23/10/2025
সালমান শাহ Hত্যা মামলার ১১ নম্বর আসামীর স্বীকারোক্তি অনুযায়ী:
সালমানকে Hত্যা করার জন্য ১২ লাখ টাকার চুক্তি করেন সালমানের শাশুড়ি লতিফা হক লুসি। সময় টিভির আর্টিকেল মারফত জানা যায় রেজভি উক্ত জবানবন্দি দিয়েছিলেন ১৯৯৭ সালে।
রেজভী বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮ টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরও ২ জন ছেলে আসে। এরপর ফারুক আসে। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে Meরে ফেলার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন। কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ।
এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, Revলবার ইত্যাদি গুছিয়ে নেয়া হয়।
ঘুমন্ত সালমানকে ক্লোrOফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এসময় সালমান শাহর শরীরে ইনজে কশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে Hত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাsh।