N433M

N433M Social Media Marketing & Management, F-Commerce, BOT, Ads

Founder : BSA - Brothers SMM - ব্রাদার্স এসএমএম

1. brotherssmmagency.com /. xyz
2.

brotherssmm.info

Mail : [email protected]

Since 2020.

স্টারলিঙ্ক সিংগাপুরের পরিবর্তে বাংলাদেশে তাদের রিজিওনাল হাব বানাতে যাচ্ছে। গাজিপুরের কালিয়াকৈর এর অদুরে ৮০ টি এন্টেনা বস...
01/10/2025

স্টারলিঙ্ক সিংগাপুরের পরিবর্তে বাংলাদেশে তাদের রিজিওনাল হাব বানাতে যাচ্ছে। গাজিপুরের কালিয়াকৈর এর অদুরে ৮০ টি এন্টেনা বসানোর পরিকল্পনা করছে তারা। এটা সত্যিকার অর্থে হয়ে গেলে আইটি তে দেশ উন্নতি করবে। বাংলাদেশ অনেক বিশেষ সুবিধার পাশাপাশি দেশিও ডাটা সিকিউরিটি বাড়বে এবং এদেশের অনলাইন ভিত্তিক ব্যাবসাপাতি যেমন এন্টারপ্রাইজ আইটি বিজনেস, হোষ্টিং সার্ভিস, ডেটা সেন্টার, স্যাটালাইট বেজড সার্ভিস, এগুলোর ব্যাপক প্রসার হবে।

রবির নামে পেইজ খুলে রীতিমতো ভেরিফাই করে স্ক্যাম করছে এরা। রবির নজর কোথায়, এদের এগেইন্সটে ব্যাবস্থা নিচ্ছেনা কেনো!https:/...
13/09/2025

রবির নামে পেইজ খুলে রীতিমতো ভেরিফাই করে স্ক্যাম করছে এরা। রবির নজর কোথায়, এদের এগেইন্সটে ব্যাবস্থা নিচ্ছেনা কেনো!

https://www.facebook.com/share/1759xzeVuC/?mibextid=wwXIfr

স্টারলিং: স্বপ্ন বিক্রেতা নাকি প্রতারণার কারিগর?চার মাস আগে যখন স্টারলিং–এর চারটি ইউনিট অর্ডার করলাম, তখন আমার মনে হয়েছি...
28/08/2025

স্টারলিং: স্বপ্ন বিক্রেতা নাকি প্রতারণার কারিগর?

চার মাস আগে যখন স্টারলিং–এর চারটি ইউনিট অর্ডার করলাম, তখন আমার মনে হয়েছিল—“এই বুঝি স্বপ্ন সত্যি হলো!” বিশ্বখ্যাত কোম্পানি, স্যাটেলাইট ইন্টারনেটের নতুন দিগন্ত, আমিও এর অংশ হতে যাচ্ছি। প্রথম দিকে এমনকি একটিমাত্র ইউনিট হাতে পেলাম, তখন মনে হয়েছিল বাকিগুলোও নিশ্চয় আসবে। কিন্তু না, সেই একটি ইউনিট যেন তাদের দায় মেটানোর বাহানা—তারপর থেকে বাকিগুলো নিয়ে নিরবতা।

স্টারলিং এর বিদ্রূপাত্মক ব্যবসায়িক মডেলটা এরকম:
১. অর্ডার নাও, টাকা কেটে নাও।
২. একটি ইউনিট হাতে ধরিয়ে দাও, যেন গ্রাহকের মুখ বন্ধ হয়।
৩. বাকিগুলো ডেলিভারির নামে মানুষকে বছর বছর ঘোরাও।
৪. ফেরত চাইলেও টাকা ফেরত দিও না।
৫. উল্টো গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে নিয়মিত টাকা কাটতে থাকো।

আমি বাধ্য হয়ে শেষ অবধি অর্ডার ক্যানসেল করলাম, কিন্তু টাকা ফেরত তো পেলামই না, বরং তারা আমার ক্রেডিট কার্ডকে তাদের ব্যক্তিগত এটিএম মেশিন ভেবে চালাতে শুরু করলো। শেষমেশ আমাকে কার্ডের লিমিট বন্ধ করতে হলো—যাতে আর “স্টারলিং চাঁদাবাজি” করতে না পারে।

17/08/2025
আপনাদের মনে থাকার কথা, হোলি আর্টিজান ঘটনার পর প্রথম আলো কিভাবে ফারাজকে নায়ক বানানোর চেষ্টা করেছিলো। "ফারাজ চাইলেই নিজের ...
23/07/2025

আপনাদের মনে থাকার কথা, হোলি আর্টিজান ঘটনার পর প্রথম আলো কিভাবে ফারাজকে নায়ক বানানোর চেষ্টা করেছিলো। "ফারাজ চাইলেই নিজের জীবন বাঁচাতে পারতো কিন্তু বন্ধুদের রেখে আসতে চায়নি" এরকম সম্পূর্ণ মিথ্যা একটা গল্প বানিয়েছিলো শীর্ষ সারির এই পত্রিকা। পরিবর্তীতে কোন ধরণের প্রমাণ দিতে না পারলেও- ভুল সংশোধন করেনি তারা।

- গতকাল একই গল্প বানানো হয়েছে তৌকির আহমেদকে নিয়েও। সম্ভবত সাংবাদিক ইলিয়াস প্রথম এই গল্প তৈরী করে। মৃত্য ব্যক্তির সমালোচনা করতে চাই না- কিন্তু এরকম কোন প্রমাণ নাই যে তৌকির আহমেদ চাইলেই বাঁচতে পারতেন কিন্তু তিনি নিরাপদ স্থানে বিমান ল্যান্ড করতে চেয়েছিলেন। তদন্ত করলে হয়তো এই ঘটনায় তৌকির আহমেদের অদক্ষতার পরিচয় পাওয়া যেতে পারে। (আমি দোষারোপ করছি না) আর শতভাগ আত্নবিশ্বাস ছাড়া প্রথমবার তার এরকম সলো ফ্লাই করাও ঠিক হয়নি।

সাংবাদিক ইলিয়াসের কোন লিগেসি নাই। তার কথা বাদ দিলাম। কিন্তু খেয়াল রাখবেন প্রথম আলো গংরা যেন ফারাজের মত নতুন কোন বানোয়াট গল্প তৈরী করতে না পারে। এতবড় হৃদয়বিদারক ঘটনায় আমরা কোন মিথ্যা হিরো দেখতে চাই না।

হিরো যদি কাউকে বলতেই হয়, তাইলে এই ঘটনায় আমাদের একমাত্র হিরো মাহরিন ম্যাম।

তিন-চার বছর আগেও কল্পনাই করিনি, একদিন ChatGPT দিয়ে বিজনেস চালানো শিখবো। আর আজ দেখছি, যারা সময়মতো শিখছে আর এডপ্ট করছে, তা...
10/07/2025

তিন-চার বছর আগেও কল্পনাই করিনি, একদিন ChatGPT দিয়ে বিজনেস চালানো শিখবো। আর আজ দেখছি, যারা সময়মতো শিখছে আর এডপ্ট করছে, তারাই নতুন মার্কেটে রাজত্ব করছে।

অনেকেই আমাকে জিজ্ঞেস করে “ভাই, আমি সার্ভিস সেল করি, এখন নতুন কী শিখলে ভালো হবে?”

আমার উত্তর সোজা, AI Automations শিখুন। কারণ এটিই পরের দশকে সবচেয়ে বড় সুযোগ।
কিন্তু তার মানে এই নয় যে বাকি সার্ভিসগুলোতে কোনো সম্ভাবনা নেই। সবই আছে, শুধু লেগে থাকতে হবে।
👇 যেসব AI–পাওয়ারড সার্ভিস এখনই শেখা শুরু করতে পারেন:

🤖 AI Automation & Voice Agents — সবথেকে রিকমেন্ড থাকবে এটা (প্রুভেন):

✅ n8n, Make, Zapier – বিজনেস অটোমেশন সেটআপ। (ইনভয়েস, ই-মেইল, CRM, মিটিং)
✅ Vapi, Retell AI, Bland AI, Synthflow – ভয়েস এজেন্ট, কাস্টমার কেয়ার বট, ক্লায়েন্ট আউটরিচ 😉।
✅ Learning curve: ৩–৪ সপ্তাহ লাগবে।

✅ সার্ভিস: কাস্টমার সাপোর্ট বট, লিড জেনারেশন এজেন্ট, বিজনেস অটোমেশন, ভয়েস কল বট, faceless YouTube চ্যানেল ম্যানেজমেন্ট, automated ব্লগিং, একসাথে multiple সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট পোস্টিং — আরও অনেক কিছু।
💡 একবার n8n–এর সাইট ঘুরে দেখুন, মাথায় অনেক নতুন আইডিয়া আসবে। এই কাজগুলোর রেট তুলনামূলক বেশি আর কমপিটিশন অনেক কম। ক্লায়েন্টরা এ ধরনের সার্ভিসের জন্য প্রিমিয়াম পে করে থাকে সাধারণত।

🎭 AI Avatar (HeyGen):

✅ Best for প্রফেশনাল avatar
✅ Learning curve: ১–২ দিন
✅ সার্ভিস: ব্র্যান্ড স্পোকসপার্সন ভিডিও, প্রেজেন্টেশন, ট্রেনিং কনটেন্ট এবং আরো কত কিছু!

🎬 AI Animation Video :

✅ Animaker AI, InVideo AI, Runway,
Pika Labs, Krikey AI
✅ Learning curve: ১–২ সপ্তাহ
✅ Services: TikTok/YouTube animation, ব্র্যান্ড storytelling, education ভিডিও

🎥 AI Video Creation

✅ Veo 3 – রিসেন্টলি বেশ পপুলার টুল। বিশেষ করে Ad এর জন্য বেশি ইউজ হচ্ছে।
✅ Kling, Runway Gen-4 – ব্র্যান্ডেড ভিডিও, প্রোডাক্ট ভিডিও, সোশ্যাল মিডিয়া কনটেন্ট
✅ Sora, Luma AI, আরো অনেক টুলস আছে। তবে বিগিনার হলে ফ্রিপিক থেকে ট্রাই করতে পারেন। মোটামুটি প্রায় সব LLM গুলো ফ্রিপিকেই আছে।
✅ Hedra – baby podcast video
✅ Learning curve: ১–২ সপ্তাহ
✅ সার্ভিস: বিজ্ঞাপন ভিডিও, ব্র্যান্ডেড কনটেন্ট, সোশ্যাল মিডিয়া ভিডিও, হাইলাইট রিলস, ইউটিউবে Complete ফেসলেস চ্যানেল রান করা যায়।

📝 Video to Text:

✅ ElevenLabs, VEED io, Maestra, Descript
✅ Learning curve: ১–২ দিন
✅ Services: পডকাস্ট ট্রান্সক্রিপশন, মিটিং নোটস, সাবটাইটেল

🧑‍💻 No-Code AI Apps:

✅ Bubble, FlutterFlow, Lovable – কোডিং ছাড়াই অ্যাপ বানানো যায়, বিশেষ করে Lovable must try.
✅ Learning curve: ২–৩ মাস. Bubble শিখতে হলে আমি কোডিং শেখার পরামর্শ দিবো।
✅ সার্ভিস: বিজনেস অ্যাপ, ই-কমার্স, স্মার্ট ওয়েবসাইট...

🖼️ AI Design – Designers দের সময় এখন:

✅ Leonardo AI, Ideogram, Flux,
Midjourney, DALL-E 3.
✅ Canva থেকে শুরু করে মোটামুটি অনেক গুলো টুল আছে ট্রাই করে দেখতে পারেন। আমি অবশ্য ফ্রিপিক রিকমেন্ড করবো। As always অনেক গুলো মডেল ফ্রিপিকেই আছে।
✅ Learning curve: ১–২ সপ্তাহ
✅ সার্ভিস: সোশ্যাল মিডিয়া ভিজ্যুয়াল, ব্র্যান্ড থাম্বনেইল, UI mockup আর কত কি, এগুলোর শেষ নেই।

🗣️ AI Voice & Audio:

✅ ElevenLabs
✅ Learning curve: ১ দিন
✅ Services: voiceover, podcast, audiobook…

✍️ AI Content Writing & Editing:

✅ ChatGPT, Claude, grok – AI দিয়ে কনটেন্ট তৈরি। রিসেন্টলি অনেকেই Human Ai content editing সার্ভিস দিচ্ছেন।
✅ Learning curve: ১ সপ্তাহ
✅ সার্ভিস: ব্লগ রাইটিং, কপিরাইটিং, SEO কনটেন্ট, কনটেন্ট এডিটিং

🎨 AI Video Editing:

✅ Captions AI, Descript, InVideo AI, Clipchamp
✅ Learning curve: ১–২ সপ্তাহ
✅ সার্ভিস: ইউটিউব এডিটিং, সোশ্যাল মিডিয়া ভিডিও, পডকাস্ট এডিটিং।
ফুল ভিডিও থেকে শর্ট ভিডিও ক্রিয়েট করার জন্য লাস্ট ইয়ার Minvo লাইফটাইম প্ল্যান নিয়েছি, বাট তেমন একটা ইউজ হয় না। মোটামুটি ভালো alternative to opus pro.

💬 AI Chatbots — No-Code!

✅ Voiceflow, Botpress, ManyChat, Zapier Chatbots
✅ Learning curve: ২–৩ সপ্তাহ
✅ Services: কাস্টমার সাপোর্ট বট, সেলস বট

👶 Niche Side Hustles:

✅ বেবি পডকাস্ট থেকে শুরু করে AI agent, automation, ComfyUI workflow (Stable Diffusion) — আরো অনেক সার্ভিস আপনি চাইলে সলো বা এজেন্সি হিসেবে সেল করতে পারবেন।

পোস্ট লিখতে গিয়ে অনেক সার্ভিস আর টুলসের নাম ভুলে গেছি।
যদিও এই পোস্টের ফরম্যাটিং AI দিয়ে করা, কিন্তু সবই আমার শেষ ২–৩ বছরের AI এক্সপেরিয়েন্স আর রিসার্চ থেকে শেখা।
✍️ সুতরাং কপি করলে ক্রেডিট দিতে ভুলবেন না।

দিনশেষে কথা একটাই, পিছনে পড়লে চলবে না।
who can build faster with AI wins.

AI ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার মূল মন্ত্র হলো ধৈর্য + ধারাবাহিক শেখা + সঠিক সময়ে সঠিক সার্ভিস। একসাথে সব কিছু শিখতে যাবেন না। একটি সার্ভিস মাস্টার করে তারপর পরবর্তী লেভেলে যান।

নিজের স্কিলের সাথে AI মিক্স করুন। নতুন সার্ভিস শিখুন। সেল করুন। যারা শিখছে আর এডপ্ট করছে, তারাই জিতছে।

যদি ডিটেইলস জানতে চান বা শুরু করতে সাহায্য লাগে, কমেন্ট করুন বা ইনবক্স করুন। ইনশাআল্লাহ যতটা পারি গাইড করবো।
💡 ইউটিউবে হাজার হাজার ফ্রি টিউটোরিয়াল আছে। সেগুলো দিয়েই শুরু করুন। আলাদা করে কোর্স কিনতে হবে না।

২০২৫ সালে Facebook Ads স্কেল করার ৬টি রিয়েল স্ট্র্যাটেজি ছোট বাজেটে শুরু করে বড় রেজাল্ট তুলতে চান?স্কেল করতে হলে আন্দাজ ...
04/07/2025

২০২৫ সালে Facebook Ads স্কেল করার ৬টি রিয়েল স্ট্র্যাটেজি

ছোট বাজেটে শুরু করে বড় রেজাল্ট তুলতে চান?

স্কেল করতে হলে আন্দাজ নয় — লাগবে রিফাইনড স্ট্র্যাটেজি + ডাটা ভিত্তিক ডিসিশন।

-Winning Ad Set Copy + High Budget Scaling

যেই অ্যাডসেট প্রমাণিতভাবে রেজাল্ট দিচ্ছে, শুধু সেটার বাজেট বাড়ান।

নতুন কিছু আবিষ্কার করতে হবে না, ডাটা যা বলছে, সেটাতেই ইনভেস্ট করুন।

-Never Edit Winning Ads – Let It Learn!

ভালো চলছে এমন এডে ঘনঘন পরিবর্তন করবেন না।

এডিট মানেই লার্নিং রিসেট — যার ফলে রেজাল্ট কমে যায়।

চলার পথে শেখার সুযোগ দিন।

-Same Copy + New Creative Testing

এক্স্যাক্ট সেই Winning Copy রেখে নতুন ভিডিও/ইমেজ টেস্ট করুন।

Audience আগের মতোই থাকুক, Creative পাল্টে দেখুন কাকে তারা বেশি রেসপন্স দেয়।

-Audience Split Test = Better Decision

এক কনটেন্ট ব্যবহার করে আলাদা Ad Set-এ আলাদা অডিয়েন্স টেস্ট করুন।

কে কম খরচে কনভার্ট করে, সেটা বের করাই স্মার্ট মার্কেটিং।

-Lookalike 1% + Fresh Creative = Scale Secret

আগের কনভার্টেড ইউজারদের মতো নতুন অডিয়েন্স ধরুন —

Lookalike 1% দিয়ে এবং নতুন Creative বসিয়ে টেস্ট চালান।

-Retargeting Budget Must Be Strategic

Main Budget যদি $1000 হয়, তাহলে Retargeting এর জন্য রাখুন $150–$200।

যারা অ্যাড দেখেছে কিন্তু action নেয়নি —

তাদের জন্য নতুন করে CTA সহ ভিন্ন কপি ও কনটেন্ট দিন।

"অ্যাডভান্স স্কেলিং = ডাটা + ডিসিপ্লিন + ক্রিয়েটিভ ইনোভেশন"

আগে যেটা কাজ করেছে, সেটা ফেলে নতুন খোঁজা নয় —

স্মার্টলি আপগ্রেড করুন, বারবার টেস্ট করুন

৬৯ মিলিয়ন ডলারের NFT, আজ মূল্য মাত্র ১০০ ডলারেরও কম! 💸💥এই ছবির নাম Everydays: The First 5000 Days এবং এটি তৈরি করেছেন এ...
01/07/2025

৬৯ মিলিয়ন ডলারের NFT, আজ মূল্য মাত্র ১০০ ডলারেরও কম! 💸💥

এই ছবির নাম Everydays: The First 5000 Days এবং এটি তৈরি করেছেন একজন ডিজিটাল শিল্পী Beeple (আসল নাম: মাইক উইঙ্কেলম্যান)। ২০২১ সালের মার্চ মাসে এটি Christie’s নিলামে বিক্রি হয় ৬৯ মিলিয়ন ডলারে, যা একে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ডিজিটাল আর্ট হিসেবে গড়ে তোলে এবং NFT জগতের জন্য এক বিশাল মুহূর্ত ছিল।

এই আর্টওয়ার্কটি ৫,০০০টি ছবির একটি কোলাজ, যা Beeple টানা ১৩ বছর প্রতিদিন একটি করে ছবি এঁকে তৈরি করেছেন। এই বিক্রয়টি ঘটেছিল NFT ট্রেন্ডের চূড়ান্ত সময়ে, যখন উন্মাদনা, জল্পনা-কল্পনা এবং শক্তিশালী ক্রিপ্টো বাজার মূল্য বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন, এই NFT-র মূল্য মারাত্মকভাবে কমে গেছে — সাম্প্রতিক অনুমান অনুযায়ী, এর মূল্য ১০০ ডলারেরও কম।

তাহলে NFT বাজারে আসলে কী ভুল ছিল? আমার মতে, এই বাজারটি গড়ে উঠেছিল প্রয়োজন বা ব্যবহারিকতার উপর নয়, বরং লোভের উপর। লোভের বসে NFTতে বিনিয়োগ করে বহু মানুষ এখন পথে বসে গেছে।

বিঃদ্রঃ যাদের NFT নিয়ে এখনো ক্লিয়ার আইডিয়া নেই, তারা প্রথম কমেন্ট চেক করুন।

BSA.

আজকের প্রথম আলোর নিউজে দেখলাম- পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তা এক কোটি টাকা প্রতারিত হয়েছেন- অনলাইনে বিনিয়োগ করে বা তার ...
22/06/2025

আজকের প্রথম আলোর নিউজে দেখলাম- পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তা এক কোটি টাকা প্রতারিত হয়েছেন- অনলাইনে বিনিয়োগ করে বা তার ভাষায় ফ্রিল্যান্সিং করে । যদি এমন হত সেই ব্যাক্তি অশিক্ষিত তাহলে এটা নিয়ে কিছু বলার ছিল না । কিন্তু সে উচ্চ শিক্ষিত, বুদ্ধিমান এবং দুনিয়াদারী সম্পর্কে খুব ভাল বুঝে । তাহলে তার মত মানুষ কিভাবে প্রতারিত হল ।

আসল বিষয়টি হল সে লোভী । একটি কোম্পানী তাকে হোয়াটস এপে প্রস্তাব দিল সে জাষ্ট একটি চ্যানেল সাবসক্রাই করে দিলেই ১৫০ টাকা পাবে । সে করে দিল এবং বিকাশে ১৫০ টাকা পেল । পরদিন আরো দুইটি লিংক দিল সে ক্লিক করে সাবসক্রাইব করে দিল এবং বিকাশে ৩০০ টাকা পেল । সে তো খুব খুশি তারপর একহাজার, দুই হাজার ও তিন হাজার টাকা বিকাশে পেল । সে মনে মনে চিন্তা করল ফ্রিল্যান্সিং এক সহজ আর এত মজা ! জাষ্ট কয়েকটি ক্লিক কর আর হাজার হাজার টাকা গুণ ।

তারপর শুরু হয় আসল খেলা, ঐ কোম্পানী যখন দেখল যে বলদ টোপ গিলেছে তখন তাকে ইনভেষ্ট করার অফার করল । এক হাজার টাকা ইনভেষ্ট করলে পরেরদিন দুই হাজার টাকা ফেরত পাবে । সে এক দিল দুই পেল, দুই দিল ৪ পেল, পাঁচ দিল দশ পেল, এর পরতো তার মাথা খারাপ হয়ে গেল । এত লাভ এত লাভ ।

তখন সে তার আত্নীয় স্বজন থেকে ধার নিল, নিজের ব্যাংক থেকে লোন নিল সবকিছু মিলে এক কোটি টাকা যোগাড় করে কোম্পানীকে দিল । তারপর যা হওয়ার তাই হল ।

এখন নাকি পুলিশ খুব গুরুত্বসহকারে তাকে তার কেইস নিয়ে রাত দিন কাজ করছে । কিন্তু পুলিশের উচিত ছিল এই ব্যাটাকে শিমুলের ডালে উল্টো করে বেঁধে রাখা । তার লোভের কারণে পুলিশকে কষ্ট করতে হচ্ছে, সাংবাদিকদের লিখতে হচ্ছে এবং আমাদেরকে কষ্ট করে পড়তে হচ্ছে ।

সে চলার পথে কেউ যদি তার কাছ থেকে টাকা ছিনতাই করত বা ডাকাতি করত তাহলে সে অবশ্যই সহানুভুতি পাওয়ার যোগ্য কারণ সে ভিকটিম, তার কোন দোষ নাই । কিন্তু এখানে তার আগে শাস্তি হওয়া দরকার তারপর প্রতারকদের শাস্তি ।

এখনো অনেক মানুষ মনে করে ফ্রিল্যান্সিং মানে জাষ্ট ক্লিক করে ইনকাম বা ইনভেষ্ট করে ইনকাম । ইনভেষ্ট করে যদি কয়েকদিনে ডাবল টাকা পাওয়া যেত তাহলে তো ব্যাংক ও অন্যান্য ইনভেষ্টররা সবকিছু বাদ দিয়ে তাদের সেই চিটিং কোম্পানীতে হাজার হাজার কোটি টাকা ইনভেষ্ট করত । আসলে দুনিয়ার কোথাও সেই রকম সুযোগ নেই ।

ফ্রিল্যান্সিং শুরু করার আগে বা পরে কোথাও কোন ইনভেষ্ট করতে হয় না, এক পয়সাও না । এখানে আপনাকে দীর্ঘ সময় নিয়ে কাজ শিখতে হবে তারপর আপনি কাজের জন্য এপ্লাই করবেন । খুব ভালভাবে কাজ না শিখে ফ্রিল্যান্সিং শুরু করা যায় না আবার ফ্রিল্যান্সিং করে রাতারাতি কোটিপতি হওয়া যায় না । দরকার দীর্ঘ সাধনা ।

21/06/2025

৩০ হাজার টাকা বেতনের একটা চাকরি জুটিয়েই বিয়ে করে ফেলবো। এরপর ৩৫ হাজার টাকার ভাড়া বাসায় উঠবো, শালীসহ। ইন্টারপাশ শালীটাকে ভর্তি করাবো নর্থ সাউথে।

ছেলেটাকে দিয়ে দিবো পশ ইংলিশ মিডিয়াম স্কুলে। ক্লাস ওয়ানেই যার মাসিক বেতন ১৭ হাজার টাকা। ওর স্কুলে যাতায়াতের জন্য একটা টয়োটা প্রিমিও কিনে দিবো, সাথে থাকবে পার্মানেন্ট ড্রাইভার।

বউ, ছেলে আর শালীকে নিয়ে উইকেন্ডে ফাইভ স্টারে যাবো ব্যুফে খেতে, কলিগসহ। বেতনের টাকায় পোষাচ্ছে না মর্মে সবাই মিলে হা হুতাশ করবো। এরমধ্যেই শালীটা আবদার ধরবে আইফোনের লেটেস্ট ভার্সনটার জন্য।

ছেলেটা ক্লাস ফাইভে উঠতে উঠতে আমি প্রমোশন পেয়ে যাবো, বেতন হবে ঝাড়া ৪৫ হাজার। এবার ছেলের স্কুলে যাওয়ার জন্য কিনে দিবো Lexus IS250, ৪৩ লাখ টাকা দাম। ওর বন্ধুরা অডিতে করে স্কুলে আসে, লেক্সাসে না চড়লে ওর মান সম্মান থাকে না আসলে। জন্মদিনে আমার বাবাটাকে গিফট দিবো একটা আইফোন।

ততদিনে শালীটা পাশ করে মডেলিং এর নামে ফাত্রামি করে বেড়াবে। ওটাকে বিয়ে দিয়ে দিবো আমার মত ৩০ হাজার টাকা বেতনে ঢোকা কোন ছোকরার কাছে। বিয়েতে খরচা হবে আড়াই কোটি টাকা।

ছেলেটা ক্লাস এইটে উঠলে ওকে একটা ইয়ামাহা R15 V4 কিনে দিবো। এই বয়সে গার্লফ্রেন্ড হবে, এদিক সেদিক ঘুরতে যেতে মন চাবে। শখ আহ্লাদ বলে তো কিছু জিনিস আছে, নাকি??

ছেলেটার ও লেভেল পাশ করার খুশীতে ওকে একটা ফ্ল্যাট কিনে দিবো, গুলশানে। ততদিনে আরেকটা প্রমোশনে আমার বেতন ৫৫ হাজার। দুই কোটি টাকার একটা ফ্ল্যাট তো ও ডিজার্ভ করে। ছেলের বয়স হচ্ছে, গার্লফ্রেন্ড বা বন্ধুবান্ধব নিয়ে আসার জন্য, মাঝেমধ্যে পার্টি দেয়ার জন্য একটা পার্সোনাল প্লেস তো লাগে!! আমার দুই নয়নের মণিটার জন্য সব থাকা দরকার।

বাবাটা এ লেভেল পাশ করে ফেলবে চিল করতে করতেই। সেই খুশীতে একটা অডি কিনে দিয়ে জানতে চাইবো ও কোথায় পড়তে চায়। আমেরিকা কানাডার সেরা সব ইউনিভার্সিটির মধ্যে যেটা ও পছন্দ করবে, ভর্তি করিয়ে দিবো। কয় টাকা আর লাগবে?? ৬০ হাজার বেতন পাই, আমার কি টাকার অভাব??

মাঝেমধ্যে ছেলেকে দেখতে কানাডা যাবো, দেশ থেকে অনেক উপহার নিয়ে যাবো। ততদিনে আমার লাস্ট প্রমোশন ডান। কানাডার সাসকেচুয়ানে বরফের মধ্যে বাপ ছেলে ওভারকোট পরে জড়াজড়ি করে হাসিমুখে ছবি তুলবো। বাবা দিবসে ছেলে ইন্সটাগ্রামে আমার ছবি আপলোড দিয়ে ক্যাপশন দিবে, "বেস্ট ড্যাড ইন দ্যা ওয়ার্ল্ড!!"

যেদিন ছা-পোষা চাকরিটা থেকে অবসরে যাবো, ফেয়ারওয়েল প্রোগ্রামে এটেন্ড করার জন্য কানাডা থেকে আমার বাবুটা আসবে। হলভর্তি লোকের সামনে দাঁড়িয়ে আর্দ্র গলায় বলবে, "পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটা খারাপ বাবাও নেই। আই লাভ মাই ড্যাড, হি ইজ মাই হিরো!!"

সফল বাবা হওয়ার সুখে আমার চোখের কোণ বেয়ে গড়িয়ে নামবে অশ্রু। এ অশ্রু সুখের, এ অশ্রু সার্থকতার, এ অশ্রু আনন্দের!!

ওটাই হবে বাবা দিবসে আমার শ্রেষ্ঠ উপহার!!

✍️Hazat Sabbir

21/06/2025

উঠতি এক কনটেন্ট ক্রিয়েটর আক্ষেপ করে পোস্ট দিয়েছে ২ মিলিয়ন ভিউ হওয়ার ফেসবুক রিল থেকে তার ইনকাম ২০০ টাকার মতন।

আসেন একটু গভীরভাবে ভাবি। এই ২ মিলিয়ন রিল যারা দেখেছে তারা ফেসবুকের এডও দেখেছে। আপনি এড ছাড়া রিল দেখবেন তা তো হবে না। ২ মিলিয়ন মানুষের মধ্যে ৯০% মানুষও যদি এড দেখে তাহলে হিউজ এমাউন্টের মানুষ এড দেখেছে। ফেসবুকের এডের ৯০% ই দেখবেন ফেক গেমস, জুয়া, ভালগার কনটেন্ট, বেপর্দা।

এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। মাত্র ২০০ টাকা ইনকাম করে আপনি কত কত পাপের ভাগী হয়ে গেলেন বুঝতেই পারছেন না। ধরেন একটা এড দেখানোর কারনে ১০ টা গুনাহ হয়। তাহলে আপনি মাত্র ২০০ টাকা দিয়ে ২০ মিলিয়ন গুনাহ কামাই করে ফেললেন যেটা বুঝতেই পারছেন না আপনি। ভাইরে ভাই, একবার শুধু হিসাব করে দেখেন।

আবার ধরেন এই ১ মিলিয়ন অডিয়েন্সের ০.০০১% মানে ১০ জন জুয়ার এড দেখে প্রলোভিত হয়ে নিঃস হয়ে গেল, তাদের সুখের সংসারে দুঃখ চলে আসলো। মানে ২০০ টাকার জন্য ১০ টা পরিবার আপনি ধ্বংস করার জন্য সাহায্য করলেন। কনসিকুয়েন্সেস যে কত বড় ও ভয়াবহ হতে পারে সেটা আপনি হিসাবই করছেন না।
ভাই, ২০০ টাকা কামাই করার জন্য ভিক্ষা করেন, সেটা হালাল হতে পারে কিন্তু এভাবে ইনকাম, কখনোই হালাল না বরং আপনি অনেক বেশি পাপ কামাই করে ফেলছেন।

যারা ফেসবুকে রিলস দেখে সময় কাটান তারাও কিন্তু পরোক্ষভাবে এগুলার জন্য সহযোগিতা করছেন, মনে রাইখেন। আসুন আমরা সতর্ক হই। আপনার লিস্টের লোকজনকে সতর্ক করার জন্য এই স্ট্যাটাসটাকে শেয়ার করেন অথবা কপি করে আপনার প্রোফাইলে দিতে পারেন। অথবা এড়িয়ে যান। দেখেন, যেটা ভালো মনে করেন।

BSA

12/06/2025

Loading Speed (লোডিং স্পিড) মানে হলো একটি ওয়েবসাইট বা ওয়েবপেজ কত দ্রুত ব্যবহারকারীর ব্রাউজারে পুরোপুরি লোড হয়।

---

🕒 Loading Speed বলতে মূলত বোঝায়:

একটি ওয়েবপেজ যখন কেউ ক্লিক করে, তখন থেকে শুরু করে সেই পেজের সব কন্টেন্ট (টেক্সট, ছবি, CSS, JS) ব্রাউজারে পুরোপুরি দেখা যাচ্ছে – এই পুরো সময়টাই লোডিং স্পিড।

---

📉 ধীর লোডিং স্পিডের সমস্যা:

1. ❌ ভিজিটর চলে যায় (Bounce rate বাড়ে)

2. ❌ Conversion কমে যায়

3. ❌ Google Ranking খারাপ হয় (SEO-তে প্রভাব ফেলে)

4. ❌ User Experience খারাপ হয়

---

✅ দ্রুত Loading Speed-এর উপকারিতা:

1. 🚀 ভালো User Experience

2. 🔝 ভালো SEO Ranking

3. 💰 বেশি Conversion ও Sales

4. 📈 কম Bounce Rate

চাইলে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিন, আমি আপনার পেজের লোডিং স্পিড বিশ্লেষণ করে বিস্তারিত পরামর্শ দিতে পারি। ✅

Address

We Don’t
Dhaka

Website

http://brotherssmm.info/, http://brotherssmmagency.xyz/

Alerts

Be the first to know and let us send you an email when N433M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share