সত্য নিউজ

সত্য নিউজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সত্য নিউজ, News & Media Website, Dhaka.
(2)

🕋 "তৌহিদের আওয়াজে কাঁপুক দুনিয়া, কলেমার আলোয় জ্বলে উঠুক হৃদয়। আমি মুসলমান, আল্লাহই আমার ভরসা!" ✊🏻☪️
📿 ইসলাম আমার পরিচয়, হিদায়াত আমার লক্ষ্য
🕊 "জীবন ক্ষণস্থায়ী, চিরন্তন সফলতা চাই শুধু আখিরাতে"

এক পর্যায়ে রোকেয়া হলের এই আপু (ভাই) স্বীকার করে ছাত্রদল তাকে ঢাকা কলেজ থেকে নিয়ে এসেছে নির্বাচনী প্রচারণা করার জন্য।  #ছ...
03/09/2025

এক পর্যায়ে রোকেয়া হলের এই আপু (ভাই) স্বীকার করে ছাত্রদল তাকে ঢাকা কলেজ থেকে নিয়ে এসেছে নির্বাচনী প্রচারণা করার জন্য। #ছাএদল

03/09/2025
ছাত্রদলের নারী নির্যাতন এর কিছু আমলনামা!  #ছাএদল
03/09/2025

ছাত্রদলের নারী নির্যাতন এর কিছু আমলনামা! #ছাএদল

এখন বলেন যারা রাই দিয়ে তার রাজাকার সালা সব অপদার্থ।     #ছাএদল  #ছাএশিবির
03/09/2025

এখন বলেন যারা রাই দিয়ে তার রাজাকার সালা সব অপদার্থ।
#ছাএদল #ছাএশিবির

মেঘ দা, আপনি সুস্থ হয়ে দ্রুতই রাজনীতির ময়দানে ফিরে আসুন ।আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে,  আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু...
03/09/2025

মেঘ দা, আপনি সুস্থ হয়ে দ্রুতই রাজনীতির ময়দানে ফিরে আসুন ।
আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবার লড়াইটা আমাদের সবার।
মেঘমল্লার বসু দাদার পূর্ণ সুস্থতা কামনা করছি। #ছাএশিবির

03/09/2025

সত্য সত্য হয়।
#ছাএশিবির #ছাত্রদল

02/09/2025

আজকের হাইকোর্টের রায় উল্টানোর নায়ক এডভোকেট শিশির মনির।

বিকেলের ঘটনাটা একদম টার্নিং পয়েন্ট।
হাইকোর্ট ডাকসু স্থগিত করলেই যদি ওইদিন আপিল না হতো—
২ দিনের মধ্যে সিরিয়াল পেতো না,
তারপর কোর্ট টানা ১৫ দিনের জন্য বন্ধ!
অথচ ডাকসুর ডেট আর মাত্র ৮ দিন পর।
মানে—গেম ওভার!

কিন্তু সেই ক্রুশিয়াল মোমেন্টে শিশির মনির হাতে লিখে, দৌড়ে গিয়ে চেম্বার জজ কোর্টে পিটিশন দিলেন।
শেষ মুহূর্তে যুক্তি দেখিয়ে স্থগিতাদেশকে উল্টে দিলেন।

ফলাফল?
ডাকসু নির্বাচন বেঁচে গেল ষড়যন্ত্রের হাত থেকে।
Thanks to শিশির মনির— তাঁর তড়িৎ সিদ্ধান্ত আর বুদ্ধিমত্তার জন্যই ডাকসু থেমে যায়নি।

এবার আসি কবির কথায়…

শোন হে কবি মি/থ্যান্দ্র/নাথ!!
তোমার জন্মের আগেই শিশির মনির ঢাবির ছাত্র ছিলো, এখন তিনি ঢাবির অ্যালামনাই।
বিশ্ববিদ্যালয় চাইলে তাঁকে আইনজীবী করবে— তাতে তোমার মাথাব্যথা কেন?

আসলেই শিশির মনির সেই কাজটাই করেছেন যেটার জন্য তোমরা মিছিল করছো।
শিশির মনিরের উপর খেপলে বাম খেপতে পারে, কিন্তু তোমরা খেপছো কেন ভাই?
মানে ঘাপলাটা অন্য জায়গায়!

প্রশ্ন ছাত্রদলের ভিপি প্রার্থীকে—
তুমি যদি ডাকসু নির্বাচন সময়মতো হোক— এই চাওয়ার পক্ষে থাকো, তাহলে তো খুশি হওয়ার কথা।
কিন্তু তুমি উল্টো চিল্লাচ্ছো কেন?
এটা কি স্ববিরোধিতা, নাকি সরাসরি বলি—নিরাবুদ্ধিতা?

মনে রেখো—
যে আইনজীবী দ্রুত সিদ্ধান্তে চেম্বার কোর্ট থেকে স্থগিতাদেশ উল্টে দিয়ে ডাকসু নির্বাচন নিশ্চিত করলেন,
তাঁর বিরুদ্ধে দাঁত কেলানো মানেই নিজের অর্বাচীনতা প্রমাণ করা। আরে ভাই, নির্বাচনের পক্ষে থাকলে “আইনজীবী কে”— তা কোনো বিষয় না।
কাজটাই আসল।

মনে পড়ছে তো?
আপনাদের নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ অনেকেই জনাব এডভোকেট শিশির মনিরের ক্লায়েন্ট ছিলেন। তখন তো কোনো সমস্যা ছিল না। এখন হঠাৎ এতো জ্বালা কেন?

সত্যিটা হলো—
বিনা কারণে চিল্লাচিল্লি করলে নিজের মার্কেটই নষ্ট হয়।
“কবি আবীন্দ্রনাথ” আসলে ভেতরে ভেতরে জ্বলে পুড়ছেন, কারণ তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।
স্থগিতাদেশ উঠতেই কবির মুখের হাসি গায়েব।
লোডশেডিং-এর মতোই নিখোঁজ!

চেনা চেনা লাগে 😊
02/09/2025

চেনা চেনা লাগে 😊

এতদিন আমরা শিবিরকে যেই পলিটিক্সটা করতে বলছিলাম আজ ফরহাদ ঠিক সেই পলিটিক্সটাই করলো।ডিফেন্সিভ খেলতে খেলতে শিবির সিমিওনের দল...
02/09/2025

এতদিন আমরা শিবিরকে যেই পলিটিক্সটা করতে বলছিলাম আজ ফরহাদ ঠিক সেই পলিটিক্সটাই করলো।

ডিফেন্সিভ খেলতে খেলতে শিবির সিমিওনের দলে পরিণত হয়েছিল।

আজ ফরহাদ যেই পলিটিক্সটা করলো তা ঢাবির ইতিহাসে অন্যতম একটা ঘটনা।

১৮০ ডিগ্রি টার্ন নিয়ে ফুল এ'টা'কিং মুডে খেলে বল এখন ছাত্রদলের কোর্টে।

শিবিরের ভাগ্য খুবই ভালো যে জুলাই পরবর্তী তারা ফরহাদের মত একজনকে ঢাবিতে পেয়েছে।🖤🇧🇩

©faiyaz ifti
#ছাএশিবির

আলহামদুলিল্লাহ 🥀
02/09/2025

আলহামদুলিল্লাহ 🥀

02/09/2025

আজকে থাকার ছিল কবরে আছি এখানে। উত্তেজিত কবি🤢 আবিদ

02/09/2025

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব নিয়েছে বিএনপি: জাপা মহাসচিব

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সত্য নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share