Tushar Hasan

Tushar Hasan Digital content creator

08/08/2025

ধার চাইলে পয়সা ঠিকি পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না।

08/08/2025

কিছু সপ্ন বাঁচায় রাখার জন্য নিজের সপ্নগুলোকে মাইরা ফেলতে হয়।

মাছের বায়ুথলি (Swim bladder) হলো মাছের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা তাদের প্লবতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি মাছকে জলের গ...
06/08/2025

মাছের বায়ুথলি (Swim bladder) হলো মাছের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা তাদের প্লবতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি মাছকে জলের গভীরে ভেসে থাকতে বা ডুবতে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে শব্দ গ্রহণেও ভূমিকা রাখে। কিছু মাছের বায়ুথলি থেকে শব্দ তৈরি হতে পারে।
আর এই মাছটির বায়ুথলী কয়েক লক্ষ টাকা কেজি, কারণ এর থেকে সিজারের সুতা তৈরি হয়।

 #মেয়ে হওয়ায় শুশুর বাড়িতে মিষ্টির পরিবর্তে মাটি পাঠালো জামাই। বাবা দিবসে এমন বাবাদের জানাই মন থেকে ঘৃণা। #হ্যাপিফাদারসডে...
15/06/2025

#মেয়ে হওয়ায় শুশুর বাড়িতে মিষ্টির পরিবর্তে মাটি পাঠালো জামাই।

বাবা দিবসে এমন বাবাদের জানাই মন থেকে ঘৃণা।
#হ্যাপিফাদারসডে
মানুষ কি পরিমাণ অসুস্থ মগজের হতে পারে এটা না দেখলে বুঝা যেতো না।

ঘটনা : কুষ্টিয়া জেলার রৌমারী থানার দাঁতভাঙ্গা ইউনিয়ন।

সোর্স - কালবেলা নিউজ

শাকিব খানকে নিয়ে যে প্রত্যাশাটা ইদানীং সবসময়ই করি তার ক্যারিয়ারের এরকম অপ্রতিদ্বন্দ্বী সময়ে একটার থেকে আরেকটা ছবি যেন টো...
18/05/2025

শাকিব খানকে নিয়ে যে প্রত্যাশাটা ইদানীং সবসময়ই করি তার ক্যারিয়ারের এরকম অপ্রতিদ্বন্দ্বী সময়ে একটার থেকে আরেকটা ছবি যেন টোটালি ভিন্ন হয়। সেটাই 'তাণ্ডব'-এ দেখা যাচ্ছে।

জোকারের চরিত্রগুলো সবসময়ই এক্সাইটিং সেটা যে-কোনো ইন্ডাস্ট্রিতে। ফোরটেস্টে শাকিব প্রথম ক্লোজ শটেই 'ওয়েলকাম টু দ্য শো' ডায়লগে যে এক্সপ্রেশনটা দিয়েছে সাইকো চরিত্রের সেটা ছিল দারুণ। নাচের ভঙ্গিটাও দেখার মতো। কিছু একটা ঘটতে যাচ্ছে যার জন্য প্রস্তুত অনেকে ফোরটেস্টে এটাই ছিল মূল। এই এক্সাইটিং ফিলটাই শাকিব খান প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে পেরেছে।

এই শাকিব খানকেই সচেতন দর্শক সবসময় চায় যেন নিজের কাজের ভেরিয়েশনে নিজেকেই চ্যালেঞ্জ দেয়। 'তাণ্ডব'-এ সে চ্যালেঞ্জ পুরোপুরি থাকুক।

শুভকামনা শাকিব খানের জন্য।

#তাণ্ডব

ব্যাচেলর পয়েন্ট এর ফার্স্টলুকে শুভ চরিত্র দেখতে না পাওয়ায় দর্শক দের প্রশ্নের উত্তরে পরিচালক অমি বলেন : ব্যাচেলর পয়েন্টে ...
15/05/2025

ব্যাচেলর পয়েন্ট এর ফার্স্টলুকে শুভ চরিত্র দেখতে না পাওয়ায় দর্শক দের প্রশ্নের উত্তরে পরিচালক অমি বলেন : ব্যাচেলর পয়েন্টে শুভ থাকছেন, তবে স্বশরীরে নয়।

কাজল আরেফিন অমির কথায়, ‘মিশু সাব্বির তো বর্তমানে কানাডাতে রয়েছেন। যে কারণে শুটিংয়ে অংশ নিতে পারবেন না তিনি। তবে সে কারণে শুভ চরিত্রটা থাকবে না ব্যাচেলর পয়েন্টে, এমনও কিন্তু নয়। সে হয়তো কোনো পর্বে ভিডিওকলে যুক্ত হবে কাবিলাদের সঙ্গে। ভিডিও কলে তাকে দেখা যাবে।

কথা গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।
14/05/2025

কথা গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।

দাড়ি বুঝা যাচ্ছে মেকআপ করা, আরো উন্নতি করতে পারতো, কিন্তু যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে মোশাররফ করিমকে কমার্শিয়াল ভ...
04/05/2025

দাড়ি বুঝা যাচ্ছে মেকআপ করা, আরো উন্নতি করতে পারতো, কিন্তু যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে মোশাররফ করিমকে কমার্শিয়াল ভাবে ব্যবহার করা হচ্ছে, আমাদের দেশে কিছু মানুষ বলে থাকে নাটকের আর্টিস্টরা সিনেমাও নাটকের মতো করে, এই জনরা থেকে বের হয়ে আসতেছে, একজন জাত অভিনেতাকে দিয়ে সবরকম অভিনয় করানো সম্ভব, সেটা যদি ভালো পরিচালক হয়। আর সঞ্জয় সমদ্দার সেটা পারবে।

#ইনসাফ

সবাই যখন জিল্লুকে নিয়ে মাতামাতি করতেছে তখন অনেকেই জানে না এই জিল্লুর ভয়েস দিয়েছিলো sharif siraj স্যার, ওনার কথা বলার স্ট...
03/05/2025

সবাই যখন জিল্লুকে নিয়ে মাতামাতি করতেছে তখন অনেকেই জানে না এই জিল্লুর ভয়েস দিয়েছিলো sharif siraj স্যার, ওনার কথা বলার স্টাইল এবং ভয়েস আমার বরাবরই ভালো লাগে। আপনারা যারা ওটিটিতে এক্টিভ তারা হয়তো তাকে চিনে থাকতে পারেন।

  মুভির রেটিং ১০ থেকে ৯.5 দিলাম।  যদিও আমি শাকিব খানের কোন ফ্যান না। শাকিবের সিনেমার জগতে আমার দেখায় বরবাদ ছিল তার সেরা ...
03/05/2025

মুভির রেটিং ১০ থেকে ৯.5 দিলাম।
যদিও আমি শাকিব খানের কোন ফ্যান না।
শাকিবের সিনেমার জগতে আমার দেখায় বরবাদ ছিল তার সেরা সিনেমা। ভায়োলেন্স, একশান, ইমোশন সব মিলিয়ে সেরা ছিলো। আমার কাছে ভালোই লেগেছে🥰

Address

315, Gha/Cha
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tushar Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tushar Hasan:

Share