Alamin Rahman

Alamin Rahman Be Honest To Become Great

এই পেইজটি আমার ব্যক্তিগত ফেসবুক পেইজ। এই পেইজে আমি আমার ব্যক্তিগত ছবি, ভিডিও ও সামাজিক সচেতনতা মূলক ছবি ও ভিডিও আপলোড করে থাকি। আমার পেইজের ছবি বা ভিডিও অন্য কোন পেইজে সরাসরি আপলোড করার আগ্রহ প্রকাশ করলে উপরে উল্লেখিত Privacy Policy ’র নিয়ম মেনে আপলোড করার বিশেষ অনুরোধ করছি।

23/05/2025

অন্ধ‍‍ের বাজারে চশমা বিক্রি করা লোকটা আসলেই বোকা!

03/12/2024

৫ই আগষ্ট ২০২৪ অভ্যুত্থান হল। কয়েকদিন সরকার বিহীন বাংলাদেশ ছিল। তাও কোন দেশের রাস্ট্রদূত বা রাস্ট্রদূত অফিসে কোন ধরনের আচড় লাগলো না। অথচ ইন্ডিয়াতে সরকারের মদদে আমাদের এম্বাসির অফিসে হামলা হলো। কতটা বর্বর আর অসভ‍্য জাতি এরা তা আবার প্রমান করে দিল। ধিক্কার ও নিন্দা জানাই।

29/11/2024

প্রভুর কাছে মুক্তি চাওয়ার বদলে প্রভুরই মুক্তি চায়😜😜

18/10/2024

গণভবন থেকে নিয়ে আশা এই শাড়িটা খুব পরিচিত লাগছে। কার পড়নে যে ছিল তা মনে করতে পারছি না??

ছবিটি দেখে মনকে একবার প্রশ্ন করুন!!এই মা ছেলের কি দরকার ছিল রাস্তায় নামতে?সবার সম্মিলিত অবদানেই ৫ আগষ্ট ঘটেছিল।  তারাও জ...
29/09/2024

ছবিটি দেখে মনকে একবার প্রশ্ন করুন!!
এই মা ছেলের কি দরকার ছিল রাস্তায় নামতে?
সবার সম্মিলিত অবদানেই ৫ আগষ্ট ঘটেছিল। তারাও জানে যে সরকারই আসুক তাদের ভাগ‍্য ফিরবে না। তারপরও মানবতার পাশে দাড়িয়েছিল।

ছবিটি আগষ্ট ২০২৪ এর কোন এক সময়ের।

উনার বাবা উপমহাদেশের একজন বিখ‍্যাত আলেম ছিলেন। সকল দলের কাছে শ্রদ্ধা ভাজন ব‍্যক্তি ছিলেন। আর তাঁরই ছেলে হয়েছে একজন দালাল...
22/09/2024

উনার বাবা উপমহাদেশের একজন বিখ‍্যাত আলেম ছিলেন। সকল দলের কাছে শ্রদ্ধা ভাজন ব‍্যক্তি ছিলেন। আর তাঁরই ছেলে হয়েছে একজন দালাল। আলেমের ছেলে জালেম হয় তার উদাহরণ এই লোকটি। জাতির কাছে ক্ষমা চেয়ে তওবা করে ফিরে আসুন।

৮৯ মিনিট খেলা ড্র থাকা অবস্থায় ১ মিনিট আগে গোল দিয়ে দলকে জয়ী করা প্লেয়ারটার নাম বাংলাদেশ সেনাবাহিনী। আমি গর্বিত আমাদের স...
13/09/2024

৮৯ মিনিট খেলা ড্র থাকা অবস্থায় ১ মিনিট আগে গোল দিয়ে দলকে জয়ী করা প্লেয়ারটার নাম বাংলাদেশ সেনাবাহিনী। আমি গর্বিত আমাদের সেনাবাহিনীর প্রতি।

28/08/2024

বিপদেই বন্ধুর পরিচয়!
দেশ সৈরাচার মুক্ত করতে যাদের অবদান ছিল। সেই সাথে বন‍্যার ক্রান্তিলগ্নে ও যারা নিজের জীবনের মায়া না করে মানুষের জন‍্য কাজ করে যাচ্ছে তারাই প্রকৃত দেশ প্রমিক। আমরা তোমাদের ভুলব না।।। জাতি তোমাদের আজীবন মনে রাখবে।।

আর চাটার দল আজীবন এই দেশে চাটার দল হিসেবেই থাকবে।

বন‍্যার্থদের সাহায‍্যে আপনিও সামর্থ অনুযায়ী সহযোগিতা করুনঃ আস সুন্নাহ ফাউন্ডেশন। Official website - https://assunnahfoun...
23/08/2024

বন‍্যার্থদের সাহায‍্যে আপনিও সামর্থ অনুযায়ী সহযোগিতা করুনঃ আস সুন্নাহ ফাউন্ডেশন। Official website - https://assunnahfoundation.org/donate/flood আস সুন্নাহ ফাউন্ডেশন এর অফিসিয়াল ওয়েবসাইট সাইট এর লিংক উপরে দেয়া আছে।

পোস্টটা শেয়ার করে সকলের সহযোগিতা করার সুযোগ দিন।

বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য এই দোয়া পড়ুন। আল্লাহ হেফাজতের মালিক। উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়া-লাইনা, ওয়ালা আলাইনা; আ...
22/08/2024

বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য এই দোয়া পড়ুন। আল্লাহ হেফাজতের মালিক।

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়া-লাইনা, ওয়ালা আলাইনা; আল্লাহুম্মা আলাল আ-কাম ওয়াজ জিরাব ওয়া বুতুনিল আওদিআ; ওয়া মানাবিতিস শাজার। (বুখারি, হাদিস : ১০১৪)

অর্থ : হে আল্লাহ! আমাদের আশপাশে বৃষ্টি দিন, আমাদের ওপরে নয়। হে আল্লাহ! পাহাড়-টিলা, খাল-নালা এবং গাছ-উদ্ভিদ গজানোর স্থানগুলোতে বৃষ্টি দিন।

৫ মে ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যার নিহতের তালিকা প্রকাশ করেছে মানবাধিকা...
19/08/2024

৫ মে ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যার নিহতের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। আমিন

19/08/2024

"গুলি করি, মরে একটা। একটাই যায়। বাকিডি যায় না স‍্যার" ছিঃ ছিঃ। এই বেতনের টাকা বউ বাচ্চা নিয়া খায় কেমনে?

Address

26, Segunbagicha
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Alamin Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alamin Rahman:

Share