AaRohi's Heaven

AaRohi's Heaven Digital creator

তুমি হাল ছেড়েছো অনেক আগেই। কারণ তুমি কখনো আমাকে ধরে রাখতেই চাও নি। আমাকে তোমার হারানোর ভয় ছিলো না কখনো। আমি ছাড়িনি ছোট্র...
14/07/2025

তুমি হাল ছেড়েছো অনেক আগেই। কারণ তুমি কখনো আমাকে ধরে রাখতেই চাও নি। আমাকে তোমার হারানোর ভয় ছিলো না কখনো।
আমি ছাড়িনি ছোট্র একটা আশা নিয়েই টিকে ছিলাম। কিন্তু তুমি নিশ্চুপ নীরবতায় ছেড়ে যেতে যেতে অজান্তেই ছেড়ে গেছো অনেকটা পথ। আমি সবই বুঝেছি, তবুও শেষটা ভালো হোক এই আশায় টিকে ছিলাম।

তুমি নিজের অজান্তেই বাঁধন খুলে ফেলেছো৷
ভালোবাসা ছাড়া মানুষ ভালো থাকে না, বিশ্বাস করো। যেখানে যত্ন মিলে না, সেখানে মানুষ যন্ত্রণায় তীলে তীলে শেষ হতে থাকে! মানুষও যে পাখির মতো, আদর চায়, যত্ন চায়, ভালোবাসা চায়।

ভালোবাসার অপরাধে সবচেয়ে বড় শাস্তি দূরত্ব, যোগাযোগহীনতা। আমি তো ভালোবেসে অপরাধ করেছি। আমি তো নষ্ট হলাম ভালোবেসে! তুমি তো অনেক আগেই হাল ছেড়েছো, আমি একা অসহায় আর কতই টেনে নিবো, বলো?

সবশেষে তোমার চাওয়াই পূরণ হোক।
ভালোবেসে আমি না হয় ভুল করেছি৷ তুমিই ঠিক, আমিই ভুল। এখন আমি ক্লান্ত ভীষণ, আমার বিশ্রাম প্রয়োজন৷ ভালোবাসতে বাসতে অন্য মানুষ, এখন নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি! তুমি তো হাল ছেড়েছো অনেক আগেই। আমি অধম একা একা আর কতদূর টেনে নিবো?!
🙂💔

True indeed 🙂               ゚
13/07/2025

True indeed 🙂

12/07/2025

একজন নারী কীভাবে ‘স্ট্রং’ হয়ে উঠেন?

চোখে চোখ রেখে কথা বললে?
কোনো কিছুতে ভয় না পেলে?
নাকি কারো উপর ভরসা না করে নিজেই সব সামলে নিলে?
না, তার চেয়েও বেশি কিছু লাগে।
একজন নারী তখনই সত্যিকার অর্থে স্ট্রং হয়ে ওঠেন-
যখন কষ্ট পেয়ে ভেঙে পড়ার বদলে, চুপচাপ আবার নিজেকে গুছিয়ে নেন।
যখন চারপাশের না-শোনাগুলোকে হজম করে, একদিন ‘হ্যাঁ’ শোনানোর মতো হয়ে ওঠেন।
যখন সবাই বলে—তুমি পারবে না।
আর তিনি প্রমাণ করে দেন—আমি পারি।
কীভাবে আপনি সেই নারী হয়ে উঠবেন?
১. ‘না’ বলার সাহস রাখুন
সব কিছুতে ‘হ্যাঁ’ বললে মানুষ আপনাকে ব্যবহার করবে।
‘না’ বলতে শিখুন—শান্ত কণ্ঠে, কিন্তু দৃঢ়তায় ভরা।
আপনার সময়, শক্তি আর সম্মান রক্ষার জন্য এটা জরুরি।
২. আর্থিকভাবে স্বনির্ভর হোন
আপনার উপার্জন আপনার আত্মবিশ্বাসের ভিত্তি।
ছোট হোক, নিজের হোক।
সেই টাকাটা আপনার চোখের ভাষা বদলে দেবে—চিরতরে।
৩. নিজের যত্ন নিন, মন দিয়ে
নিজেকে অবহেলা করে আপনি কাউকে সত্যিকার ভালোবাসতে পারবেন না।
নিজের চুল আঁচড়ান, আয়নায় তাকান, নিজেকে নিয়ে স‍্যাটিসফাইড হওয়ার মানসিকতা তৈরি করুন।
যত্ন নেওয়া মানে বিলাসিতা নয়—এটা নিজেকে সম্মান জানানোর বিষয়।
৪. মতামতের মূল্য দিন
আপনার কথা বলার অধিকার আছে।
চুপ থেকে ভালো মানুষ হওয়া যায়, কিন্তু স্ট্রং মানুষ হওয়া যায় না।
তাই মতামত দিতে শিখুন।
৫. সম্পর্ক নয়, আত্মসম্মান আগে
যে সম্পর্ক আপনাকে ছোট করে, তা সম্পর্ক নয়—আটকে থাকার শিকল।
ভালোবাসুন, ভরসা রাখুন, কিন্তু নিজের অবস্থান ভুলে নয়।
একটু ভেবে দেখুন…
নারী হওয়া কোনো দুর্বলতার নাম নয়।
আপনিই জন্ম দেন, গড়েন, আগলে রাখেন।
তবু এই সমাজ আপনাকে বোঝায়—তুমি তেমন কিছুই না। তোমার কোনো অবদান নাই কিছুতে।
আপনাকে ভয় দেখায়, বাঁধা দেয়, থামিয়ে রাখে।
কিন্তু আপনি থেমে গেলে তো সব থেমে যাবে।
স্ট্রং নারী মানে আবেগহীন মানুষ না।
তিনি কাঁদেন, হাসেন, ভালোবাসেন, প্রয়োজনে ছেড়েও দেন।
তবু নিজের সম্মান আর সীমানা আঁকড়ে ধরেন।
তিনি কারো করুণা চান না—চান সম্মান।
তিনি কারো সাপোর্ট চান না—চান সমতা, অধিকার।
আপনি নারী।
আপনি আগুনও—আলোর উৎসও।
আপনার ভেতরে এক বিশাল শক্তি আছে, যা জেগে উঠলে— যে কোনো কিছুই অর্জন করা সম্ভব।
তাই আজ থেকে নেমে পড়ুন নিজেকে গড়ার পথে।
কাউকে দেখানোর জন্য নয়—নিজের জন্য।
অল দ‍্যা বেস্ট।।

゚viralシfypシ゚ ゚

এক জোড়া চোখের মায়ায় পড়েআজ আমার চোখের মায়াময়ীতা হারিয়ে গেছে,আকাশের কার্ণিশে মেঘ জমার আগেইআমার আঁখিদ্বয় ঝুম বরষায় সেজে ওঠে...
10/07/2025

এক জোড়া চোখের মায়ায় পড়ে
আজ আমার চোখের মায়াময়ীতা হারিয়ে গেছে,
আকাশের কার্ণিশে মেঘ জমার আগেই
আমার আঁখিদ্বয় ঝুম বরষায় সেজে ওঠে!
বরিষণের শেষ প্রহরে একটু থামে
তবে আর এক প্রহর আসতেই আবার
নোনাজলে ভাসে।
বলতে গেলে আমার
চোখ জোড়া এখন শ্রাবণের কারুকার্য।

কলমে: সন্ধ্যাবাতি

We should know its mean we are nothing so just leave him/her.🙂
10/07/2025

We should know its mean we are nothing so just leave him/her.🙂

Is it true!?
07/07/2025

Is it true!?

তুমি তো আমায় একদিনে ভাঙ্গোনি,রোজ একটু একটু করে যত্ন করে ভেঙ্গেছো।কি ভাবছো আমি খুব বোকা তাই না,এতো যত্ন করে অবহেলার পরও,...
07/07/2025

তুমি তো আমায় একদিনে ভাঙ্গোনি,
রোজ একটু একটু করে যত্ন করে ভেঙ্গেছো।
কি ভাবছো আমি খুব বোকা তাই না,
এতো যত্ন করে অবহেলার পরও,
মানুষটা ছুটছে তোমার পিছে একটু কথা বলার জন্য।
এটুকু বোকা তো ভাবতেই পারো,
তা না হলে কি নিজের আত্নসম্মান ইগো ভুলে,
পাগলের মতো ছুটতাম তোমার পিছে!
তবে এটা মানতেই হবে ,
তুমি নিখুঁত মাপের অনেক বড় জাত অভিনেতা।

বেইমানির বা ছলনা ময়ির জন্য যদি কোনো স্বর্নপদক বা নোবেল পুরস্কার থাকতো,
বিশ্বাস করো সবার আগে তুমি পাইতা সেটা।।
আমি তোমার হয়ে সবার কাছে বলতাম তোমার নিখুঁত অভিনয়ের কথা।
দেখতা তুমি বেঈমানির জন্য নোবেল পুরস্কার পাইতা ,আর ছলনা ময়ীর জন্য পাইতা স্বর্নপদক।

তুমি অনেক বড় মাপের জাত অভিনেতা,
আর তুমি ভাবো আমি বড্ড বোকা!?

cp

05/07/2025

আমরা নিজেরাই নিজের জীবন ধ্বংস করার জন্য দায়ী। আমরা সেই সুযোগ না দিলে কারোর সাধ্য ছিলো না জীবনে ঢুকার।
শুভ সন্ধ্যা 💛
゚viralシfypシ゚ ゚

আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবেসে নিজের সবটুকু ভালোবাসা উজার করে দিতে গিয়ে নিজেই সস্তা হয়ে যাবেন তার কাছে। আপনি ভাবব...
04/07/2025

আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবেসে নিজের সবটুকু ভালোবাসা উজার করে দিতে গিয়ে নিজেই সস্তা হয়ে যাবেন তার কাছে।
আপনি ভাববেন যাকে ভালোবাসি তাকে মন প্রাণ উজার করে ভালোবাসি। তাতে সে আরো খুশি হবে।
কিন্তু দিনশেষে দেখবেন আপনার এই ভালোবাসাই আপনাকে তার কাছে তুচ্ছ করে তুলবে, চরম ভাবে সস্তা বানিয়ে ফেলবে। আর সেটা যখন আপনি ফিল করবেন তখন নিজের কাছে ও নিজেকে প্রচন্ড রকম ছেছড়া মনে হবে। মনে হবে আমার নিজস্ব স্বকীয়তা বলতে আর কিচ্ছু নেই। নিজের সম্মান নিজ হাতেই নষ্ট করেছি। আর এটাই একজন মানুষের ডিপ্রেশনে যাওয়ার জন্য যথেষ্ট কারণ হয়ে দাঁড়ায়।

শুভ অপরাহ্ন ❤️

I don’t know how people can fake their feelings. I can't even fake a hello to someone I don’t like.Good evening everyone...
03/07/2025

I don’t know how people can fake their feelings. I can't even fake a hello to someone I don’t like.

Good evening everyone. ❤️

゚viralシfypシ゚

03/07/2025

আপনার প্রিয় মানুষ যদি আপনার ম্যাসেজের রিপ্লাই কিস্তির মতো দেয়, তাহলে বুঝে নিবেন সে অন্য কোথাও থেকে লোন তুলছে😜😜🤣🤣🤣🤣🤣🤣🤣।।

শুভ সকাল❤️।।

02/07/2025

কিছু কিছু মানুষ জীবনে আসে,
আর এসে সবকিছু বদলে দেয়।
তারা ধীরে ধীরে মায়ায় জড়িয়ে নেয়,
আপন করে তোলে-
যেন অনেক দিনের পরিচিত কেউ।

সেই মায়ার টানে
নিজের পুরোটা সঁপে দিই তাদের হাতে।
সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে ওঠে
জীবনের সবচেয়ে আপন ভালোবাসার মানুষ।

কিন্তু যেভাবে হঠাৎ করে জীবনে আসে,
ঠিক তেমন করেই একদিন হারিয়ে যায়।
চলে যায় নিঃশব্দে,রেখে যায় শুধু স্মৃতি।

তারা হয়তো ভুলে যায়-
কিন্তু যারা থেকে যায়,তারা ভুলতে পারে না।
মনে পড়ে যায় প্রতিটি কথা, প্রতিটি মুহূর্ত।
তাদের আর কখনো ফিরে পাওয়া যায় না,
হাজার বার ডাকলেও না।

এই জন্যই আমি আজকাল বলি-
মানুষের মায়ায় সহজে জড়াতে নেই।
কারণ যখন তারা চলে যায়,
তারা শুধু দূরে সরে যায় না,
সঙ্গে নিয়ে যায় হাসির সব মুহূর্ত গুলো ও।।

゚viralシfypシ゚ ゚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AaRohi's Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share