R.I.Yasin

R.I.Yasin "জেগে উঠো", সচেতন দর্শকদের জন্য দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বার্তা ২৪ ডটকম

22/10/2025

দুঃসময়ে বেশিভাগ কর্মী মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে আসে, আর সুসময়ে কোটিপতির ছেলে সাদা পাঞ্জাবি পরে আসে সামনের কাতারে।

20/10/2025

যারা জুলাই বিপ্লবকে ভাগবাটোয়ারার মাধ্যমে বিভক্ত করেছে, তাদের বিরুদ্ধে “গণতদন্ত কমিশন” গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনুন। দেশের এই অরাজকতার জন্য দায়ী তাদের ভাগবাটোয়ারা আর লুটপাটতন্ত্র।।

19/10/2025

শেষ কথা একটা বলি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হাতে ২৫ সিট ধরাই দিলেও কিছু করতে পারবেন না।
শুনতে হাস্যকর মনে হলেও সব সম্ভব এদেশে। কোন দিকের হাওয়া কোন দিকে জোট হয়ে আসবে টেরই পাবেন না।

মিডিয়া তৈরিতে ফোকাস করেন। যেগুলো আছে সেগুলো চালু করেন, পুরানো গুলো আপডেট করেন। মিডিয়া বানালেও দৈনিক সংগ্রাম মার্কা বানিয়ে রাখবেন না।
প্রতিটি জেলায় সবচেয়ে অন্ততপক্ষে একটি করে দৈনিক পত্রিকা চালু করুন। তবে সেটা ফার্স্টক্লাস হইতে হবে।

২১ শতকে মিডিয়া যেখানে রাজনীতির প্রধান একটি অ স্ত্র। সেখানে এতো শিক্ষিত জনশক্তি, অর্থ থাকার ফলেও এই দুরবস্থা কেনো?

নির্বাচনের আগেই মিডিয়া তৈরি করুন। নিজেদের লোক না থাকলে টাকার বিনিময়ে এক্সপার্টদের দিয়ে কাজ করান।
আর বিপুল জনশক্তি কাজে লাগিয়ে দেশের প্রধান প্রধান মিডিয়ায় পরিণত করুন। অন্যদের মতো বায়াসডনেসের প্রয়োজন নেই শুধুমাত্র সত্য তুলে ধরবেন এতেই এনাফ।

19/10/2025

১ বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ-বাঁটোয়ারা আর ধান্দাবাজি-চাঁন্দাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এ থেকে সহজ উত্তরণের কোন পথ আছে কিনা? আপসোস হয়, রাষ্ট্র পুর্নগঠনের এতো বড় সুযোগ পেয়েও কিছু করা গেলো না। আমি চাই এই তথাকথিত ভন্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা " গণতদন্ত কমিশন " হোক।
এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।

19/10/2025

আমাকে এমন একটি আমলে উৎসাহিত করুন যার উপকার আপনি দুনিয়াতেই অনুভব করেছেন।

17/10/2025
17/10/2025
আসসালামু আলাইকুম যারা অলস বসে আছেন, বেকার অবস্থায় আছেন হাতে অনেক সময় আছে তাদের জন্যে বড় এক সুখবর। কুষ্টিয়া সরকারি টেকনিক...
16/10/2025

আসসালামু আলাইকুম
যারা অলস বসে আছেন, বেকার অবস্থায় আছেন হাতে অনেক সময় আছে তাদের জন্যে বড় এক সুখবর। কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,,
আপনারা Asset এর আওতাধীন NSDA থেকে একটি কোর্স করতে পারেন। কোর্স শেষে NSDA কর্তৃক সার্টিফিকেট,, আপনার যাতায়াত ভাড়াসহ সর্বসাকুল্যে ১২০০০ টাকা এবং মেয়েদের ১৪০০০ হাজার টাকা ভাতা দিবে এবং ১ টা ব্যাগ,কলম ও খাতা সরকারের পক্ষ থেকে পাবেন।
আপনার হাতে যদি দুপুর ১.৩০ - ৬.৩০ পর্যন্ত সময় থাকে তাহলে এই কোর্সটিতে ভর্তি হতে পারেন। তাছাড়াও যারা দক্ষ শ্রমিক হিসাবে প্রবাসে পাড়ি জমাতে চান তাদের জন্যে অনেক মূল্যবান একটি কোর্স। বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানেন। দ্রুত ফর্ম সংগ্রহ করুন
আপনারা যদি মোবাইল ফোন সার্ভিসিং কোর্সটি করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন।
Mobile phone servicing.
Zahurul Islam -01928874083

16/10/2025

ঐকমত্য কমিশন নামক এই জিনিসটার মেয়াদ নাকি আবার বাড়াইসে?
এটার খরচ দেয় কে?
সীমার একটা ফাজলেমি থাকা উচিত!!

16/10/2025

মনে হচ্ছে দুইদিন পর পরই শুক্রবার চলে আসতেছে! কত দ্রু*ত সময় চলে যাচ্ছে।
এটা কি আমার এমন লাগতেছে নাকি আপনাদের ও একি অবস্থা?

15/10/2025

ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে শিবির নির্বাচিত হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনে তার চাইতেও বেশি ভোটে জামায়াত নির্বাচিত হবে! সাধারণ মানুষরা এখন শুধু ভোট দেয়ার অপেক্ষায় প্রহর গুনছে। লিখে রাখুন, সরকার গঠন করবে জামায়াত, ইনশাআল্লাহ। মেধাবীরা যেভাবে বিশ্লেষণ করে শিবিরকে বেছে নিয়েছে, তার চাইতেও বেশি বিশ্লেষণ করে জামায়াতকে বেছে নিয়েছে সাধারণ জনতা। এখন শুধু একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা। নিশ্চিত থাকুন, কোনো চোর, বাটপার, লুটেরা, স*ন্ত্রাসী বা চাঁদাবাজকে ভোট দেবে না সাধারণ জনতা। এবারের বিজয় হবে মুক্তিকামী মানুষের বিজয়। এবারের বিজয় হবে তারুণ্যের বিজয়। এবারের বিজয় হবে নারী সমাজের বিজয়। ভালো-মন্দ চিনতে শিখেছে আমাদের দেশের ভোটাররা। এখনই যদি রাজনীতিবিদরা শিক্ষা অর্জন না করেন, তাহলে ভবিষ্যৎ হবে কালো অন্ধকার। প্রয়োজনে এটি স্ক্রিনশট নিয়ে রাখুন, নির্বাচনের পরের দিন মিলিয়ে নিবেন। নিশ্চিতভাবে বলছি, জামায়াত আসবে আগামীর রাষ্ট্র ক্ষমতায়, ইনশাআল্লাহ।
ডক্টর ফয়জুল হক

কুষ্টিয়া জেলার বটতৈল ইউনিয়নের অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত খরচ, কম্পিউটার অপারেটর জহির রায়হান, পরিষদে থাকলে, ভারপ্রাপ্ত চ...
15/10/2025

কুষ্টিয়া জেলার বটতৈল ইউনিয়নের অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত খরচ, কম্পিউটার অপারেটর জহির রায়হান, পরিষদে থাকলে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকে না, আবার একই ফরম নিয়ে উপজেলাতে পৌছে দিতে হয় গ্রাকদের।উপজেরাতে ফারুক নামের ওই কম্পিউটার অপারেটর ঠিক মত থাকে না অফিসে।ওখান থেকে কবে কাজ ঠিক হয়ে আসবে তারও কোন ঠিক থাকে না।
সব মিলে একটা জন্ম নিবন্ধন করতে হলে কাজ কামাই করে ৫-৭ দিন ঘুরতে হবে।এবং নগদ ৫০০-৭০০ টাকা খরচ করতে হয়।

Address

Dhaka
7000

Telephone

+8801782664066

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.I.Yasin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

www.swadeshbarta24.com

সত্যের পথে সব সময়...