নারী

নারী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নারী, Digital creator, Zinzira, Dhaka.

19/09/2025
18/09/2025

❝সূরা দুখান❞ যদি কোন ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তার ৩টা ফায়দা আছে।

♦️তার প্রাচুর্যতা, ধন-সম্পত্তি, টাকা-পয়সা, খাওয়া-খাদ্য সব আল্লাহ প্রচুর বাড়াইয়া দিবেন। আল্লাহ তো মিথ্যা বলেন না। (আল্লাহু আকবার)

♦️দ্বিতীয় নম্বর তার গুনাহ গুলি আল্লাহ্ মাফ করবেন।

♦️তৃতীয় নম্বর এই পৃথিবীতে অনেক দিন দীর্ঘায়ু পাবে। (সুবহানাল্লাহ)

বলেছেন:-
ড. মুহাম্মাদ মনজুরুল ইসলাম সিদ্দিকী (দা. বা.)
🌹শায়খ, তালিমে ইসলাম, মানিকগঞ্জ🌹

12/09/2025

আমি তো কোনদিন বাচ্চার বাবা হতে চাই নি।
চেয়েছিলাম শুধু "ও "বেঁ-চে থাক।

আমার শুধু "ও" কেই প্রয়োজন!

কিন্তু "ও "আমাকে ছেড়ে চলে গেল!!

আমার কলিজাটা ছিঁ-ড়ে যায়!
যদি ও আবার ফিরে আসত!

এই পৃথিবীতে আমি ওর সাথে লং টাইম বেঁ-চে থাকতে চেয়েছিলাম!

এখন" ও" ছাড়া আমার পৃথিবী অ-ন্ধ-কা-র !!

বুক ফাটা আ-র্ত-না-দ আর চোখের পানি ফেলে চিরতরে হা-রি-য়ে যাওয়া প্রিয় স্ত্রীর কথা বলছিলেন তিনি।

স্ত্রী সবসময় অ-সু-স্থ থাকত।
একবার ডাক্তার বলেছিলেন, তার স্ত্রীর মা হওয়া রিস্ক আছে!

এজন্য ভয়ে তিনি কখনও বাবা হওয়ার ইচ্ছাটুকু প্রকাশ করেন নি।

তার কাছে তার স্ত্রী সব!

কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন!

একদিন তারা জানতে পারে,তাদের নিজের অজান্তেই তার স্ত্রীর গর্ভে আল্লাহ মানব শিশু দিয়েছেন!
তার স্ত্রী গর্ভবতী!!

এই সংবাদে স্বামী খুশির পরিবর্তে পেরেশান হয়ে গেলেন!

তার বাচ্চার দরকার নেই। যদি তার স্ত্রীর কিছু হয়ে যায়!!

এই ভ-য়ে তিনি বাচ্চাকে পৃথিবীতে আনতে চাইছিলেন না।
কিন্তু অলৌকিক ভাবে তার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন!

এবং ডাক্তার জানালেন,আর কোন ভ-য় নেই।

তার স্ত্রীও ভীষণ খুশি ছিল!

বাচ্চা হওয়ার পাঁচদিন পর স্ত্রীর শরীর খারাপ হতে থাকে!

তার স্ত্রী বাচ্চাটাকে অন্যদের কাছে দিয়ে স্বামীকে কাতর কণ্ঠে বলে-আমি তোমার সাথে অনেক বছর বাঁ-চ-তে চাই!!
কিন্তু আমি তো আর মনে হয় বাঁ-চ-ব না!

এরপর স্বামীর গলা জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ সে ঘুমিয়ে থাকে!

পরের দিন অবস্থার অবনতি দেখে তাকে আই সি ইউ তে রাখা হয়!

এরপর ভোর ছয়টায় সে তার প্রিয় স্বামীকে ছে-ড়ে চি-র-ত-রে পর পারে চলে যায়!!

স্বামী ফুঁপিয়ে ফুঁপিয়ে অঝোরে কেঁ-দে যায় !!

সে তার স্ত্রীর বাচ্চা হওয়ার সময় সিজার হওয়ার আগে ডাক্তারকে চুপি চুপি বলেছিলেন-যদি এমন পরিস্থিতি হয় যে,বাচ্চা কিংবা মা কে বাঁ-চা-নো যাবে। তাহলে আপনি কিন্তু অবশ্যই আমার স্ত্রী কে বাঁ-চা-বে-ন।
কারণ: ও কে ছাড়া আমি বাঁ-চ-তে পারব না!!

কিন্তু আল্লাহ রব্বুল আলামীন যাকে নিয়ে যাবেন, তাকে একজন স্বামী হাজার বার চোখের পানি ফে-লেও তো ফিরিয়ে আনতে পারবে না!

আল্লাহ যেন এই দম্পতিকে প-র-কা-লে জান্নাতের চিরসঙ্গী হিসাবে কবুল করে নেন!

©️সৈয়দা আছমা

08/09/2025
বাবা মা বলল,,বৌ টা ম*রে ,,গিয়ে আমার ছেলেটা বেঁচেছে,,ছেলের আর ,,,টাকা খরচ ,,হবে না..কিন্তু বাবা ,,মা এটা বুঝল না,,ঐ বৌ টা...
24/08/2025

বাবা মা বলল,,বৌ টা ম*রে ,,গিয়ে আমার ছেলেটা বেঁচেছে,,ছেলের আর ,,,টাকা খরচ ,,হবে না..

কিন্তু বাবা ,,মা এটা বুঝল না,,ঐ বৌ টা ,,ছাড়া ছেলের বেঁচে ,,থাকাটাও কঠিন ,,হয়ে যাচ্ছে,,সে আমার সব ,,ছিল,,তাকে হারি-য়ে আমার ,,পৃথিবীটা আজ ,,সবকিছু থেকেও ,,শূ-ন্য হয়ে গেছে..

এভাবে ,,কেঁ-দে কেঁ-দে নিজের ,,স্ত্রীর কথা বলছিলেন,, তিনি..
ভালোবেসে বিয়ে ,,করেছিলেন বলে,,বাবার একমাত্র ছেলে হওয়াতে ,,কোন ভাবেই এই ,,বিয়ে মেনে নেন নি তার ,,,বাবা মা..

উপার্জনের ,,তেমন মজবুত ,,কোন পথ ছিল না বিধায়,,ভালোবাসার মানুষটাকে ,,নিয়ে খুব টেনেটুনে সংসার,,,করতেন তারা..

স্ত্রীকে প্রাণাধিক,,, ভালোবাসতেন..

একদিন স্ত্রীর ,,,অসুস্থতায় ডাক্তারের ,,কাছে নিয়ে গেলে তিনি জানতে ,,পারলেন তার ,,স্ত্রীর ক্যা-ন্সা-র হয়েছে
মাথায় যেন আকাশ ,,ভে-ঙে পরল,,এই ভয়ং-ক-র বজ্রপাতের,, মত কথাটা শুনে..

একে তো ,, প্রাণপ্রিয় স্ত্রী..
তার উপর নেই , কোন উপার্জনের , বাহুল্য..
এত ভি আই পি ,,রোগের চিকিৎসা ,,,কিভাবে করবেন তিনি..
তবে..যত ক ষ্ট ই হোক,,,স্ত্রী কে চিকিৎসা ,,,করতেই হবে..
কি করবেন তিনি..

পা-গ-লের মত , ছুটেছেন সব ,,আত্মীয়ের কাছে,,কিন্তু কেউ তাকে ,, সাহায্য করে নি..

ডাক্তার বললেন,,তার স্ত্রী খুব জোর ,,আড়াই বছর বাঁচতে পারেন,,এ কথা জেনে ,,ছেলের বাবা মা ,,একটা পয়সাও ,,দেন নি..

বরং ছেলেকে ,,বলেছেন..ম-রে-ই ,,তো যাবে,,তাহলে এত,, পয়সা খরচ করে ,,দরকার কি..

নিজের বাবা ,,মায়ের অবলীলায় ,,বলা কথাটা বি*ষের ছু-ড়ির মত ,,বিদ্ধ হয়েছে বুকে..

বলেছেনআড়াইটা,, বছরও ,,তো তাকে ,,আমি কাছে পাব..এটাই ,,আমার কাছে অনেক..
এই আড়াইটা বছর,, আমি তার জন্য ,,সব পরিস্থিতিতে লড়ে ,,যাব..তার সাথে কাটানো ,,একটা মুহুর্তও আমার ,,,কাছে অনেক দামী..

এরপর শুরু করেন ,, জীবনের কঠিন ,,ল-ড়াই..

অনেক পরিশ্রম করে,,স্ত্রীর চিকিৎসা করাতে ,,থাকেন তিনি..

স্ত্রী দূর্বল হয়ে ,,দিনদিন হাড্ডিসার ,,হয়ে যেতে থাকেন..”

তবুও রূপ যৌবন ,,ক্ষ-য়ে যাওয়া,,আয়ু ফুরিয়ে আসা স্ত্রী কে ,,তিনি এতটুকু,,অ-যত্ন করেন ,,নি..
বরং পূর্বের ,,তুললাম আরও ,,ভালোবেসেছেন..

খুব করে চেয়েছেন,,,এই পৃথিবীতে ,,শুধু সে বেঁচে থাক..তার পাশে ,,থাক তার ভালোবাসার,, মানুষটি..

কিন্তু আল্লাহর প,,,রিকল্পনার উপর ,,তো কিছু করার নেই..
হায়াতের উপর মানুষের ,, কোন অধিকার নেই
তাই প্রিয়তমা স্ত্রী ,,কে তিনি ধরে রাখতে ,,,পারলেন না,,
তারই জন্মদিনের দিন,,তার স্ত্রী তাকে ,,ছেড়ে চিরদিনের ,,জন্য চলে গেল,,

বহুদিন হল,,স্ত্রী চলে গেছে,,,কিন্তু আজও হৃদয়ে তার সাথে ,,ভালোবাসায় গেঁথে,, আছে সে..

এক মুহূর্তের জন্য,,এক রাতের জন্যও ,, স্ত্রী কে ভুলতে পারেন ,,না তিনি..
ফুঁপিয়ে ফুঁপিয়ে ,, কাঁ*দে-ন সারারাত..

তার একটাই দুঃখ,,তার স্ত্রী যতদিন ,,এ পৃথিবীতে ছিল,,ততদিন সে তার নিজের ,,বাবার বাড়ি এবং তার শ্বশুর বাড়ির,, অবহেলা পেয়ে গেল,,শুধুমাত্র তাকে ভালোবেসে ,,,বিয়ে করার জন্য..

আজ আল্লাহর ,,রহমতে তার ,,অনেক অর্থ সম্পদ,,কিন্তু তার সব থেকে ,,মূল্যবান সম্পদ তার স্ত্রী আজ তার,, পাশে নেই..
তিনি চান..তার স্ত্রীর ,,নামে একটা ,,এতিমখানা তৈরি করতে

তিনি কেঁ*দে কেঁ-দে বললেন,,,স্ত্রীর অসুস্থতার সময়..সেই অসহায়,,, মুহূর্তে যাদের দ্বারে,, দ্বারে দৌঁড়িয়েছি,,তাদের সামর্থ্য থাকা ,,সত্বেও তারা কেউ আমাকে ,,,সাহায্য করে নি..

স্ত্রী বেশিদিন,, বাঁচবে না জেনেও ,,নূন্যতম সহানুভূতি টুকুও স্ত্রী কে ,,দেখায় নি,,বরং তাচ্ছিল্য করেছে..

আজ তাদের বিপদে, আমাকে লাগে..

কিন্তু আমার অর্থ ,,,আজ আর তাদের ,,জন্য ব্যয় করতে চাই না..
আমি আমার ,,স্ত্রীর নামেই এতিমখানা ,,কর.. যাতে আমার স্ত্রী এই ওসীলায় ,,,পরপারে শান্তিতে থাকতে পারে.
সেখানে যেন তার ,,,আর কোন ক-ষ্ট না হয় 🙂
Collected 

খনার চিকিৎসা বচন (১)“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বলদুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল” অর্থ:মাংস খেলে মাংস বাড়ে,ঘি খেল...
21/08/2025

খনার চিকিৎসা বচন (১)
“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল”
অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।
খনার চিকিৎসা বচন (২)
“রসুনে রক্ত, আদায় গতি,
হলুদের গুণ ধরে না স্মৃতি।
তুলসী পাতায় কাশি যায়,
পেঁয়াজ খেলে যৌবন চায়।”
অর্থ:
রসুন রক্ত পরিষ্কার করে, আদা হজম বাড়ায়,
হলুদ রোগ প্রতিরোধে কার্যকর, তুলসী কাশি সারায়।
পেঁয়াজ খেলে যৌনশক্তি বাড়ে।
খনার চিকিৎসা বচন (৩)
“কাঁচা আমে পেটের শান্তি,
পাকা আমে রসের ভাঁড়।
বেলের শাঁসে পেটের জাদু,
তেঁতুল খেলে মুখে ছাঁদ।”
অর্থ:
কাঁচা আম হজমে সহায়ক, পাকা আম শক্তি দেয়,
বেল পেট পরিষ্কার করে,
তেঁতুল মুখে স্বাদ বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৪)
“ধনে পাতা গরম কমায়,
পুদিনা মুখ ঠান্ডা চায়।
লেবুতে মল, কচুতে রক্ত,
এই সবজিতে জীবন শক্ত।”
অর্থ:
ধনে গরম কমায়, পুদিনা ঠান্ডা দেয়,
লেবু হজমে সহায়, কচু রক্ত বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৫)
“তেঁতুল দিলে মুখে রস,
পাকা কলায় চলে গস।
নিম পাতা করে শোধন,
তুলসী পাতায় হয় রোগ ক্ষয়ন।”
অর্থ:
তেঁতুল মুখে টক-মিষ্টি স্বাদ আনে,
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে।
নিম পাতা রক্ত পরিশোধ করে,
তুলসী রোগ প্রতিরোধে সহায়।
খনার চিকিৎসা বচন (৬)
“আদায় গরম, রসুনে বল,
মেথি খেলে কমে কল।
চিরতা জলে পিত্ত ধোয়,
তেতো কাহার কভু ক্ষয়?”
অর্থ:
আদা গরম, রসুন শক্তিদায়ক,
মেথি গ্যাস-অম্বল কমায়।
চিরতা পিত্ত দূর করে,
আর তেতো শরীরের রোগ কমায়।
খনার চিকিৎসা বচন (৭)
“কচুতে রক্ত, চাল কুমড়ো ঠান্ডা,
তালের রসে শীতল ফাঁদা।
আনারসে গ্যাসে শান্তি,
দুধে খেলে শরীর ভারী।”
অর্থ:
কচু রক্ত বাড়ায়, চাল কুমড়ো ঠান্ডা দেয়,
তালের রস ঠান্ডা রাখে, আনারস গ্যাস কমায়।
দুধ শরীর মজবুত করে।
খনার চিকিৎসা বচন (৮)
“মধু মুখে দিলে জ্বালা যায়,
তিলের তেলে চুলে আয়।
লাউয়ে জ্বর, করলাতে পিত্ত,
জ্বরের দিনে করো না হিত।”
অর্থ:
মধু মুখ ঠান্ডা রাখে,
তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয়।
লাউ জ্বর কমায়, করলা পিত্ত দূর করে,
তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয়।

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১। চাউল ১ বস্তা       =   ৩,০০০/-২। তৈল ৪ লিটার     =       ৮০০/-৩...
07/10/2024

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৪ লিটার = ৮০০/-
৩। বাসা ভাড়া = ১২,০০০/-
৪। সবজি = ৪,০০০/-
৫। মাছ = ৪,০০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৫০০/-
৭। শ্যাম্পু,সাবান৷ = ৫০০/-
৮। মুদি বাজার = ২,০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৭০০/-
৯।মোবাইল খরচ। = ৫০০/-
১০। বাবা মায়ের হাতে নিম্নে ৫০০০/-
-------------------------------------------------
সর্বমোট = ৩৪০০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ।

কিন্তু,
যাদের বেতন ৮,০০০/-
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-
যাদের বেতন ২০,০০০/-

কি করবে তারা ???

হাত খরচ, যাতায়াত খরচ বাদ দিলাম।। 🥲

দাবি আমাদের একটাই,

""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!"" এ দেশের মানুষ এখন আর মেট্রোরেল, পদ্ধা সেতু, টানেল , ফ্লাইওভার চায় না। তারা দুই বেলা ডাল ভাত খেয়ে বাচতে চায়।
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানো উচিত। এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের আশা।
(রাজনৈতিক গন্ধ খুজবেন না প্লিজ কেউ)

পাস্তা, নুডলস, যেকোন ফাস্ট বা স্যুপ প্রায় সব কিছুতেই গোলমরিচের গুড়া লাগে,  তাই আমি এভাবে সাদা ও কালো গোলমরিচ আর একটু পোল...
01/10/2024

পাস্তা, নুডলস, যেকোন ফাস্ট বা স্যুপ প্রায় সব কিছুতেই গোলমরিচের গুড়া লাগে, তাই আমি এভাবে সাদা ও কালো গোলমরিচ আর একটু পোলাওয়ের চাল হালকা টেলে গ্রাইন্ডারে গুড়া করে রেখে দেই, ঝটপট সব রান্নায় ব্যবহার করতে পারি।
পোলাওয়ের চাল দিলে ঘ্রানটা সুন্দর হয়, বেশিদিন সংরক্ষণ করা যায়, মরিচের ঝাঝালো ভাব টা একটু কমে তাই বাচ্চাদের খাবারে দিতে পারি, টেস্ট বাড়ে।
কাঁচের বয়ামে সংরক্ষণ করে রাখলে ছয় মাস পর্যন্ত ঘ্রান ফ্রেশ থাকে। ❤️

Address

Zinzira
Dhaka
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when নারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নারী:

Share