
14/07/2025
তুমি হাল ছেড়েছো অনেক আগেই। কারণ তুমি কখনো আমাকে ধরে রাখতেই চাও নি। আমাকে তোমার হারানোর ভয় ছিলো না কখনো।
আমি ছাড়িনি ছোট্র একটা আশা নিয়েই টিকে ছিলাম। কিন্তু তুমি নিশ্চুপ নীরবতায় ছেড়ে যেতে যেতে অজান্তেই ছেড়ে গেছো অনেকটা পথ। আমি সবই বুঝেছি, তবুও শেষটা ভালো হোক এই আশায় টিকে ছিলাম।
তুমি নিজের অজান্তেই বাঁধন খুলে ফেলেছো৷
ভালোবাসা ছাড়া মানুষ ভালো থাকে না, বিশ্বাস করো। যেখানে যত্ন মিলে না, সেখানে মানুষ যন্ত্রণায় তীলে তীলে শেষ হতে থাকে! মানুষও যে পাখির মতো, আদর চায়, যত্ন চায়, ভালোবাসা চায়।
ভালোবাসার অপরাধে সবচেয়ে বড় শাস্তি দূরত্ব, যোগাযোগহীনতা। আমি তো ভালোবেসে অপরাধ করেছি। আমি তো নষ্ট হলাম ভালোবেসে! তুমি তো অনেক আগেই হাল ছেড়েছো, আমি একা অসহায় আর কতই টেনে নিবো, বলো?
সবশেষে তোমার চাওয়াই পূরণ হোক।
ভালোবেসে আমি না হয় ভুল করেছি৷ তুমিই ঠিক, আমিই ভুল। এখন আমি ক্লান্ত ভীষণ, আমার বিশ্রাম প্রয়োজন৷ ভালোবাসতে বাসতে অন্য মানুষ, এখন নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি! তুমি তো হাল ছেড়েছো অনেক আগেই। আমি অধম একা একা আর কতদূর টেনে নিবো?!
🙂💔
゚