The Daily Shadhin Desh
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান আদর্শে অনুপ্রাণিত “দৈনিক স্বাধীন দেশ”। তথ্য মন্ত্রণালয়, ডিএফপি'র মিডিয়া তালিকাভুক্ত “দৈনিক স্বাধীন দেশ”। প্রকাশনায় ১৯ বছর। কাজী শাহানারা ইয়াসমিন এর প্রধান সম্পাদনায়, মাহমুুদা বেগম স্বাধীনা এর প্রকাশনায় এবং তৌহিদুর রহমান হিসান এর ব্যবস্থাপনায় আজ “দৈনিক স্বাধীন দেশ” নতুন মাত্রায় এগিয়ে যাচ্ছে। দৈনিক পত্রিকা হিসাবে সাধারণ ধ্যান ধারণার সীমাবদ্ধতা পেরিয়ে ব্যতিক্রমদর্মী প্রকাশনা হিসাবে “দৈনিক স্বাধীন দেশ” সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সম্পাদকীয় নীতির প্রতি শ্রদ্ধাশীল। প্রতিদিন দৈনিক স্বাধীন দেশ”র বিভিন্ন পাতা ও বিভাগে থাকছে দেশী-বিদেশী ঘটনা, বিচিত্র সংবাদ, খেলাধুলা, বিনোদন, অর্থনীতির সাথে দেশ ও জাতি গঠনে বলিষ্ঠ অভিমত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রহণযোগ্য একটি দৈনিক দেশের সর্বস্তরের পাঠক-পাঠিকার হাতে তুলে দেবার লক্ষ্যেই আমাদের এই প্রয়াশ। অতি অল্প সময়েই “দৈনিক স্বাধীন দেশ” সচেতন ও সুষ্ঠু পাঠক শ্রেণী গড়ে তুলতে সক্ষম হয়েছে। এবং আমরা প্রিয় পাঠক, গ্রাহকসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি।