সাধারণ মানুষ

সাধারণ মানুষ contan creator

08/08/2024

আচ্ছা, আপনারা এত বেহায়া, নির্লজ্জ কেনো?
এত গুজব রটিয়ে কী লাভ হচ্ছে আপনাদের?

কয়েকমাস আগে নিজের দেশে (মনিপুরে ) এত মানুষ মারা গেলো, অত্যাচার করা হলো। আপনারা কতদিন কান্না করেছেন?

ওদের জাতির পিতার মূর্তি ওরা ভাঙছে আর আপনারা রবি ঠাকুরের, স্বামীজির মূর্তি ভাঙেন না?

তাছাড়া মূর্তি তো দূরের কথা জাতির পিতা গান্ধী কেই তো মেরে দিল। তার বেলা?

ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী কে মেরে দিলো, তার বেলায়??

লজ্জা করেনা মিথ্যা খবর পরিবেশন করতে?

হাসিনা বাংলাদেশে গত 15 বছর ধরে সাধারণ মানুষকে ভোট দিতে দেইনি তা নিয়ে কোনো দিন খবর করেছেন??

বিরোধী দলের হাজার হাজার কর্মীকে নির্বিচারে বছরের পর বছর ধরে জন সম্মুখে নিয়ে গিয়ে পিটিয়ে, গুলি করে হত্যা করেছে। যার ভিডিও ও সোস্যাল মিডিয়ায় এখনও আছে। আপনারা কোনো দিন প্রচার করেছেন??

হাজার হাজার বিরোধী দলের নেতা প্রাণের ভয়ে বিদেশে পালিয়ে ছিলো। একদিন ও প্রচার করেছেন??

এত ভালো শাসক হবে তো 90% জনগণ হাসিনার বিপক্ষে কেনো??

বাংলাদেশের ছাত্র যুবরা আন্দোলন করেছে, তারা জয় পেয়েছে। আনন্দ করবে না? শ্রীলঙ্কার বেলায় কী প্রচার করেছিলেন??

আপনাদের এক সময় আফগানিস্তান কে নিয়েও খুব চুলকানি ছিলো, এখন নেই কেনো??

বাংলাদেশের ছাত্ররা আমজনতার ক্ষতি করেনি। যে আওয়ামীলীগ এত দিন অত্যাচার করে এসেছে , ধরে ধরে খুন করেছে, যে পুলিশ আওয়ামীলীগের কথা মতো সাধারণ মানুষ কে তুলে নিয়ে হত্যা করেছে সেইসব অত্যাচারী লোকদের উপর একটু প্রভাব পড়বে না??

ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়। বাংলাদেশে মন্দির পাহারা দেওয়া হয়। আপনি বাংলাদেশি হিন্দুদের কাছ থেকে খোঁজ নিন। বিশ্ব মিডিয়ায় প্রচারিত খবর গুলো দেখুন।।

গোরুর মুত খাওয়া বন্ধ করে একটু বিবেক বুদ্ধি কে জাগ্রত করুন।

বেহায়া মিডিয়া॥

আন্দোলন করতে গিয়ে একটু ক্ষতি হয়ে গেছে। তাই ছাত্ররা শহর গুলো নিজেরাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, চোখে দেখেন না?? গোরুতে গুতো মেরেছে?

ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছে, দেখেছেন?

06/08/2024

এ কথা সে কথা হবু শিক্ষামন্ত্রী র কাছে আমার আগেই আবেদন দয়া পড়ালেখা, বই ৯০ দশকের মতো করে দেবেন 🙏🙏🙏 ছেলে মেয়েদের মানুষ করতে সুবিধা হবে 🙂

06/08/2024

দয়া করে কেউ ইন্ডিয়া র বিরুদ্ধে # ব্যবহার করবেন না,,, এগুলো গুজব ভাই 🙏🙏🙏

05/08/2024

বাঙালি মানেয় হুজুকে মাতব্বর একটা অশান্তি দূর না হতে হতে এক টপিক ও টপিক মনে হচ্ছে এরা ঘরে প্রধানমন্ত্রী হবে আরে ভাই সেনাবাহিনীদের একটু সময় দে পরিস্থিতি একটু শান্ত কর না এরা আরো অশান্তি করে বিভ্রান্তি ছড়াচ্ছে,,, একদিন এখন ও হয় নাই তার মধ্যে এরা প্রধানমন্ত্রী ঠিক করে ফেলতেছে আরে একদিনে যদি সব হতো তাহলে এই স্বৈরাচার এতো গুলো বছর জুলুম করতে পারতো আল্লাহর উপর ভরসা রাখুন যা হবে যে আসবে ভালোই আসবে কারণ বর্তমান পরিস্থিতি তারা দেখেছে ,,,,

05/08/2024

গনভবনের জিনিসপত্র ফেরত দিয়ে আসতেছে ছাত্ররা, এর চেয়ে সুন্দর দৃশ্য কিইবা হতে পারে !!!

05/08/2024

যারা না বুঝে উল্টো পাল্টা বিভ্রান্তি ছড়াচ্ছে দয়া করে বিবেক দিয়ে ছড়ান কারন ফেসবুক এ ছড়ানো সংবাদ এর মাধ্যমেই আজ দেশ স্বাধীন দয়া করে সঠিক পোস্ট করেন বুঝে পোস্ট করেন আপনাদের জন্য দেশটা আবার নষ্ট হবে 🙏🙏🙏🙏

এতদিন আন্দোলনকারীদের কেউ মন্দির ভাঙ্গে নাই, সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করে নাই।

এখন বিজয় পেয়ে এগুলো করবে? আপনি বিশ্বাস করেন? এগুলো এখন কারা করছে বুঝতে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই।

স্বৈরাচারের পরাজিত দালালরা এখন এগুলো করে দেশে নতুন হাঙ্গামা সৃষ্টি করবে, বিভক্ত করবে, বুঝাতে চাইবে বিজয়ীদের হাতে দেশ নিরাপদ না।

আসুন, আমরা বিজয় মিছিল বাদ দিয়ে এখন মন্দির ও সংখ্যালঘুদের প্রতি খেয়াল রাখি। ওদের প্রটেক্ট করি। দালালদের নতুন ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাই।

আমরা নতুন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো...

বিজয়ের দিনে এই প্রত্যয় বুকে লালন করি।

ইনকিলাব জিন্দাবাদ। বিজয়ের শুভেচ্ছা বাংলাদেশ।

©হাসান মাহমুদ ইমন

05/08/2024

ভাই তোরা ট্রল করার আগে একবার ইতিহাস দেখিশ ইউটিউব ফেসবুক কিছু মরে নাই সব ইতিহাস সেভ আছে ,,,
১/কতো মায়ের সন্তান হয়েছে গুম
২/কতো মায়ের সন্তান থেকেছে নির্ঘুম
৩ /কতো সন্তান পাইনি বাবার আদর
৪/ কতো বোন থেকেছে ভয়ে
৫/ কতো বাবা থেকেছে জেলের বাইরে অপেক্ষাতে
৬/ কতো মা কেদেছে সন্তান এর কষ্টে

আমরা যারা এই পরিস্থিতি পার করেছি তারা এখন বুঝতে পারছি কতটা স্বাধীনতা পেয়েছে দেশেরে মানুষ,,

মৃত্যু শুধু ছাত্র সমাজ এর ৩০০ ছাত্র এর হয় নাই মৃত্যু হয়েছে ২০২৩ সালে এমন শ শ মানুষ এর সেই হিসাবে এখন ও ইউটিউব ফেসবুক ছড়িয়ে আছে,,,

তাই বলি ট্রল করার আগে তাদের কষ্টটা একটু বুঝে করবেন ,,,, উল্লাস সবাই করতে চাই ,,,

সমাজে প্রচলিত আছে বিয়ে হয় একজনের নাচ করে অনেক মানুষ কেনো করে জানেন কারণ তাদের ভেতর একটা উল্লাস কাজ তারা অন্যের খুশিতে খুশি হয় ,,,

উল্টো পাল্টা লেখার আগে বিবেক দিয়ে লেখবেন,

কারো খারাপ লাগার মতো কিছু লেখি নাই মাফ করবেন,🙏

পোস্ট: রিয়া ,,,,

Jamuna tv হবে আমাদের জাতীয় টিভি চ্যানেল✓☠️ বয়কট BTV
05/08/2024

Jamuna tv হবে আমাদের জাতীয় টিভি চ্যানেল✓
☠️ বয়কট BTV

05/08/2024

ব্রেকিং ;
বাংলাদেশর সঙ্গে সব ধরনের ট্রন যোগাযোগ স্থগিত করেছে ভারত

05/08/2024

🛑A L E R T🛑

RAW এর বাংলাদেশে কোটা আন্দোলন নির্মূলের পরিকল্পনা ফাঁস -

"Operation Delta 7"

প্লিজ,
সবাইকে ফরোয়ার্ড করুন।

plan - A
পুলিশ, বিজিবি ও RAB দিয়ে ভয় ভীতি দিয়ে আন্দোলন দমন।

Plan - B
সেনাবাহিনী দিয়ে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।

Plan - C
সরকারের বুদ্ধিজীবি শ্রেণীকে ব্যবহার করে আন্দোলন নিয়ন্ত্রণে নিয়ে আসা।

Plan - D
জামাত শিবির কে নিষিদ্ধ করে, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর জামাত, শিবির ও বিএনপির সম্পৃক্ত, এমন গুজব রটিয়ে শিক্ষার্থীদের জনবিচ্ছিন্ন করে আন্দোলন নিয়ন্ত্রণে আনা।

Plan - E
সংখ্যালঘুদের উপাসনালয়ে আগুন, ধর্মীয় বই পোড়ানোসহ ধর্মকে ব্যবহার করে আন্দোলনকে বিভক্ত করে নিয়ন্ত্রণে আনা।

Plan - F
সরকারের সকল সামরিক বাহিনী, আধাসামরিক বাহিনী, পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১৪ টি সহযোগী সংগঠন, সকলকে নিয়ে একত্রে প্রাণপণে ফাইট দেওয়া। যে কোনভাবে আন্দোলন নিয়ন্ত্রণে আনা।

Plan - G / Last Action
পরিস্থিতি যদি কোনভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সকল মন্ত্রী, এমপি, ও সকল বাহিনী প্রধানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেফ এক্সিট দেওয়ার লক্ষ্যে বিমান বন্দরে বিশেষ নিরাপত্তা প্রদান ও বাংলাদেশ-ভারত বর্ডার সম্পূর্ণ খুলে দেওয়া।

যেহেতু শিক্ষার্থীরা সেনাবাহিনীর ক্ষমতা গ্রাহনের বিষয়টি পজিটিভলি নিচ্ছে, তাই আমাদের অনুগত সেনা অফিসারদের মাধ্যমে বাংলাদেশে সামরিক শাসন চালু করা।
সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর পরিস্থিতি শান্ত হলে, সুযোগ বুঝে সকলকে দেশে নিয়ে আসতে হবে।

Under Cover Agent
Research and analysis wing ( RAW )

Collected: Cyber71

05/08/2024

কপি :

৩ মাসের জন্য সেনা শাসন জারী হচ্ছে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাধারণ মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাধারণ মানুষ:

Share

Category