precision Agriculture-এ সাধারণত কোন প্রযুক্তি ব্যবহার হয়? (47th BCS)
11️⃣ একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড ৪.০০ GHz হলে তার ক্লক সাইকেল টাইম কত? (47th BCS)
12️⃣ Algorithm A এর Running Time O(n²), আর B এর O(n)। কোনটি দ্রুততর? (47th BCS)
13️⃣ Virtual Memory-তে TLB কী কাজে লাগে? (49th BCS sub)
14️⃣ Router 1 Gbps-এ কাজ করছে; 10টি Packet (1200 bytes) এলে 10th Packet-এর Queue Delay কত µs? (49th BCS sub)
15️⃣ P1=6, P2=8, P3=3 (ms) হলে SJF Scheduling-এ কোনটি সঠিক? (49th BCS sub)
ব্যাংক জবের নতুন প্রশ্ন প্যাটার্ন ২০২৫- আগের মত এখন আর প্রশ্ন হয় না , পড়তে হবে নতুন ভাবে, ২০২৪ সালের পর Bank Job পরীক্ষার প্রশ্নপত্রে এসেছে বৃহৎ পরিবর্তন। আগের মতো মুখস্থভিত্তিক প্রশ্ন নয়, এখন প্রশ্নগুলো হচ্ছে Concept-based, Analytical এবং Technological Trend Focused।
এখনকার প্রশ্নগুলোতে শুধু বইয়ের তথ্য জানলেই হবে না — জানতে হবে Technology, Logic, AI, Machine Learning, Data Science, Blockchain, Quantum Computing সহ বর্তমান ICT ও Computer Awareness Trend।
🔹 প্রশ্নগুলো এখন High-level Cognitive Skill যাচাই করছে — অর্থাৎ শুধু মুখস্থ নয়, বোঝার গভীরতা, বিশ্লেষণ ও প্রয়োগ যাচাই করছে।
⚠️ কেন আপনি ফেল করছেন?
❌ পুরনো প্রশ্ন বা Shortcut Guide পড়ছেন
❌ Concept Clear না
❌ নতুন Trend সম্পর্কে ধারণা নেই
❌ Practical Example জানেন না
👉 ফলাফল — 47th, 48th, 49th BCS ও সাম্প্রতিক ব্যাংক পরীক্ষায় হাজারো প্রার্থী ফেল করেছে একই কারণে!
তাহলে পড়তে হবে নতুন প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী —
যেখানে Concept + Application দুইটাই Equal গুরুত্ব পাবে।
✅ সমাধান: এর জন্য অবশ্যই পড়ুন 📘 Self Suggestion Computer বইটি। তৈরি করা হয়েছে — 47th–49th BCS ও 2024–2025 সালের Bank Question Trend অনুযায়ী।
👉 পড়লেই বেসিক ক্লিয়ার হবে।
👉 কনসেপ্ট মাথায় গেঁথে যাবে
👉 প্রশ্ন যেভাবেই আসুক না কেন, উত্তর দিতে পারবেন সহজে, ১০০% এগিয়ে থাকবেন ব্যাংক জবের পরীক্ষায়।
যদি এখনো পুরনো ধাঁচে পড়েন, তাহলে Bank বাদ দিয়ে অন্য Plan B Exam ধরতে হবে। কারণ এখনকার প্রশ্ন আগের মতো সহজ না।
#পিএসসি #ব্যাংক_জব #বিসিএস #চাকরির_প্রস্তুতি
“আমরা তৈরি করছি আপনাকে আগামী প্রজন্মের প্রতিযোগিতার জন্য।”