মধুপুর শহর

মধুপুর শহর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মধুপুর শহর, Digital creator, Dhaka.
(10)

আসসালামু আলাইকুম... প্রিয় বন্ধুরা।
আমি অনলাইনে বিজনেস শুরু করেছি। আমার কাছে খাঁটি ও অরজিনাল পূণ পাবেন সততা ও বিশ্বাসের সাথে। আমার পূণ কারো পছন্দ হলে যোগাযোগ করতে পারেন আমার সাথে।আমার পূণ কারো পছন্দ না হলে রিটার্ন দেওয়া সুযোগ থাকবে ইনশাআল্লাহ।

জুম্মা মোবারক।
24/10/2025

জুম্মা মোবারক।


১৪৩টি বিজনেস আইডিয়া, বেছে নিন আপনার স্বপ্নের উদ্যোগ1. প্যাকেটজাত পণ্য2. মোবাইল এন্ড কম্পিউটার পার্স3. অর্গানিক খাদ্য সরব...
02/10/2025

১৪৩টি বিজনেস আইডিয়া, বেছে নিন আপনার স্বপ্নের উদ্যোগ

1. প্যাকেটজাত পণ্য
2. মোবাইল এন্ড কম্পিউটার পার্স
3. অর্গানিক খাদ্য সরবরাহ। মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি ফলমূল, স্থানীয় উৎপাদিত পন্য শহুরে সরবারহ করা যেতে পারে ।
4. অনলাইনে বই বিক্রি
5. একটার সাথে আর একটার সেইন কানেকশান
6. বৃষ্টির পানি সংগ্রহ ও রিফাইন করে সেল
7. বোতল রিসাইকেলিং
8. ফরমালিন মুক্ত খাবার উৎপাদন থেকে শুরু করে পৌঁছে দেয়া
9. আবর্জনা দিয়ে বিদ্যুৎ, গ্যাস তৈরী করা
10. Cosmetics
11. Handcraft
12. বিভিন্ন জেলার বিখ্যাত খাবার
13. চা বাগানে কি কি বিজনেস সার্ভিস দেয়া যায়...
14. Export and Import
15. ঘি
16. মসলা জাতীয় গাছের চাষ
17. চকবাজার থেকে প্রডাক্টস কিনে
18. মাছ একোরিয়ামে
19. ইট
20. তাঁতের পোশাক শিল্প
21. ফুল
22. হোম মেড বিভিন্ন খাবারের আইটেম
23. অনলাইন ট্রেনিং সেন্টার: আইটি
24. চট্টগ্রাম পাহারী অন্চল থেকে হলুদ, মরিচ, পেয়াজ নিয়ে এসে ঢাকাতে বিক্রি করা,
25. ফ্রেস জুস
26. গিফট আইটেম
27. বিনোদন পার্ক
28. বাচ্চাদের যত আইটেম
29. অটো কার ওয়াশ
30. ইন্টরিয়র ডিজাইন
31. গ্যারেজ
32. কাগজের বাক্স, শপিং ব্যাগ ডিজাইন ও তৈরি
33. পার্লার
34. কুরিয়ার বিজনেস
35. গহনা
36. সিরামিক টাইলস
37. ফার্নিচার
38. দেশি মুরগীর খামার
39. প্লাস্টিক থেকে সুতা
40. ওয়ান টাইম প্লেট ও গ্লাস তৈরি
41. ট্রাভেল এবং ট্যুরিজম ব্যবসা
42. ডিটারজেন্ট
43. এলোব্যারা ও মাশরুম চাষ
44. ফুড কার্ট
45. এগ্রো ফার্ম
46. মসল্লার চাষ
47. সবজি রপ্তানি
48. ফল রপ্তানি
49. মাছ রপ্তানি
50. লাইভ ফিস
51. নিজ জেলায় ডাক্তার এপায়ন্টমেন্ট এপস
52. নিজ জেলায় অনলাইনে পণ্য বিক্রি
53. ককংক্রিটের ব্যবসা
54. ফুলের চাষ
55. তাত নিয়ে কাজ
56. হোম মেড খাবার নিয়ে কাজ
57. আইস্ক্রিম তৈরি
58. হাসের খামার
59. মুরগীর খামার
60. কবুতরের খামার
61. বায়োগ্যাস
62. কয়েলের ব্যবসা
63. মোমবাতি তৈরি
64. গিফট আইটেম সেল
65. বেবী খেলনা ইম্পোর্ট করা
66. নিজ জেলায় ইভেন্ট ম্যানেজমেন্ট
67. স্যানেটারি ন্যাপকিন
68. কসমেটিক্স ইম্পোর্ট
69. নিজ থানায় বাচ্চাদের আইটেম নিয়ে দোকান
70. ডেইরি ফার্ম
71. জুয়েলারি ব্যবসা
72. কার ওয়াশ
73. লন্ড্রি অনলাইন সার্ভিস
74. ইন্টরিয়ার ডিজাইন
75. ইলিশ মাছের বিভিন্ন আইটেম নিয়ে খাবারের দোকান
76. নন ওভেন টিস্যু ব্যাগ তৈরি
77. কাগজের ব্যাগ তৈরি
78. কাগজের প্যাকেট তৈরি
79. প্রিন্টিং ব্যবসা
80. স্টক লটের ব্যবসা
81. আধুনিক ফার্মেসী
82. গুড়া মসল্লার ব্যবসা
83. ফার্নিচার তৈরি
84. ফার্নিচার হোলসেল
85. চিড়ার ফ্যাক্টরি
86. মুড়ির ফ্যাক্টরি
87. সিরামিক টাইলস এর দোকান
88. সিরামিক সামগ্রী
89. বিশুদ্ধ পানি সাপ্লাই ব্যবসা
90. ঠিকাদারি ব্যবসা
91. ম্যান পাওয়ার সাপ্লাই
92. বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং
93. চা পাতার ব্যবসা
94. ঘরে তৈরি খাবারের ব্যবসা
95. কফি শপ
96. ফাস্ট ফুড
97. লেদার নিয়ে কাজ করা
98. নিজ জেলায় বিভিন্ন পণ্য হোলসেল দেওয়া
99. ড্রাগন চাষ
100. খেজুর চাষ
101. নারিকেল চাষ
102. কাকড়া চাষ ও রপ্তানি করা
103. ভ্রাম্যমাণ লাইব্রেরি
104. ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট
105. চকলেটের দোকান
106. চকলেট ইম্পোর্ট করা
107. বেকারি ব্যবসা
108. পুরাতন ঐতিহ্যবাহী খাবারের ব্যবসা
109. বিল্ডিং তৈরির বিভিন্ন সরজামাদি সাপ্লাই দেওয়া
110. শোপিস তৈরির ব্যবসা
111. নিজ এলাকায় আইটি ফার্ম
112. অনলাইনে রেল, এয়ার ও বাসের টিকেট ব্যবসা
113. স্পোর্টস আইটেমের দোকান
114. স্কুল ব্যাগের ব্যবসা
115. আধা রসুনের পেষ্ট তৈরি
116. পটেটো চিপস তৈরি
117. ডেলিভারি ম্যান বা সিকিউরিটি বয় সার্ভিস
118. এপসের মাধ্যমে ক্লিনার ও কাজের বুয়া সার্ভিস
119. ডিম উৎপাদনে মুরগির খামার
120. চেইন শপের ব্যবসা
121. মৌমাছি পালন
122. সেলুন ব্যবসা
123. একুরিয়াম শপ
124. খাতা বানানোর কারাখানা
125. মানি ব্যাগ তৈরি
126. ডে-কেয়ার সার্ভিস
127. বাঁশ ও বেতের তৈরি সামগ্রী
128. ঝিনুক থেকে চুন
129. বিভিন্ন ফলের বীজ সংগ্রহ ও বিক্রি
130. সবজির বীজ সংগ্রহ ও বিক্রি
131. জিম আইটেম সেল
132. জিমনিসিয়াম দেওয়া নিজ এলাকায়
133. পার্লার ব্যবসা
134. জি আই পাইপ তৈরি
135. মিনি সুগার মিল
136. আটা, ময়দা ও সুজির মিল
137. সয়াবিন রিফাইন
138. শতরঞ্জি, শাল, ব্যাগ, ফ্লোরম্যাটসহ বিভিন্ন পাটজাত পণ্য
139. শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, স্যুটের কাপড়
140. শর্ষের তেল,
141. পেপার মিল,
142. ইটভাটা
143. ঠিকাদারি ব্যবসা

আপনার কোনটা?

ও ১৪টি অনলাইন বিজনেস আইডিয়া:
ব্যবসা? পুঁজি লাগবে না? না, এই অনলাইনের যুগে একটি কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকেন পুঁজি ছাড়াই আজ থেকেই আপনি ব্যবসায় নামতে পারেন। আসুন দেখে নেওয়া যাক এমন ১৪টি অনলাইন বিজনেস আইডিয়া।

০১. এসইও কনসালটেন্ট : আপনি কি সার্চ ইঞ্জিনের বিষয়ে অভিজ্ঞ? মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানেন; কিন্তু কোথাও কাজ করার সুযোগ পাচ্ছেন না। প্রতিষ্ঠানের আশায় বসে না থেকে অনলাইনেই শুরু করুন এসইও সম্পর্কে পরামর্শ দেওয়া। অনেক প্রতিষ্ঠান পাবেন যারা আপনার পরামর্শ নেওয়ার জন্য বসে আছে। বিভিন্ন ফ্রিল্যান্স সাইটে এমন কাজ পাবেন। না হলে সোজা গুগল সার্চ দিন।

০২. বিজনেস প্রশিক্ষণ : আপনার ব্যবসা সম্পর্কে ভাল ধারণা থাকতেই পারে। কিন্তু পয়সার অভাবে নিজের স্বপ্ন অনুযায়ী একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারছেন না। আপনার এই অভিজ্ঞতা বসে বসে নষ্ট করার কোন মানে নেই।
অনলাইনে এমন অনেককে পাবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে। লিংকডইনে যান, সেখানে আপনি ব্যবসা সংক্রান্ত আর্টক্যাল লিখতে পারবেন। এর দ্বারা সেখানে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন। তাদের সদুপদেশ দিয়ে নিজের মেধা এবং অভিজ্ঞতা ঝালিয়ে নিতে পারবেন। সেই সঙ্গে টু-পাইস ইনকাম তো আছেই।

০৩. স্পেশালাইজড রিটেইলার : বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও অনলাইনে পণ্য কেনাবেচা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন দেশের সব বড় শহরগুলোতেই স্পেশালাইজড শপ বা সুপারশপ আছে। এদের মধ্যে অনেক ছোট বড় প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে নিজেদের প্রতিষ্ঠানের প্রচার এবং বিজনেস শুরু করতে ইচ্ছুক। সেই সব প্রতিষ্ঠানের কোন একটির সঙ্গে চুক্তি করে আপনি তাদের পণ্যসম্ভার দিয়ে একটি অনলাইন শপ চালু করে ফেলতে পারেন। ঘরে বসে হয়ে যান রিটেইলার শপার।

০৪. সোশ্যাল মিডিয়া পরামর্শক : তথ্যপ্রযুক্তির এই যুগে সোশ্যাল সাইটগুলো চরম উত্কর্ষ অর্জন করেছে। জীবনের সব সমস্যার সমাধান যেন হয়ে উঠছে ফেসবুকের মত মাধ্যমগুলো। নিত্য নতুন ফিচারের পাশাপাশি বাড়ছে সোশ্যাল সাইট হ্যাক করে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করার মত ঘটনা। আপনার যদি সোশ্যাল সাইটগুলোর ব্যবহারবিধি, নিরাপত্তাসহ ফ্রেন্ড-ফলোয়ার বৃদ্ধির বিভিন্ন ট্রিকস জানা থাকে হবে আপনি হয়ে যেতে পারেন সোশ্যাল মিডিয়া কনসাল্টেন্ট। এমনটা করলে অনেক ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাজ পেতে পারেন।

০৫. ওয়েব ডিজাইন : বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিজনেস এটা। এখন একটি ছোটখাট প্রতিষ্ঠানও চিন্তা করে তাদের একটা ওয়েবসাইট থাকা দরকার। আপনার যদি ওয়েব ডিজাইন জানা থাকে তবে বসে থাকার কোন মানে নেই। ফ্রিল্যান্স সাইটগুলোতে নিজের পোর্টফোলিও পোস্ট করুন। একটি নমুনা ওয়েবসাইটের লিংক দিয়ে রাখুন। বাজারদর বিবেচনা করে সাশ্রয়ী পারিশ্রমিক ঘোষণা করুন। আপনাকে আর ঠেকায় কে?

০৬. আবেদনপত্র/কভার লেটার লেখা : আশ্চর্যজনক হলেও সত্য যে অনেক শিক্ষিত মানুষ সুন্দর করে একটি চাকরির আবেদনপত্র লিখতে জানে না। কিন্তু চাকরিক্ষেত্রে একটি সুন্দর গ্রহণযোগ্য আবেদনপত্র কিংবা কভার লেটার অন্যদের সঙ্গে পার্থক্য গড়ে দিতে পারে। আপনার এই বিষয়ে অভিজ্ঞতা থাকলে লিংকডইন কিংবা সোশ্যাল সাইটগুলোয় এই বিষয়ে ক্লায়েন্ট খুঁজতে পারেন। ক্লায়েন্ট যে পাবেন এতে কোন সন্দেহ নেই।

০৭. টাস্ক ম্যানেজার/সহকারী : আপনার যদি ভাল অর্গানাইজিং দক্ষতা থাকে তবে আপনি এই ব্যবসার উপযুক্ত। আপনি কি অনলাইনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান দিতে পারেন? তবে আপনার এই দক্ষতা একজন ব্যাক্তিগত সহকারী কিংবা অনলাইন টাস্ক ম্যানেজার হিসেবে কাজে লাগাতে পারেন। TaskRabbit কিংবা Zirtual এর মত কোম্পানীগুলো টাকার বিনিময়ে আপনার মত মানুষকেই খুঁজে থাকে। এসব সাইটে আপনি ডাটা রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট সহ বিভিন্ন কাজে সহকারীর দায়িত্ব পালন করতে পারেন।

০৮. প্রফেশনাল ফ্রিল্যন্সার : ফ্রিল্যান্সিং বলতে সাধারণত অবসর সময়ের কাজকেই আমরা বুঝে থাকি। কিন্তু সময়ের পাশাপাশি ধারণাও পাল্টে গেছে। এখন প্রচুর বেকার তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংকে মূল পেশা হিসেবে গ্রহণ করছেন। আপনি চাইলে পার্টটাইম কাজও করতে পারেন। বেকার বসে না থেকে আজই যুক্ত হোন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে।

০৯. অনলাইন মার্কেটিং : আপনি যদি আমাজানের মত সাইটগুলোতে পণ্যের রিভিউ লেখায় অভ্যস্ত থাকেন তবে এখনই তা বন্ধ করুন। কারণ বিনামূল্যে কেন আপনি কোন পণ্যের মার্কেটিং করবেন? ওয়ার্ড অব মাউথ-এর মত অনেক কোম্পানী আছে যারা নিজেদের প্রোডাক্ট অনলাইনে প্রমোট করার জন্য আপনাকে পয়সা দেবে। আপনার যদি প্রচুর ফলোয়ার সমৃদ্ধ সাইট কিংবা সোশ্যাল অ্যাকাউন্ট থাকে তবে তো সোনায় সোহাগা। আজই লেগে যান কাজে।

১০. ই-বুক লেখক : আপনার লেখালেখির হাত, ভাষার দক্ষতা এবং টাইপিং স্পীড যদি ভাল থাকে তবে আপনি অনায়াসে একজন ই-বুক রাইটার হতে পারেন। এটি অনেক সহজ একটা কাজ। ই-বুকের চাহিদা এত পরিমাণে বাড়ছে যে ই-বুক রাইটার খুঁজতে পাবলিকেশন্সগুলো হুমড়ি খেয়ে পড়ছে। অনলাইনে এমন গ্রাহক খুঁজে নিতে পারেন সহজেই।

১১. প্রযুক্তিগত সহায়তা প্রদান : অনেক ছোটখাট কোম্পানী আছে যাদের কোন আইটি স্পেশালিস্ট নেই। তাদের প্রযুক্তিগত কোন সমস্যা হলে বাইরের লোক ডাকতে হয়। আপনি এই সুযোগটা কাজে লাগিয়ে অনলাইনে বসেই শুরু করতে পারেন প্রযুক্তগত পরামর্শ প্রদান। সমস্যা হলে তারা আপনাকে জানাবে এবং আপনি ঘরে বসেই সমাধান দিয়ে দেবেন। আর কী চাই?

১২. ভার্চুয়াল চালান : শুনতে অদ্ভুত লাগলেও এই কাজটি আপনি নিজেই অহরহ করে থাকেন ব্যাংক কিংবা কোন আর্থিক প্রতিষ্ঠানে। আপনার একটি নিজস্ব ওয়েবসাইট থাকলে সেখানে গুগল চেকআউটের মত ট্রানজেকশন হ্যান্ডল করতে পারেন। বিভিন্ন ব্র্যান্ড তাদের অনলাইন চালানসমূহ অর্গানাইজ করার জন্য আপনাকে খুঁজে নেবে। আপনি তাদের সাইট থেকে পণ্যের ছবি বিবরণ কপি করে নিজের ওয়েবসাইটে আনুন। তারপর নির্দিষ্ট আর্থিক চুক্তির বিনিময়ে নেমে পড়ুন পণ্য বিক্রয়ে।

১৩. হস্তশিল্প বিক্রেতা : অটোমেটিক মেশিনের যুগে হস্তশিল্পের কদর মোটেই কমেনি। বরং প্রচারের অভাবে এই প্রাচীণ শিল্প মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। আপনি এমন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। তাদের পণ্য আপনি অনলাইনে বিক্রি করবেন। গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট সার্ভিস চার্জ নিয়ে আপনি কুরিয়ারের মাধ্যমে পণ্য পৌঁছে দিতে পারেন তাদের কাছে।

১৪. অ্যাপ ডেভলপার : স্মার্টফোনের যুগে অ্যাপের ছড়াছড়ি। মানুষ এখন কম্পিউটারে বসে সাইট ব্রাউজ করার চাইতে স্মার্টফোন অ্যাপেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই বিভিন্ন প্রতিষ্ঠান এখন অ্যাপ ডেভলপিংয়ে আগ্রহী। আপনি যদি কোডিং সম্পর্কে ভাল জেনে থাকেন তবে লেগে পড়ুন অ্যাপ ডেভলপিংয়ে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারেন। এছাড়া বিভিন্ন সফওয়্যার ডেভলপার কোম্পানীও অনলাইনে ডেভলপার চায়। প্রথমে নিজে একটি আকর্ষণীয় অ্যাপ তৈরি করে নমুনা হিসেবে দেখান এবং যৌক্তিক পারিশ্রমিক দাবি করুন। আপনার কাজ পাওয়া নিশ্চিত।

🤔 বাংলা টাইপ শিখা নিয়ে দুশ্চিন্তায় আছেন?✨ আর দুশ্চিন্তা নয়! ✨আজ থেকেই শুরু করুন সহজ কৌশলে বাংলা টাইপ শেখা 🚀✅ ১. 🛠️ সঠিক ...
26/09/2025

🤔 বাংলা টাইপ শিখা নিয়ে দুশ্চিন্তায় আছেন?
✨ আর দুশ্চিন্তা নয়! ✨
আজ থেকেই শুরু করুন সহজ কৌশলে বাংলা টাইপ শেখা 🚀

✅ ১. 🛠️ সঠিক বাংলা টাইপিং সফটওয়্যার বেছে নিন

বাংলা টাইপ শেখার জন্য জনপ্রিয় কিবোর্ড ও প্ল্যাটফর্মসমূহ:

🅰️ Avro Keyboard – ফনেটিক (Phonetic) টাইপ শেখার জন্য
🔤 Bijoy Keyboard – প্রথাগত মেকানিক্যাল টাইপিং
📱 Ridmik Keyboard – মোবাইল প্র‍্যাকটিসের জন্য
🌐 অনলাইন প্ল্যাটফর্ম:
🔗 typingbaba.com/keyboard/bangla.

✅ ২. 🎹 কিবোর্ড লে-আউট ও সেটআপ গাইড
🅰️ Avro Keyboard (ফনেটিক)

🔹 লে-আউট: ইংরেজি উচ্চারণ অনুযায়ী বাংলা আসে।
📌 যেমন: amar bangla → আমার বাংলা

⚙️ সেটআপ কৌশল:
1️⃣ Avro Keyboard ডাউনলোড করুন (omicronlab.com থেকে)
2️⃣ ইনস্টল করার পর সিস্টেম ট্রেতে "A" আইকনে ক্লিক করুন
3️⃣ Phonetic Layout সিলেক্ট করুন
4️⃣ কিবোর্ডে ইংরেজি লিখলেই বাংলা আসবে

👉 নতুনরা Avro দিয়েই শুরু করুন ✅

----------------------------------------------

🔤 Bijoy Keyboard (ফিক্সড লে-আউট)

🔹 লে-আউট: প্রতিটি কী-তে নির্দিষ্ট বাংলা অক্ষর বসানো থাকে।
📌 যেমন:

Shift + F = অ

G + D = ই

⚙️ সেটআপ কৌশল:
1️⃣ Bijoy Bayanno ইনস্টল করুন
2️⃣ সিস্টেম ট্রে থেকে Bangla অপশন সিলেক্ট করুন
3️⃣ Bijoy Layout মুখস্থ করুন (একটু কঠিন, তবে অফিসিয়াল কাজে বহুল ব্যবহৃত)

👉 যারা সরকারি/অফিসিয়াল কাজে কাজ করেন তাদের জন্য আবশ্যক ✅

--------------------------------------------------

📱 Ridmik Keyboard (মোবাইল)

🔹 লে-আউট: Avro-এর মতোই ফনেটিক + ইউনিজয় লেআউট রয়েছে
📌 মোবাইলে "amar bangla" লিখলে আসবে আমার বাংলা

⚙️ সেটআপ কৌশল:
1️⃣ Google Play Store থেকে Ridmik Keyboard ডাউনলোড করুন
2️⃣ Keyboard Settings → Enable Ridmik করুন
3️⃣ বাংলা লেআউট সিলেক্ট করে প্র‍্যাকটিস শুরু করুন
✅ আপনি চাইলে Voice Typingও করে পারবেন।
👉 মোবাইলে দ্রুত বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় ✅

------------------------------------------------------

✅ ৩. 🕒 টাইপিং প্র‍্যাকটিসের নিয়ম তৈরি করুন

📅 প্রতিদিন ১৫–৩০ মিনিট অনুশীলন করুন
✍️ ছোট গল্প/প্যারাগ্রাফ টাইপ করুন
🐢 ধীরে শুরু করুন → 🐇 ধীরে ধীরে গতি বাড়ান

✅ ৪. 📈 টাইপিং স্পিড মাপুন

🧑‍💻 Avro-এর Unicode Typing Tutor ব্যবহার করুন
🌐 অনলাইন টেস্ট: 10fastfingers.com/typing-test/bangla

✅ ৫. ✏️ প্রাথমিক বাক্য দিয়ে অনুশীলন করুন

📝 উদাহরণ:

আমার নাম আশরাফুল।

আমি বাংলা টাইপ শিখছি।

বাংলাদেশ আমার দেশ।

👉 এতে হাতের অবস্থান ও বানান চর্চা হবে।

✅ ৬. 👀 Touch Typing অভ্যাস করুন

কিবোর্ড না দেখে টাইপ করার চেষ্টা করুন
🎯 এতে গতি ও নির্ভুলতা বাড়বে

✅ ৭. 🧰 প্র্যাকটিস টুল ও রিসোর্স
🛠️ টুল 🎯 উদ্দেশ্য
🅰️ Avro Keyboard------------ফনেটিক টাইপিং
🧰 Bijoy Typing Tutor-------- বিজয় প্র্যাকটিস
🌐 Typing Baba-------------- অনলাইন অনুশীলন
⏱️ 10FastFingers------------- স্পিড টেস্ট
🧠 Keybr.com---------------- (ইংরেজি) টাইপিং উন্নয়ন

📌 সংক্ষিপ্ত টিপস

🔁 নিয়মিত প্র‍্যাকটিস করুন
📚 ছোট গল্প/কবিতা টাইপ করুন
✅ বানান চেক করুন → স্পিডের চেয়ে নির্ভুলতা জরুরি
🗣️ মনে মনে উচ্চারণ করে টাইপ করুন

_________________________________________________________

👉 আপনি কোন কিবোর্ডে বাংলা টাইপ শিখছেন? Avro, Bijoy নাকি Ridmik? কমেন্টে লিখুন! 💬

👉 এই টিপসগুলো কাজে লাগবে এমন বন্ধুকে ট্যাগ করুন 🔖

👉 পোস্টটি Share করুন যেন আপনার বন্ধুরাও বাংলায় টাইপিংয়ে দক্ষ হতে পারে 🔄

👉 ফ্রি বাংলা টাইপিং গাইড পেতে Comment করুন → PDF 📩

#বাংলা_টাইপিং
#বাংলা_শিখি

26/09/2025

⚡🚀 Ctrl Key দিয়ে কম্পিউটারে ২০টি সবচেয়ে দরকারি শর্টকাট 💻✨

💡 কম্পিউটার ব্যবহার করেন?
তাহলে আপনাকে অবশ্যই জানা দরকার Ctrl Key-এর সেই ম্যাজিক শর্টকাটগুলো
যা আপনার কাজকে করবে অনেক দ্রুত, অনেক সহজ! 🖥
⏳ সময় বাঁচান, এক ক্লিকে কাজ করুন, আর মনে রাখুন — প্রো ইউজারের মতো কাজ
করা যায় Ctrl-এর সাহায্যে! 😎

🔥 Top 20 Ctrl Shortcuts (বিস্তারিত ব্যাখ্যা সহ)
1️⃣ Ctrl + C → Copy (কপি করা)
👉 কোনো লেখা, ছবি বা ফাইল সিলেক্ট করে কপি করার জন্য।
2️⃣ Ctrl + V → Paste (পেস্ট করা)
👉 কপি/কাট করা লেখা বা ফাইল অন্য জায়গায় বসানোর জন্য।
3️⃣ Ctrl + X → Cut (কাটা)
👉 কোনো লেখা বা ফাইল কেটে নেওয়ার জন্য (অর্থাৎ সরানো)।
4️⃣ Ctrl + Z → Undo (আগের কাজ বাতিল)
👉 ভুল করে কিছু ডিলিট বা পরিবর্তন করলে আগের অবস্থায় ফিরে যায়।
5️⃣ Ctrl + Y → Redo (Undo ফিরিয়ে আনা)
👉 Undo করা কাজ আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য।
6️⃣ Ctrl + A → Select All (সব নির্বাচন করা)
👉 পুরো ডকুমেন্ট বা ফোল্ডারের সব ফাইল একসাথে সিলেক্ট হয়।
7️⃣ Ctrl + S → Save (সেভ করা)
👉 কোনো কাজ করা ডকুমেন্ট বা ফাইল দ্রুত সেভ করার জন্য।
8️⃣ Ctrl + P → Print (প্রিন্ট দেওয়া)
👉 লেখা বা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য প্রিন্ট ডায়ালগ ওপেন হয়।
9️⃣ Ctrl + N → New (নতুন ফাইল/উইন্ডো)
👉 নতুন ডকুমেন্ট, নতুন ব্রাউজার উইন্ডো বা ফাইল ওপেন করার জন্য।
🔟 Ctrl + O → Open (ফাইল ওপেন করা)
👉 আগে থেকে সেভ করা ফাইল ওপেন করার জন্য।
________________________________________
1️⃣1️⃣ Ctrl + F → Find (সার্চ করা)
👉 ডকুমেন্ট বা ওয়েবপেজে কোনো শব্দ বা বাক্য খুঁজে বের করার জন্য।
1️⃣2️⃣ Ctrl + H → Replace (খুঁজে পরিবর্তন করা)
👉 একসাথে অনেক জায়গার লেখা পরিবর্তন করার জন্য (যেমন Word-এ)।
1️⃣3️⃣ Ctrl + B → Bold (গাঢ় লেখা)
👉 টেক্সট মোটা/গাঢ় করার জন্য।
1️⃣4️⃣ Ctrl + I → Italic (বাঁকা লেখা)
👉 লেখাকে স্টাইলিশভাবে বাঁকা করার জন্য।
1️⃣5️⃣ Ctrl + U → Underline (আন্ডারলাইন)
👉 টেক্সটের নিচে দাগ দেওয়ার জন্য।
1️⃣6️⃣ Ctrl + T → New Tab (নতুন ট্যাব ওপেন করা)
👉 ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করার জন্য।
1️⃣7️⃣ Ctrl + W → Close Tab (ট্যাব/উইন্ডো বন্ধ করা)
👉 ব্রাউজারের কোনো ট্যাব দ্রুত বন্ধ করার জন্য।
1️⃣8️⃣ Ctrl + Shift + T → Closed Tab Reopen (বন্ধ ট্যাব খোলা)
👉 ভুল করে বন্ধ হওয়া ট্যাব আবার ফেরত আনার জন্য।
1️⃣9️⃣ Ctrl + R → Refresh (রিফ্রেশ করা)
👉 ওয়েবপেজ বা ফাইল রিফ্রেশ/রিলোড করার জন্য।
2️⃣0️⃣ Ctrl + L → Address Bar Select (অ্যাড্রেস বারে যাওয়া)
👉 ব্রাউজারের অ্যাড্রেস বারে কার্সর চলে যায়, দ্রুত ওয়েবসাইট টাইপ করা যায়।
________________________________________
🎁 Bonus Shortcut
👉 Ctrl + D → Bookmark (ওয়েবসাইট সেভ করা)
👉 কোনো ওয়েবসাইটকে ফেভারিট/বুকমার্ক করে রাখার জন্য।
________________________________________
✨ এগুলো জানলে আপনার কাজ হবে ৩ গুণ দ্রুত 🚀
এবার থেকে সময় বাঁচান, আর কম্পিউটার প্রো হয়ে উঠুন 💯

1️⃣ "💾 এই পোস্টটি Save করুন এবং প্রতিদিনের কাজে কাজে লাগান! 🚀"
2️⃣ "🙌 বন্ধুদের সঙ্গে Share করুন, সবাইকে কম্পিউটার প্রো বানান!"
3️⃣ "💡 লাইক দিন যদি আপনি Ctrl Shortcuts দিয়ে কাজ দ্রুত করতে চান!"
4️⃣ "📌 কমেন্টে বলুন আপনার সবচেয়ে পছন্দের Shortcut কোনটা?"
5️⃣ "🔥 সবগুলো Ctrl Shortcut একসাথে শিখতে Save & Share করুন!"

শুভ দুপুর বন্ধুরা।   ゚
25/09/2025

শুভ দুপুর বন্ধুরা।

টাঙ্গাইল জেলার ইতিহাস ""'''''''''''''''""""""''''''''""""''"'"""""""জেলার নামকরণ---------------------------টাঙ্গাইলের না...
24/09/2025

টাঙ্গাইল জেলার ইতিহাস
""'''''''''''''''""""""''''''''""""''"'"""""""
জেলার নামকরণ
---------------------------
টাঙ্গাইলের নামকরণ বিষয়ে রয়েছে বহুজনশ্রুতি ও নানা মতামত। ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তাঁর মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে, ইংরেজ আমলে এদেশের লোকেরা উচু শব্দের পরিবর্তে ‘টান’শব্দই ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি। এখনো টাঙ্গাইল অঞ্চলে ‘টান’শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল টান আইল। আর সেই টান আইলটি রূপান্তরিত হয়েছে টাঙ্গাইলে।

বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি ১৯৭৬ সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জিলা (টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ) প্রদর্শন করছে
টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর জনসংখ্যা প্রায় ৩৮ লক্ষ এবং আয়তন ৩৪১৪.৩৫ বর্গ কিলোমিটার। টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ এবং জনসংখ্যার ভিত্তিতে ২য় সর্ববৃহৎ জেলা।

১৯৬৯ খ্রিস্টাব্দ অবধি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা; ১৯৬৯ খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। এটি একটি নদী বিধৌত কৃষিপ্রধান অঞ্চল। এই জেলা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এর মাঝ দিয়ে লৌহজং নদী প্রবাহমান।

অবস্থান ও আয়তন
-----------------------------
টাংগাইল জেলা ঢাকা হতে প্রায় ৯২ কি মি দূরে অবস্থিত। এই জেলার পূর্বে রয়েছে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা। এর আয়তন ৩৪১৪.৩৮ বর্গ কি.মি.।

প্রশাসনিক এলাকাসমূহ
-----------------------------------
টাঙ্গাইল শহর, জেলার বাণিজ্যিক কেন্দ্রবিন্দু
টাঙ্গাইল জেলায় মোট উপজেলার সংখ্যা ১২ টি এবং মোট ইউনিয়নের সংখ্যা ১১০ টি।

টাঙ্গাইল সদর উপজেলা
টাঙ্গাইল সদর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১২ টি।

করটিয়া, ঘারিন্দা, গালা, পোড়াবাড়ী, সিলিমপুর, কাকুয়া, কাতুলী, মগড়া, মাহামুদনগর, হুগড়া, দাইন্যা এবং বাঘিল।

কালিহাতি উপজেলা
কালিহাতি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১৩ টি।

কোকডহড়া, গোহালিয়াবাড়ী, দশকিয়া, দুর্গাপুর, নাগবাড়ী, নারান্দিয়া, পাইকড়া, পারখি, বল্লা, বাংড়া, বীরবাসিন্দা, সল্লা, সহদেবপুর।

ঘাটাইল উপজেলা
ঘাটাইল উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১১ টি।

দেউলাবাড়ী, ঘাটাইল, জামুরিয়া, দিগড়, দিঘলকান্দি, আনেহলা, দেওপাড়া, ধলাপাড়া, সন্ধানপুর, লোকেরপাড়া এবং রসুলপুর।

বাসাইল উপজেলা
বাসাইল উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৬ টি।

কাউলজানী, কাঞ্চনপুর, কাশিল, ফুলকী, বাসাইল এবং হাবলা।

গোপালপুর উপজেলা
গোপালপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৭ টি।

হাদিরা, নগদাশিমলা, ঝাওয়াইল, হেমনগর, আলমনগর, মির্জাপুর এবং ধোপাকান্দি।

মির্জাপুর উপজেলা
মির্জাপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১৪ টি।

মহেড়া, ফতেপুর, জামুর্কী, বানাইল, আনাইতারা, ভাতগ্রাম, ওয়ার্শী, বহুরিয়া, গোড়াই, তরফপুর, আজগানা, বাঁশতৈল, লতিফপুর, ভাওড়া।

ভূঞাপুর উপজেলা
ভূঞাপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৬ টি।

ফলদা, অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী, অলোয়া, নিকরাইল।

নাগরপুর উপজেলা
নাগরপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১২ টি।

নাগরপুর, ভাররা, সহবতপুর, গয়হাটা, বেকড়া, সলিমাবাদ, ধুবরিয়া, ভাদ্রা, দপ্তিয়র, মামুদনগর, পাকুটিয়া এবং মোকনা।

মধুপুর উপজেলা
মধুপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৬ টি।

আলোকদিয়া, আরণখোলা, আউশনাড়া, গোলাবাড়ী, মির্জাবাড়ী, শোলাকুড়ি।

সখিপুর উপজেলা
সখিপুর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৮ টি।

কাকড়াজান, কালমেঘা, কালিয়া, গজারিয়া, দাড়িয়াপুর, বহেড়াতৈল, যাদবপুর এবং হাতীবান্ধা

দেলদুয়ার উপজেলা
দেলদুয়ার উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৮ টি।

আটিয়া, ডুবাইল, ফাজিলহাটি, পাথরাইল, লাউহা্টী, দেলদুয়ার, দেউলী এবং এলাসিন।

ধনবাড়ী উপজেলা
ধনবাড়ী উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৭ টি।

বীরতারা, বানিয়াজান, পাইস্কা, ধোপাখালী, যদুনাথপুর, মুশুদ্দি এবং বলিভদ্র।

তথ্যঃ উইকিপিডিয়া, পাঠ-১

21/09/2025

শুভ সকাল বন্ধুরা।

07/09/2025

আল বোরাক কুরিয়ার।
শুভ দুপুর বন্ধুরা।
゚ ゚viralシfypシ゚viralシalシ

শুভ দুপুর বন্ধুরা।   ゚
06/09/2025

শুভ দুপুর বন্ধুরা।

05/09/2025

জুম্মা মোবারক
বন্ধুুরা

03/09/2025

বিকেলের হাওয়া

02/09/2025

আমরা বিদেশিরা পরিবার কে খুব মিস করি।

゚ ゚viralシfypシ゚viralシalシ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মধুপুর শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share