Robiul Islam

Robiul Islam Freelancer | Certified Graphic Designer eshikhon.com

ঢাকেবিয়ান- DCU- Dhaka Central University

11/05/2025

আপনাদের ভাইরাল খালার ভাইরাল কথা। প্রেম করবাইন ঠিক আছে কোনদিন ওয়ার্কশপে প্রেম করবাইন না 😁

ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, তারা হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলাম এবং তার স্ত্রী।কিছুদিন...
09/05/2025

ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, তারা হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলাম এবং তার স্ত্রী।

কিছুদিন আগে মহিলাটি জানতে পারেন স্বামীর উভয় কিডনীই বিকল। দ্রুত কিডনী প্রতিস্থাপন না করলে বাঁচানো সম্ভব হবে না স্বামীকে। কিডনী ক্রয়ের মতো আর্থিক অবস্থাও নেই তাদের।

ভাগ্য তাদের দাঁড় করায় কঠিন বাস্তবতার মুখোমুখি। ডাক্তার জানালো স্বামী-স্ত্রীর সবকিছু মিলে গেছে। চাইলে স্ত্রী একটি কিডনী দান করতে পারবেন স্বামী রাশিদুলকে। এভাবেই হয়তো আল্লাহ সহায় থাকলে বেঁচে যেতে পারে রাশিদুলের প্রাণ।

তিনি (স্ত্রী) পিছপা হননি, হাসিমুখে নিজের একটি কিডনী স্বামীকে দান করে দিলেন। তাদের কিডনী প্রতিস্থাপনের অপারেশনটিও সফলভাবে সম্পন্ন হয়।

অপারেশন শেষে স্ত্রীর হাসিমাখা মুখটাই বলে দিচ্ছে কতোটা সন্তুষ্ট তিনি তার স্বামীর প্রতি, তার অনুভূতিটা কেমন।

বর্তমান সময়ে তুচ্ছ ঘটনায় যেখানে দাম্পত্য সম্পর্কের ইতি টানতে অনেকেই দ্বিধাবোধ করে না, সেখানে রাশিদুল দম্পতি অবশ্যই অনুকরণীয় হয়ে থাকবে। শুভ কামনা রইলো তাঁদের জন্য!

“বাবাকে খু*ন করেছি, আমাকে ধরে নিয়ে যান” ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী৮ মে ২০২৫, বৃহষ্পতিবার ভোরে সাভার পৌরসভার মজিদপুর ...
09/05/2025

“বাবাকে খু*ন করেছি, আমাকে ধরে নিয়ে যান” ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী

৮ মে ২০২৫, বৃহষ্পতিবার ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঠালবাগান থেকে এক তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তিনি তার পিতাকে খু*ন করেছেন। তিনি আত্মসমর্পণ করতে চান এবং দ্রুত পুলিশ পাঠানোর জন্য বলেন। খুনের কারণ হিসেবে তিনি বলেন, তার পিতা তাকে চার বছর ধরে ধ*র্ষন করে আসছিলেন, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধেই ধ*র্ষণ মামলা করেন তিনি। দীর্ঘ দিন জেলখেটে জামিনে মুক্ত হন তার পিতা, কিন্তু তারপরও ভালো হন নাই। গতরাতে আবার ধ*র্ষন চেষ্টা করার কারণে তিনি পিতাকে খু*ন করেছেন।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে সাভার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃ*তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ম*র্গে প্রেরণ করে এবং খু*নের অভিযোগে কলার জান্নাতুল জাহান শিফা (২৩) কে গ্রেফতার করে। নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে মজিদপুর কাঠালবাগান এলাকায় একটি বাড়ির ৫ম তলার বাসায় ভাড়া থাকতেন আব্দুস সাত্তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতুল জাহান শিফা জানান, তার বাবা ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিকভাবে নি*র্যাতন করতেন। যে কারণে গতকাল বুধবার রাতে খাবারের সময় তার ভাতের মধ্যে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন।পরে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ধারালো অ*স্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কু*পিয়ে হ*ত্যা করেন। ঘটনাস্থলে যাওয়া সাভার মডেল থানা পুলিশের এসআই ইমরান এ বিষয়ে ৯৯৯ কে নিশ্চিত করেন। এ সংক্রান্তে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Address

Dhaka Central University
Dhaka
1841

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category