27/03/2025
‘আমি কখনো রাজনীতি করিনি, মানুষের সেবা করতে চেয়েছি’ঃ এনামুল হাসান খান শহিদ সি আই পি চেয়ারম্যানঃ প্রমি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
ডেস্ক রিপোর্টঃ আমি কখনোই রাজনীতি করিনি। কাজ করে যাচ্ছি মানুষের সেবায় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন স্বীকৃতির আশায় নয়, আল্লাহ তায়ালা আমাকে সব দিয়েছেন। তা থেকেই মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি এবং যেতে চাই। মানুষের দোয়া আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। কথা গুলো বলছিলেন প্রমি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান, উত্তরখানের মানুষের কাছে প্রিয়পাত্র, অসহায় মানুষের ত্রাণকর্তা এনামুল হাসান খান শহিদ সি আই পি।
দেশে করোনাকালের শুরু থেকে মানুষের পাশে দাঁড়িয়েছন তিনি । বন্যা, বা প্রাকৃতিক যেকোন দুর্যোগ বা উৎসবে মানুষের জন্য তিনি তার প্রাতিষ্ঠানিক ও ব্যাক্তিগত আয়ের একটা অংশ ব্যয় করে থাকেন। উত্তরখান, দক্ষিনখান ও উত্তরার অনেক মসজিদ মাদ্রাসা ও ইয়াতিম খানাতে তিনি নিয়মিত সহায়তা করেন। বিপদে মানুষের পাশে থাকাটা আমাদের দায়িত্ব বলে তিনি জানান।
রাসূল (সা.) বলেছেন, মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া। (বুখারি, হাদিস : ১২)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ‘কোনো বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, আল্লাহ তায়ালাও ততোক্ষণ তাকে সাহায্য করতে থাকেন।’ (তিরমিজি) এই হাদিসের ভাষ্য মোতাবেক কাজ করে যাচ্ছেন এনামুল হাসান খান শহিদ।
এবারের আসন্ন ঈদ কে কেন্দ্র করে তিনি কয়েক হাজার মানুষকে দিয়েছেন পরিপূর্ণ ঈদ উপহার। প্রায় ২০ আইটেম দিয়ে সাজানো তার এই উপহার যারাই পেয়েছেন তাদের ভাষ্য মতে এমন উপহার তারা আগে কারো থেকে পান নাই। নিজের প্রতিষ্ঠান প্রমি গ্রুপের পক্ষ থেকে পুরো এলাকায় ঘুরে ঘুরে এই উপহার সামগ্রী বিতরন করা হয়। এর বাইরেও বিভিন্ন এলাকায় বিভিন্ন জনের মাধ্যমে এই উপহার সামগ্রি বিতরন করানো হয়। তার-ই অংশ হিসেবে আমাদের কাছেও কিছু উপহার সামগ্রী পাঠিয়েছিলেন বিতরন করার জন্য। আজ আমরা দুঃস্থ মানুষের মাঝে তা বিতরন করেছি। আলহামদুলিল্লাহ্ মানুষ এই উপহার পেয়ে দোয়া দিয়েছেন এনামুল হাসান খান শহিদ। আল্লাহ যেনো তাকে মানুষের পাশে থাকার তাওফিক বাড়িয়ে দেন।