11/07/2023
🚨🚨🚨 সতর্কীকরণ বিজ্ঞপ্তি 🚨🚨🚨
লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর/লেকচার সিরিজের পুস্তকসমূহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত ছাপানো, বাঁধাই, লেমিনেশন, প্যাকেজিং, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, সরবরাহ, পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়-বিক্রয়ে জড়িত না হওয়া প্রসঙ্গে
জনাব,
আসসালামু আলাইকুম।
লেকচার পাবলিকেশন্স এর ব্যবসার শুরু থেকেই অত্যন্ত সুনাম এবং নিষ্ঠার সঙ্গে লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর/লেকচার সিরিজের পুস্তক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ছাপানো, বাঁধাই, লেমিনেশন, প্যাকেজিং, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, সরবরাহ, পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়-বিক্রয়ে সার্বিকভাবে সহায়তা করার জন্য আপনাকে/আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। দেশব্যাপী আমাদের গৌরবময় সাফল্যের দীর্ঘ পথচলায় আপনার/আপনাদের অবদান ও সহযোগিতা অতুলনীয় ও অনস্বীকার্য।
ইদানীং লক্ষ করা যাচ্ছে যে, কতিপয় কুচক্রি মহল ও বিপথগামী কিছু কর্মকর্তা-কর্মচারী পরস্পর যোগসাজশে, অনৈতিকভাবে, আর্থিকভাবে লাভবান হওয়ার হীন উদ্দেশে এবং লেকচার পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সুপ্রতিষ্ঠিত ব্যবসাটিকে সমূলে ধ্বংসের মাধ্যমে সুযোগ সন্ধানীদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের কৌশল হিসেবে পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে আপনার/আপনাদের প্রতিষ্ঠান দ্বারা লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর/লেকচার ব্রান্ডের পুস্তক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ছাপানো, বাঁধাই, লেমিনেশন, প্যাকেজিং, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, সরবরাহ, পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়-বিক্রয়ে অনৈতিক ও অবৈধভাবে জড়িত হওয়ার জন্য কুপরামর্শ দিয়ে, সেভাবে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতে উৎসাহিত বা বাধ্য করছে, যা সম্পূর্ণভাবে বে-আইনি ও দন্ডনীয় অপরাধ। এধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকেই প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান আছে। অচিরেই অপরাধীদের দৃষ্টান্তমূলক আইনি শাস্তি নিশ্চিত করার জন্য এধরনের অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসমূহে যথাযথ কর্তৃপক্ষের সহায়তায় অতি দ্রুতই অভিযান চালানো হবে।
এমতাবস্থায় আপনাকে/আপনাদেরকে বিনীতভাবে জানানো যাচ্ছে যে, লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর/লেকচার সিরিজের পুস্তক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত ছাপানো, বাঁধাই, লেমিনেশন, প্যাকেজিং, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, সরবরাহ, পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়-বিক্রয়ে অনৈতিক ও অবৈধভাবে জড়িত হওয়া থেকে বিরত থাকুন এবং যেকোনো প্রকার আইনি জটিলতা এবং ভুল বোঝাবুঝি পরিহার করতে লেকচার পাবলিকেশন্স লিমিটেডের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করুন।
কেউ যদি লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর/লেকচার সিরিজের পুস্তক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত ছাপানো, বাঁধাই, লেমিনেশন, প্যাকেজিং, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, সরবরাহ, পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়-বিক্রয়ে অনৈতিক ও অবৈধভাবে জড়িত হওয়ার প্রস্তাব বা কার্যাদেশ/Work Order প্রদান করে তবে সেই বিষয়ে আমাদেরকে নিম্নলিখিত ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি-
[email protected] । ০১৭১১ ৫৬০০৮৫ (WhatsApp)
মহান আল্লাহ আমাদের সকলকে ব্যবসায়িক সাফল্য, সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করুন। আমিন।
ধন্যবাদান্তে-
প্রকৌশলী মেহেদী হাসান
চেয়ারম্যান
লেকচার পাবলিকেশন্স লিমিটেড
৩৭ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০।