
08/07/2025
বই : অরবিটাল
লেখক : সামান্থা হার্ভে
অনুবাদ : মোস্তাক শরীফ
পৃষ্ঠা : ১৫৫
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ৩০০ টাকা
পাঁচ দেশের ছয়জন নভোচারী ভেসে আছে ভূপৃষ্ঠের আড়াইশো মাইল ওপরে। আবহাওয়া পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা সম্পাদন আর মানবশরীরের সহ্যসীমা পরীক্ষায় ব্যস্ত তারা। দিনে ষোলোবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে, দেখছে ষোলোটি সূর্যোদয়, ষোলোটি সূর্যাস্ত। আর দেখছে নিস্তব্ধ নীল গ্রহটিকে। হিমবাহ ও মরুভূমি, সমুদ্র ও পর্বত, জলাভূমি ও অরণ্য, পাখির চোখে দেখছে সবকিছু। নিচে জন্ম নিচ্ছে একটি ঘূর্ণিঝড়, ছড়িয়ে পড়ছে প্রলয়ঙ্করী শক্তি নিয়ে। মহাকাশের নাট্যমঞ্চে নীরব দর্শক ছয় নভোচারী, বিপুল মহাবিশ্বে মানুষ ও পৃথিবীর অসহায়ত্ব নতুন তাৎপর্য নিয়ে ধরা পড়ে যাদের চোখে। পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক আসলে কী? মানুষকে বাদ দিলে পৃথিবীর কি অস্তিত্ব থাকে? 'অরবিটাল'-এ এসব প্রশ্নেরই জবাব খুঁজেছেন সামান্থা হার্ভে। কবিতার মতো বিমূর্ত, ছবির মতো রূপময় অসাধারণ এক উপন্যাস।
বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে। এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।