13/08/2024
১৫ ই আগস্ট প্রতিবিপ্লবের ডেডলাইন এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল কীভাবে? সবাই এই তারিখটির ব্যাপারে এত সুনিশ্চিত কেন? এই তারিখটিকে হাইলাইট করার পেছনে শত্রুর হাত নেই তো?
ধরা যাক, ১৫ ই আগস্টের খবর ছড়িয়ে ১৪ই আগস্ট অকস্মাৎ কিছু ঘটে গেল, কারণ ১৫ ই আগস্টের ব্যাপারে সুনিশ্চিতভাবে অপেক্ষারত জনতা ১৪ ই আগস্টে শেষ বারের মত ঘুমিয়ে নিচ্ছে।
অথবা ১৫ ই আগস্ট কিছুই হলো, তারপরের দিনও হলো না, ফলে জনতা কিছু হবে না ভেবে গভীর ঘুমে আচ্ছন্ন থাকল এবং তখনই ঘটনা ঘটে গেল।
আপনার আক্রমণের দিন তারিখ শত্রু শিবিরে এত ব্যাপকভাবে ফাঁস হয়ে গেলে আপনি কি করতেন? এই দিনে আক্রমণ করতেন?
আসলে স্বৈরাচারের শেষ চিহ্নটুকু অবশিষ্ট থাকার আগ পর্যন্ত আমাদের ঘুমানোর সুযোগ নেই। ঘুমালেও পালা করে ঘুমাতে হবে। সালাতুল খওফ আদায় করতে হবে হবে।
ছবিঃ যুদ্ধকৌশলের সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত বই সানজুর আর্ট অব ওয়ার
Abdur Rahman Ad Dakhil