Noor Mohammad

Noor Mohammad Zulfiqar Sufi Town
অলি আউলিয়াদের বাণী আমাদের জ্ঞান বৃদ্ধির প্রবেশ পথ।
(1)

ইসলামকে দামান মে বছ ইছকি ছেওয়া কেয়া হে, ইক জরবে ইয়াদুল্লাহি ইক সিজদা-য়ে-শাব্বিরী -ইকবালঅর্থ : মাওলা আলীর তরবারির আঘা...
04/08/2025

ইসলামকে দামান মে বছ ইছকি ছেওয়া কেয়া হে, ইক জরবে ইয়াদুল্লাহি ইক সিজদা-য়ে-শাব্বিরী
-ইকবাল
অর্থ : মাওলা আলীর তরবারির আঘাত এবং ইমাম হােসাইনের সিজদা।
ব্যতীত ইসলামের ভাণ্ডে আর কি বা আছে?

রাসুলুল্লাহ ﷺ যখন ইসলাম প্রচারের জন্য কুরাইশদের প্রথমবার নিজ পরিবারের মধ্যে আহ্বান জানালেন (সূরা আশ-শু'আরা: ২৬:২১৪— "আপন...
13/07/2025

রাসুলুল্লাহ ﷺ যখন ইসলাম প্রচারের জন্য কুরাইশদের প্রথমবার নিজ পরিবারের মধ্যে আহ্বান জানালেন (সূরা আশ-শু'আরা: ২৬:২১৪— "আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন"), তখন তিনি এক ভোজের আয়োজন করে বলেছিলেন:

> "তোমাদের মধ্যে কে আমার সাহায্য করবে যাতে সে আমার ভাই, আমার উত্তরসূরি এবং আমার স্থলাভিষিক্ত হয়?"

তিনবার প্রশ্ন করায়, প্রত্যেকবার হযরত আলী (আঃ) উত্তর দিয়েছিলেন:

> "আমি হই, হে আল্লাহর রাসূল!"
তখন রাসুলুল্লাহ ﷺ বলেছিলেন:
"এই আলী তোমাদের মাঝে আমার ভাই, আমার উত্তরসূরি ও খলীফা। তোমরা এর কথা শুন এবং মান্য কর।"

---📚 রেফারেন্স (সূত্র):

1. ইবনে ইসহাক – সীরাতু রাসুলুল্লাহ (প্রাচীনতম সিরাত গ্রন্থ)
2. তাবারী – তারিখ উর-রুসুল ওয়াল মুলুক (Volume 2, p. 319, English translation)
3. ইবনে আবিল হাদীদ – শারহু নাহজুল বালাগা (Volume 13, p. 210)
4. আল-হাকিম আন-নিশাপুরি – Mustadrak al-Hakim, হাদিসটি তিনি সহীহ হিসাবে উল্লেখ করেছেন।

হযরত মুসা(আঃ) একদিন সফররত অবস্থায় তার প্রতিনিধি ইউশা বিন নুন(আঃ) এর সাথে কারবালার জমিনে পৌছালেন,হযরত মুসা (আঃ) এর জুতার ...
03/07/2025

হযরত মুসা(আঃ) একদিন সফররত অবস্থায় তার প্রতিনিধি ইউশা বিন নুন(আঃ) এর সাথে কারবালার জমিনে পৌছালেন,
হযরত মুসা (আঃ) এর জুতার বাধ খুলে গেল এবং খালি পা হাটাতে তার পায়ে কাটা বিধে রক্ত ঝড়তে লাগলো -
তিনি আল্লাহর কাছে দু'হাত তুলে বললেন,
"হে আল্লাহ! আমি এমন কোন ভুল করে ফেললাম যার কারনে এমন হচ্ছে?"
অতঃপর আল্লাহ ওহী নাজিল করে বলেছেন,
"এখানে আমার সম্মানিত ব্যক্তির রক্ত ঝড়বে তাই আমি(আল্লাহ) চাইলাম যে, তুমি(মুসা)ও তার মুসিবতের সাথে অংশীদার(শরিক) হয়ে যাও ।

সূত্রঃ
(বিহারুল আনোয়ার, খন্ড-০১, পৃষ্ঠা ৮৪) ।

কারো নিন্দা বা সমালোচনার ভয়ে কি হোসাইনী প্রেম ভুলে যাবো? দাড়ি টুপি পাগরী নামাজ রোজাসহ সকল ইবাদত বিফল যাবে হোসাইন প্রেম ব...
29/06/2025

কারো নিন্দা বা সমালোচনার ভয়ে কি হোসাইনী প্রেম ভুলে যাবো? দাড়ি টুপি পাগরী নামাজ রোজাসহ সকল ইবাদত বিফল যাবে হোসাইন প্রেম বিহনে। তাই হোসাইনী প্রেমের নিদর্শন জারী রাখতে সকল অপবাদ তিরষ্কার লান্চনা সইতে আমি/আমরা প্রস্তুত। ওমাইয়া আব্বাসীয় ইয়াজিদি দোষররা কারবালার বর্বরোচিত ঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করেছিল বর্তমানেও তা অব্যাহত আছে। কিন্তু আল্লাহ পাঁক কিছু হোসাইনী পাগল প্রেমিক দ্বারা সত্য প্রকাশ করে দেয়ার কারনেই যত জালা,,,,
আমি আপনী হোসাইনকে ভুলে গেলেও আল্লাহ পাঁক ঠিকই জিকরে হোসাইন জারী রাখবেন হাওজে কাউসারে মিলিত হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ আমাদের গোলামে হোসাইন হিসাবে কবুল করুন।।।

Saiyed Shahbazi

ইজরাইলবিরোধী শ্লোগান দেয়ায় ১৯৮৭ সালে চার শতাধিক ইরানী হাজীকে গুলি করে হত্যা করে সৌদি সরকার। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব হবার...
27/06/2025

ইজরাইলবিরোধী শ্লোগান দেয়ায় ১৯৮৭ সালে চার শতাধিক ইরানী হাজীকে গুলি করে হত্যা করে সৌদি সরকার। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব হবার পর থেকে আল কুদস ও ফিলিস্তিনের মুক্তির জন্য ইরানীরা অনবরত শাহাদাতের নজরানা দিয়েই যাচ্ছে, যা এই ২০২৫ সালেও জারি আছে, যা আপনারা দেখলেন ১২ দিনের যুদ্ধে।

আমরা শিয়া-সুন্নি বিভাজন করি না, কিন্তু বিভাজনকারীদের প্রশ্ন করি: ২০০ কোটি মুসলমানের মধ্যে সাড়ে ৮ কোটি ইরানী যা করেছে, বাকি ১৯২ কোটি মুসলমান কী করেছে? কী করতেছে? নিন্দাবাক্য উচ্চারণ আর "শিয়া কাফের" জিকির ছাড়া?

১৯৮৭ সালে ইজরাইল ধ্বংস হোক শ্লোগান দিয়ে শহীদ হলেন যারা, তাঁদের শাহাদাতের পথ বেয়েই আজ বিশ্বব্যাপী ধ্বনিত হচ্ছে: ইজরাইল ধ্বংস হোক!

সুলতান এ বাংলা হযরত শাহ জালাল মজররদ ইয়ামনী (রহঃ) ৭০৬ তম পবিত্র উরুশ মোবারক ২০২৫😇
17/06/2025

সুলতান এ বাংলা হযরত শাহ জালাল মজররদ ইয়ামনী (রহঃ) ৭০৬ তম পবিত্র উরুশ মোবারক ২০২৫😇

15/06/2025

Tere Sakle Main Hu Aur Meri Jan Tu Hain || Munna Qawwal ||

Noor Mohammad
ইলমে তাসাউফ علمي تصوف
Zulfiqar Sufi Town ❣️🕊️

দুনিয়া কি কোই মায়ূসী মুঝে ঝুকা নেহি সকতী,যমীন কা কোই পিঞ্জরা মুঝে কয়েদ নেহি কর সকতা।আগার চারোঁ তরফ অন্ধেরা ছা জায়ে,তো ই...
11/06/2025

দুনিয়া কি কোই মায়ূসী মুঝে ঝুকা নেহি সকতী,
যমীন কা কোই পিঞ্জরা মুঝে কয়েদ নেহি কর সকতা।
আগার চারোঁ তরফ অন্ধেরা ছা জায়ে,
তো ইয়াদ রাখো—
মেরে দিল মে জলনে ওয়ালী মহব্বত কি আগ
মেরি রাহ কো রওশন করেগী।

আগার তুমহারা পীর সূরাজ হ্যাঁয়, তো মেরা পীর চিরাগ হ্যাঁয়।
আগার তুম চান্দ হো, তো ম্যাঁ এক দিয়া হুঁ।
বাস ইতনা ইয়াদ রাখো…
চান্দ কি আপনী কোই রোশনী নেহি হোতী,
লেকিন এক চিরাগ সে লাখোঁ কোটি দিয়ে জল সাকতে হ্যাঁয়।

বাস তুম পীর হো, মে নকার হু।
এক বাত শুনলো আচ্ছি তারা, "আগ কা পরিন্দা কো পিঞ্জরে মে কয়েদ নেহি কর সকতা।"

লেখক:- ✍️নূর মোহাম্মদ (শুভ)
Noor Mohammad

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সম্প্রতি হযরত শাহ জালাল মুজাররদ ইয়ামনী (রহঃ)-এর ৭০৬তম পবিত্র উরুশ মোবারক উপলক্ষে আটরশি ...
03/06/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সম্প্রতি হযরত শাহ জালাল মুজাররদ ইয়ামনী (রহঃ)-এর ৭০৬তম পবিত্র উরুশ মোবারক উপলক্ষে আটরশি দরবার কর্তৃক প্রচারিত ২টি জনবাণীভিত্তিক সংবাদ নজরে আসে। একটিতে তাঁকে বলা হয়েছে “সুলতানে সিলেট”, অপরটিতে “সাধক” হিসেবে উপস্থাপন করা হয়েছে।

প্রথমত, এই বক্তব্যগুলি মারাত্মক বিভ্রান্তিকর। হযরত শাহ জালাল (রহঃ) শুধু সিলেটের নন—তিনি সমগ্র বাংলার আধ্যাত্মিক জগতের সুলতান। তিনি সাধক নন, বরং তিনি জামানার ইমাম, মুজাদ্দেদ ছিলেন এবং আল্লাহ রাসুলের মনোনীত এক মহান ওলী। তাঁর পরিচয় ক্ষুদ্র করে উপস্থাপন করা কেবল তথ্যগত ভুলই নয়, বরং এটি তাঁর মর্যাদাহানির শামিল।

যদি কেউ সত্যিই তাঁর বিষয়ে জানেন না, তবে দয়া করে সংবাদ বা বাণী প্রচারের আগে তাঁর জীবন, কর্ম ও আত্মিক অবস্থান সম্পর্কে জেনে নিন। ভুল তথ্য প্রচার করলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং একজন মহান অলির প্রকৃত মর্তবা সম্পর্কে অজ্ঞই রয়ে যায়।

আটরশি দরবারের প্রতি আমাদের সম্মান রয়েছে, তবে এ বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য বা সংশোধনী এখনো শোনা যায়নি।

মনে রাখতে হবে, হযরত শাহ জালাল (রহঃ) এই মাটির বাদশাহ হয়েছেন—আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর পক্ষ থেকে মনোনীত হয়ে। কেউ যদি এ সত্য অস্বীকার করে বা তাঁর বাদশাহী স্বীকার না করে, কিংবা তাঁর মর্যাদা খাটো করে ও দরবারের সঙ্গে সম্পর্ক সম্পৃক্ততা না রাখে, তবে সেই দরবার, সেই পীর ও সেই লোকজনকে পথভ্রষ্ট বলা সংগত।

আমরা বিনয়ের সাথে আহ্বান জানাই—যাঁরা বাণী প্রচার করেন, তাঁরা যেন সতর্কভাবে দায়িত্বশীল আচরণ করেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকেন। অন্যথায়, নিরবতাই শ্রেয়।

28-05-2025
নূর মোহাম্মদ (শুভ)

30/05/2025

সুলতান-এ-বাংলা হযরত শাহ জালাল মুজাররদ ইয়ামনী (রহঃ)-এর মাজারে প্রধান বা সরকারি গিলাফ চড়ানোর মুহূর্ত।

Noor Mohammad পেজ লাইক ফলো করে পাসে থাকবেন।
এবং আমাদের ইউটিউব চ্যানেল (nm.Zulfiqar)কে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।
ইলমে তাসাউফ علمي تصوف
Zulfiqar Sufi Town ❣️🕊️

Ali K Sath Hai Zahra Ki ShadiSabh Khush Hain Khudai Bhi Khuda BhiLarka Hai Khuda K Ghr Ka Larki Hai Nabi K Ghr KiWo Arzo...
29/05/2025

Ali K Sath Hai Zahra Ki Shadi
Sabh Khush Hain Khudai Bhi Khuda Bhi

Larka Hai Khuda K Ghr Ka Larki Hai Nabi K Ghr Ki
Wo Arzo Sama Ka Malik Ye Malkaye Bahro Br Ki
Zamee Rqsa Hai Rqsa Asma Bh

Address

Dhaka

Telephone

+8801799058049

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor Mohammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor Mohammad:

Share