FnF Travel BD - FTB

FnF Travel BD - FTB "ভ্রমণের আনন্দ আপনার আর চিন্তা আমাদের"
(1)

কক্সবাজার, সেন্টমার্টিন, সাজেক ভ্যালি তে ভ্রমণ এর জন্য যেসকল সুবিধা প্রয়োজন হয়ে থাকে তা আমরা প্রদান করে থাকি।ঢাকা - কক্সবাজার- ঢাকা বাস টিকেট সহ, রুম বুকিংসহ নানা ধরনের সেবা প্রদান করে থাকি।এছাড়াও নানা ধরেনর গ্রুপ ট্যুর করে থাকি।আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য।ভ্রমণ করুন সুস্থ থাকু এই কামনা ব্যক্ত করছি।��

18/07/2025

থাইল্যান্ড থেকে আজ যারা যারা কম্বোডিয়া গিয়েছেন মেক্সিমাম বাংলাদেশী ইন্ডিয়ানদের ডিপোর্ট করে দিয়েছে কম্বোডিয়া ইমিগ্রেশন ⛔

15/07/2025

মালয়েশিয়া প্রবেশ করা বাংলাদেশিদের জন্য সোনার হরিণ।।
কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক।

11/07/2025

ঢাকা টু সিলেট ১৪ জুলাই মাত্র ২৯০০/=✈️

🌞 শুভ সকাল বনাঞ্জলী হাউজবোট থেকে!নীল আকাশ, সবুজ হাওর আর আমাদের স্বপ্নের ভাসমান বাড়ি — বনাঞ্জলী।টাঙ্গুয়ার হাওরের বুকে এক ...
06/07/2025

🌞 শুভ সকাল বনাঞ্জলী হাউজবোট থেকে!
নীল আকাশ, সবুজ হাওর আর আমাদের স্বপ্নের ভাসমান বাড়ি — বনাঞ্জলী।
টাঙ্গুয়ার হাওরের বুকে এক অন্যরকম সকাল, যেখানে প্রকৃতি আর প্রশান্তি মিলে তৈরি হয় এক স্বর্গীয় অনুভব।
চলে এসো, তুমি-ও ছুঁয়ে দেখো এই সৌন্দর্য!

📞 বুকিং চলছে 01829-051926

03/07/2025

🇵🇭 Philippines 🇵🇭
ট্যুরিস্ট ভিসার Appointment slot অনির্দিষ্টকালের জন্য
✖️✖️ বন্ধ ✖️✖️

সেন্টমার্টিনে ডাকাতি — শুধু অপরাধ, নাকি আর্তনাদ?সেন্টমার্টিনে জীবনে প্রথম ডাকাতির ঘটনা ঘটেছে আজ। বিষয়টি খুবই দু:খজনক। অথ...
29/06/2025

সেন্টমার্টিনে ডাকাতি — শুধু অপরাধ, নাকি আর্তনাদ?

সেন্টমার্টিনে জীবনে প্রথম ডাকাতির ঘটনা ঘটেছে আজ। বিষয়টি খুবই দু:খজনক। অথচ এই দ্বীপের মানুষ অল্প, তারা এতদিন সুখে শান্তিতে বাস করতো। সেই চিত্রটা গেলো কোথায়?

সেন্টমার্টিনের প্রধান আয় ট্যুরিস্টদের থেকে। বছরে ৫–৬ মাসের সিজন থেকে এরা পুরো বছরের জন্য আয় করতো। কিন্তু এ বছর অনেক ধানাই পানাই চলে সেন্টমার্টিন নিয়ে। পরিবেশ রক্ষার নামে উপদেষ্টা রেজওয়ানা হাসান মাত্র ২ মাস পর্যটন চালু রাখেন। তাও নানা রকম নিষেধাজ্ঞা বা শর্ত দিয়ে। ফলে এবার মানুষ একেবারেই স্বল্প আয় করতে পেরেছে।

মানুষ কি শুধু গাছপালা দিয়ে বাঁচে?
জীবন-জীবিকার শ্বাসরোধ করে কি প্রকৃতি বাঁচে?

সেই দ্বীপে এখন আয় নেই, কাজ নেই, বিকল্প কিছু নেই। সেই দুঃখ, ক্ষুধা আর হতাশার চিত্রই কি- ডাকাতি।

এটা খুব অন্যায়, কিন্তু সেটা জন্ম নিয়েছে আমাদের অবহেলায়।

মালদ্বীপ শুধু দ্বীপ দিয়েই বছরে বিলিয়ন ডলার আয় করে, আর আমরা সেন্টমার্টিনকে রাখছি অর্ধমৃত করে।
না মানুষ বাঁচে, না পর্যটন চলে — না পরিবেশ রক্ষা হয়।

* ai দিয়ে বানানো প্রতীকি ছবি

29/06/2025

🇹🇭 Thailand e visa 🇹🇭
করতে কনফার্ম হোটেল বুকিং লাগে না❌.

মিথ্যা নিউজ দেখে বিভ্রান্ত হবেন না.

Thai Airways Message ::বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে ভ্রমণ করছেন, তাদের অবশ্যই এ...
27/06/2025

Thai Airways Message ::

বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে ভ্রমণ করছেন, তাদের অবশ্যই একই এয়ারলাইনের এবং একই পিএনআর নম্বরসহ রিটার্ন টিকিট থাকতে হবে। অন্যথায় বোর্ডিং অনুমোদিত হবে না।

19/06/2025

১ দিনে পাওয়া যাচ্ছে
🇲🇾 Malaysia VISA 🇲🇾

17/06/2025

সহযোগীতা :
ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী যারা তারা আজ রাতের ভেতরই আপনাদের পাসপোর্টের কপি
[email protected] ইমেইলে পাঠান দয়া করে।
কেউ ভেঙে পড়বেন না।
ইনশাআল্লাহ, আপনাদের সেইফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।
আর অবৈধ যারা আছেন তাদের যার যার কাছে পাসপোর্ট/NID/সুরক্ষা সেবা বিভাগ অথবা নিজ উপজেলার UNO'র চিঠি আছে তারা দয়া করে [email protected] এ এগুলো প্রেরণ করুন।
কথা দিচ্ছি, সেইফলি আমরা ইরান ছাড়বো, ইনশাআল্লাহ:

মূল পোস্ট @ওয়ালিদ ইসলাম ।
বাংলাদেশে দূতাবাস, ইরান।

12/06/2025

ভারতের আহমেদাবাদে ১৩৩ জন আরোহী নিয়ে বার্মিংহামগামী এয়ার ইনডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when FnF Travel BD - FTB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FnF Travel BD - FTB:

Share