
29/12/2022
বন্ধুরা, আগামী ৩০.১২.২০২২ তারিখ শুক্রবার ৫১১তম পর্বের 'আমি মীনা বলছি' অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি "বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই।"
তোমরা তোমাদের মতামত/কবিতা/ছড়া/প্রশ্ন জানাতে পারো আমাদের এই পেজে । তোমাদের সৃজনশীল লেখা/মতামত আগামি অনুষ্ঠানে পড়ে শোনানো হবে। তোমরা তোমাদের কুইজের উত্তর/মতামত আমাদের কমেন্টস/ইনবক্সে লিখতে পারো।
অনুষ্ঠানটি শুনতে পাবে সকাল ১০ঃ০৫ মিনিট থেকে সকাল ১১ঃ০০ মিনিট পর্যন্ত, ঢাকা-ক (AM ব্যান্ডে রেডিও সেটে সারাদেশে) এবং এফএম ১০৬ মেগাহার্জ (AM ব্যান্ডের পাশাপাশি ঢাকা ও ঢাকার আশেপাশে)। আর আমাদের ফোন নম্বর গুলো হচ্ছে ০২-৪৪৮১৩২৭৭ থেকে ০২-৪৪৮১৩২৭৯ পর্যন্ত এবং ০২-৪৮১১৯৩৬৮ থেকে ০২-৪৮১১৯৩৭০ পর্যন্ত। বন্ধুরা, ফোন করতে ভুইলো না কিন্তু ।
বাংলাদেশ বেতার। সবার জন্য, সবসময়, সবখানে।