Ashraf Hasan Babu

Ashraf Hasan Babu Drama Director
(4)

01/07/2025

আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই এমন কথাই বলছেন রোনালদো

dubai airport
01/07/2025

dubai airport

30/06/2025

মরুভূমি তার নিজের মধ্যে লুকিয়ে থাকা কিছু কথা তার মনেই থেকে যায়

30/06/2025

ঘুম ভাঙা শহরে কার কার ঘুম নেই চোখে

ঢাকা শহরের বুকে গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল—যা এক সময় ছিল ঢাকার নবাবদের বাসভবন। লালবাগ কেল্লা, কার্জন হলে...
30/06/2025

ঢাকা শহরের বুকে গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল—যা এক সময় ছিল ঢাকার নবাবদের বাসভবন। লালবাগ কেল্লা, কার্জন হলের মতোই এটি মুঘল-উত্তর বাংলার এক অমূল্য স্থাপত্য।

ইতিহাসের পাতায় আহসান মঞ্জিল
আহসান মঞ্জিলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নবাব আব্দুল গনি, যার পুত্র নবাব আহসানউল্লাহ-এর নামানুসারে এ রাজপ্রাসাদের নাম রাখা হয় ‘আহসান মঞ্জিল’।
১৮৫৯ সালে এর নির্মাণ শুরু হয়ে শেষ হয় ১৮৭২ সালে। একবার ভয়াবহ ঘূর্ণিঝড়ে ধ্বংসপ্রাপ্ত হলেও নবাবরা এটিকে নতুনভাবে গড়ে তোলেন ফরাসি স্থাপত্যশৈলীতে।

স্থাপত্যের বৈশিষ্ট্য
আহসান মঞ্জিল একদিক দিয়ে ইউরোপীয় রেনেসাঁ শৈলীর প্রভাব ফেলেছে, আরেকদিকে মুসলিম ঐতিহ্যের গভীর ছাপ।
🔹 গোলাপি রঙের রাজপ্রাসাদ
🔹 ২৩টি বিশাল কক্ষ
🔹 অসাধারণ ছাদকাঠামো ও মার্বেলফ্লোর
🔹 অভ্যন্তরে জাদুঘর, রাজকীয় আসবাবপত্র

আজ এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের অংশ হিসেবে সংরক্ষিত।
প্রতিদিন শত শত দর্শনার্থী আসে ইতিহাসের এই সাক্ষীকে কাছ থেকে দেখতে।

যদি আপনি ইতিহাসপ্রেমী হন, কিংবা ঢাকা শহরের ঐতিহ্য খুঁজে বেড়াতে ভালোবাসেন — তাহলে আহসান মঞ্জিল হবে আপনার জন্য এক অনন্য গন্তব্য।

“ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, দাঁড়িয়ে আছে সদরঘাটে — আহসান মঞ্জিল হয়ে।”

পরবাসের আলো ঝলমলে শহরে হাজার ব্যস্ততা, হাজার মানুষ…তবুও মনটা বারবার কাঁদে দেশের সেই দুপুরবেলার জন্য।যেখানে মা’র ডাকে ঘুম...
29/06/2025

পরবাসের আলো ঝলমলে শহরে হাজার ব্যস্ততা, হাজার মানুষ…
তবুও মনটা বারবার কাঁদে দেশের সেই দুপুরবেলার জন্য।
যেখানে মা’র ডাকে ঘুম ভাঙত,
বাবার বাইকের শব্দে ছুটে যেতাম দরজার কাছে,
পাশের ঘরের খালামণি দুপুরে টিফিন দিতে ডাকত।

এখানে শহরের রাস্তা চকচকে,
কিন্তু গ্রামের সেই ধুলোমাখা পথের গন্ধে যে তৃপ্তি ছিল, সেটা এখানে নেই।
মসজিদের সেই মাইকের আজান এখন শুধু কানে বাজে স্মৃতির মতো,
আর মাগরিবের সময় আকাশে উড়তে থাকা পাখিদের ঝাঁক —
সেটাও দেখি এখন কল্পনায়।

দেশ মানে শুধু একটা জায়গা না,
দেশ মানে আবেগ, দেশ মানে হৃদস্পন্দন,
দেশ মানে সেই হাসিমুখের মানুষগুলো,
যাদের জন্য আজও রাতের পর রাত পরবাসে চোখের পানি গোপন করি।

হয়তো আমি দূরে আছি,
তবে আমার মনটা রয়ে গেছে দেশের সেই আঙিনায়,
যেখানে একটা ডাকে জড়িয়ে আছে পুরো শৈশব, পুরো ভালোবাসা।

একজোড়া ছোট হাতের দোয়া”আজ মসজিদের এক কোণে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলেছি। দুনিয়ার হাজার চিন্তা মাথায়, জীবনের নান...
28/06/2025

একজোড়া ছোট হাতের দোয়া”
আজ মসজিদের এক কোণে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলেছি। দুনিয়ার হাজার চিন্তা মাথায়, জীবনের নানা ঝড় বুকে চেপে ধরেছি প্রভুর কাছে।
হঠাৎই পাশে ছোট্ট এক বালক এসে দাঁড়াল— পাঞ্জাবি গায়ে, টুপি মাথায়, নিষ্পাপ চোখে তাকিয়ে রইল আমার মতোই।

তারপর সেও হাত তুলল...
না, সে কোনো চাকরি চায়নি, কোনো টাকা চায়নি, পৃথিবীর কিছুই নয়— সে চেয়েছে "আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও..."

আমার চোখ অশ্রুতে ভরে গেল।
আমার সমস্ত অভিযোগ, হতাশা, ব্যর্থতা যেন ওই শিশুর এক জোড়া দোয়ায় লুকিয়ে পড়ল।

আজ বুঝলাম, শিশুদের মনের পবিত্রতাই আল্লাহর সবচেয়ে প্রিয়।
আরো বুঝলাম— আমরা যদি আমাদের সন্তানদের নামাজের শিক্ষা না দিই, তাহলে তারা দুনিয়া পাবে, কিন্তু আখিরাত হারাবে।

ছোট একটা বাচ্চার হাতে যদি আল্লাহর দরজার চাবি থাকে, তবে আমরাও ফিরি প্রভুর পথে।
আসুন, নিজে নামাজ পড়ি— সন্তানকেও শেখাই। এটাই হোক আমাদের পরিবার গড়ার প্রথম শপথ।

28/06/2025

ফেসবুকে শুধু এ আই ভিডিও দেখা যাচ্ছে তাহলে কি ভবিষ্যৎ দখল করে নেবে এ আই

মানুষ জনপ্রিয় হয়ে ওঠে তার গুছিয়ে সুন্দরভাবে কথা বলার কারনে একজন সাধারণ শিক্ষার্থীর জন্য সরকার প্রধানের এমন স্ট্যাটাস ...
27/06/2025

মানুষ জনপ্রিয় হয়ে ওঠে তার গুছিয়ে সুন্দরভাবে কথা বলার কারনে একজন সাধারণ শিক্ষার্থীর জন্য সরকার প্রধানের এমন স্ট্যাটাস আসলেই বিরল

27/06/2025

আজ মহান শুক্রবার আসুন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিই

25/06/2025
25/06/2025

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashraf Hasan Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share