TM RAFI VAI

TM RAFI VAI Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TM RAFI VAI, Digital creator, Fulbaria.

✈️ ভ*য়াবহ বিমান দু*র্ঘটনা!📍 উত্তরা, মাইলস্টোন কলেজ মাঠএকটি প্রশিক্ষণ বিমান ভ*য়া*বহভাবে বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজ মাঠ...
21/07/2025

✈️ ভ*য়াবহ বিমান দু*র্ঘটনা!
📍 উত্তরা, মাইলস্টোন কলেজ মাঠ
একটি প্রশিক্ষণ বিমান ভ*য়া*বহভাবে বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজ মাঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
🔥 ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।
🙏 আহত ও নিহতদের জন্য দোয়া কামনা করছি।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।

#বিমানদুর্ঘটনা #উত্তরা #দোয়া_চাই

18/07/2025

প্রথম প্রেমের পরে তোমরা দ্বিতীয়বার কিভাবে প্রেমে পড়ো?

ভালোলাগার একটা মুহূর্ত 🥰শালবন, হাতীবান্ধা, লালমনিরহাট  🥰
09/07/2025

ভালোলাগার একটা মুহূর্ত 🥰

শালবন, হাতীবান্ধা, লালমনিরহাট 🥰

07/07/2025

I am waiting for this line.🙂

তুমিও একদিন ঠিক এইভাবে বলবে.!!😅😊

29/06/2025

তুমি যাকে ভালবাসলে না 😔

তাকেও কেউ ভালবাসবে 🙂

ইদানিং নাকি এ-আই(Ai) দিয়ে সাধারণ মানুষদের P°*র্ণ ভিডিও বানানো হচ্ছে। শুনলাম, P°*র্ণ অভিনেতার জায়গায় হুবহু একজন মানুষক...
19/06/2025

ইদানিং নাকি এ-আই(Ai) দিয়ে সাধারণ মানুষদের P°*র্ণ ভিডিও বানানো হচ্ছে। শুনলাম, P°*র্ণ অভিনেতার জায়গায় হুবহু একজন মানুষকে বসিয়ে এমনভাবে P°*র্ণ বানানো হচ্ছে, বুঝার উপায় নেই— এটা ইডিটেড। যদি সত্যি সত্যি এমন হয়ে থাকে, তাহলে বিষয়টা কতটা ভয়ানক, একটু কল্পনা করুন।

মা-বোনেরা সোশ্যাল মিডিয়াতে ছবি প্রকাশ করা থেকে সতর্ক হয়ে যান। এমন যেন না হয়, আপনি শালীন পোশাক পরিহিত ছবি আপলোড করলেন, কিন্তু আপনার এই ছবি Uল*ঙ্গ করে এমন ভিডিও বানানো হয়েছে—যা P°*র্ণ সাইটে ঘুরে বেড়াচ্ছে।

বিষয়টা ভাবতেই গা শিউরে উঠছে!

Onk din por vai boina gulo akshate 🥰
11/06/2025

Onk din por vai boina gulo akshate 🥰

06/06/2025

এই ঈদেও বাড়ি যাওয়া হলো না 🙂

সবার স্বপ্ন বাড়ি যায় না, কিছু স্বপ্ন আটকে থাকে দায়িত্ব আর রুটি-রুজির জালে 🙂
06/06/2025

সবার স্বপ্ন বাড়ি যায় না, কিছু স্বপ্ন আটকে থাকে দায়িত্ব আর রুটি-রুজির জালে 🙂

26/05/2025

একটা মেয়ে আপনাকে কখনো বলবে না আমাকে ছেড়ে দাও 🙂

আমার চোখে বাংলাদেশ 👇 🇧🇩আমি ১৯৭১ দেখিনি তবে কুরআনের পাখি  আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ  কে মৃত্যুবরণ করতে দে...
23/05/2025

আমার চোখে বাংলাদেশ 👇 🇧🇩

আমি ১৯৭১ দেখিনি তবে কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কে মৃত্যুবরণ করতে দেখেছি।

জন্ম সাল যাদের ২০০১ এর পরে তারা শুধু পরিবারতন্ত্র দেখে গেছে। আমরা যখন প্রাইমারি লেভেলে লেখাপড়া করতাম তখন মুক্তিযুদ্ধের মহানায়ক একজনকে চিনতাম,তাছাড়াও যে আরো মানুষের ভূমিকা ছিল সেগুলো কখনো আমাদের পড়ানো হয়নি।

গণতন্ত্রের ক্ষেত্রে একদল ক্ষমতায় থাকলে অন্য দলের নেতাকর্মীকে মূল্যায়ন করতে দেখিনি। ২০২৪ সাল পর্যন্ত নাগরিকত্ব পাওয়ার পরও মূল্যবান ভোট দিতে পারেনি।

একটানা ১৭ বছর একতন্ত থাকা সত্ত্বেও কোন দল তাদের কিছুই করতে পারেনি। 36 July 🇧🇩 2024 সালের জুলাই মাসে ছাত্র-ছাত্রী প্রধান কেন্দ্র থেকে সরকার পতন করে দিয়েছিল। এই পতনে দেশের জনগণ এবং অন্য দলীয় নেতাকর্মির ভূমিকা ছিল কিন্তু ছাত্র-ছাত্রীরাই ছিল প্রধান কেন্দ্রবিন্দু। তারপরেও সেই যোদ্ধা ছাত্রছাত্রীদের ২০২৫ এ এসে তাদের অসন্মানের দৃষ্টান্ত দেখতে পেরেছি। আমি সাংবাদিক Elias Hossain এবং Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য এর মত অনলাইন যোদ্ধাকে দেখেছি। এই ২০২৪ গণঅভ্যুত্থান পিছনে তাদের অনেক ভূমিকা ছিল, কিন্তু স্বাধীনতার পর তাদের কোনো মূল্যায়ন করা হয়নি।

আমাদের দেশে অনেক জনপ্রিয় ইসলামিক স্কোলার ছিল যেমন : Mizanur Rahman Azhari, শায়খ Ahmadullah, Abu Taw Haa Muhammad Adnan এরা ইসলামিক শরিয়ার কথা বলতে বলতে মুখে ফেনা তুললেও তাদের অনেক জনপ্রিয়তা থাকার পরেও তারা কোন সময় মাঠ পর্যায়ে কাজ করেনি।

ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য বলি : অন্তত বাংলাদেশের মতো নোংরা রাজনীতিতে জীবনে কেউ জড়াবা না।

এগুলো আমার মনের ভাব ছিল প্রকাশ করে দিলাম। আমি কোনো দলের না 💯

তারপরও যদি কেউ বলে তুমি কে?
উত্তর : আমি বাংলাদেশের নাগরিক।

তোমার দল কি?
উত্তর : ইসলাম

তোমার নেতা কে?

উত্তর : হযরত মুহাম্মদ (সাঃ)

বি:দ্র: আমি আমার মনের ভাব প্রকাশ করছি। কথার মাঝে ভুল হলে ধরিয়ে দেবেন আমি সংশোধন করে নিব।

ওরা হাজার হাজার শিশু হত্যা করেও মুসার আগমন ঠেকাতে পারেন নাই।ওরা হাজার হাজার শিশু হত্যা করেও ঈসার আগমন ঠেকাতে পারেন নাই। ...
10/04/2025

ওরা হাজার হাজার শিশু হত্যা করেও মুসার আগমন ঠেকাতে পারেন নাই।
ওরা হাজার হাজার শিশু হত্যা করেও ঈসার আগমন ঠেকাতে পারেন নাই।

ওরা লাখ লাখ ফিলিস্তিনি হত্যা করো ইমাম মাহদী এর আগমন ঠেকাতে পারবেন না ইনশাল্লাহ ✊🇯🇴

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when TM RAFI VAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share