Afifa Tabassum

Afifa Tabassum Hijab i's the Beauty of every,,,

"Muslim Woman"

মা ♥️
01/10/2024

মা ♥️

19/09/2024

তোফাজ্জল...
নামটি আজ শুধু শহরের অলিগলিতে ভেসে বেড়ায়, কিন্তু এ শহরের কেউ জানেনা তাঁর ব্যথার কাহিনী। তিনিই সেই নিঃস্ব, একাকী যুবক—পৃথিবীর বুকে যার জন্য কেউই ছিলো না। বাবা-মা, ভাই-বোন—সবাইকে একে একে হারিয়ে এক বিচ্ছিন্ন মানুষের জীবনে বেঁচে ছিলেন তিনি, তবুও হৃদয়ে গেঁথে ছিলো এক বিশ্বাসঘাতকতার ক্ষত।

কিছু বছর আগেও তোফাজ্জল ছিলেন একজন ছাত্রনেতা, উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক, বরগুনার পাথরঘাটার এক গ্রামের ছাত্রলীগের সভাপতি। সেই সময় প্রেমের রঙিন স্বপ্নে ভেসেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন একদিন ভেঙে পড়লো ভয়াবহভাবে। প্রেমিকার বিশ্বাসঘাতকতায় হৃদয় বিধ্বস্ত হল তোফাজ্জলের, ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন তিনি। তখনো মাঝে মাঝে সুস্থ হতেন, কারণ তাঁর বাবা-মা যত্ন করতেন, তাঁকে ফিরে পাওয়ার আশায়। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় বছর দু’য়েকের মধ্যেই আল্লাহ তার বাবা-মা ও ভাইকেও নিয়ে গেলেন। এরপর আর কখনোই সম্পূর্ণ সুস্থ হতে পারেননি তোফাজ্জল।

ঢাকা শহরের রাস্তাঘাটে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, নিঃশব্দে ঘুরে বেড়াতেন তোফাজ্জল। দিনের পর দিন তাঁর মুখে খাবারের কণা উঠতো না, কখনো পেতেন, কখনো না। তবুও, তাঁর নামে কোনো চুরির অভিযোগ নেই, নেই কোনো ছিনতাইয়ের কালো ছায়া। তিনি ছিলেন সেই নিঃশব্দ পথিক, যার নীরব কষ্টের কাহিনী কেউ জানার চেষ্টা করেনি।

একদিন, ফজলুল হক মুসলিম হলের সামনে ক্ষুধার তাড়নায় হয়তো একটু খাবারের সন্ধানে ঘুরছিলেন। তবে চোর সন্দেহে তাঁকে আটক করা হলো। এবং সেই মেধাবী ছাত্ররা, যাদের পায়ে পৃথিবীকে বদলে দেয়ার দায়িত্ব, সেই রাতে এক মহত্ত্বের কাজ করলো—তোফাজ্জলকে পেটভরে ভাত খাইয়ে দিল। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এই মহান কাজ তারা করেছিলো তাকে মেরে ফেলার আগে। ক্ষুধার্ত তোফাজ্জল হয়তো প্রতিবার আশায় বুক বেঁধে ভাতের কণা মুখে তুলছিলেন, হয়তো কেউ তাঁর কাঁধে হাত রেখে বলছিলো, “তুই খেয়ে নে ভাই, তোরে আর মারবো না।”

এরপর?
তারপর সেই রাতেই ঘটে গেলো নীরব এক নৃশংসতা। তোফাজ্জল মাটিতে পড়ে থাকলো, প্রাণহীন। জীবনের শেষ আহার যেন তাঁর জন্য হয়ে উঠলো এক বিষাদময় বিদায়ের প্রতীক—দ্য লাস্ট সাপার। কোনো এক অচেনা শহরের অলিগলি তোফাজ্জলের দুঃখকে বয়ে নিয়ে যায়, কিন্তু এই শহর, এই বিশ্ববিদ্যালয় তাঁকে মনে রাখে শুধুমাত্র ভুলে যাওয়ার যোগ্য এক ঘটনা হিসেবে।

আমাদের কী হয়েছে?
আমাদের মানবতা কোথায় হারিয়েছে?

লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা💝ফজলুল হক বাসী,,,,,উনি চোর ছিলো না!  বরগুনা, পাথরঘাটার সন্তা...
19/09/2024

লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা💝

ফজলুল হক বাসী,,,,,উনি চোর ছিলো না!
বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জেল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন,,,,,,,,, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়,,, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে মাসের আগা মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়!

এই অবস্থা আপনি আমি ও পাগল হয়ে যেতাম !
শোকে কষ্ট সে পাগল হয়ে বেড়ায়,,, বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক,, তাকে চিকিৎসা করায়! মরণ এসে তাকে তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পোড়া পাগলা টা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!

পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে,,,,,,, হয়তো খাবারের খোজে আসছিলো,,, আর চোর বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মারলেন!
পাগলের উপর শরীয়ত নাই!
এই নিষ্পাপ পাগল টারে এতো এতো কষ্ট দিয়া মারা হলো!!!! ও আল্লাহ তুমি ও কেমনে সহ্য করলা!!
ভাইটার তাজা প্রান ছিনিয়ে নিলো!
©copy

শুধু দেখুন কিভাবে ভুল মানুষ মাত্র এক সেকেন্ডে আপনার পুরো জীবন ধ্বংস করে দেয়।🙂😅
28/08/2024

শুধু দেখুন কিভাবে ভুল মানুষ মাত্র এক সেকেন্ডে আপনার পুরো জীবন ধ্বংস করে দেয়।🙂😅

26/08/2024

সবাই দাবি নিয়া রাস্তায় নামছে, আমিও নামবো।
দাবি একটাই,আম্মুর বকাবকি বন্ধ করতে হবে😁

26/08/2024

চাঁদপুর জেলার সন্তান, সারা বিশ্বের মধ্যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায়-২০২৪
হাফেজ মুহাম্মদ মুয়াজ আলম ১ম স্থান অর্জন করেছে।
শুভেচ্ছা ও অভিনন্দন

আমরা নৌকার মাজি ডুবাইছি,নৌকা না।নৌকা আমারও চালাইতে জানি।🛶
26/08/2024

আমরা নৌকার মাজি ডুবাইছি,নৌকা না।
নৌকা আমারও চালাইতে জানি।🛶

ছাত্র সমাজ মানুষ চিনতে ভুল করে না।একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছ...
26/08/2024

ছাত্র সমাজ মানুষ চিনতে ভুল করে না।
একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-
না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না শোডাউন, না বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করে নিজের ফোনে ভিডিও ধারন এসব কিছুই না বলে -
হুট করে এসে বললেন তোমাদের জন্য ১'হাজার কোটি টাকা ফান্ড করলাম।
আজব!!
এটাই হচ্ছে নোবেল জয়ী মানুষের কাজ ও বুদ্ধিমত্যা
Respect Sir 😊

Address

Faridganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afifa Tabassum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share