27/08/2025
বলুন তো এটা কি ? বুলেট বা অনেক বড় কিছু মনে হচ্ছে?
এটা হল অনেক কাছে থেকে ম্যাক্রো ফটোগ্রাফিতে তোলা একটা বল পয়েন্ট কলম যেটাকে আমরা বল পেন বলি সেটার নিব এর মাথায় থাকা বল এর ছবি।
কেমন হয়েছে পিকচার টা ?
💬 এবার আপনার জন্য কিছু প্রশ্ন:
আপনি প্রথম কোন রঙের বলপেন দিয়ে লিখতে শিখেছিলেন— নীল, কালো না লাল?
এখনো কি কেউ আছে যে ফাউন্টেন পেন পছন্দ করে বলপেনের চেয়ে বেশি?
আপনার কাছে কোন বলপেনের লেখা সবচেয়ে সুন্দর লাগে? ✨
আসুন বল পেন কলম সম্পর্কে কিছু জানিঃ
আমরা প্রতিদিন বলপেন দিয়ে লিখি, কিন্তু কি জানেন❓ কলমের মুখে যে ছোট্ট স্টিলের বলটা থাকে, সেই বলটাই আসলে পুরো লেখার জাদু করে! 🖊️
১৯৩৮ সালে হাঙ্গেরির সাংবাদিক লাসলো বিরো প্রথম এই বলপেন আবিষ্কার করেন। তখন কালি শুকিয়ে যেত, ছাপা খারাপ হতো। তাই তিনি ভাবলেন, "যদি ছোট্ট একটা বল ঘুরে ঘুরে কালি টেনে নেয়, তাহলে লেখাও হবে মসৃণ আর দাগও হবে পরিষ্কার!" 💡
এভাবেই জন্ম হয় বলপেনের। আজ পৃথিবীর প্রতিটি মানুষ হয়তো দিনে একবার হলেও বলপেন ব্যবহার করে।
একবার ভেবে দেখেছেন? এই ছোট্ট বলটা না থাকলে আজ আমাদের সই, লেখা, পরীক্ষার খাতা কিংবা ভালোবাসার চিঠি— কিছুই এমনভাবে লেখা যেত না।
🖊️ ছোট্ট বল, কিন্তু পৃথিবী বদলে দিয়েছে…
ভাবুন তো, কত বড় আবিষ্কার এই ছোট্ট জিনিসটা! 🌍
👉 বন্ধুরা, আপনারা কমেন্টে লিখে জানান— "আপনার জীবনের সবচেয়ে প্রিয় বলপেন কোনটা ছিল?"