28/07/2025
আমি তাকে ভালোবাসি, তাই তার সব অবহেলা মেনে নেব, সে কষ্ট দিলেও, আমি তাকেই চাই!!
সে বারবার ব্রেকআপ করে, তাও আমি তার জন্য অপেক্ষা করবো! সে ছেড়ে গেলেও, আমি শুধু তাকেই ভালোবাসি!
এই ধরনের কথাগুলো শুনলে মনে হয় কষ্ট পাওয়ার লাইসেন্স যেন কাউকে নিজের হাতেই তুলে দিচ্ছেন।
শুনতে হয়তো আবেগময় লাগে, সিনেমার ডায়লগের মতো শোনায়, কিন্তু বিশ্বাস করুন এগুলোর কোনো যুক্তি নেই। হতেই পারে না।
আপনি একজন মানুষ। কোনো খেলনা না, যাকে যখন যেমন ইচ্ছা ব্যবহার করে রেখে দেওয়া যায়।
আপনার ভালোবাসা দামী এটা সবার প্রাপ্য না।
আর সেই দামি জিনিস যদি এমন কারো হাতে তুলে দেন, যে তা কদর করে না, তাহলে ক্ষতিটা আপনারই।
যে মানুষটা বারবার অবহেলা করে, দূরে সরিয়ে দেয়, প্রয়োজন ফুরালেই আবার ফিরে আসে। সে ভালোবাসে না, সে সুবিধা নেয়। আর আপনি যদি সেটা ভালোবাসা বলে ধরে নিয়ে বারবার তাকে জায়গা করে দেন, তাহলে আপনি আসলে ভালোবাসা না, বরং করুনা চাইছেন।
নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি সুখে থাকার জন্য ভালোবেসেছিলেন, নাকি অপমান সহ্য করে, কান্না করে, অবহেলা সহ্য করে জীবন পার করার জন্য? ভালোবাসার মানে কখনোই নিজেকে সস্তা করে তোলা না।
আপনি যাকে বারবার চাচ্ছেন, সে হয়তো ভাবছে ও তো আছেই, দরকার হলে ডাক দিলেই আসবে। যেখানে আপনাকে চাইলেই যেকোনো সময় পাওয়া যায়, সেখানে একসময় আপনি শুধু প্রয়োজন হয়ে থেকে যাবেন, প্রিয়জন না।
সস্তা জিনিস কেউ আপন করে না। কেউ বারবার ফিরে আসে মানে ভালোবাসে? লল! যদি প্রতিবার আপনাকে আগের মতো কষ্ট দেয়! তাহলে সেটা ভালোবাসা না, সেটা একটা বেহা'য়াপনা যাকে আপনি আবেগ নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন।
মনে রাখবেন বে'হায়ারা কিচ্ছু পায় না। কিচ্ছু না।
নিজেকে ভালোবাসুন, নিজের ভ্যালু চিনুন।
যে সত্যিই ভালোবাসবে, সে আপনাকে সম্মান দেবে, আগলে রাখবে, আর বারবার ছেড়ে চলে যাওয়ার ভয় দেখাবে না।