Rahbar24.com

Rahbar24.com মাসিক আদর্শ নারী পরিবারের অনলাইন নিউ?

নতুন বাংলাদেশেনতুন করেমাসিক আদর্শ নারীরপথ চলা ....মাসিক আদর্শ নারী নভেম্বর--২০২৪ সংখ্যার প্রচ্ছদ।সংখ্যাটি শীঘ্রই প্রকাশি...
31/10/2024

নতুন বাংলাদেশে
নতুন করে
মাসিক আদর্শ নারীর
পথ চলা ....

মাসিক আদর্শ নারী নভেম্বর--২০২৪ সংখ্যার প্রচ্ছদ।
সংখ্যাটি শীঘ্রই প্রকাশিত হচ্ছে ইনশাআল্লাহ ....

28/10/2024

৩ নভেম্বর--২০২৪ থেকে ২ মাস ব্যাপী
মহিলাদের নূরানী প্রধান ট্রেনিং কেন্দ্রে

-------------------------------------------
নূরানী মু‘আল্লিমা ও ক্বারিয়ানা ট্রেনিং কোর্স
-------------------------------------------
|| নূরানী পদ্ধতিতে আরবী-বাংলা-গণিত-ইংরেজী ট্রেনিং সম্বলিত
মহিলাদের জন্য পূর্ণাঙ্গ নূরানী মু‘আল্লিমা ট্রেনিং কোর্স

এবং দু‘আ-মাসায়িল-হাদীসসহ সহীহভাবে কুরআন শিক্ষার জন্য
মহিলাদের জন্য নূরানী ক্বারিয়ানা-বয়স্কা ট্রেনিং কোর্স ||
৩ নভেম্বর ভর্তি নেয়া হবে এবং ৪ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
যোগাযোগ :-

বাংলাদেশ নূরানী তা‘লীমুল কুরআন ট্রেনিং
ইনস্টিটিউট-এর প্রধান কেন্দ্রীয় ট্রেনিং সেন্টার--

মাদরাসা খাতূনে জান্নাত (রা.)
৭৮/৫-এ, মিয়াজান লেন
মানিকনগর, ঢাকা।

(ঢাকা যাত্রাবাড়ী ও সায়েদাবাদের দক্ষিণে
এবং কমলাপুরের পশ্চিমদিকে
মানিকনগর বাসস্ট্যান্ড থেকে সামান্য উত্তরদিকে
মিয়াজান গলিতে মাদরাসা খাতুনে জান্নাত রা. অবস্থিত)
মোবাইল : 01715-039399, 01791-997733

28/10/2024

কওমী মাদরাসায় জাদীদ নেসাব বলতে তো কিছু নেই।
সবই আবহমানকাল থেকে চলে আসা। ...
তাহলে ক্বদীম নেসাবের কথা উঠছে কেন!!

28/10/2024

বেফাকের কাজকে সহজ করার জন্য জেলাভিত্তিক আঞ্চলিক শাখা করা হতে পারে এবং বিড়ম্বনা দূর করতে মহিলা মাদরাসাগুলোর জন্য বেফাকে আলাদা ডেস্ক স্থাপন করা প্রয়োজন।

কিন্তু অঞ্চলভিত্তিক আলাদা আলাদা বোর্ড কাম্য নয়। কাজের বিস্তৃতিতে বেফাকের অধীনেই অঞ্চলভিত্তিক আলাদা শাখার ব্যবস্থা করা যেতে পারে।

27/10/2024

ঢাকায় মহিলাদের জন্য আরবী ও বাংলা-গণিত-ইংরেজীসহ নূরানী মু‘আল্লিমা এবং সহীহভাবে কুরআন শিক্ষার নূরানী ক্বারিয়ানা ট্রেনিং
01715-039399

27/10/2024

বাংলাদেশের সকল কওমী মাদরাসা অভিন্ন সিলেবাসে একটি বোর্ডের মাতাহাতে হলে সবচেয়ে ভালো হয়। তাহলে কল্যাণের পথে একসাথে থাকা সহজ হয়।

জাতীয় মসজিদে বাইতুল মুকাররমেগত ২৫ অক্টোবর শুক্রবার প্রথম জুমু‘আয়হযরত মাওলানা আবদুল মালেক দা. বা.-এরজুমু‘আর খুৎবাহপূর্ব ব...
27/10/2024

জাতীয় মসজিদে বাইতুল মুকাররমে
গত ২৫ অক্টোবর শুক্রবার প্রথম জুমু‘আয়
হযরত মাওলানা আবদুল মালেক দা. বা.-এর
জুমু‘আর খুৎবাহপূর্ব বয়ান ....

27/10/2024

রাজনীতিকে যারা ‘ইনকামের হাতিয়ার’ মনে করবেন, তারা ফ্যাসিবাদের করাল থেকে কিছুতেই বের হতে পারবেন না।

আর যারা রাজনীতিকে ‘জন সেবা’ মনে করবেন, তারা ফ্যাসিবাদকে কিছুতেই প্রশ্রয় দিতে পারবেন না।

27/10/2024

যখন কোন বোর্ড ছিলো না, তখন প্রত্যেকটি কওমী মাদরাসা এক-একটি বোর্ড ছিলো। সে সময় লেখাপড়ার মান অনেক উন্নত ছিলো। মূল কিতাব পড়ে উত্তর দেয়া লাগতো। তখন পড়ার জন্য পরীক্ষা ছিলো। পরীক্ষার জন্য পড়া নয়। তাই বাংলা সাজেশনের বালাই ছিলো না।

কিন্তু এখন সম্মিলিত বোর্ড হয়ে লেখাপড়া পরীক্ষাকেন্দ্রিক হয়ে গিয়েছে। এখন পরীক্ষার জন্য পড়া হয়। তাই পড়াশোনা বাংলা সাজেশনের প্রশ্নোত্তরে মিলিয়ে গেলো!!

এ অবস্থায় একক বোর্ড ও আঞ্চলিক বোর্ডের মাঝে
কোন তফাত আছে কি?

26/10/2024

হিন্দুরা নাকি এদেশে ইসলামী হুকুমত কায়েম করবেন? এ জন্য নাকি “ইসলামী জামাতে হিন্দু পরিষদ” গঠিত হচ্ছে?!

ইসলামী হুকুমত কায়েম করে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? অবশ্য তখন নাকি তাদেরকে আর ইসলামী রাষ্ট্রের মধ্যে “যিম্মী” নামে থাকতে হবে না? কারণ, তারা নাকি তখন ইসলামী রাষ্ট্র কায়েমের সমান অংশীদার গণ্য হবেন?

26/10/2024

অস্ত্র যুদ্ধে বিশ্ব এখনও শীর্ষ স্থানে যেতে পারেনি। ..
অন্যথায় ইরানে হামলা করতে এসে ইজরাঈলের একটি বিমানও ফিরে যেতে পারার কথা নয়...।

23/10/2024

শার্ট-প্যান্ট, টাই ইত্যাদি পরার হুকুম কী?
-----------------------------------------

মুসলমানদের বেশভূষায় স্বাতন্ত্র্য শরীয়তে কাম্য এবং অমুসলিমদের ও ফাসিক-ফাজির দ্বীনবিমুখদের বেশভূষা গ্রহণে ইসলামে নিষেধাজ্ঞা এসেছে। এ সম্পর্কে মূলনীতি বর্ণনা করে হাদীসে বলা হয়েছে--

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন--“যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সামঞ্জস্যতা রাখবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে।”

(সুনানে আবু দাউদ, হাদীস নং ৪০৩১ [সহীহ হাদীস])

এ হাদীসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন--

وَهَذَا الْحَدِيثُ أَقَلُّ أَحْوَالِهِ أَنْ يَقْتَضِيَ تَحْرِيمَ التَّشَبُّهِ بِهِمْ

“এ হাদীসে যা বুঝানো হয়েছে, তাতে কমপক্ষে এতটুকু বুঝা যায় যে, এ হাদীস বিধর্মী অথবা দ্বীনবিমুখদের সাথে বেশভূষায় সামঞ্জস্যতাকে হারাম গণ্য করছে।”

(‘আওনুল মা‘বূদ শরহে আবু দাউদ, ১৪তম খণ্ড, ৬০ ‍পৃষ্ঠা)

সেই সামঞ্জস্যতার ধরন সম্পর্কে ব্যাখ্যা করে শাইখ মোল্লা আলী ক্বারী (রহ.) স্বীয় মিরকাতুল মাফাতীহ শরহে মিশকাতুল মাসাবীহ কিতাবে বলেন--

أَيْ مَنْ شَبَّهَ نَفْسَهُ بِالْكُفَّارِ مَثَلًا مِنَ اللِّبَاسِ وَغَيْرِهِ ، أَوْ بِالْفُسَّاقِ أَوِ الْفُجَّارِ أَوْ بِأَهْلِ التَّصَوُّفِ وَالصُّلَحَاءِ الْأَبْرَارِ ( فَهُوَ مِنْهُمْ ) : أَيْ فِي الْإِثْمِ وَالْخَيْرِ

“এ হাদীসে বর্ণিত সামঞ্জস্যতার অর্থ হলো, যে ব্যক্তি নিজেকে কাফের-বেদ্বীনদের মত বানাবে যেমন, তারা যে লেবাস-পোশাক ইত্যাদি পরে থাকে তা পরিধান করবে অথবা ফাসিক-কুকর্মীদের সাথে বা বদকারদের সাথে সামঞ্জস্যতা গ্রহণ করবে, সে পাপের পথে তাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আর যে সুফী-বুযুর্গানে দ্বীন ও নেককার-পরহেজগারদের মতো বেশ-ভূষা গ্রহণ করবে, সে নেকের পথে তাদের মধ্যে অন্তর্ভুক্ত গণ্য হবে।”

(মিরকাতুল মাফাতীহ শরহে মিশকাতুল মাসাবীহ, ৭ম খণ্ড, ২৭৮২ পৃষ্ঠা)

আল্লামা কুরতুবী (রহ.) এ ব্যাপারে মুসলিম সমাজের অবস্থার হুকুম বর্ণনা করে বলেন--

لَوْ خُصَّ أَهْلُ الْفُسُوقِ وَالْمُجُونِ بِلِبَاسٍ مُنِعَ لُبْسُهُ لِغَيْرِهِمْ؛

“যদি কুকর্মকারী ও দ্বীনবিমুখদের কোন পোশাকের সাথে বিশেষভাবে সংশ্লিষ্টতা হয়, তাহলে অন্যদের জন্য সেই পোশাক পরিধান করা নিষিদ্ধ হবে।”

(আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ১২তম খণ্ড, ১১ পৃষ্ঠা)

অবশ্য উক্ত সামঞ্জস্যতার বিষয়টি শুধু পোশাকের সাথেই সীমাবদ্ধ নয়। বরং এর আওতা সুবিস্তৃত। এ প্রসঙ্গে বিশ্লেষণ করে আল্লামা যাইনুদ্দীন মুহাম্মদ আল-মুনাভী (রহ.) ফাতহুল কাদীর শরহে জামি‘উস সগীর গ্রন্থে হাদীসটির ব্যাখ্যায় বলেন--

أَيْ تَزَيَّا فِي ظَاهِرِهِ بِزِيِّهِمْ، وَفِي تَعَرُّفِهِ بِفِعْلِهِمْ، وَفِي تَخَلُّقِهِ بِخُلُقِهِمْ، وَسَارَ بِسِيرَتِهِمْ وَهَدْيِهِمْ فِي مَلْبَسِهِمْ وَبَعْضِ أَفْعَالِهِمْ

অর্থাৎ যে ব্যক্তি বাহ্যিক শরীরে বেদ্বীন-ধর্মবিমুখদের বেশভূষা গ্রহণ করবে, তাদের কাজের মাধ্যমে নিজের পরিচয় দিবে, তাদের স্বভাব-চরিত্রের দ্বারা নিজেকে গঠন করবে এবং তাদের চালচলন ও লেবাস-পোশাক এবং তাদের কোন কিছু কাজ অবলম্বন করবে, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।”

(ফাতহুল কাদীর শরহে জামি‘উস সগীর, ৬ষ্ঠ খণ্ড, ১০৪ পৃষ্ঠা)

অবশ্য সেই সামঞ্জস্যতার প্রশ্নে পোশাক-পরিচ্ছদের বিষয়টি উক্ত হাদীসের সাথে উল্লেখযোগ্যভাবে সংশ্লিষ্ট। এ জন্যই এ হাদীসটিকে ইমাম আবু দাউদ (রহ.) স্বীয় সুনানে আবু দাউদ হাদীসগ্রন্থে কিতাবুল লিবাস--পোশাক-পরিচ্ছদের অধ্যায়ে বর্ণনা করেছেন।

এ হাদীসের বর্ণনার আলোকে মুসলমানদের জন্য শার্ট-প্যান্ট, টাই ইত্যাদি পোশাক যা সাধারণত ওলী-বুযুর্গগণ পরেন না, বরং পূর্ণ দ্বীনদারী ও পরহেগারী যাদের ভিতরে নেই তারাই পরিধান করে থাকেন, তা পরার নিষেধাজ্ঞা প্রমাণিত হয় এবং পুরুষদের জন্য পাঞ্জাবী,জুব্বা, টুপি ইত্যাদি পোশাক যা দ্বীনদার-বুযুর্গগণ পরে থাকেন তা পরার আবশ্যকতা বুঝা যায়।

এ জন্যই হযরত হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.)-এর বিশিষ্ট খলীফা হযরত মাওলানা হাকিম আবরারুল হক (রহ.) ‘এক মিনিট কা মাদরাসা’ বইয়ে শার্ট-প্যান্ট ইত্যাদি পরাকে কবীরা গুনাহ বলে উল্লেখ করেছেন। তবে জুমহুর উলামা-মাশায়িখ ও মুফতিয়ানে কিরাম শার্ট-প্যান্ট, টাই ইত্যাদি পরাকে নাজায়িয ও মাকরূহে তাহরীমী বলেন।
--মুফতী আবুল হাসান শামসাবাদী

Address

১১/১, পুরানা পল্টন লাইন (এরিস্টো ফার্মার পাশে), ঢাকা-১০০০
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Rahbar24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahbar24.com:

Share