আলোর দর্শন

আলোর দর্শন Stay close to the people who love Allah and remind you about Allah❤️❤️.
(42)

নতুন নোট
26/05/2025

নতুন নোট

24/05/2025

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ-
অর্থঃ
এরা সেই সব লোক, যার ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর যিকিরে প্রশান্তি লাভ করে। স্মরণ রেখ, কেবল আল্লাহর যিকিরেই অন্তরে প্রশান্তি লাভহয়।
(আলহামদুলিল্লাহ) ❤️🌿

[সূরা রা’দ আয়াত: ২৮]

23/05/2025

good morning friends ❤️❤️

21/05/2025

Good morning

20/05/2025

বিসিএস, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

StarLink সম্পর্কে A-Z

স্টারলিংক কী?
- স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা

স্টারলিং কোন ধরনের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা?
- Non-Geostationary Orbit (NGSO) স্যাটেলাইটভিত্তিক

স্টারলিংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
- সিয়াটল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র

স্টারলিংক কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন?
- SpaceX

স্টারলিংক এর প্রতিষ্ঠা কে?
- যুক্তরাষ্ট্রের নাগরিক ইলন মাস্ক

স্টারলিংক কত সাথে প্রতিষ্ঠিত হয়?
- ২০১৫ সালে

স্টারলিংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে?
- ২০১৯ সালে

বাংলাদেশে স্টারলিংক বাংলাদেশে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে কবে?
- ৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে ব্যবসা করার জন্য স্টারলিংক লাইসেন্স পায় কবে?
- ২৮ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে?
- ২০মে, ২০২৫

দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করে?
- ৩য় (প্রথম চালু করে- শ্রীলঙ্কা, দ্বিতীয় ভুটান)

স্টারলিংক বাংলাদেশে প্রথম কয়টি প্যাকেজ চালু করে?
- ২টি। Residence ও Residence Lite.

[ *N.B. এই গুরুত্বপূর্ণ নোটটি নিজের টাইমলাইনে শেয়ার করে না রাখলে প্রয়োজনের সময় ফেইসবুকে শত শত পোস্টের ভিড়ে খুঁজে নাও পেতে পারেন!]

©___ Gazi Mizanur Rahman

19/05/2025

Good morning friends ❤️

19/05/2025

১০,০০০ টাকা দিয়ে বিজনেস শুরু করে ব্র্যান্ড তৈরি সম্ভব।

আপনার যদি থাকে একটি Facebook পেইজ, ১০,০০০ টাকা হাতে আর একটু সাহস তাহলে আপনি এখনই তৈরি আপনার জীবনের প্রথম ব্যবসার জন্য।

এই বিজনেসের নাম: রিসেলিং অনলাইন হোস্টিং

রিসেলিং অনলাইন হোস্টিং হচ্ছে নিজের কোনো স্টক বা দোকান ছাড়াই লোকাল প্রোডাক্ট অনলাইনে তুলে ধরে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিক্রি করে ইনকাম করার ব্যবসা।

আপনি ইসলামপুরের এক দোকানে গেলেন। দোকানদারের সাথে ডিল করে ১৫টা হিজাবের ছবি তুলে Facebook পেজে পোস্ট করলেন। অর্ডার আসলো। সেই দোকানে গিয়ে হিজাব কিনে পার্সেল করে দিলেন।

কে কী দিয়ে শুরু করতে পারে?

১. মেয়েরা শুরু করতে পারেন হিজাব, স্কার্ফ, থ্রিপিস দিয়ে। কম্বো বানিয়ে Instagram ও WhatsApp-এ পোস্ট দিন। শুধু “স্টাইলিশ হিজাব কম্বো ২৯৯ টাকা” লিখলেই অর্ডার আসবে।

২. ছেলেরা মোবাইল কভার, চার্জার, গ্যাজেট, ঘড়ি বা সানগ্লাস দিয়ে শুরু করতে পারেন। মডেলভিত্তিক পোস্ট দিন "Redmi Note 12 Pro স্লিম কভার Available!"
Tech পেইজে Boost করুন।

৩. কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া যারা, তারা Used Book, Stationery বা Islamic Gift দিয়েও শুরু করতে পারেন।
"১১০ টাকায় শিশুদের জন্য ইসলামি নামফ্রেম" এমন পোস্ট এখন খুব ট্রেন্ডিং।

৪. হেলদি লাইফস্টাইল পছন্দ করেন? তাহলে ড্রাই ফুড, হেলদি স্ন্যাকস প্যাক করে বিক্রি করুন। “Office Snack Pack” শিরোনামে টার্গেট করতে পারেন কর্পোরেট কর্মকর্তাদের কারণ তারা চাকরির পর নিজের হেলদের দিকে মনোযোগ দিতে চেষ্টা করে।

৫. ফ্যাশন ভালোবাসেন? তাহলে Ladies Bag, Churi, Watch নিয়ে পেইজ খুলে ফেলুন 'Style By (আপনার নাম)' নামে।

যেখানে দোকানদার রিফিউজ করবে, সেখানে আপনি থামবেন না। একজন দোকানদার যদি বলে, “না ভাই, ছবি তুলতে দেব না” তখন মনে রাখবেন, এই না-টা আপনার স্বপ্নের স্টপ সাইন না।
এই না-টা মানে, আপনি অন্য দোকানে যাবেন।আজ না বলল, কাল হ্যাঁ বলবে। আপনার বিশ্বাস, আপনার পিচ সেটাই আপনাকে Brand Builder বানাবে।

এই ব্যবসা সফল করতে কিছু বিষয় আপনাকে নিয়ম করে করতে হবে:

১. ভালো ফটোগ্রাফি শিখুন:
আপনার মোবাইলের ক্যামেরাই আপনার দোকান, যত যত্ন করবেন তত বিক্রি হবে।

২. Boost না দিলে পোস্ট থাকবে নিরব।
প্রতিটি পোস্টে অন্তত ৫০–১০০ টাকা Boost করুন টার্গেট করে।

৩. প্রতিটি পণ্যে Caption দিন মন ছুঁয়ে যাওয়ার মতো।

৪. ক্রেতার প্রশ্নের উত্তর দিন সাথে সাথে। রেপ্লাইতেই বিক্রি লুকিয়ে থাকে।

এই ব্যবসা আজ নয়, কাল ব্র্যান্ড হবেই। কারণ এটা হচ্ছে Smart Business।

শুধু কাজ না,
আপনার প্রতিটি পোস্ট, প্রতিটি রিপ্লাই, প্রতিটি ছবি সব মিলে একদিন গড়ে উঠবে একটা বিশ্বাসযোগ্য নাম।

১০,০০০ টাকা পুঁজি নয়, আসল পুঁজি হচ্ছে আপনার মনোবল।
আজকে আপনি যা বিক্রি করছেন, সেটা হয়তো আপনার না।
কিন্তু আপনার সাহস, স্টাইল, আর বিশ্বাস এই তিনটাই আপনাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বে।


#১০হাজারথেকেব্র্যান্ড






post

15/05/2025

13/05/2025

Good morning friends

আহা! আমার গ্রাম ❤️❤️
09/05/2025

আহা! আমার গ্রাম ❤️❤️

17/03/2025

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর দর্শন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share