
06/09/2025
ইনি সেই রাজবাড়ীর নুরা পাগল।
যাঁর লাশ কবর থেকে তুলে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
লোকটা কেমন ছিলেন—সেটা আমি জানি না।
মাজার ভেঙে দিলে মেনে নেওয়া যেতো।
কিন্তু একটি লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা—
এ কেমন মুসলমানি কাজ?
আমার বোধগম্য হয় না।
কবর দেওয়ার পর মৃত ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যান।
তাঁর বিচার করার দায়িত্ব মহান রবের হাতে অর্পিত থাকে।
তাহলে তাঁকে কবর থেকে তুলে এই নৃশংসতা চালানো—
কোথা থেকে ন্যায়সঙ্গত হলো?
সময় উত্তর দেবে।
মনে রেখো—
খোদা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।