13/08/2025
অনলাইনে "জিরো (Nil) আয়ের" আয়কর রিটার্ন জমার প্রক্রিয়া
১. প্রয়োজনীয় তথ্য ও প্রস্তুতি
আপনার 12-অংকের TIN নম্বর, এবং biometrically-verified মোবাইল নম্বর প্রয়োজন নিবন্ধন ও লগইনের জন্য ।
এছাড়া NID, ঠিকানা—যদি কোনো আপডেট দরকার—তথ্যগুলো প্রস্তুত রাখুন ।
২. নিবন্ধন (যদি আগে না করে থাকেন)
NBR-এর অফিসিয়াল ওয়েবসাইটে (যেমন: etaxnbr.gov.bd বা nbr.gov.bd) যান।
“e-Return System” অথবা “e-Filing/Register” অপশনে ক্লিক করুন।
TIN, আপনার মোবাইল নম্বর (leading zero ছাড়া), একটি ক্যাপচা কোড দিয়ে “Verify” করুন।
OTP দিয়ে ভেরিফাই করে আপনার জন্য একটি পাসওয়ার্ড নির্ধারণ করুন ।
৩. লগইন করুন
আবার ওয়েবসাইটে ফিরে গিয়ে “eReturn” বা “Income Tax Return Filing” অপশন নির্বাচন করে লগইন করুন (TIN + পাসওয়ার্ড + ক্যাপচা)। লগইন হলে আপনি একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন ।
৪. Return Submission শুরু করুন
ড্যাশবোর্ডে গিয়ে "Return Submission" বা "File Return" ক্লিক করুন।
Assessment Year বা “Return Year” নির্বাচন করুন — যেমন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য এই রিটার্ন যদি জমা দিচ্ছেন।
৫. Tax Assessment Information পূরণ করুন
প্রথমে “Tax Assessment Information” ফর্মে তথ্য দিন: Return scheme, year of income, source ইত্যাদি।
আয় যদি কোনো করযোগ্য না হয় (Nil return), তাহলে সেই অংশে ওভাবে 0 (শূন্য) লিখুন বা উপযুক্তভাবে চিহ্ন দিন ।
৬. Income Details
বিভিন্ন আয় উৎসের ট্যাবে (যেমন: Salary, House Property, Other Sources) ০ (zero) ইনপুট দিন কারণ আপনাদের কোনো কর-যোগ্য আয় নেই ।
কোন deduction বা TDS প্রযোজ্য না হলে সেগুলোও ০ দিন।
৭. অন্যান্য তথ্য এবং সাবমিট
অবশ্য প্রয়োজনে address বা residence status আপডেট করে নিন (যদি ফর্ম তাই চাই) ।
সব ঘটন চেক করে "Preview" করুন। যদি কিছু ভুল থাকে তাহলে সংশোধন করুন।
শেষে Submit দিন। সাবমিট করার পর একটি Acknowledgement Slip/Receipt পাবেন, সেটি ডাউনলোড ও সংরক্ষণ করুন।
৮. পেমেন্ট নয়, শুধুমাত্র রিটার্ন জমা
যেহেতু আপনার আয় শূন্য, কোনো কর দিতে হবে না। তাই আপনি শুধু রিটার্ন ফাইল করলেই হবে। তবে পরবর্তীতে কোনো কর প্রযোজ্য হলে e-Payment সিস্টেমের মাধ্যমে করতে পারবেন ।