28/07/2025
বিশ্বাসঘাতকতা কখনো হঠাৎ হয় না।
তা ধীরে ধীরে আসে—কথায়, ব্যবহারে, নিঃশব্দে।
সবচেয়ে বড় ধাক্কা তখনই লাগে,
যখন বিশ্বাস ভাঙে সেই মানুষটার দ্বারা,
যার ওপর চোখ বন্ধ করে ভরসা করেছিলাম।
তখন শুধু সম্পর্ক ভাঙে না—
ভেঙে যায় নিজের উপর আস্থা,
ভেঙে যায় ভালো থাকার ইচ্ছেটাও।
একটা সময় আসে যখন মনে হয়,
ভুলটা বিশ্বাস করার নয়,
ভুলটা ছিল মানুষ চিনতে না পারা।
তবু জীবন থেমে থাকে না।
বিশ্বাসঘাতকতা শেখায়—
কাকে ছাড়তে হয়, আর কাকে ধরে রাখতে হয়।