AaRohi's Heaven

AaRohi's Heaven Digital creator

26/11/2025

বাচ্চাদের সামনে আপনি যত সুন্দর করে খাবার প্রেজেন্ট করবেন তারা খেতে ততই আগ্রহী হবে।
সে জেমস গুলো খাবে না ও সেগুলো দিয়ে খেলে কিন্তু চকলেট মিল্কসেক তার ভীষণ পছন্দ সেটা আমি ওকে মেইক করে দিই। 🥰🥰
সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। আল্লাহ হুম্মা বারিক লাহু 🤲।
゚viralシalシ
Gift And Decor By Tasnim Glisten Cart

আপনি একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসলেই কি  সেইম ওয়েতে ভালোবাসা পাবেন❓না… পৃথিবী এমন সিম্পল কোনো সমীকরণে চলে না।কারণ মা...
24/11/2025

আপনি একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসলেই কি সেইম ওয়েতে ভালোবাসা পাবেন❓

না… পৃথিবী এমন সিম্পল কোনো সমীকরণে চলে না।

কারণ মানুষকে ভালোবাসা যায় মন খুলে,
কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে নিজের সুবিধা, নিজের মানসিকতা আর নিজের সময় বুঝে, নিজের প্রয়োজন বোধে। হ্যা এটাই রিয়েলিটি।

"কেউ আঙুল ছুঁতেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়,
আবার কেউ আকাশ ভেঙে দিলেও টলতে চায় না।
কেউ আপনার নীরবতাও পড়ে ফেলে,
আবার কেউ আপনার কান্নাটাকেও “ড্রামা” ভাবে।"

সত্যি বলতে—
ভালোবাসা একটা লেনদেন না, এটা একটা উপস্থিতি বা বিশেষ অনুভূতি।
আপনি যাকে দিচ্ছেন, সে কি আদৌ নিতে প্রস্তুত?! বা সে কি সেটার যোগ্য!?
নাকি সে শুধু আপনার দেওয়ার অভ্যাসটাকেই ব্যবহার করছে?!

ভালোবাসা কখনো “বেশি দিলে বেশি পাবো”—এমন নিয়ম মানে না।

ভালোবাসা আসে ঠিক সেই মানুষটার কাছ থেকে,
যে আপনাকে পাওয়ার আগে হারানোর ভয় অনুভব করে। যেভাবেই হউক আপনাকে আকড়ে রাখতে চাইবে। যার কাছে আপনি ম্যাটার করেন। যার কাছে আপনার ভালো থাকাটা বিশেষ গুরুত্ব বহন করে।

আর যেদিক থেকে কখনোই ফিরে আসবে না—
সেদিকে অনবরত ঢালার নাম নয় ভালোবাসা…
ওটা শুধু আত্মাকে ক্লান্ত করে। নিজের রুহুকে নিজে দাফন করা বলে।।
゚viralシalシ

যে মানুষটা তোমার জন্য কাঁদছে, যে মানুষটা তোমার একটুখানি কণ্ঠ শোনার আশায় ফোনের ওপাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, যে মান...
24/11/2025

যে মানুষটা তোমার জন্য কাঁদছে, যে মানুষটা তোমার একটুখানি কণ্ঠ শোনার আশায় ফোনের ওপাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, যে মানুষটা তোমার জন্য নিজের আত্মসম্মান হারাচ্ছে বিশ্বাস করো, অতীতে সে এমন ছিল না। আর নিশ্চিত থাকো, ভবিষ্যতেও সে এমন থাকবে না..😥💔

যে মানুষটা আজ তোমার জন্য চোখ ভিজিয়ে রাখে, তার অতীত খুঁজে দেখো বড় বড় দুঃখেও সে কাঁদেনি, ভাঙার শব্দ শুনেও সে শক্ত থেকেছে। আজ যে মানুষটা তোমার একটি কথার জন্য অপেক্ষা করে, অতীতে তার সঙ্গে কথা বলার জন্য অনেকেই অপেক্ষা করত।

যে মানুষটা আজ তোমার অবহেলা সয়ে নীরবে ভালোবেসে যাচ্ছে, তার অতীতে কেউ সামান্য অপমান করলেও সে প্রতিবাদ করেছে। আজ সে চুপচাপ, আজ সে বোকা, আজ সে তোমার অবহেলায় সবার হাসির পাত্র। এমনকি প্রকৃতিও যেন তার প্রেম নিয়ে ব্যঙ্গ করে যায়,,,

কিন্তু ভুলে যেও না সে এমনই থাকবে না চিরকাল। একদিন সেও বদলে যাবে, বদলাতে তাকে হবেই..........

আবেগ দোষ নয়, আবেগই মানুষকে মানুষ করে তোলে। কিন্তু সেই আবেগ যেন এতটা না বাড়ে, যে আবেগের সুযোগ নিয়ে কেউ তোমার আত্মসম্মানটা ভেঙে দিতে পারে,,,

゚viralシalシ

01/11/2025
শুভ রাত্রি।  অপু বিশ্বাস পোস্ট করলে কেউ কল দিয়ে জাগিয়ে দিও🥱     ゚
03/08/2025

শুভ রাত্রি।
অপু বিশ্বাস পোস্ট করলে কেউ কল দিয়ে জাগিয়ে দিও🥱

ইগনোর করার একটা নিয়ম আছে.....!‎সাধারণত যার প্রতি আপনি দুর্বল, সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকে...
30/07/2025

ইগনোর করার একটা নিয়ম আছে.....!
‎সাধারণত যার প্রতি আপনি দুর্বল, সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন.....
‎ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন.....
‎কিন্তু সে ততদিনে বুঝে যায়,
‎এ মানুষকে ইগনোর করলেও এ আমার কাছে'ই ফিরে ফিরে আসবে.....
‎এর আর কোথাও যাওয়ার নেই.....
‎তাই সে ইচ্ছা করে আপনাকে রেসপন্স দেয় না.....
‎লেট রিপ্লাই দেয়, কথা বলায় অনীহা দেখায়, ব্যস্ততা, বাহানা ইত্যাদি দেখাতে'ই থাকে.....

‎এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যেদিন থেকে বন্ধ করবেন,
‎আর ফোন করবেন না, মেসেজ করবেন না, দেখা করবেন না, খোঁজ নেবেন না, ফিরে যাবেন না,
‎সেদিন থেকে সম্পর্কটা'ই শেষ হয়ে যাবে.....!

আমি তাকে ভালোবাসি, তাই তার সব অবহেলা মেনে নেব,  সে কষ্ট দিলেও, আমি তাকেই চাই!!সে বারবার ব্রেকআপ করে, তাও আমি তার জন্য অপ...
28/07/2025

আমি তাকে ভালোবাসি, তাই তার সব অবহেলা মেনে নেব, সে কষ্ট দিলেও, আমি তাকেই চাই!!
সে বারবার ব্রেকআপ করে, তাও আমি তার জন্য অপেক্ষা করবো! সে ছেড়ে গেলেও, আমি শুধু তাকেই ভালোবাসি!

এই ধরনের কথাগুলো শুনলে মনে হয় কষ্ট পাওয়ার লাইসেন্স যেন কাউকে নিজের হাতেই তুলে দিচ্ছেন।
শুনতে হয়তো আবেগময় লাগে, সিনেমার ডায়লগের মতো শোনায়, কিন্তু বিশ্বাস করুন এগুলোর কোনো যুক্তি নেই। হতেই পারে না।

আপনি একজন মানুষ। কোনো খেলনা না, যাকে যখন যেমন ইচ্ছা ব্যবহার করে রেখে দেওয়া যায়।
আপনার ভালোবাসা দামী এটা সবার প্রাপ্য না।
আর সেই দামি জিনিস যদি এমন কারো হাতে তুলে দেন, যে তা কদর করে না, তাহলে ক্ষতিটা আপনারই।

যে মানুষটা বারবার অবহেলা করে, দূরে সরিয়ে দেয়, প্রয়োজন ফুরালেই আবার ফিরে আসে। সে ভালোবাসে না, সে সুবিধা নেয়। আর আপনি যদি সেটা ভালোবাসা বলে ধরে নিয়ে বারবার তাকে জায়গা করে দেন, তাহলে আপনি আসলে ভালোবাসা না, বরং করুনা চাইছেন।

নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি সুখে থাকার জন্য ভালোবেসেছিলেন, নাকি অপমান সহ্য করে, কান্না করে, অবহেলা সহ্য করে জীবন পার করার জন্য? ভালোবাসার মানে কখনোই নিজেকে সস্তা করে তোলা না।

আপনি যাকে বারবার চাচ্ছেন, সে হয়তো ভাবছে ও তো আছেই, দরকার হলে ডাক দিলেই আসবে। যেখানে আপনাকে চাইলেই যেকোনো সময় পাওয়া যায়, সেখানে একসময় আপনি শুধু প্রয়োজন হয়ে থেকে যাবেন, প্রিয়জন না।

সস্তা জিনিস কেউ আপন করে না। কেউ বারবার ফিরে আসে মানে ভালোবাসে? লল! যদি প্রতিবার আপনাকে আগের মতো কষ্ট দেয়! তাহলে সেটা ভালোবাসা না, সেটা একটা বেহা'য়াপনা যাকে আপনি আবেগ নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন।

মনে রাখবেন বে'হায়ারা কিচ্ছু পায় না। কিচ্ছু না।
নিজেকে ভালোবাসুন, নিজের ভ্যালু চিনুন।
যে সত্যিই ভালোবাসবে, সে আপনাকে সম্মান দেবে, আগলে রাখবে, আর বারবার ছেড়ে চলে যাওয়ার ভয় দেখাবে না।




Block him‼️It doesn't matter what he's up to anymore. Stop checking his social media and re-reading old messages. He’s s...
25/07/2025

Block him‼️
It doesn't matter what he's up to anymore. Stop checking his social media and re-reading old messages. He’s shown he doesn’t care about you, so why keep wasting your energy on him!! Your life is about you now, so focus on your goals, chase your dreams, and enjoy your freedom. Don’t keep yourself stuck in a mental prison over a relationship that didn’t work out. You deserve someone who values and respects you...🙂

সময়ের নিরবতা-মানুষকে কত পরিপক্ক করে তোলে!!জীবনের ভুলগুলো কতকিছু শিখিয়ে তোলে!!তবুও জীবনের চোখে আবছা আঁধার -কিসের এ আঁধার?...
24/07/2025

সময়ের নিরবতা-
মানুষকে কত পরিপক্ক করে তোলে!!
জীবনের ভুলগুলো কতকিছু শিখিয়ে তোলে!!
তবুও জীবনের চোখে আবছা আঁধার -
কিসের এ আঁধার?
নেহাতই স্বপ্ন ভাঙার ধোঁয়াশা নাকি
জীবনের অন্তিমে হেঁটে চলার অঙ্গীকার?!

I felt lost, like a stranger in my own life, and it all began the moment his betrayal came to light. Everything I believ...
24/07/2025

I felt lost, like a stranger in my own life, and it all began the moment his betrayal came to light.

Everything I believed in, every word he said, every promise he made, suddenly turned into a painful reminder of how blind I had been.

The man I once trusted with my whole heart became the very reason I started questioning my worth, my judgment, and the life we built together.

His unfaithfulness didn’t just break my heart, it tore apart the foundation of who I was.

I no longer recognized the world around me, and worse, I no longer recognized myself.

I walked through the days with a heavy heart, pretending to function, but deep down, I was completely numb.

The life that once felt warm and full of meaning became cold, empty, and unfamiliar.

I became a stranger to myself, haunted by the lies, weighed down by the betrayal, and left wondering how someone who claimed to love me could be the same person who destroyed me so effortlessly.

~Mind's🦋

He broke her.Not just oncebut in so many ways,she lost count.And the hardest part?She still chose him.She stayed.With a ...
23/07/2025

He broke her.
Not just once
but in so many ways,
she lost count.

And the hardest part?
She still chose him.

She stayed.
With a heart that bled quietly in the dark,
hands full of the pieces he left behind.
Believing, hoping
that love could heal
what pain had already wrecked.

She gave him chance after chance,
not because he earned them,
but because she kept believing
that maybe the man she loved
was still in there somewhere.

But he wasn’t lost.
He was just comfortable.

Comfortable knowing
she’d forgive him.
Comfortable watching her break,
knowing he was the reason
she couldn’t breathe right anymore.

He didn’t just hurt her,
he watched her fall apart.
Watched the light leave her eyes
and the fight drain from her voice.
And still…
he kept doing it.

Not because he didn’t know better,
but because he knew she wouldn’t leave.

That’s not love.
That’s manipulation.
That’s using someone’s loyalty
as a license to destroy them slowly.

Because real love?
Real love doesn’t watch you suffer
and stay silent.
It doesn’t keep cutting
just because it knows
you’ll come back bleeding with open arms.

She didn’t stay because she was weak.
She stayed because she loved too deeply
in a world that taught her
to set herself on fire
just to keep others warm.

But now?

Now she knows,,
that love should never cost you
your soul.

~ MayAnnMateoRigor

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when AaRohi's Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share