
08/07/2025
নির্মান কাজ এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় ক্যাটামেরান জাহাজ এম ভি গ্রীন লাইন-৪'র!
▪️২৩০ ফুটের এই ক্যাটামেরান জাহাজটি ৪ তলা বিশিষ্ট,৪ তলায় হবে মাস্টার ব্রিজ।জাহাজটির প্রস্থ প্রায় ৫০ ফুট।
▪️প্রোপালশন সিস্টেমে রয়েছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ফ্রান্সের Baudouin ইঞ্জিন যার একেকটির হর্স পাওয়ার ২৭০০ এবং rpm সর্বোচ্চ ১৮০০ সেইসাথে ইঞ্জিনের সিলিন্ডার সংখ্যা ১২ টি (V-Type)।
▪️জাহাজটি সম্পূর্ণ IR ক্লাস মেনেই তৈরি হচ্ছে যেহেতু জাহাজটি সমুদ্রে চলাচল করবে যাত্রীদের নিয়ে।
▪️নেদারল্যান্ডসের বিশ্বখ্যাত Thrust Leader মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে এম ভি গ্রীন লাইন-৪ জাহাজের প্রোপালশন সিস্টেমের ইকুইপমেন্ট গুলো আনা হবে এবং সংযোজন করা হবে।
▪️পুরো জাহাজের আসন ব্যবস্থায় থাকবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিজনেস ক্লাস চেয়ার, VIP কেবিন, VIP লাউঞ্জ। সমুদ্র উপভোগের জন্যে থাকবে সুবিশাল ওপেন ডেক স্পেস।
✅ইতোমধ্যেই ভিতরে জানালা,দরজা বসানোর কাজ চলছে,রংয়ের কাজও শুরু হয়েছে। প্রোপালশন সিস্টেমের ইকুইপমেন্ট গুলো আসলেই সেগুলো প্রতিস্থাপন করে জাহাজটিকে ভাসানোর কার্যক্রম শুরু হবে।