জ্ঞানকোষ প্রকাশনী - Gyankosh Prokashoni

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জ্ঞানকোষ প্রকাশনী - Gyankosh Prokashoni

জ্ঞানকোষ প্রকাশনী - Gyankosh Prokashoni "Gayankosh Publications: A diverse publishing house offering books across all genres for every reader!"

বই : ইতিহাসের পথে পথেলেখক : মাহমুদুর রাহমানপৃষ্ঠা : ৩৬৮মুদ্রিত মূল্য : ৬০০টাকা২৫% ছাড়ে মূল্য : ৪৫০টাকাইতিহাসের নানা চমকপ...
21/10/2025

বই : ইতিহাসের পথে পথে
লেখক : মাহমুদুর রাহমান
পৃষ্ঠা : ৩৬৮
মুদ্রিত মূল্য : ৬০০টাকা
২৫% ছাড়ে মূল্য : ৪৫০টাকা

ইতিহাসের নানা চমকপ্রদ ঘটনা নিয়ে 'ইতিহাসের পথে পথে'। কেবল ঘটনা নয়, আছে ইতিহাসের গুরুত্বপূর্ণ শহর ও ব্যক্তির কথা। জনপ্রিয় ধারায় কোনো ঘটনা, ব্যক্তি বা শহরকে যেভাবে উপস্থাপন করা হয়, এ বইয়ের প্রবন্ধগুলো তা থেকে ভিন্ন। গভীর থেকে বিশ্লেষণ, ব্যবচ্ছেদের চেষ্টা দেখা যাবে প্রতিটি লেখায়।
কুবলাই খান, ইস্তানবুল, জ্ঞানের শহর বাগদাদ, ইদি আমিন, সুফি আবুল খায়ের, ফরাসি পারফিউম ইত্যাদি নানা বিচিত্র বিষয় নিয়ে প্রবন্ধ-নিবন্ধ স্থান পেয়েছে এই সংকলনে।
'ইতিহাসের পথে পথে' বাস্তবিক অর্থেই পাঠককে নিয়ে যাবে পৃথিবীর বিভিন্ন সময়ে, শহরে ও মানুষের কাছে। নিছক বর্ণনা নয়, পাঠক অনেক কিছু চোখের সামনে দেখতে পাবেন বলেই আশা করা যায়।

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে৷ এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : অরবিটাললেখক : সামান্থা হার্ভেঅনুবাদ : মোস্তাক শরীফপৃষ্ঠা : ১৫৫মুদ্রিত মূল্য : ৪০০ টাকা২৫% ছাড়ে মূল্য : ৩০০ টাকাপাঁচ...
21/10/2025

বই : অরবিটাল
লেখক : সামান্থা হার্ভে
অনুবাদ : মোস্তাক শরীফ
পৃষ্ঠা : ১৫৫
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ৩০০ টাকা

পাঁচ দেশের ছয়জন নভোচারী ভেসে আছে ভূপৃষ্ঠের আড়াইশো মাইল ওপরে। আবহাওয়া পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা সম্পাদন আর মানবশরীরের সহ্যসীমা পরীক্ষায় ব্যস্ত তারা। দিনে ষোলোবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে, দেখছে ষোলোটি সূর্যোদয়, ষোলোটি সূর্যাস্ত। আর দেখছে নিস্তব্ধ নীল গ্রহটিকে। হিমবাহ ও মরুভূমি, সমুদ্র ও পর্বত, জলাভূমি ও অরণ্য, পাখির চোখে দেখছে সবকিছু। নিচে জন্ম নিচ্ছে একটি ঘূর্ণিঝড়, ছড়িয়ে পড়ছে প্রলয়ঙ্করী শক্তি নিয়ে। মহাকাশের নাট্যমঞ্চে নীরব দর্শক ছয় নভোচারী, বিপুল মহাবিশ্বে মানুষ ও পৃথিবীর অসহায়ত্ব নতুন তাৎপর্য নিয়ে ধরা পড়ে যাদের চোখে। পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক আসলে কী? মানুষকে বাদ দিলে পৃথিবীর কি অস্তিত্ব থাকে? 'অরবিটাল'-এ এসব প্রশ্নেরই জবাব খুঁজেছেন সামান্থা হার্ভে। কবিতার মতো বিমূর্ত, ছবির মতো রূপময় অসাধারণ এক উপন্যাস।

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে। এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : অধরা শহীদি মিছিললেখক : মোহাম্মদ রোমেলপৃষ্ঠা : ১২৮মুদ্রিত মূল্য : ২৮০ টাকা২৫% ছাড়ে মূল্য : ২১০টাকা'মিছিল' নামে একটি ...
20/10/2025

বই : অধরা শহীদি মিছিল
লেখক : মোহাম্মদ রোমেল
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ২১০টাকা

'মিছিল' নামে একটি কবিতা কবি ২০১৮ সালে লিখেন, যেখানে গণ-অভিপ্রায়ের গণক্ষমতায় রূপ নেবার উত্তুঙ্গ লহমায় সমাজের বিভেদের পর্দা উঠে গিয়ে হক আকারে, মানে 'সত্য' আকারে, গণমানুষের এক হয়ে ওঠা, কলেমা হয়ে ওঠার মাহদীয় ঘটনা ধরা পড়ে। চব্বিশের গণ-অভ্যুত্থানের সাথে একাকার এই কবিতাটি আসলে এক অধরা গায়েবের নিশান। যা মিছিলের মাঝে সত্যের বর্তমান হয়ে ওঠার সাক্ষ্য দিচ্ছে (শহিদের এক অর্থ যে 'সাক্ষী' তা যেন আমরা না ভুলি)। এই অধরা হকের বর্তমান হয়ে ওঠার সাক্ষী-সাবুত খোদ মিছিলে হাজির থাকা দয়াল মাবুদ। যে দয়াল সবার আমির ভেতর অনামি হয়ে-বাতাসের মতো কী রুহের মতো ভাষারূপে-বিরাজ করে। স্বভাবতই মোহাম্মদ রোমেলের কাব্যভাষায় বাংলার ভাবসম্পদের পাটাতনে দাঁড়িয়ে বৈশ্বিক পুঁজি, সাম্রাজ্য কিংবা উপনিবেশকে মোকাবিলার একটা সজ্ঞান প্রয়াস ধরা পড়ে। পশ্চিমা মডার্ন হিউম্যানিস্ট লিবারেল ধ্যান-ধারণাকে বারবার প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে একটা এন্টিকলোনিয়াল গণসাহিত্যচর্চার রূপের অন্বেষণ তার কবিতায় স্পষ্ট হয়ে ফুটেছে।

-উদয় হাসান

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে৷ এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : অনু প্রেরণালেখক : ওমর এফ নিউটনমুদ্রিত মূল্য : ২৫০ টাকা২৫% ছাড়ে মূল্য : ১৯০টাকাজীবনের অতি ক্ষুদ্র বিষয়গুলো, যেগুলো ...
20/10/2025

বই : অনু প্রেরণা
লেখক : ওমর এফ নিউটন
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ১৯০টাকা

জীবনের অতি ক্ষুদ্র বিষয়গুলো, যেগুলো আমরা প্রায়শই উপেক্ষা করি, সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সৌন্দর্য ও সাফল্যের চাবিকাঠি। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য সম্ভাবনা, যা আমাদের নজর এড়িয়ে যায়, সেগুলোই জীবনের মোড় পরিবর্তনের পথ তৈরি করে।
"অণু-প্রেরণা" গ্রন্থটি এমন এক অনন্য রচনা, যা আপনার মনে নতুন চিন্তার আলোকধারা বিচ্ছুরিত করতে সক্ষম। ক্ষুদ্র প্রেরণার অণুসম এই বার্তাগুলো জীবনের গভীরতম তাৎপর্যকে উপলব্ধি করতে সহায়ক হবে। দিশা দেখাবে আত্মশক্তির উন্মেষ ঘটিয়ে জীবনের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করার।
"অণু-প্রেরণা" গতানুগতিক ধারার বাহিরে ভিন্নধর্মী একটি গ্রন্থ, যা আপনাকে প্রদান করবে পাঠের নতুন অভিজ্ঞতা। তিন অংশে বিভক্ত এই গ্রন্থ আপনার সম্মুখে উন্মোচন করবে পাঠের নতুন দিগন্ত।
আপনার ভাবনার জগতে ধীরে ধীরে প্রেরণার অনুপ্রবেশ করানোর উদ্দেশ্যেই এই অণু-প্রেরণা। অণুসম প্রেরণায় গড়ে উঠুক অনুপ্রেরণার সুপারক্লাস্টার।

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে। এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : The ABCs of Science for Kidsলেখক : রউফুল আলমপৃষ্ঠা : ২৮মুদ্রিত মূল্য : ২৫০ টাকা২৫% ছাড়ে মূল্য : ১৯০টাকা“The ABCs of...
20/10/2025

বই : The ABCs of Science for Kids
লেখক : রউফুল আলম
পৃষ্ঠা : ২৮
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ১৯০টাকা

“The ABCs of Science for Kids“ is a fun and exciting journey through the world of science, perfect for curious kids! From Atoms to Zinc, each letter introduces a new science concept in a simple and engaging way. With colorful pictures, easy-to-understand words, and cool facts, this book makes learning feel like an adventure. It sparks curiosity, encourages exploration, and helps young minds discover the wonders of the world around them. Get ready to learn, dream big, and have fun with science.

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে৷ এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : হিউম্যান অ্যাক্টসলেখক : হান কাংঅনুবাদ : অনির্বাণ ভট্টাচার্য্যপৃষ্ঠা : ১৭৬মুদ্রিত মূল্য : ৩৪০ টাকা২৫% ছাড়ে মূল্য : ২...
19/10/2025

বই : হিউম্যান অ্যাক্টস
লেখক : হান কাং
অনুবাদ : অনির্বাণ ভট্টাচার্য্য
পৃষ্ঠা : ১৭৬
মুদ্রিত মূল্য : ৩৪০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ২৫৫ টাকা

কথায় বলে, "যুগ যুগ কেটে যায় বিপ্লবের প্রতীক্ষায়”। আর বিপ্লব যখন আসে তখন সমস্ত অচলায়তন ভেঙে পড়ে একে একে। এই গ্রন্থ তেমনি এক বিপ্লবের গল্প, সেই বিপ্লবের সাথে জড়িয়ে পড়া সাধারণ মানুষের গল্প, বেঁচে থাকার ও বাঁচিয়ে রাখার গল্প। এই উপন্যাসের রন্ধ্রে রন্ধ্রে একটিই বার্তা শোনা যায়, "বিপ্লব চাইলেই হয় না, তা সামলানোর আর বিরুদ্ধ শক্তির মোকাবিলা করার জন্য চাই মনের জোর, আত্মত্যাগের অঙ্গীকার আর প্রস্তুতি"। লেখিকার প্রতিটা অক্ষর নিপীড়িত মানুষের প্রতিভূ হয়ে ইতিহাসখ্যাত গুয়ানজু রিভল্যুশনের কাহিনি বর্ণনা করেছে এই গ্রন্থে।

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে। এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : হদিসলেখক : ঝুম্পা লাহিড়ীভাষান্তর ও আলোচনা : তানভীর ইসলামপৃষ্ঠা : ১২৮মুদ্রিত মূল্য : ৩২০টাকা২৫% ছাড়ে মূল্য : ২৪০ টাক...
19/10/2025

বই : হদিস
লেখক : ঝুম্পা লাহিড়ী
ভাষান্তর ও আলোচনা : তানভীর ইসলাম
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ৩২০টাকা
২৫% ছাড়ে মূল্য : ২৪০ টাকা

পুলিৎজার বিজয়ী খ্যাতনামা লেখিকা ঝুম্পা লাহিড়ির ইতালিয়ান ভাষায় লেখা প্রথম উপন্যাস 'Whereabouts'। নিজেই পরে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ছোটো ছোটো ৪৬টি অধ্যায়ে তুলে ধরেছেন মধ্যবয়স্ক এক অধ্যাপিকার নামহীন এক শহরে দৈনন্দিন জীবনযাপনের কাহিনি তাঁর নিজস্ব বয়ানে। রাস্তায়, অফিসে, ক্যাফেতে, বুকশপে কিংবা বাড়িতে সর্বত্রই তিনি আছেন, আবার যেন তিনি কোথাও নেই। নিজের ‘হদিস’ খুঁজে ফিরছেন শহর ও বাড়ির আনাচেকানাচে, তাঁর প্রতিদিনের কাজে। হয়তো লেখক নিজের কথাই এই উপন্যাসে আমাদের বলতে চেয়েছেন। কিংবা হয়তো এ আমাদের সবার গল্প। প্রতিদিনের এই শহরে ‘শুধু দিন যাপনের, প্রাণ ধারণের গ্লানি’ নিয়ে আমরা যেমন নিজের হদিস খুঁজে ফিরি সর্বত্র। মায়াময় ভাষায় লেখা এই উপন্যাস পড়ে সবারই সে অনুভূতি জাগ্রত হবে। জ্ঞানকোষ প্রকাশনী থেকে অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত ঝুম্পা লাহিড়ির ‘হোয়্যারএবাউটস’ (হদিস) উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন তানভীর ইসলাম।

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে৷ এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : স্যাটারিক ভার্সেসফ্যাসিবাদ বিরোধী রম্যলেখক : মাসকাওয়াথ আহসানপৃষ্ঠা : ১১২মুদ্রিত মূল্য : ২৮০ টাকা২৫% ছাড়ে মূল্য : ২...
19/10/2025

বই : স্যাটারিক ভার্সেস
ফ্যাসিবাদ বিরোধী রম্য
লেখক : মাসকাওয়াথ আহসান
পৃষ্ঠা : ১১২
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ২১০ টাকা

৫ আগস্টের আগের ও পরের কিছু স্যাটায়ার নিয়েই লেখকের এ বই। পাঠকদের জন্য রয়েছে চিত্মার খোরাক। এছাড়াও রয়েছে হাসি উদ্রেক করার বিষয়। মাসকাওয়াথ আহসানের এই বই পাঠকেরা আত্মরিকভাবে গ্রহণ করবে বলে আমাদের ধারণা। স্যাটায়ারের জগতে আপনাদের স্বাগত।
বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে৷ এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : সুফি দর্শন ও প্রেম : রমি, কিয়ের্কেগার্ড ও নিৎসের বয়ানেলেখক : পুলিন বকসীপৃষ্ঠা : ১৭৬মুদ্রিত মূল্য : ৪৪০ টাকা২৫% ছাড়ে...
16/10/2025

বই : সুফি দর্শন ও প্রেম : রমি, কিয়ের্কেগার্ড ও নিৎসের বয়ানে
লেখক : পুলিন বকসী
পৃষ্ঠা : ১৭৬
মুদ্রিত মূল্য : ৪৪০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ৩৩০টাকা

মানুষের ভেতরের আগ্নেয়গিরি, তার মধ্যস্থিত লাভাতে ঠিক কোন ধরনের খনিজ আছে তা কে জানে। ব্যক্তি আমি ঠিক কোন নেশায় চট্টগ্রামের অজানা কোনো এক মাজারে বসে জিকির করি। ঠিক কোন আনন্দে চবি'তে গিয়ে তমাল অর্ণবদের গান শুনি! কোন ঘোরে হাঁটতে হাঁটতে মিরপুর হয়ে সংসদের দিকে চলে যাই। বন্ধু তানিমের অফিসে গিয়ে বলি, 'দোস্ত দুপুরের খাবার খাইনি।' আসলে এসব প্রশ্নের কোনো উত্তর হয় না। গলির মধ্যে হেঁটে চলা কিশোরের শরীরে কেন জানালার কোনা থেকে ফুল এসে পড়ে-সে খবর বিজ্ঞান দিতে পারে না। যুক্তি, ইকুয়েশন দিয়ে এসব ঘটনার কোনো সমাধান হয়নি। নিৎসেরা এ কারণে মনে করেন বিজ্ঞান মানুষকে 'আবেগবর্জিত' ও 'শীতল' করে তোলে-
বিজ্ঞান আজ পর্যন্ত বেশি পরিচিতি পেয়েছে মানুষকে আনন্দপ্রাপ্তির অবস্থা থেকে বঞ্চিত করে রাখার জন্য এবং মানুষকে আরও বেশি আবেগবর্জিত, শীতল কিংবা মূর্তি-স্বরূপ করে রাখার জন্য।

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে৷ এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : শ্রেষ্ঠাংশে উত্তম ও কবরীলেখক : ইমরান খানমুদ্রিত মূল্য : ৪২০ টাকা২৫% ছাড়ে মূল্য : ৩১৫টাকারিকশাচিত্র, কৃষি, দেশভাগ এব...
16/10/2025

বই : শ্রেষ্ঠাংশে উত্তম ও কবরী
লেখক : ইমরান খান
মুদ্রিত মূল্য : ৪২০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ৩১৫টাকা

রিকশাচিত্র, কৃষি, দেশভাগ এবং চলচ্চিত্র-দেশীয় সংস্কৃতির সাথে আষ্টেপৃষ্ঠে জড়ানো এই কয়েকটি বিষয় ঘিরে আবর্তিত হয়েছে ডকুফিকশন ঢঙে এবং একই সাথে প্রথম ও তৃতীয় ব্যক্তির বর্ণনাভঙ্গিতে লেখা উপন্যাসটির কাহিনি। পৃথিবীর কেউ নয়, এমন দুজন প্রতিবেদকের নির্মোহ চোখে উঠে এসেছে ধানচাষ নিয়ে সিন্ডিকেটের রাজনীতি, কৃষক হয়েও চাষ করতে না পারার যন্ত্রণা, নগর অভিবাসন, নৈতিক স্খলন আর আত্মপরিচয় ভুলে নিজেও হয়ে ওঠা তাদেরই মতো, যাদের কারণে বাংলার কৃষি আজ মুমূর্ষু। প্রসঙ্গক্রমে চলে এসেছে রিকশাচিত্রের দর্শন আর সাংস্কৃতিক সেতু হিসেবে এপার-ওপার বাংলার চলচ্চিত্রের প্রভাব-শ্রেণিবিভাজনে চলচ্চিত্র-রুচির পার্থক্য। সাতচল্লিশের প্রেক্ষাপটে দেখা দিয়েছে ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশে কীভাবে উত্তম কুমার হয়ে ওঠেন দুই বাংলারই ফ্যাশন-আইডল আর কী করে গণ-আন্দোলনের প্রাক্কালে নায়িকা কবরীর প্রেমে পড়ে একজন সিনেমার পোস্টার আঁকিয়ে উন্মাদপ্রায় হয়ে যায়, মুক্তিযুদ্ধের কী প্রভাব পড়ে চলচ্চিত্রশিল্পে আর চলচ্চিত্রের পোস্টার কী করে হয়ে ওঠে যুগপৎ ব্যক্তিগত আর জাতীয়। পাশাপাশি আছে উনবিংশ শতকে ব্রিটিশ চা-ব্যবসায়ীদের শিকার হওয়া দুজন নর-নারীর উন্মাতাল প্রেম, বিতাড়ন, পাহাড় থেকে আদিবাসী গ্রামের আশ্রয় শেষে সমতলে এসে কৃষকে বিবর্তিত হওয়া, ভাষার রূপান্তর, নীলচাষের ষড়যন্ত্র, ধর্মবিভাজন আর টিকে থাকার যুদ্ধের ইতিহাস। সুদূর এবং অদূর অতীত এসে বর্তমানের সাথে মিশে এই উপন্যাসকে করে তুলেছে ত্রিকালদর্শী।

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে৷ এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

বই : যুদ্ধবাজলেখক : শাহরিয়ার জাওয়াদপৃষ্ঠা : ১২৮মুদ্রিত মূল্য : ৩০০ টাকা২৫% ছাড়ে মূল্য : ২২৫ টাকানবম শতকের শেষভাগ।গ্রেট ভ...
16/10/2025

বই : যুদ্ধবাজ
লেখক : শাহরিয়ার জাওয়াদ
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
২৫% ছাড়ে মূল্য : ২২৫ টাকা

নবম শতকের শেষভাগ।
গ্রেট ভাইকিং আর্মি তখন পাকাপোক্তভাবে ঘাঁটি গেড়েছে নর্দামব্রিয়ায়। বর্তমান সময়ের ইংল্যান্ডের উত্তরাঞ্চল আর দড়্গণি স্কটল্যান্ডের বেশ খানিকটা এলাকাজুড়ে ছিল সেই আদি-মধ্যযুগীয় রাজ্য।
নর্দামব্রিয়ার সিংহাসনে তখন রাজা এগবার্ট। নামে রাজা হলেও, কার্যত তিনি ভাইকিংদের অধীন। তার ওপর কর্তৃত্বের ছড়ি ঘোরাচ্ছেন দুই ভাইকিং সহোদর হাফড্যান র‌্যাগনারসান আর আইভার দ্য বোনলেস। ওদিকে, রাজার বিরম্নদ্ধে জায়গায় জায়গায় দানা বাঁধছে বিদ্রোহ। সেই বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে আছেন রিকসিজ নামের এক প্রাক্তন সৈনিক। এমন একটা অস্থির সময়ে, ভাগ্যান্বেষী এক স্ক্যান্ডিনেভিয়ান তরম্নণ উত্তর সাগর পেরিয়ে ভেসে আসে নর্দামব্রিয়ায়। ড্রাগনমুখো জাহাজে চেপে। ভাইকিং যোদ্ধাদলের একজন হয়ে।
একসময়, সে দেশের রাজনীতির সাথে জাড়িয়ে যায় তরম্নণ। আপনাতেই। লুটতরাজ থেকে বিদ্রোহ অবধি। বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে।
প্রেম, পরিবার, নাকি প্রতিশোধ কোনটাকে সে বেছে নেবে এবার?

বইটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ক ল করুন 01306-583912 নম্বরে৷ এছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে।

15/10/2025

Address

38/2ka, Banglabazar.
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801705067092

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানকোষ প্রকাশনী - Gyankosh Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category