আড়াল - Mijan

আড়াল - Mijan সুন্দর ও মজাদার সব ধরনের পোস্ট পেতে পেইজটি ফলো করুন।

13/09/2023
03/04/2023

১৫ রমজানে কি হতে চলেছে শুনুন ভিডিওতে 😭

শহরের সিসি ক্যামেরা VS গ্রামের সিসি ক্যামেরা 😅
15/01/2023

শহরের সিসি ক্যামেরা VS গ্রামের সিসি ক্যামেরা 😅

হালার কপালডা এত খারাপ 😈কি থেকে কি হয়ে গেলো 😅
14/01/2023

হালার কপালডা এত খারাপ 😈
কি থেকে কি হয়ে গেলো 😅

ক্ষমতা চিরস্থায়ী নয় দুইবারের সাবেক একজন সংসদ সদস্য মারা গেছেন। এরশাদ জমানায় ময়মনসিংহের গফরগাঁওয়ের দাপুটে এমপি। অর্থবিত্ত...
14/01/2023

ক্ষমতা চিরস্থায়ী নয়

দুইবারের সাবেক একজন সংসদ সদস্য মারা গেছেন। এরশাদ জমানায় ময়মনসিংহের গফরগাঁওয়ের দাপুটে এমপি। অর্থবিত্ত, প্রভাব-প্রতিপত্তি কোনকিছুরই কমতি ছিলনা। মানুষকে দান করেছেন উদারহস্ত।

অথচ কত নিরবে বিদায় ! দূর্বা থেকে শিশির ঝরার মত নিরবে। কেউ জানলনা। টিভি-পত্রিকায় ঘণ্টায় ঘণ্টায় ব্রেকিং, আলোচনা নেই। জানাজার জমায়েত নিয়ে ফেসবুকের ওয়ালে আওয়াজ নেই।

কি কঠিন প্রস্থান ! শেষযাত্রায় পাশে কেউ ছিলনা, কিছুই ছিলনা তার। রোগেশোকে কাবু একসময়ে প্রভাবশালী এমপি জজমিয়ার তিনবেলা খাবারও জুটতনা। ছিলনা মাথার উপর একটু ছাউনিও। এরপর জায়গা হয় আশ্রয়ণ প্রকল্পের ঘরে। সেখানেই আজ শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

জীবনে কিছুই নিজের করে রাখতে চাননি। সব উজার করে দিয়েছেন। প্রথম স্ত্রী, মেয়েকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন আমেরিকায়। সঙ্গে নিয়েছেন অঢেল টাকা পয়সা। সন্তান-স্ত্রীর সুখের কথা চিন্তা করে তিনিও সব দিয়েছেন। বিনিময়ে পেয়েছেন বিবাহ বিচ্ছেদ। এরপর দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রী নাছিমা হক, দুই কন্যা বাবার থেকে আলাদা হয়ে যান। ঢাকার পুরানা পল্টন ও মিরপুর কাজী পাড়ায় বিশাল দুটি বাড়ি তাদের নামে লিখে দেন জজ মিয়া। স্থানীয়ভাবে থাকা সম্পদ বিক্রি করেও টাকা দেন তাদের। সবশেষ নিজের সম্পত্তি বলতে ছিল ১২ শতাংশ জমি, তাও লিখে দেন মসজিদের নামে।

রোগশোকে কাবু জজমিয়া কেবল টিকে থাকতে তৃতীয় বিয়ে করেন। ততদিনে তিনি নি:স্ব। ছোট্ট এক সন্তান ও স্ত্রীকে নিয়ে একরুমের ভাড়া বাসায় কেটে যাচ্ছিল জীবন। না জীবন সায়াহ্নে কেউ আসেনি। নিভু নিভু বয়ে চলা জীবনটাকে একটু উজ্জ্বল আলো দিতে ফিরে তাকায়নি সন্তানরাও । একসময়ের প্রভাবশালী সংসদ সদস্য দু’মুঠো খাবারের জন্য মানুষের কাছে হাত পেতেছেন। সাবেক সেনা কর্মকর্তা, একজন বীর মুক্তিযোদ্ধা ( সার্টিফিকেট নেননি) মাথা গোঁজার ঠাইয়ের জন্য আশ্রয়ণ প্রকল্পে জায়গা নিয়েছেন। ওষুধের টাকার জন্যেও ঘুরেছেন দুয়ারে দুয়ারে।

সংসদ সদস্য থাকাকালীন অজস্র মানুষকে চাকরি দিয়েছিলেন। সন্তানদের অভাব বুঝতে দেননি। বিবাহ বিচ্ছেদের পরেও সন্তানদের সুখের জন্য নিজের উপার্জিত সব দিয়েছেন।
কিন্তু একটাবারও কেউ ফিরে তাকায়নি। কেউ খবর নেয়নি জন্মদাতা কেমন আছেন ! দু:খ, কষ্ট, রোগ-শোক আর অভিমানে সেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে মারা গেছেন জজ মিয়া। কিন্তু একটা শিক্ষা দিয়ে গেছেন আমাদের।

প্রকৃতি বড় নির্মম। ক্ষমতা চিরস্থায়ী নয়। সম্পদ হাতবদলের সঙ্গে সঙ্গে মালিকানা

প্রয়োজনে এক সপ্তাহ গোসল না করে থাকবেন তারপরও অরক্ষিত কোন ডিভাইস দিয়ে পানি গরম করে গোসল করতে যাবেন না।সাবধান ‼️
13/01/2023

প্রয়োজনে এক সপ্তাহ গোসল না করে থাকবেন তারপরও অরক্ষিত কোন ডিভাইস দিয়ে পানি গরম করে গোসল করতে যাবেন না।
সাবধান ‼️

আঠারবাড়ী পার্শ্ববর্তী ইউনিয়ন সান্দিকোনায় দেখা মিলেছে নতুন প্রজাতির লাল কলা গাছ 😟স্থানঃ সান্দিকোনা রেন্টিতলা রোড, কেন্দুয়...
30/12/2022

আঠারবাড়ী পার্শ্ববর্তী ইউনিয়ন সান্দিকোনায় দেখা মিলেছে নতুন প্রজাতির লাল কলা গাছ 😟

স্থানঃ সান্দিকোনা রেন্টিতলা রোড, কেন্দুয়া।

28/12/2022

জীবনে আজ প্রথম এতো কুয়াশা দেখলাম। চারিদিকে এতো অন্ধকার আর কয়াশা রাস্তা দেখা যায়না। মনে হচ্ছে সমুদ্র দিয়ে বাস চলতেছে।
সিলেট টু হবিগঞ্জ। রাত ১২ টা

আজকের সেরা ছবি 😅
28/12/2022

আজকের সেরা ছবি 😅

ভাই এক কাপ চা দেন 😅
25/12/2022

ভাই এক কাপ চা দেন 😅

Mehedi hasan Miraz on fire 🔥
25/12/2022

Mehedi hasan Miraz on fire 🔥

_____ ব্রেকিং নিউজ _____চমক দিয়ে আইপিএল নিলামে সাকিব আল হাসান ও লিটন দাশকে কিনে নিলো কলকাতা রাইডার্স ❤️
23/12/2022

_____ ব্রেকিং নিউজ _____
চমক দিয়ে আইপিএল নিলামে সাকিব আল হাসান ও লিটন দাশকে কিনে নিলো কলকাতা রাইডার্স ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আড়াল - Mijan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category