Kaosar - কাউসার

Kaosar - কাউসার Content Creator • Graphics Designer
🔗 Let’s build empires, not just businesses
📲 DM to connect or collaborate ! Personal Vlog, Travel, Content Create.

09/10/2025

শীগ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।
(সুরা আদ দোহা :০৫)

একটা মিথ্যা কথা, একটা ফাঁকা প্রতিশ্রুতি বা সামান্য লোভ দেখিয়ে কেউ কাউকে ঠকিয়ে ফেলতে পারে। কিন্তু মনে রাখতে হবে — ঠকিয়...
08/10/2025

একটা মিথ্যা কথা, একটা ফাঁকা প্রতিশ্রুতি বা সামান্য লোভ দেখিয়ে কেউ কাউকে ঠকিয়ে ফেলতে পারে। কিন্তু মনে রাখতে হবে — ঠকিয়ে কখনোই সুখী হওয়া যায় না।

সময় একদিন সব হিসাব বুঝিয়ে দেয়। যে মানুষ অন্যকে ঠকায়, সে নিজেই একসময় নিজের বিবেকের কাছে হেরে যায়। বিশ্বাস একবার ভাঙলে, আর কোনো মূল্য থাকে না।

💬 তাই চেষ্টা করুন সত্য ও সততার পথে চলতে।
মানুষকে ঠকিয়ে নয়, মানুষকে বিশ্বাসে রেখে জয়ী হোন।
কারণ, শেষ পর্যন্ত সত্যের জয় হয় — আর মিথ্যার পতন নিশ্চিত। 🌿

#সততা #মানুষ_হওয়া #জীবনের_পাঠ #অনুপ্রেরণা #লাইফলেসন

07/10/2025

কখনো দায়িত্ব নিতে পিছপা হবেন না। যত বড় দায়িত্ব নেবেন তত বড় সুযোগ আপনার জন্যে তৈরি হবে।

07/10/2025

ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষের আসল রূপ দেখায় ! এটাই বাস্তবতা।

07/10/2025

পুকুর পাড়ে গ্রামীন পরিবেশ দেখতে সুন্দর লাগছে

'শর্ট টার্ম প্ল্যান ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্টের প্রেমে পড়ে গিয়েছি। সাফল্য যখন দেখতে পেলাম সেই লোভটা ছাড়তে পা...
07/10/2025

'শর্ট টার্ম প্ল্যান ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্টের প্রেমে পড়ে গিয়েছি। সাফল্য যখন দেখতে পেলাম সেই লোভটা ছাড়তে পারিনি।'

- বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

07/10/2025

সত‍্য বলা সহজ, মনে রাখার দরকার হয় না। মিথ‍্যা বলতে মনে রাখতে হয়, নাহলে আজ যা বলবেন ২ সপ্তাহ পরে তা হয়ত মনে নাও থাকতে পারে। তাই ব্রেইন খারাপ হলে মিথ‍্যা না বলাই ভালো, কি বলতে কি বলে ফেলেন 😜

06/10/2025

জীবনে কাউকে ঠকাবেন না, দেখবেন আপনাকেও কেউ সহজে ঠকাতে পারবে না। ইন শা আল্লাহ্ 🤲

06/10/2025

নিশ্চয়ই যে অন্য জনকে সাহায্য করে, তাকে আল্লাহ তায়ালা সাহায্য করেন, আমিন।

06/10/2025

আশুলিয়ায় পোশাক
কারখানায় আ/গু*ন
বিস্তারিত কমেন্টে...

05/10/2025

পিছনে বদনাম করে

সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম, এরা প্রকাশ্য শত্রর চাইতেও ভয়ংকর।

05/10/2025

মানুষের ক্ষ/তি করে কখনো নিজের জীবন সুন্দর করা যায় না। যা করবেন, তাই পাবেন। কখনো একটু ধীরে কখনো তাড়াতাড়ি 🙂

Address

Uttara Model Town
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Kaosar - কাউসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaosar - কাউসার:

Share