03/06/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সম্প্রতি হযরত শাহ জালাল মুজাররদ ইয়ামনী (রহঃ)-এর ৭০৬তম পবিত্র উরুশ মোবারক উপলক্ষে আটরশি দরবার কর্তৃক প্রচারিত ২টি জনবাণীভিত্তিক সংবাদ নজরে আসে। একটিতে তাঁকে বলা হয়েছে “সুলতানে সিলেট”, অপরটিতে “সাধক” হিসেবে উপস্থাপন করা হয়েছে।
প্রথমত, এই বক্তব্যগুলি মারাত্মক বিভ্রান্তিকর। হযরত শাহ জালাল (রহঃ) শুধু সিলেটের নন—তিনি সমগ্র বাংলার আধ্যাত্মিক জগতের সুলতান। তিনি সাধক নন, বরং তিনি জামানার ইমাম, মুজাদ্দেদ ছিলেন এবং আল্লাহ রাসুলের মনোনীত এক মহান ওলী। তাঁর পরিচয় ক্ষুদ্র করে উপস্থাপন করা কেবল তথ্যগত ভুলই নয়, বরং এটি তাঁর মর্যাদাহানির শামিল।
যদি কেউ সত্যিই তাঁর বিষয়ে জানেন না, তবে দয়া করে সংবাদ বা বাণী প্রচারের আগে তাঁর জীবন, কর্ম ও আত্মিক অবস্থান সম্পর্কে জেনে নিন। ভুল তথ্য প্রচার করলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং একজন মহান অলির প্রকৃত মর্তবা সম্পর্কে অজ্ঞই রয়ে যায়।
আটরশি দরবারের প্রতি আমাদের সম্মান রয়েছে, তবে এ বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য বা সংশোধনী এখনো শোনা যায়নি।
মনে রাখতে হবে, হযরত শাহ জালাল (রহঃ) এই মাটির বাদশাহ হয়েছেন—আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর পক্ষ থেকে মনোনীত হয়ে। কেউ যদি এ সত্য অস্বীকার করে বা তাঁর বাদশাহী স্বীকার না করে, কিংবা তাঁর মর্যাদা খাটো করে ও দরবারের সঙ্গে সম্পর্ক সম্পৃক্ততা না রাখে, তবে সেই দরবার, সেই পীর ও সেই লোকজনকে পথভ্রষ্ট বলা সংগত।
আমরা বিনয়ের সাথে আহ্বান জানাই—যাঁরা বাণী প্রচার করেন, তাঁরা যেন সতর্কভাবে দায়িত্বশীল আচরণ করেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকেন। অন্যথায়, নিরবতাই শ্রেয়।
28-05-2025
নূর মোহাম্মদ (শুভ)