10/05/2025
পলাশ এর পরিবারের মতো এমন অনেক পরিবার আছে , পলাশের মা এর মতো মা অনেক মা আছে যাদের জন্য অনেক সংসার নষ্ট হয়ে গেছে। যারা ছেলের বউ আনলেও শান্তিতে সংসার করতে দিতে চাই না।এসব মহিলাদের ছেলে জন্ম দেয়া পাপ।।এসব শয়তান মহিলারা ভুলে যায়।তার ও স্বামী আছে।উনিও কারো বউ।
#কপি পোস্ট