Maruf Sheakh

Maruf Sheakh Inspiring Learning and Growth| Educator | Founder & CEO of "Turning Point Education"

বেচে থাকার মানে হলো আমাদের জীবন থেকে আনন্দের মূহুর্ত গুলো এক এক করে হারিয়ে যাওয়া🖤
09/08/2025

বেচে থাকার মানে হলো আমাদের জীবন থেকে আনন্দের মূহুর্ত গুলো এক এক করে হারিয়ে যাওয়া🖤

এই যানজটের শহরের বুকে এক সুন্দর বিরল দৃশ্য💚ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাব্বির স‍্যার। 🥰🥰
08/08/2025

এই যানজটের শহরের বুকে এক সুন্দর বিরল দৃশ্য💚

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাব্বির স‍্যার। 🥰🥰

এরা সবাই বড় হয়ে গেছে, সাথে আমিও😁
03/08/2025

এরা সবাই বড় হয়ে গেছে, সাথে আমিও😁

ফুল ঝরে গেলে কে আর পাপড়ি গোনে;ভুল বুঝে গেলে কে আর প্রেমের গান শোনে।
30/07/2025

ফুল ঝরে গেলে কে আর পাপড়ি গোনে;
ভুল বুঝে গেলে কে আর প্রেমের গান শোনে।

15/07/2025

বিকালে ঘুমাইয়া উঠলে জ্ঞানে ফিরতে ঘন্টাখানেক লাগে

আজ প্রথম ৫০০ ফলোয়ার পূর্ণ হলো!প্রথম সব কিছুই স্পেশাল হয়প্রথম পোস্ট, প্রথম রিঅ্যাক্ট, প্রথম ইনবক্স আর... প্রথম ৫০০ মানুষ ...
17/06/2025

আজ প্রথম ৫০০ ফলোয়ার পূর্ণ হলো!

প্রথম সব কিছুই স্পেশাল হয়
প্রথম পোস্ট, প্রথম রিঅ্যাক্ট, প্রথম ইনবক্স আর... প্রথম ৫০০ মানুষ যারা আমার কনটেন্টে ভরসা রেখেছে।
আপনারাই এই পথচলার মূল অনুপ্রেরণা। 🙌
এখন টার্গেট K তারপর M 😁🤝

06/06/2025

কুরবানী মানে শুধু পশু জবেহ নয়
কুরবানী মানে নিজের "নফস" বা অহংকারকে ত্যাগ করা।
কুরবানী মানে আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত থাকা।
ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর সেই ত্যাগের গল্পই আমাদের শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টিই সর্বোচ্চ...

👉 কুরবানী হোক আত্মশুদ্ধির অনুশীলন, হোক ভালোবাসা আর ত্যাগের অনুপম প্রতিচ্ছবি

ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
Maruf Sheakh এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।

28/05/2025

বাংলা-টাংলা – অপূর্ব দত্ত
আবৃত্তি: মারুফ শেখ

ভিডিও ধারণ: Mh Jewel

অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে
মা বলল—কোন পেপারে কত নাম্বার পেলে ?
হিস্ট্রিতে মম, এইটি ফোর, ম্যাথসে নাইন জিরাে,
মা বলল—ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরাে।
সায়েন্সে ড্যাড, নট সাে ফেয়ার, ওনলি সিক্সটি নাইন,
ইংলিশে জাস্ট নাইনটি টু, অলটুগেদার ফাইন।
জিয়ােগ্রাফির পেপারে তাে হান্ড্রেডে হান্ড্রেড,
ডুবিয়ে দিল বেংগলিটা ভেরি পুয়াের গ্রেড।
ছেলের মাথায় হাত রেখে মা ঠোট বেঁকিয়ে বলে –
নেভার মাইন্ড, বেংগলিটা না শিখলেও চলে।
বাবা বলল–বেশ বলেছ বঙ্গমাতার কন্যে,
বাংলা-টাংলা আমার মতাে অশিক্ষিতের জন্যে।
বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাৎ ছিলেন বােকা,
না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পােকা?
মা বলল—চুপ করাে তাে, ওর ফল্টটা কিসে
স্কুলে কেন বেংগলিটা পড়ায় না ইংলিশে ?

25/05/2025

এমন সুন্দর ও অসাধারণ নজরুল বন্দনা শুনেছে কে কবে?
শুভ জন্মদিন বিদ্রোহী কবি, শুভ জন্মদিন প্রিয় কবি💝
বক্তব্য রাখছেন: মুন্সি আবু সাইফ স্যার
সহযোগী অধ্যাপক
বাংলা বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ
ভিডিও কৃতজ্ঞতা: আল-ইমরান

24/04/2025

একটা সময় ছিল,

নেতৃত্ব মানে ছিল—জ্ঞান, সততা, দায়িত্ববোধ।

এখন নেতৃত্ব মানে ফেসবুক লাইভে গলা ফাটানো,

লোক জমায়ে বক্তৃতা দেওয়া,

আর মিডিয়ার হেডলাইন হওয়া!

যোগ্য লোক লিড করতে চায় না,

আর অযোগ্যরা জোর করে করায়ত্ত করে।

আমাদের সমাজে এখন যে বেশি কথা বলে,

সে বেশি জানে—

এমন ভুল বিশ্বাস জন্মিয়ে গেছে!

একজন গর্ব করে বলেন, "আমার পিছনে হাজার মানুষ!"

আমি প্রশ্ন করি, "হাজার মানুষের মাঝে ক'জন মানুষ

আসলেই নিজের মস্তিষ্কে পায়ে দাঁড়াতে পারে?

বাকিরা তো শুধু ইকো চেম্বারে প্রতিধ্বনি করে!"

লিডার হওয়ার শর্ত এখন—

১. দুই চারটা স্লোগান মুখস্থ থাকা,

২. দশজন চামচা থাকা,

৩. আর সোশ্যাল মিডিয়ায় ভক্ত গোষ্ঠী থাকা!

যোগ্য লোক প্রশ্ন করে,

অযোগ্য লোক স্লোগান দেয়।

যোগ্য লোক সমাধান খোঁজে,

অযোগ্য লোক দোষ চাপায়।

আর আমরা?

আমরা মুগ্ধ দর্শক

ভোটের সীলমোহর হাতে,

নিজের কপাল পুড়ানোর লাইসেন্স তুলে দিই,

হাত পিছু একটা ব্যানার দেখে!

আমি লিখতে চাই সেইসব লিডারদের গল্প,
যাদের পকেটে দেশ নয়,
দেশের মধ্যে শুধু নিজের পকেটটাই গুরুত্ব পায়

19/04/2025

আপনি কি জানেন PARADOX সম্পর্কে?
আজকে দুটি প্যারাডক্স নিয়ে কথা বলবো....


30/03/2025

My mother is a fighter and she deserves the best of everything. ♥️

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Sheakh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share