Plug N Play

Plug N Play Plug N Play and Stay with me

29/09/2025

দীর্ঘ ২৫ বছর পর, আবারো শীত কালে পবিত্র মাহে রামাদান হতে যাচ্ছে! আলহামদুলিল্লাহ!❤️

শেখ হাসিনাকে নিজের ভ্যারিফাইড প্রোফাইল থেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান।
28/09/2025

শেখ হাসিনাকে নিজের ভ্যারিফাইড প্রোফাইল থেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান।

ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর। স্কুল, মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের পরকীয়ার হাড্ডি হয়ে। ঘটনা ঢাকা ব...
27/09/2025

ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর। স্কুল, মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের পরকীয়ার হাড্ডি হয়ে।

ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল চত্ত্বর। দেড় ঘন্টা এদের পাশেই বসে ছিলাম। দুজনের প্রেমালাপ, আদুরে হাতাহাতি, কথোপকথন কানে এসেছে বারবার।

বাচ্চাটা নিজের আনন্দে খেলছে। দূরে গেছে অথচ খেয়াল নেই মা'র। বাচ্চাটা বারবার মাম্মা মাম্মা বলছে, মা উত্তরহীন। লোকটাকে আংকেল ডেকেছে কয়েকবার।

পয়েন্টে আসি। কিভাবে সিউর হলাম?

মহিলার ফোনে একটা ভিডিও কল আসে। লোকটাকে চুপ করিয়ে তিনি রিসিভ করেন দূরে গিয়ে। কথা বলতে বলতে আমার কাছাকাছি আসেন। মহিলা বলেন, 'নিউমার্কেটে কেনাকাটা কর‍তে এসেছেন।'

এরপর বাচ্চাকে দেখান, বাচ্চা মোবাইল নিয়ে ভিডিও কলে কথা শুরু করে। বাচ্চা মানুষ, হঠাৎ মোবাইল ঘুরিয়ে মা আর আংকেলকে দেখায়। এতেই ক্ষেপে যায় মাম্মা, কলটা কেটে বাচ্চাকে দেয় কষে থাপ্পড়। 'কেন আংকেলকে দেখাইলি, এটা-সেটা!'

আশপাশের সবাই হতবিহ্বল হয়ে যায়। কিন্তু তাদের কিচ্ছু যায় আসলো না। আবার আদুরে হাতাহাতি শুরু করে দু'জন। বাচ্চা আশপাশেই খেলতে থাকে।

এই বাচ্চার ভবিষ্যৎ কি?

25/09/2025

Pakistan: 135/8
Bangladesh need 136
is it possible?

25/09/2025

তাসকিন তুলে নিলেন নিজের তৃতীয় উইকেট ;
পাকিস্তানের অষ্টম উইকেটের পতন

অভিজ্ঞদের কাছে জানতে চাই এটা কি খাওয়া যাবে..?বাজার থেকে অনেক শখ করে একটা পাঙ্গাস মাছ কিনে আনলাম, বাড়িতে নিয়ে আসার পর ...
22/09/2025

অভিজ্ঞদের কাছে জানতে চাই এটা কি খাওয়া যাবে..?
বাজার থেকে অনেক শখ করে একটা পাঙ্গাস মাছ কিনে আনলাম, বাড়িতে নিয়ে আসার পর পেট কাটার পরে এগুলো দেখতে পাই...! 🥹

22/09/2025

কাটিং টু ফিটিং 😂

21/09/2025

লায়লা বুড়ির নয়া ভিমরতী

কচুর রাশিয়ান 👅🫦
20/09/2025

কচুর রাশিয়ান 👅🫦

19/09/2025

কারো হেডম নাই সেন্টমার্টিন দ্বীপে মানুষকে বিকল্প কর্মসংস্থান দেওয়ার। পারবে না কেউ। কেউ কেউ হয়তো শুধু আশার বানী ও মিডিয়ায় বটবট করতে পারবে। বাস্তবে সে দক্ষতা ও সদিচ্ছা কারো নাই।

যারটা সে বুঝে, অন্যেরটা কেউ বুঝতে পারে না! পারা কঠিন।

দ্বীপের মানুষের উচিৎ ত্রাণের আশায় ও অন্যকেউ কাজ এনে দিবে সে আশায় বসে না থেকে নিজেদের বিকল্প কর্মসংস্থান নিজেদের সৃষ্টি করা। প্রয়োজনে বাহিরে চলে যাওয়া।

লুডু খেলা আর দেখা মানুষের কর্ম হতে পারে না। সমালোচনার আসর বসানো উচিৎ না। নিজেরা ১০নং বিপদ সংকেতের মধ্যে থেকে অন্যের কথা কিভাবে আসে?

এবার ডিসেম্বরের আগে সিজন হবে না। দুই হাজারের বেশি মানুষ ভ্রমণ করতে পারবে না। বরং ডিসেম্বরের প্রথম সপ্তাহ যাবে ২০০-৫০০ করে! গতবারের মতো ঢিলেঢালা হবে না এবার।

অনেক কঠিন সময় আসতেছে।

লিজ গ্রুপ চলে যাবে। অনেকে সম্ভবত চলে গেছে! বিরক্ত হয়ে অনেক ট্যুরিস্ট মুখ ফিরিয়ে নেবে। লোকসান গুনতে গুনতে অনেক ট্যুরিজম অন্যদিকে মুভ করবে।

সতর্ক করে দিলাম। আগে যেগুলো বলেছি সব ১০০% মিলেছে। কিন্তু কেউ গুরুত্ব দেননি। এবার যেন তা না হয়।

17/09/2025

কক্সবাজার গিয়ে সবার আগে 'আইফোন' কিনলেন টিকটকার 'শান্তি রহমান'

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Plug N Play posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share